কনটেস্ট যুক্ত একটা ফুটবল ম্যাচ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আপনাদের মাঝে আমি একটা ফুটবল ম্যাচ এর বর্ণনা তুলে ধরার চেষ্টা করব। আমাদের এলাকা থেকে একটু দূরে পাঁচ ছয় কিলোমিটার হবে গিয়েছিলাম ফুটবল খেলা দেখতে আজকে একটা ছিল আমাদের স্কুলের দল আর একটা অন্য একটা স্কুলের দল মূলত এই খেলাটা ইন্টার স্কুল খেলা বলা হয়ে থাকে। আমাদের স্কুল বলতে আমি বুঝাইছি আমি যে কলেজে পড়ি সেটা মূলত স্কুল এন্ড কলেজ সেই স্কুলের দল।

গেলাম আমরা চারজন মিলে খেলা দেখতে খেলা শুরু হওয়ার কথা ছিল তিনটা কিন্তু একটু দেরি হয়ে গেছিল প্রায় 3:20 বেজে গিয়েছিল।

প্রথম

IMG_20220906_151706-01.jpeg

ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11ক্যামেরাঃ13mpলোকেশনঃগাংনী-মেহেরপুর

তো খেলা শুরু হল আপনারা ফটোতে নিশ্চয়ই দেখতে পারছেন দুই দল মাঠের ভিতরে প্রবেশ করছে অতটা কিলিয়ার না দেখা গেল মোটামুটি বোঝা যাচ্ছে।

দ্বিতীয়

IMG_20220906_153030-01.jpeg

ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11ক্যামেরাঃ13mpলোকেশনঃগাংনী-মেহেরপুর

প্লেয়ার গুলো যখন সাজানো হচ্ছিল।

মূলত সেন্টারটা আমরাই পেয়েছিলাম তো প্রথমে খেলা শুরু হয় সাথে সাথেই আমাদের প্লেয়াররা একটা টান দিল মোটামুটি ভালই ছিল কিন্তু গোল হয় নাই। এভাবেই মূলত দুই দলই সমান সমান খেলছিল খেলতে খেলতে হাফ টাইম হয়ে গেল।

IMG_20220906_155325 (1).jpg

ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11ক্যামেরাঃ13mpলোকেশনঃগাংনী-মেহেরপুর

হাফটাইমের পরে আমাদের প্লেয়ার গুলা খুব ভালো খেলছিল বল আমাদের গোলপোস্টের দিকে আসতে দিচ্ছিল না কিন্তু প্রবলেম হচ্ছে একটাই ওরা এত ভালো ডিফেন্স একটা গোল ও দিতে পারে নাই ফুটবল খেলা মানে হালকা হালকা যুদ্ধ তো হবেই যুদ্ধ বলতে ফাউল আমাদের প্লেয়াররা দুইটা হলুদ কার্ড দিয়েছে ওটা একটা কার্ড খায়নি তবে ফাউল করছিল ২-৩ মত এভাবেই খেলা হয়ে গেল কিন্তু দলের ওই শূন্য শূন্য গোল কেউ একটা গোল ও দিতে পারেনি খুবই কনটেন্স যুক্ত একটা খেলা ছিল তারপর পেনাল্টি করল ম্যাচের ফলাফল আনার জন্য।

তৃতীয়

IMG_20220906_161736.jpg

ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11ক্যামেরাঃ13mpলোকেশনঃগাংনী-মেহেরপুর

আপনারা ফটোতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এ হলো আমাদের গোলকি খুব ভালো সেভ দিছিল গোল।

চতুর্থ

IMG_20220906_161739.jpg

ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11ক্যামেরাঃ13mpলোকেশনঃগাংনী-মেহেরপুর

অপরদিকে বিপরীতম এখান থেকে মারছে পেনাল্টি এরাও ভালোই খেলছিল। আর পিছনে দেখতে পারছেন আপনারা অনেকগুলো দর্শক আছে।

পেনাল্টি শুরু হলো প্রথমে ওরা হিট দিল আমাদের গোলকি ঠেকিয়ে দিয়েছিল। তারপর আমাদের প্লেয়ার মারলো ওদের গোলকেও ঠেকিয়ে দিয়েছিল। তারপর আবার ওদের প্লেয়ার মারলো আমাদের গোলকি ঠেকিয়ে দিল। তারপর আমাদের প্লেয়ার কি করলো বারপোস এর উপর দিয়ে মারল তারপর ওদের প্লেয়ারও বারপোস এর বাইরে দিয়ে মারলো। এভাবে মূলত চলছিল পেনাল্টি গুলো দুই দলই বরাবর যাচ্ছিল তারপর এমন একটা পরিস্থিতি চলে আসে আমাদের বিলের একটা বেশি গোল দিয়েছিল গোলটা সেভ দিতে পারলেই ওরা আর একটা চান্স পাবে আর না পারলে হেরে যাবে খুবই টান টান উত্তেজনা ছিল দর্শকদের প্লেয়ারদের মধ্যে কিন্তু ওদের গোলকি টা খুব ভালো ছিল তার জন্য গোলটা ঠেকিয়ে দিল। তারপর আবার একটা চান্স পাইল এরকম এবার আমাদের গোলকিপার লাস্টে গোল দিয়ে ম্যাচটাকে বিজয় করল এটাই ছিল মূলত ম্যাচ খুবই কনটেস্ট যুক্ত একটা গেম প্লে ছিল।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট আশা করি আপনাদের ভালই লেগেছে খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

খুবই সুন্দরভাবে আপনি ফুটবল ম্যাচের বর্ণনা করেছেন বেশ অনেকদিন হলো খেলাধুলা থেকে নিজেকে বিরত রেখেছি। ছোটবেলাতে ও তেমন একটা খেলাধুলা করতাম না, তবে ফুটবল আমার খুবই পছন্দের একটি খেলা ছিল।

 2 years ago 

ফুটবল আমারও খুবই ভালো লাগে ধন্যবাদ আমার পোস্টটি এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

পেনাল্টির মুহূর্তগুলো একদম টানটান উত্তেজনা পূর্ণ হয়। যাইহোক শেষ পর্যন্ত যে আপনাদের দল জিতেছে এটা জানতে পেরে ভালো লাগলো। বাংলাদেশে এখনো ফুটবল যে কি পরিমান জনপ্রিয় খেলা সেটা এই খেলাগুলোর দর্শক দেখলেই বোঝা যায়। আপনার এই পোস্টটি পড়ে নিজের অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ আমার পোস্টটি এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40