হঠাৎ করে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। গত মঙ্গলবার রাতে আমরা সব বন্ধুরা ও বড় ভাইরা মিলে ভাবলাম যে আমাদের ব্যাডমিন্টন কোর্টে একটা ছোটখাটো টুর্নামেন্টের আয়োজন করা যাক। তো শুক্রবার যেহেতু ছুটির দিন তাই সবাই ফ্রি থাকে তার জন্য,সবাই মিলে ঠিক করলাম খেলাটার আয়োজন শুক্রবারে রাতে করব। আর গত শুক্রবারে ছিল ১৬ই ডিসেম্বর তা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। যাই হোক সেই দিন রতে আমরা খেলাটার আয়োজন করেছিলাম। খেলার প্লেয়ার বলতে শুধু আমরা আমরাই। আমরা সব বন্ধুরা ও বড় ভাইয়েরা মিলেই খেলব,শুধু ম্যাচগুলোতে জয়লাভ করলে তাদের জন্য থাকতে ছোটখাটো একটা পুরস্কার এই আর কি।

png_20221220_005939_0000.png

Canva দিয়ে তৈরি

যাই হোক আমরা হিসাব করে দেখলাম আমাদের কোর্টে খেলা খেলে মূলত ১৬ জন। যেহেতু আমরা দুইজন করে খেলব তাই আমাদের মোট আটটা দল গঠন করতে হবে। কিন্তু এই দল গঠন করতে গিয়ে বেধে গেল একটা ঝামেলা। আপনারা বলতে পারেন এখানে ঝামেলার কি আছে? ঝামেলাটা মূলত আমাকে নিয়েই হচ্ছিল। চলুন এবার বলা যাক ঝামেলাটা হওয়ার কারণ। কারণ হচ্ছে যে সবাই প্রায় এক মাস ধরে খেলা খেলছে তার জন্য সবাই মূলত ভালই খেলে। কিন্তু আমি এর আগের বছর তেমন একটা খেলিনি ধরতে গেলে দুই বছর পর মাত্র দুই দিন খেলা খেলছি। আর খেলা আমি অতটাও পারিনা। তাই মূলত আমাকে কারো দলে নিতে চাচ্ছিল না। এটাই ছিল মূলত ঝামেলার মূল কারণ।

IMG_20221215_215825-01.jpeg

যাই হোক এই ঝামেলাটা যেন না হয় তার জন্য লটারি করা হলো। এবারে মূলত ভাগ্যের বিষয় যার ভাগ্যে যে পড়বে তাঁকে সেই প্লেয়ার কে নিয়েই খেলতে হবে। এর জন্য বুধবার রাতেই লটারিটা করেছিলাম। লটারি রেজাল্ট অনুযায়ী আমি পড়ে গেলাম আমার এক বড় ভাইয়ের দলে। প্রথমে তিনি একটু মন খারাপ করলেও পরে মেনে নিয়েছিল।

IMG_20221215_184233-01.jpeg

IMG_20221215_184409-01.jpeg

যাই হোক এরপর বৃহস্পতিবার রাতে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম প্রাইজ বা ট্রফি কিনতে। আমরা মোট পাঁচটা টফি কিনেছিলাম এবং এর সাথে বেশ কিছু মেডেল কিনেছিলাম। যারা ফাস্ট হবে তারা বড় দুইটা ট্রফি পাবে। এবং যারা সেকেন্ড হবে তারা তার থেকে একটু ছোট দুইটা ট্রফি পাবে। আর আরেকটা ছোট্ট ট্রফি ছিল সেটা যে ম্যান অব দ্যা ম্যাচ হবে তাকে দেওয়া হবে। আর এক রাউন্ড জিতলেই দুজন পেয়ে যাবে একটা করে মেডেল। এটাই ছিল মূলত আমাদের প্রাইজ দেওয়ার ধরন।
IMG_20221216_105456-01.jpeg

IMG_20221216_111815-01.jpeg

যাইহোক যেহেতু একটা টুর্নামেন্টের আয়োজন করেছি। তার জন্যই ভাবছিলাম কোর্টটা কে একটু সুন্দর করা দরকার। তাই পরের দিন মানে শুক্রবার সকাল বেলা সবাই মিলে লেগে পরলাম কোর্ট টাকে সুন্দর করার কাজে। প্রথমে আমর কোর্ট টির মধ্যে ভালোভাবে পানি দিয়ে দিলাম যাতে কর্টটা সমান হয়ে যায়। তারপর চলে গেলাম বাঁশ ঝাড়ে। বাঁশ ঝাড়ে গিয়ে ওখান থেকে একটা চিকন দেখতে বাঁশ কেটে নিয়ে আসলাম। তারপর বাঁশটিকে ছোট ছোট করে কেটে নিলাম এবং কোর্টটার চারিপাশে পুতে দড়ি বেঁধে ঘিরে দিলাম। এভাবেই মূলত তখন কার জন্য রেখে দিয়েছিলাম।

