কলা দিয়ে কেক বানানোর রেসিপি।

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20231121_225229_0000.png

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। তো প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার জন্য। তো সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন রেসিপি পোস্ট। তো আমার আজকের রেসিপিটা হতে চলেছে মূলত কলা দিয়ে কেক বানানোর। আপনারা যারা আমার গত সপ্তাহের রেসিপি পোস্ট দেখেছেন তারা ওই পোষ্টের সাথে এই পোস্টের কিছুটা হলেও মিল খুঁজে পাবেন। কারণ গত সপ্তাহের রেসিপি পোস্টে আমি কলা দিয়ে বড়া বানানোর রেসিপি শেয়ার করেছিলাম। আর আজকে কলা দিয়ে কেক। যাইহোক আশা করি আমার আজকের কলা দিয়ে কেক বানানোর রেসিপিটা আপনাদের ভালই লাগবে তো চলুন আর বেশি দেরি না করে রেসিপির ধাপগুলো দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণঃ

উপকরণের নামপরিমাণ
আটা১ কাপ
লবণস্বাদমতো
কলা২ টি
চিনি১ কাপ
ডিম১ টি
বেকিং পাউডারপরিমাণ মতো
সয়াবিন তেলপরিমাণ মতো

প্রয়োজনীয় ধাপ সমূহ

ধাপ-১

IMG_20221105_185757-01.jpeg

প্রথমে কেক বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ গুলো গুছিয়ে নিব এবং এর সাথে কলা দুইটাকেও পেস্ট করে নিয়েছি।

ধাপ-২

IMG_20221105_185835-01.jpegIMG_20221105_190042-01.jpeg

এরপর একটি পাত্রে ডিমটাকে ভেঙ্গে নিয়েছি এবং এর মধ্যে কলা এবং এক কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ মিক্সটা এমনভাবে করতে হবে যেন চিনি গুলো গলে যায়।

ধাপ-৩

IMG_20221105_190144-01.jpegIMG_20221105_190624-01.jpeg

তো কলা,ডিম ও চিনি ভালো করে মিক্স করে নেওয়ার পর এবারে এর মধ্যে পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিব। এবং আবারো ভালো করে মিক্স করে নিব।

ধাপ-৪

IMG_20221105_190947-01.jpegIMG_20221105_191341-01.jpeg

তো বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবারে এর মধ্যে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব। এবং এগুলোকে অনেকক্ষণ ধরে ভালোভাবে মিক্স করে কেক বানানোর বেটার তৈরি করে নিব।

ধাপ-৫

IMG_20221105_191353-01.jpegIMG_20221105_193527-01.jpeg

তো সবগুলো উপকরণ মিক্স করার পর যখন সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারো মিক্স করে নিব। তো এবারে সবগুলো মিক্স করে নেওয়ার পর ব্যাটারটাকে একটা সুন্দর দেখতে পাত্রে ঢেলে নিব কেক বানানোর জন্য। আর হ্যাঁ অবশ্যই যে পাত্রে ব্যাটারটা ঢালবো সেই পাত্রের চারদিকে তেল মাখিয়ে নিব যেন পরে কেক বের করতে সুবিধা হয়। আর চাইলে সাইডে কাগজও দিয়ে নিতে পারেন সেটা আরো ভালো হবে,তবে আমরা এখানে কাগজ ব্যবহার করিনি।

ধাপ-৬

IMG_20221105_193550-01.jpegIMG_20221105_193720-01.jpeg

যাইহোক এবারে কেকটাকে বেক করার জন্য চুলার উপর একটি বড় হাড়ি বসিয়ে দিয়েছিলাম এবং এর মাঝখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তারপর সেই স্ট্যান্ড এর উপরেই মূলত ব্যাটার এর পাত্রটা বসিয়ে দিয়েছিলাম।

ধাপ-৭

IMG_20221105_193807-01.jpegIMG_20221105_193815-01.jpegIMG_20221105_201233-01.jpeg

ব্যাস এবারে সবকিছু বসানো কমপ্লিট হয়ে গেলে দুইটা পাত্রকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ জ্বাল দিয়ে নিয়েছিলাম বেক করার জন্য। আর হ্যাঁ অবশ্যই মাঝখানে আমরা ঢাকনা তুলে দেখেছিলাম কেকটা হয়েছে কিনা। তো এভাবেই ঢাকনা তুলে কয়েকবার দেখতে দেখতে যখন ঢাকনা তুলে দেখলাম কেকটা ভালোমতো ফুলে গেছে এবং উপরের অংশে কিছুটা ফেটে গেছে,তখনই বুঝে গেলাম যে এবারে বেশ ভালো করেই বেক করা হয়ে গিয়েছে।

