ঈদের দিন সকাল বেলা।

in আমার বাংলা ব্লগ3 months ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20240411_225512.jpg

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। তো আজকে যেহেতু ঈদের দিন ছিল তাই আজকের সকালবেলায় ঈদের নামাজ পড়তে যাওয়ার ঘটনাগুলোই মূলত আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালই লাগবে তো চলুন আর বেশি দেরি না করে এবারে মূল বিষয়ে আসা যাক। প্রতিবছরের মতো এ বছরেও রাতে দেরি করে ঘুমালেও ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে গিয়েছিল। তবে অন্যদিন আর ঈদের দিনের মধ্যে পার্থক্য হলো অন্যদিন যদি রাতে দেরি করে ঘুমিয়ে সকাল সকাল উঠে তাহলে অনেক ক্লান্ত অনুভব হয় কিন্তু ঈদের দিন কেন জানি ক্লান্তিটা থাকে না বললেই চলে। আসলে ঈদের আনন্দে সব ক্লান্তি দূর হয়ে যায়। তো আজকেও আমি বেশ সকাল-সকালই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। এবং ঘুম থেকে উঠেই একটু বসে চলে গিয়েছিলাম গোসল করতে। তো ভালোমতো গোসল শেষ করেই রেডি হয়ে নিলাম ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য।

IMG_20240411_072552-01.jpeg

IMG_20240411_072729-01.jpeg

IMG_20240411_072828-01.jpeg

তোর সম্পূর্ণ রেডি হয়ে গেলে হাতে একটা জায়নামাজ নিয়ে চলে গেলাম ঈদগাহের উদ্দেশ্যে। রাস্তায় উঠে দেখি সবাই ঈদগাহের দিকেই যাচ্ছে। আমিও তাদের সাথে যোগ দিলাম যদিও বা একটু বেশি সকাল ছিল তাই রাস্তায় খুব একটা লোক দেখা যাচ্ছিল না,তবে বেশ কয়েকজনকে যেতে দেখা যাচ্ছিল। তো আমি সোজা ঈদগা ময়দানে গিয়ে খুঁজতে থাকলাম কোনো বন্ধুরা এসেছে কিনা। কিন্তু আশেপাশে কাউকেই না দেখে সোজা গিয়ে একটা জায়গায় বসে পড়লাম এবং বসে বসে খুতবা শুনতে থাকলাম।

IMG_20240411_072944-01.jpeg

IMG_20240411_075955-01.jpeg

IMG_20240411_075957-01.jpeg

IMG_20240411_082816-01.jpeg

তো যত জামাতে সময় ঘনিয়ে আসছিল ততই লোকজন বাড়ছিল। এক পর্যায়ে মুসল্লী আসতে আসতে দেখলাম ঈদগাহটা পরিপূর্ণ হয়ে গেল। তবে যেহেতু আমি শুরুর দিকে বসে ছিলাম তাই জানিনা ঈদগা ময়দান টা কতটুকু পরিপূর্ণ হয়েছিল। তো যাই হোক এরপর আমরা সুন্দর মত ঈদের নামাজ শেষ করে নিলাম। তো ঈদের নামাজ শেষ করেই দেখি বন্ধুরা সব এক জায়গায় আছে তো আমিও তাদের কাছে চলে গেলাম এবং সবার সাথে একে একে কোলাকুলি করে নিলাম এবং ঈদ মোবারক বলাবলি করলাম। সত্যি বলতে ঈদের এই অনুভূতিটা আমার কাছে বেশ দারুন লাগে।

তো যাই হোক এরপর আমরা কোলাকুলি শেষ করে সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নিলাম তার মধ্যে কিছু ছিলো গুরুপ ছবি এবং কিছু ছিলো সিঙ্গেল ছবি। তো এই ছবি তুলা দিয়েই মূলত শেষ করেছিলাম আমাদের ঈদের দিনে সকালের সময়টা।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি আজকে ঈদের দিনে আপনাদের সবার মন ভালো ছিল এবং সবাই খুব সুন্দর মত ঈদটাকে উপভোগ করেছেন। তো যাই হোক আজকের মত এটুকুই । আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 months ago 

আসলে আজ ঈদ বাইরে না দেখতে পারলেও আমার বাংলা ব্লগের সবাইকে ঈদের পোস্ট করতে দেখছি। মনে হচ্ছে যে আমার বাংলা ব্লগে ঈদ উৎসব পালন হচ্ছে। আসলে সবাই মিলে একসাথে ঈদ কাটানোর মজাটাই আলাদা। আর আপনার ওখানে তো দেখছি সকালবেলায় অনেক লোক নামাজ পড়তে এসেছে। যাইহোক আপনাদের ঈদের দিন গুলো ভাল কাটুক এবং সবাইকে ঈদের শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ধন্যবাদ ভাই পোস্টটি দেখে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 months ago 

প্রথমে ভাই আপনাকে, ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই:-
ঈদ মোবারক। ঈদগাহে বেশ আনন্দঘন মুহূর্ত পার করেছেন। ঈদের নামাজ শেষ করে সকলের সাথে ঈদ শুভেচ্ছা বার্তা বিনিময় এবং কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ছড়িয়ে দিয়েছে সকালের মাঝে। আসলে এই মুহূর্ত গুলো সত্যি বেশ দারুণ। ঈদের প্রতিটি মুহূর্ত আপনার বেশ ভালো কাটুক এই আশাবাদ ব্যক্ত করি।

 3 months ago 

জি ভাই ওই সময়টুকু বেশ আনন্দের সাথে কেটেছিল।

 3 months ago 

আপনার ঈদের দিনের সকালবেলার আনন্দটা ভালোই উপভোগ করলাম। সকালবেলায় নামাজ আদায় করার মুহূর্তটা নিশ্চয়ই অনেক বেশি ভালো ছিল। আমার কাছে এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে। যখন ঈদের দিন সকাল বেলায় সবাই ঈদগাহে নামাজ পড়ার জন্য একসাথে যায় দল বেঁধে। নামাজ আদায় করার পর বন্ধুদের সাথে ভালো সময় কাটিয়েছিলেন শুনে ভালো লেগেছে। বন্ধুদের সাথে বেশ কিছু ছবিও তুলেছেন আপনি, এটা শুনেও ভালো লেগেছে। ঈদের শুভেচ্ছা ভাইয়া।

 3 months ago 

ধন্যবাদ আপু আপনাকে পোস্টটি পড়ে সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 months ago 

সবার কাটানো ঈদের দিনের কাটানো মুহূর্তগুলো যতই পড়তেছি ততই খুব ভালো লাগতেছে। আর আপনিও ঈদের দিনের পুরো মুহূর্তটা ভালোভাবে কাটিয়েছেন দেখে অনেক বেশি ভালো লেগেছে। সকাল বেলার মুহূর্তটা অনেক ভালো লেগেছে। নামাজ আদায় করার পর আবার বন্ধুদের সাথেও অতিবাহিত করেছিলেন খুবই ভালো সময়। সকালের মুহূর্তটা এত ভালো কেটেছে এটা শুনেই তো খুব ভালো লেগেছে। সব মিলিয়ে সকালের মুহূর্তটা এত ভালোভাবে কাটিয়েছেন দেখে ভালো লাগলো।

 3 months ago 

ধন্যবাদ ভাই আপনাকে এই পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 63270.29
ETH 3464.65
USDT 1.00
SBD 2.51