IMG_20221216_170925-01.jpeg

IMG_20221216_172218-01.jpeg

তারপর বিকেল বেলায় আমরা কোর্টের দাগ গুলো ভালোভাবে দিয়ে দিলাম। এবং হোয়াইট সিমেন্ট গুলিয়ে দাগের মাঝখানে দিয়ে দিলাম। যেন কোর্টটা দেখতে একটু সুন্দর লাগে। যাই হোক সেদিন আমরা সন্ধ্যার পরেই মূলত খেলার শুরু করে দিয়েছিলাম। যেন বেশি রাত না হয়ে যায় তার জন্য।

IMG_20221216_174921-01.jpeg

IMG_20221216_183223-01.jpeg

তো যাই হোক এবারে খেলা শুরু হয়ে গেল। খেলাটার নিয়ম ছিল এরকম তিনটা ম্যাচ হবে যে দল আগে দুইটা ম্যাচ জিতবে তারা জিতে যাবে। যাহোক প্রথমে আমার যে বন্ধুগুলো খেলতে উঠেছিল দেখলাম সবাই ভালো খেলেছে। ওদের মধ্যে একটি দল জয় লাভ করল। এরপর আমাদের খেলা আসলো যেহেতু আমি খারাপ খেলতাম তাই খারাপের পরিণতি খারাপই হলো। মানে আমরা হেরে গেলাম। পর পর দুটো ম্যাচই হেরে গিয়েছিলাম।

20221220_003842.jpg

20221220_004102.jpg

যাই হোক হেরে গেছি তার জন্য আমার তেমন একটা খারাপ লাগেনি। কারণ খেলা না পারলে হেরে যেতে হবে এটাই স্বাভাবিক। যাই হোক তারপর একদম শেষে দেখলাম আমাদের বিপরীতে আমাদের যে বন্ধুরা খেলছিল তারাই ফাস্ট প্রাইজ পেল। এবং এর সাথে আমাদের আরো দুইটা বন্ধু ছিল তারা সেকেন্ড প্রাইজ পেল। কিন্তু এখানে একটা বিষয় যারা বড় ভাই ছিল তাদের মধ্যে কিন্তু কোন প্রাইজ পায়নি। যাই হোক আমরা ভেবেছিলাম খেলাটা অনেক সময় অব্দি চলবে তাই তাড়াতাড়ি শুরু করেছিলাম দেখা গেল যে নটা দশটার মধ্যে খেলা শেষ হয়ে গেল।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

যেহেতু শুক্রবারের দিন বিজয় দিবস ছিল সেই রাতে এমন সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন অনেক ভালো লেগেছে।খেলতে গেলে তো কোন এক পক্ষকে হেরে যেতে হবে এবং অপর পক্ষকে জিততে হবে।তবে আপনার বড় ভাইয়ের জন্য খুব খারাপ লাগতেছে আপনার কারণে হেরে গেছে 😃😃😃।আপনারা সবাই মিলে বেশ আনন্দ উপভোগ করেছেন অনেক ভালোই হয়েছে।

 2 years ago 

আসলে কি বলবো আপু এমনিতেই খেলা পারি না তারপর উনি বকে বকে আমার খেলার আরো বারোটা বাজিয়ে দিচ্ছিল। যাইহোক যা হবার হয়ে গেছে পরবর্তীতে কোন টুর্নামেন্ট হলে ভালো খেলার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আমাদের এদিকেও এরকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়। বিশেষ করে শীতের সময় ব্যাডমিন্টন খেলার ধুম পরে যায়। আশেপাশের খালি জায়গা গুলোতে এভাবেই ব্যাডমিন্টন এর কোড কাটা হয় এবং পরবর্তীতে কিছু কিছু জায়গায় টুর্নামেন্ট ছাড়া হয়। আমার ছোট ছেলে অনেক ভালো ব্যাডমিন্টন খেলতে পারে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