শেষ ধাপ

IMG_20221105_203044-01.jpeg

IMG_20221105_210559-01.jpeg

IMG_20221105_210705-01.jpeg

তো এবারে যেহেতু কেকটা তৈরি হয়ে গেছে তাই এটাকে অন্য একটা পাত্রে উঠিয়ে রাখলাম এবং এটাকে সুন্দরভাবে পরিবেশন করলাম।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো এই ছিল আমার আজকের কলা দিয়ে কেক বানানোর রেসিপি। কেকটা খেতে বেশ ভালোই ছিল,তো এই কেকের রেসিপি টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 8 months ago 

খুব সুস্বাদু এবং পুষ্টিকর একটা রেসিপি ছিল, কেননা এর উপকরণগুলো নতুন একটা কেকের ফ্লেভার নিয়ে আসবে। ধাপে ধাপে আপনি খুব সুন্দর একটা কেক বানানোর রেসিপি আমাদের কেউ উপহার দিয়েছেন।

Posted using SteemPro Mobile

 8 months ago 

হ্যাঁ ভাই সত্যি নতুন একটা ফ্লেভার নিয়ে এসেছিল।

 8 months ago 

ভাই প্রথম আমি এই কলা দিয়ে কেক বানানো দেখলাম। রেসিপিটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি প্রতি সপ্তাহে রেসিপি পোস্ট দেওয়ার চেষ্টা করেন জেনে ভালো লাগলো। রেসিপিটি আপনি খুব ভালোভাবে উপস্থাপন করেছেন যা দেখে ভালো লাগলো।

 8 months ago 

সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করেছেন ৷ আসলে কেক আমার বেশ পছন্দের খাবার ৷ আপনি কলা চিনি আটা সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ দিয়ে দারুণ ভাবে কেক তৈরি করেছেন ৷ অনেক সুন্দর হয়েছে , মনে হচ্ছে খেতেও খুবই মজাদার হয়েছে ৷ যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর এবং মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

 8 months ago 

সত্যি বলতে আমিও প্রথমবারের মতো কলা কেক খেয়েছিলাম। যাইহোক কখনো সুযোগ হলে বানিয়ে খেতে পারি না আশা করি ভালই লাগবে।

 8 months ago 

আপনার এই পোস্টটি এককথায় ইউনিক হয়েছে। কলা দিয়ে এভাবে কেক দেখতেও সুন্দর লাগছে এবং আশা করি খেতে ভালো হবে। আপনি অনেক কষ্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন তারজন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইলো।

 8 months ago 

পোস্টটি ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 8 months ago 

কলা আর ডিম দিয়ে দারুন চমৎকার একটি কেকের রেসিপি আপনি শেয়ার করলেন ভাইয়া।দেখতে খুবই সুন্দর হয়েছে।আশাকরি খেতে ও দারুন মজার হয়েছে। আপনি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে শেয়ার করলেন। ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 8 months ago 

কলা দিয়ে কখনো কেক বানানো হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে এটা অনেক সুস্বাদু। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপিটা ট্রাই করবো। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 8 months ago 

হ্যাঁ কখনো সুযোগ হলে ট্রাই করে দেখবেন আশা করি ভালই লাগবে।

 8 months ago 

কলা দিয়েও কেক বানানো যায় এটি আমি কখনো জানতাম না। আপনার কাছ থেকে এই প্রথম এরকম একটি রেসিপি সম্পর্কে জানতে পারলাম৷ আপনি খুবই ভালোভাবে কলা দিয়ে কেক তৈরি করে দেখিয়েছেন এবং এটি অনেক সুস্বাদু হয়েছে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 8 months ago 

সত্যি কথা বলতে আমিও সেই বার প্রথম কলা দিয়ে বানানো কেক খেয়েছিলাম।

 8 months ago 

কলা দিয়ে কেক কোনদিন দেখিও নি খাইওনি।আজ আপনার কলা দিয়ে কেক বানানোর রেসিপি দেখে শিখলাম। কতোটা লোভনীয় তা দেখতেও পেলাম।খুব সুন্দর লোভনীয় হয়েছে কলা দিয়ে কেকের রেসিপিটি।ধাপ গুলোও সুন্দর করে উপস্থাপন করেছেন গুছিয়ে।কেকের ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি অনেক মজাদার ও লোভনীয় হয়েছে কেকটি।ধন্যবাদ

 8 months ago 

আসলে আমিও আগে জানতাম না যে কলা দিয়েও কেক বানানো যায়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64074.25
ETH 3195.10
USDT 1.00
SBD 2.62