বন্ধু নয়নের মোবাইল হাতে পাওয়ার পর অনুভূতি।

in আমার বাংলা ব্লগ5 months ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে অনেকদিন পর আবারো আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মূলত বন্ধু নয়নের ফোনটা হাতে পাওয়ার পর অনুভূতি কেমন ছিল সেই নিয়ে। তবে পোস্টটা করতে একটু দেরি হয়ে গেল। আসলে দেরি হওয়ার কিছু কারণ আছে সেটা আর আজকে বললাম না। আসলে মাঝখানে এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম ভেবেছিলাম হয়তোবা আর কখনোই এই প্লাটফর্মে একটিভ হব না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই সমস্যা থেকে দূর হতে পেরেছি যার কারণে আবারো আপনাদের মাঝে পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। সবকিছু ঠিক থাকলে ইনশা-আল্লাহ এখন থেকে নিয়মিত এক্টিভিটি বজায় রাখার চেষ্টা করব।

iqoo-01.jpeg

20240305_210519-01.jpeg

তো যাইহোক চলুন এবারে মূল বিষয়ে আসা যাক। গত পোস্টে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে বন্ধু নয়ন ফোনটা অর্ডার করে দিল আর ওর ফোনটা মূলত অর্ডার করতে আমি হেল্প করেছিলাম। সবই ঠিক ছিল কিন্তু যখন ফোনটা পৌঁছাতে একদিন বাকি তখন নয়ন ওর আব্বুকে জানাই যে আমি ফোন অর্ডার করেছি। তো এটা শোনার পরে ওর আব্বু তো সহজে মানতে চাচ্ছিল না কারণ এত টাকার মোবাইল ও কোথা থেকে অর্ডার দিছে এইজন্য। যাই হোক তারপরে এই নিয়ে অনেক ঝামেলা হয় যেটা নয়ন আমাকে প্রতিনিয়তই ফোনে বলে যাচ্ছিল। আমি নয়ন বললাম যে তোর আব্বুকে বল যে ওনারা কোনো ভুল করবে না ঠিকমতোই আমাদের ফোন পাঠিয়ে দিবে। কিন্তু নয়নের আব্বু সাথে আরও কিছু লোক ছিল তারা সাইড থেকে অনেক কথাই বলছিল যেমন যদি ফোনের বদলে অন্য কিছু তোকে ধরিয়ে দেয়। এছাড়া তারা নাকি বলছিল আমরা এরকম অনেক ধোঁকা খেয়েছি। তো এর জন্য নাকি আরও বেশি ঝামেলা সৃষ্টি হয়েছিল।

20240305_212223-01.jpeg

20240305_212216-01.jpeg

20240305_212229-01.jpeg

আমি ওর কাছে থাকলে হয়ত কিছু বলতে পারতাম কিন্তু আমি দূরে ছিলাম যার কারণে আমি শুধুমাত্র ফোন আপডেট নিচ্ছিলাম। যাইহোক শেষ পর্যন্ত এরকম ঝামেলা পার করে নয়ন আর কিছু বড় ভাইসহ কোনটা আনতে গিয়েছিল মেহেরপুর থেকে। যাই হোক এরপর রাতে ওর সাথে আমার দেখা হলো এবং আমি প্রথমবারের মতো ফোনটা হাতে নিলাম। প্রথমবার ফোনটা হাতে নিয়ে অন্যরকম একটা ফিল হলো আসলে নতুন কোন জিনিস হাতে আসলে এরকমই ফিল হয়। যাইহোক এখন ফোনটা একটু ঘাটাঘাটি করে সবকিছু ঠিক করে দিলাম। আর এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট ছিল তাই অনেক কিছুই এখানে ভিন্নতা লক্ষ্য করেছিলাম। যাক তারপর কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর প্লে স্টোর ডাউনলোড করে বাকি অ্যাপস গুলো ডাউনলোড করে নিলাম এবং মোবাইলটাকে অন্য মোবাইলের মতো স্বাভাবিক করে তুললাম।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন ও বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো এটাই ছিল মূলত নয়নের দীর্ঘ অনেকদিন অপেক্ষা পরে ওর পছন্দের iqoo neo 9 ফোনটা কেনার অনুভূতি। তো যাই হোক আজকের মতো এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 5 months ago 