শীতের সকালে বা রাতে ব্যাডমিন্টন অনেক প্রিয় একটা খেলা। কিন্তু সবাই চাইলেই এই খেলাটা খেলতে পারে না। যে সমস্যাটা আপনাকে নিয়ে হয়েছিলো আপনি অনেক দিন যাবত খেলেন না বলে কেউ আপনাকে দলে নিতে চায়নি যার সমাধান টসের মাধ্যমে করতে হয়েছে। আপনারা ৫ টি পুরস্কার কিনেছেন যার মধ্যে প্রথম পুরস্কার ই দুটি। খেলায় আপনি হেরে গেছেন শুনে খারাপ লাগলো, আরো বেশি খারাপ লাগলো বড় ভাইদের দলটা হেরে যাওয়ার কারণে। আপনি পুরস্কার হাতে ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি ইভেন্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

রাত্রিবেলা আপনাদের মাঠ টি দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। খুব সুন্দর ভাবে সব আয়োজন করেছেন। আপনি মানে আপনার দল হেরে গিয়েছে জেনে একটু খারাপ লাগলো আর কি। যাই হোক এমনিতে খেলে তো হারজিত আছেই কিন্তু আপনি তো এত বেশি পারেন না তাই। এরকম টুর্নামেন্ট এখন বেশিরভাগ দেখা যায়। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান যারা অর্জন করেছে তাদেরকে খুবই সুন্দর ভাবে চিহ্নিত করে দেখিয়েছেন। যাইহোক এমনিতেই খেলার আয়োজন কিন্তু খুবই ভালো করেছেন আপনারা।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

সত্যি বলতে এখন কিন্তু ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর সিজন। চারদিকে সবাই ব্যাডমিন্টন নিয়ে এখন ব্যস্ত থাকবে। যত শীত বাড়তে থাকবে ততই এই খেলার ধুম পড়তে থাকবে। যাই হোক আমার অনেক প্রিয় খেলা, যদি ও এখন সমস্যার কারণে খেলা হয় না। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন শীতকাল আসলেই ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যায়। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকারভাবে আমার মন্তব্যের ফিডব্যাক দেয়ার জন্য।

 2 years ago 

শীত এলেই চারিদিকে ধুম পড়ে যায় ব্যাডমিন্টন খেলার। অনেক আনন্দ উপভোগ করেছেন খেলায় বুঝতেই পারছি। আসলে শীতের রাতে এমন গা ঘামিয়ে খেলতে আমারও অনেক ভালো লাগে। যদিও আমরা এখনো শুরু করিনি। তবে খুব শীঘ্রই আমরাও শুরু করে দেব।।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আমাদের এলাকায়ও দেখেছিলাম ছোট বড় ছেলেরা মিলে এরকম টুর্নামেন্টের আয়োজন করেছে। এখন যেহেতু ব্যাডমিন্টন খেলার সৃজন অনেক টুর্নামেন্টের আয়োজন দেখা যাবে। আপনারাও করেছেন দেখে খুবই খুশি হলাম আর কি। আপনার দল হেরে গিয়েছে যেন একটু খারাপ লাগলো। আপনার কারণে হেরে গেছে জেনে আরো বেশি খারাপ লেগেছে। যাইহোক আয়োজন কিন্তু খুবই ভালোভাবে করেছেন সবাই মিলে। ট্রফিও কিনেছেন দেখছি দেওয়ার জন্য। সব মিলে অসাধারন একটি পোস্ট ছিল।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

এখন প্রায় শীত চলে এসেছে আর এই শীতের সময়ে ব্যাডমিন্টন খেলা মানে যেন শীতের অনুভূতিটা একদম খুব কাছ থেকে অনুভব করা। এবছর তেমন একটা ব্যাডমিন্টন খেলা হয়নি তবে ছোট ভাইদের সঙ্গে মাঝেমধ্যে খেলা হয়েছে। আমরাও প্রতিবছর এরকম আয়োজন করে থাকি কিন্তু এবার সকলেই যে যার মত ব্যস্ত হয়ে পড়েছে যার কারণে, এবার আর তেমন আয়োজন করা হয়নি। আপনাদের এই সুন্দর মুহূর্তটা দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

জি ভাই শীতকাল মানে ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

হেরে গেছেন তাতে কী ভাই সবাই মিলে এইরকম একটা ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন সফল করেছেন এটা অনেক। আমাদের এখানেইও ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয় প্রতিবছর। কিন্তু এবার আমার খেলা হচ্ছে না। জানি না এবার হবে কীনা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ঠিক বলেছেন খেলা না পারলে হারতে হবে এটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58400.82
ETH 2567.08
USDT 1.00
SBD 2.38