হঠাৎ করে কলেজ ভার্সেস কলেজ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের আয়োজন।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20230102_203509_0000.png

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। গত বুধবার হঠাৎ করে আমার কলেজে বন্ধুরা অন্য একটা কলেজের সাথে ফ্রেন্ডলি ফুটবল খেলা দিয়েছে। যেহেতু আগে থেকে খেলা দিয়েছিল তাই সবাই ঠিক করেছিল,যে কলেজের ক্লাস শেষ হয়ে গেলে চলে যাব ফুটবল খেলতে। আমি ম্যাচে অংশগ্রহণ করিনি তবে দর্শক হিসাবে উপস্থিত ছিলাম। আমাদের কলেজের ঠিক পিছনেই একটা প্রাইমারি স্কুল আছে। আর ওই প্রাইমারি স্কুলটিতে একটা বড় মাঠ আছে। যেহেতু মাঠটা কাছে ছিল আর স্কুলটাও ছুটি চলছে। তাই সবাই ডিসিশন নিল যে ওই মাঠেই ফুটবল খেলাটা অনুষ্ঠিত হবে।

IMG_20221228_115607.jpg

যেই কথা সেই কাজ কয়েকটা ক্লাস হতে না হতেই সবাই স্যারের কাছে বলে চলে গেল ফুটবল মাঠে ফুটবল খেলার জন্য। স্যার ও আমাদেরকে আটকায়নি কারণ পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝে খেলাধুলা করা দরকার তাই আর কি। মাঠে পৌঁছে দেখি আমাদের প্লেয়াররা সব রেডি ছিল কিন্তু ওদের প্লেয়ারগুলোর আসতে একটু দেরি হচ্ছিল। তাই সবাই ওয়েট করছিলাম ওদের প্লেয়ারদের জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখলাম ওদের সব প্লেয়ার গুলো চলে আসলো। তাই আর দেরি না করে ম্যাচটি স্টার্ট করে দিল। তবে ম্যাচ শুরু করার আগে প্রথমে সবাই বলে নিল যে এটা শুধু ফ্রেন্ডলি ম্যাচ। তাই ম্যাচ টি যেন সুন্দরভাবে শেষ হয়। ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার একটাই কারণ যেহেতু দুইটা কলেজ একই এলাকায়। তাই ওই কলেজেও আমাদের অনেক বন্ধুরা পড়াশোনা করে। ধরতে গেলে ওরাও আমাদের বন্ধু। এছাড়াও খেলাটা অনুষ্ঠিত করা হয়েছিল শুধুমাত্র বিনোদনের জন্য তাই আর কি।

IMG_20221228_120539.jpg

IMG_20221228_120707.jpg

IMG_20221228_121751.jpg

যাই হোক খেলা হতে হতে হাফ টাইম হয়ে গেল দুই দলেরই দুইটা করে গোল ছিল। যেহেতু সবাই মোটামুটি হাঁপিয়ে গেছে তাই সবাই সাইডে এসে কিছুক্ষণের জন্য রেস্ট নিল। কিছুক্ষণ রেস্ট নেয়ার পর আবার খেলা শুরু করে দিল।

IMG_20221228_122756.jpg

যারা খেলছিল তারা সবাই মাঠের বাইরে একটা জায়গায় ব্যাগ জুতা গুলো খুলে রেখে দিয়েছিল। আর যেহেতু শীতকাল চলছে তাই সবার গায়ে জ্যাকেট ছিল তাই সেগুলো সবাই খুলে একটা জায়গায় রেখে দিয়েছিল। আর সবার পকেটে থাকা মোবাইল গুলো,আমরা যারা দর্শকের ভূমিকা পালন করছিলাম,আমাদের কাছে রেখে গিয়েছিল। আমার কাছেও আমার দুইটা বন্ধু তাদের ফোন রেখে গিয়েছিল।

IMG_20221228_123908.jpg

যাই হোক কিছুক্ষণ পরেই খেলা শেষ করে দিল। খেলাটা চলে ছিল হয়তো বা এক ঘন্টা ধরে। যাই হোক খেলার রেজাল্ট ছিল ৪-২ গোল। আমরা ওই কলেজের প্লেয়ারদের থেকে দুই গোলে এগিয়ে ছিলাম। যেহেতু এটা সম্পূর্ণ ফ্রেন্ডলি ম্যাচ ছিল। তাই এখানে হার-জিত কোন ম্যাটার করে না। জাস্ট মজার জন্যই এই খেলাটার আয়োজন করা হয়েছিল। তবে একটা কথা বলতে হচ্ছে বিপরীত টিমের প্লেয়াররা বেশ ভালোই খেলছিল। তবে তারা গোলের কাছে গিয়েও গোল দিতে পারেনি। তাই হয়তো ম্যাচের রেজাল্ট এমন। না হলে, হয়তোবা ম্যাচের রেজাল্টটা উল্টা হত।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 2 years ago 

ফুটবল খেলা দেখতে আমার খুবই ভালো লাগে।আর বন্ধুদের সঙ্গে স্কুল বা কলেজ জীবনে ফুটবল খেলাটা আলাদা মজার ব্যাপার।জীবনে বিনোদন খুবই প্রয়োজন।আর খেলাধুলা শরীরচর্চার জন্য অপরিহার্য।দর্শকদের ও অবশ্যই প্রয়োজন আছে যেটা আপনি ছিলেন, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন মাঝে মাঝে এরকম খেলাধুলা করা সবারই উচিত। আরে হ্যাঁ কলেজের বন্ধুদের সাথে ফুটবল খেলাটা আলাদা মজার ব্যাপার। ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে মন্তব্যটি করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago (edited)

মাঝে মাঝে বিপরীত পক্ষ ভালো খেলেও বিজয়ী হতে পারে না। হয়তো অল্পের জন্য পরাজয় মেনে নিতে হয়। তবে তারা ভালো খেলেছে বোঝাই যাচ্ছে। পরাজয় মেনে নেওয়া সত্যি দুঃখ জনক। তবে যাই হোক খেলায় জয় পরাজয় থাকবেই। আপনি দর্শক হিসেবে ছিলেন আর দারুন সময় কাটিয়েছেন বুঝতেই পারছি। বিশ্বকাপ ফুটবলের আমেজ এখনো সবার মাঝে আছে। তাই তো এই আয়োজন করা হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দরভাবে গুছিয়ে একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

দুইটি কলেজের ফুটবল খেলা অনেক সুন্দর হয়েছিল দেখে মনে হচ্ছে । আপনাদের কলেজ গোলের দিক থেকে ৪ গোল দিয়ে এগিয়ে ছিল । আপনাকে তো দারুণ একটি দায়িত্ব পালন করতে হয়েছিল খেলার মাঠে । সবার মোবাইল গুলো আপনার কাছে রেখেছিল । এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ, যদি আপনি মাঠে খেলাধুলা করেন নাই কিন্তু মোবাইল রাখাটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ ।

 2 years ago 

আপনাকে তো দারুণ একটি দায়িত্ব পালন করতে হয়েছিল খেলার মাঠে । সবার মোবাইল গুলো আপনার কাছে রেখেছিল । এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ, যদি আপনি মাঠে খেলাধুলা করেন নাই কিন্তু মোবাইল রাখাটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ ।

আরে আপু কি যে বলেন। 😂

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63