বর্তমানে অনলাইন যুগে অনেক কিছুই বাবা-মায়ের কাছে অবিশ্বাস্য লাগে। যেমনটা আপনার বন্ধু নয়নের ক্ষেত্রে হয়েছে। তাদের মধ্যে ভয় থেকে যায় যদি খারাপ জিনিস দেয়। আসলে সবকিছু এখন দেখে নেওয়া যায় যেটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে অনেক সহজ। যাইহোক, অবশেষে ফোনটা হাতে পেয়েছে ভালো হয়েছে। এটাই বড় প্রাপ্তি । সেই অনুভূতিটাই অন্যরকম ছিল।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলে আপনি ঠিক বলেছেন বাবা-মায়েরা এখনো এগুলো কি অতটা ভরসা করতে পারে না।

 5 months ago 

শুধু মোবাইল নয় নতুন যে কোন কিছু কেনার ক্ষেত্রে মনের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করে। সবশেষে মোবাইলটা হাতে পেয়ে গিয়েছেন আর স্বপ্নটা পূরণ হয়েছে। আপনার বন্ধু নয়নের মোবাইল হাতে পাওয়ার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জি ভাই যে কোন নতুন কিছু হাতে নিলেই অন্যরকম একটা ফিল হয়।

 5 months ago 

আসলে অনলাইন থেকে আমিও অনেক কিছুই কিনে থাকি৷ তবে অনলাইন থেকে মোবাইল কেনা টা একটু বেশি রিস্কের ব্যাপার৷ কারণ মাঝেমধ্যে এমন হয়েছে যে অনেক দামী দামী ফোনগুলো কম দামে বিক্রি করে দিয়েছে এবং সেখানে মোবাইল দেয়নি৷ তাই জন্য অনেকেরই অনলাইনের জিনিসের প্রতি একটু খারাপ ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে৷ তবে আপনার বন্ধুর জন্য মোবাইল অর্ডার দেওয়ার পরে মোবাইল ঠিকমতো পেয়েছেন শুনে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ৷

 5 months ago 

আসলে ভালো সপ থেকে অর্ডার করলে ধোকা খাওয়ার চান্স থাকে না বললেই চলে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 5 months ago 

হুম৷ একদম৷ আমিও ভালোভাবে শপ দেখে কিনেছি৷ তাই আমিও কখনো স্ক্যামের শিকার হইনি৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

বর্তমানে এই অনলাইনের যুগে অনেক স্ক্যাম চলে ভাই। অনেক সময় দেখা যায় যে, আপনি যে ফোন অর্ডার করেছেন, সেটা না এসে অন্য কিছু একটা চলে আসে। অতীতে এরকম অনেক ঘটনা ঘটতে দেখেছি আশেপাশে । তবে শেষ পর্যন্ত আপনার বন্ধুর ফোনটা যে সঠিকভাবে হাত পর্যন্ত পৌঁছেছে, এটা দেখে বেশ ভালো লাগছে। আর ফোনটা দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে।

 5 months ago 

আপনি ঠিক বলেছেন বর্তমান যুগে অনলাইনে অনেক ধরনের স্ক্যাম চলে। তবে যদি সঠিক জায়গায় থেকে অর্ডার করা হয় তাহলে স্ক্যাম হওয়ার পসিবিলিটি থাকে না বললেই চলে।

 5 months ago 

তবে যদি সঠিক জায়গায় থেকে অর্ডার করা হয় তাহলে স্ক্যাম হওয়ার পসিবিলিটি থাকে না বললেই চলে।

সঠিক জায়গা থেকে করলেও ভাই মাঝে মাঝে ডেলিভারি যারা করে তারা স্ক্যাম করে থাকে। এমন ব্যাপার আমাদের এইখানে অনেক দেখেছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 59541.64
ETH 2637.04
USDT 1.00
SBD 2.45