গাড়ির জন্য অপেক্ষা।

in আমার বাংলা ব্লগlast month
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একটি ভিন্ন ধরনের পোস্ট। আমি বর্তমান একটি ফার্মেসিতে কাজ করি। ফার্মেসিটা আমাদের বাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিদিন যাওয়ার সময় আমি বিভিন্ন গাড়িতে যাই যেমন মিনি বাস,অটো,ভ্যান ইত্যাদি। আর আসার সময় সোহেল ভাইয়ের বাইকে করে বাড়িতে আসে।

IMG_20240424_143500-01.jpeg

তো আসার সময় যেহেতু বাইকে আসা হয় তাই গাড়ি না পাওয়ার কোন ঝামেলা পোহাতে হয় না। কিন্তু সাফার করতে হয় যাওয়ার সময়। অর্থাৎ রাস্তায় গিয়ে দাঁড়ায় গাড়ির জন্য কিন্তু মাঝে মাঝে গাড়ি পেতে বেশ সময় লেগে যায়। আসলে আমি যে রোড দিয়ে যাই এই রোডের গাড়িগুলো মূলত গাংনী বাজার থেকে হাট বোয়ালিয়া পর্যন্ত যাই। তবে অটো গুলা একটু কম দূরত্বে যাই। যেহেতু গাংনী বাজার থেকে একটা গাড়ি যেতে শুরু করে তাই গাড়িগুলো গাংনী বাজারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে প্যাসেঞ্জার উঠানোর জন্য। আর যার কারণে মূলত বেশ কিছুক্ষণ পরপর গাড়ি পাওয়া যায়। তবে আবার অটোগুলো মাঝে মাঝে দ্রুতই পাওয়া যায়।

তো যাই হোক এভাবে গাড়ির জন্য দাঁড়িয়ে থেকে প্রতিদিন আমার কিছুটা সময় নষ্ট হয়। আর সকালে গিয়ে যেহেতু আমাকে দোকান খুলতে হয় তাই এজন্য বেশ বিরক্ত বোধ হয় মাঝে মাঝে। তবে প্রতিদিন মোটামুটি তাড়াতাড়ি গাড়ি পাওয়া যায়। কিন্তু মিনি বাসে যেতে গেলে মাঝে মাঝে দাঁড়িয়েও যাওয়া লাগে যেটা একটু কষ্টকর। অন্য সময় হলে হয়তো বা কখনোই দাঁড়িয়ে যেতে চাইতাম না কিন্তু যেহেতু প্রতিদিন তাড়াহুড়ার মধ্যে থাকি তাই একটু কষ্ট হলেও যেতে হয়। তবে অটো বা ভ্যানে এই ঝামেলাটা হয় না।

IMG_20240424_143510-01.jpeg

যাইহোক প্রায় প্রতিদিন ৫-৭ মিনিটের মধ্যে গাড়ি পেয়ে যাই । কিন্তু একদিন এতটাই দেরি হয়েছিল যেটা বলার বাইরে। এইতো কয়েকদিন আগে দুপুর বেলা বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এমনিতেই দুপুরবেলা তার উপর আপনারা তো জানেন কয়েকদিন আগে কিরকম গরম পড়ছিল। আর এখনো যে গরম একেবারে কম তা কিন্তু নয় কয়েকদিন ধরে আবারো গরম বেড়ে যাচ্ছে। যাইহোক আমি রাস্তায় গিয়ে গাড়ির জন্য দাঁড়ালাম কিন্তু কোনো গাড়ির দেখা নেই।

IMG_20240424_144231-01.jpeg

IMG_20240424_144242-01.jpeg

এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আর যখন পারলাম না তখন বসে গেলাম আর গাড়ির জন্য অপেক্ষা করতে থাকলাম। চারিদিকে অনেক রোদ পড়ছিল যার কারণে একটি ছোট আম গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম। সেদিন আমি লক্ষ্য করেছিলাম প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর গাড়িতে পেয়েছিলাম। তাও আবার মিনিবাস যেটা ভর্তি ছিল যার কারণে দাঁড়িয়ে যাওয়া লেগেছিল। হয়তোবা বাইক কিনলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু আপাতত বাইক কেনার মত বাজেট আমার কাছে নাই। তাই আর কি এভাবেই কষ্ট করে যায় যতদিন না পর্যন্ত কোনো জোগাড় হচ্ছে। যাই হোক শেষে যদি সব থেকে খারাপ লাগার একটি বিষয় বলি তাহলে সেটা হচ্ছে মাঝে মাঝে এমন হয় আমিও রাস্তায় উঠবো উঠবো ঠিক সেই সময় চোখের সামনে দিয়ে গাড়ি চলে যাই।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের পোস্টের মাঝে নিজের কিছু অনুভূতি কথা শেয়ার করেছি। পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

বেশ দারুণ একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার আজকের এই সুন্দর পোস্ট পড়ে অনেক অনেক ভালো লাগলো আমার। গাড়ির জন্য অপেক্ষা নিয়ে অনেক সুন্দর ভাবে অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন বিস্তারিত জানতে পারলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61760.04
ETH 3379.87
USDT 1.00
SBD 2.52