আর্জেন্টিনা ভার্সেস পোল্যান্ডের ফুটবল গেমটি দেখার অনুভূতি।
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
ম্যাচেটা দেখলাম প্রথম থেকেই আর্জেন্টিনা পোল্যান্ড এর থেকে অনেক এডভান্স খেলছিল। এর আগের ম্যাচগুলো থেকে অনেক বেশি অ্যাডভান্স খেলছিল। প্রথমে যেদিন সৌদি আরব বনাম আর্জেন্টিনার খেলা হয় সেদিন আর্জেন্টিনা দলটি হাফ টাইম এর আগে ভালো খেললেও হাফ টাইমের পরে আর ভালো খেলতে পারিনি। আর দ্বিতীয় যেদিন মেক্সিকোর সাথে খেলা হয়েছিল আর্জেন্টিনা ঐ দিন হাফটাইম এর আগে দুই দলই প্রায় সেম খেলছিল কিন্তু হাফটাইম এরপর মেক্সিকো থেকে আর্জেন্টিনাকে এডভান্স খেলছিল। আর কালকের ম্যাচে পুরোটাই আর্জেন্টিনা দলটি অনেক ভালো খেলেছে।
যাইহোক আর্জেন্টিনা ভার্সেস পোল্যান্ড ম্যাচটিতে হাফ টাইম আগে দেখলাম আর্জেন্টিনার প্লেয়ারদের পায়ে বেশি বল ছিল আর গোলে অনেক হিট করছিল কিন্তু একটাও পারফেক্ট না হওয়ার কারণে গোল হয়নি। খেলার ৩১ মিনিটে দেখলাম ডি মারিয়া কর্নার করল একদম সোজা গোলে হিট কিন্তু গোলকি ঠেকিয়ে দিল। গোল হয়নি কিন্তু শটটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে।
যাই হোক তার কিছুক্ষণ পর দেখলাম গোলকি বল ঠেকাতে গিয়ে ভুলবশত লিও মেসির মুখে লেগে যায় , তার জন্য দেখলাম রেফারি রিপ্লে দেখে সিদ্ধান্ত জানালো এটা প্লান্টি। প্ল্যান্টি পাওয়ার কথা শুনে দেখলাম আপুদের বাড়ির বাইরেই নিচে রাস্তায় অনেকেই বড় পর্দায় খেলা দেখছিল। তাদের মধ্যে যারা আর্জেন্টিনার ফ্যান ছিল তারা তো অনেক খুশিতে নাচানাচি করছিল। সবাই তো ভেবেই নিয়েছিল এবার এবার একটা গোল হয়ে যাবে।
কিন্তু দেখলাম প্ল্যান্টিটা লিও মেসি হিট করলো বাট গোল হলো না। তারপর দেখলাম তাও বাইরে নাচানাচি করছে,তখন বুঝতে পারলাম এরা নিশ্চয়ই ব্রাজিলের ফ্যান।হাহাহা যাই হোক এছাড়াও লিও মেসি যে কয়টা গোলে হিট করেছিল গোলকিপার সব কয়টাই ডিফেন্স করেছিল আমার কাছে মনে হচ্ছিল জেনে গোলকিপার লিও মেসির শট গুলোকে টার্গেট করে সেভ দিছিল। 😁
https://youtube.com/shorts/mcSWfmoQU5A?feature=share
যাইহোক আর্জেন্টিনা পোল্যান্ডের গোলে আক্রমণ করতে থাকলো এবং পোল্যান্ড ডিফেন্স করতে থাকলো এভাবেই দেখতে দেখতে হাফটাইম হয়ে গেল। বাট কোন গোলের দেখা পাওয়া গেল না। যাইহোক এরপর হাফ টাইম শেষ করে ৪৬ মিনিটে দেখি আর্জেন্টিনা একটা গোল দিয়ে দিল। এটা দেখার পরে, আর্জেন্টিনা সাপোর্টাররা তো পুরাই মেতে উঠেছিল। দেখি বাইরে সব নাচানাচি করছে, আর বোম ফুটাচ্ছে,মানে আসল বোম না এমনিতে আনন্দের জন্য যে বোম গুলা ফুটানো হয় ওইগুলা। আর দেখছিলাম ওরা খেলার শুরুতে একটা বোম ফুটিয়েছিল আর গোল দিলেই একটা করে বোম ফোটাচ্ছিল ছিল। শুধু যে ওই দিনই এরকম বোম ফুটাচ্ছিল তা কিন্তু নয়,যে কয়দিনে আর্জেন্টিনা অথবা ব্রাজিলের খেলা হয়েছে সেই দিনগুলোতেই তাঁদের এরকম মেতে উঠতে দেখা যায়।
যাই হোক এভাবেই দেখলাম খেলা চলতে আছে বেশিরভাগ সময় আর্জেন্টিনার প্লেয়ারদের পায়ে বল ছিল। লিও মেসি দেখছিলাম মাঝে মাঝে ভালই টান দিচ্ছিল বাট একটা গোল করতে পারেনি তিনি। যাই হোক এভাবে খেলা চলতে চলতে ৬৭ মিনিটে দেখলাম আর্জেন্টিনার একটা প্লেয়ার দ্বিতীয় গোল করে দিল। এই গোলটার মাধ্যমে আর্জেন্টিনার জয় আরো নিশ্চিত হয়ে গেল।
যাইহোক সবশেষে একটা কথা বলতেই হয় দুইটা দলই তার নিজের জায়গা থেকে ভালো খেলেছে। আর খেলার মধ্যে তো হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। যাইহোক তবে পোল্যান্ডের তুলনায় আর্জেন্টিনা অনেক ভালো খেলেছে। তাই আর্জেন্টিনাই ম্যাচের বিজয়ী হয়েছিল। তবে দেখলাম পোল্যান্ডের গোলকিটা অনেক ভালো সেভ দিয়েছিল। আমি যে কয়টা খেলায় দেখেছি প্লেয়াররা ভালো না খেললেও গোলকি অনেক ভালো খেলে। আর হ্যাঁ আরেকটা কথা বলতেই হয় এই খেলা গুলোর জন্য এত মাতামাতি না করাই উচিত। কারণ শুধু এই খেলার জন্য কতদূর ঘটনা হয়ে থাকে তার কোন ঠিক নাই। খেলা গুলোকে শুধু আমাদের ইনজয় হিসেবে নেয়া উচিত।
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন ও বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভাল লেগেছে। আবারও খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবে আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
সত্যি বলতে আমি নির্দিষ্ট কিছু ম্যাচ ছাড়া সবার ম্যাচ দেখিও না। আর এই ম্যাচে দুই পক্ষই কিন্তু ভালো খেলেছিল।আর চরম একটি বাস্তব কথা বলেছেন এসব খেলা নিয়ে মাতামাতি করা আসলে ঠিক না। যার যার মত করে সবাই খেলবে, আর নিজেরা শুধু উপভোগ করবে। কিন্তু সেটার জন্য দলাদলি মারামারি করা মোটেও ঠিক নয় আমি মনে করি। ধন্যবাদ অনুভূতি শেয়ার করার জন্য।
আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার একটি ফিডব্যাক দেওয়ার জন্য ভালো থাকবেন।
এটা তো ভাই অনেকটা ট্রাভেল গল্পের মত করে উপস্থাপনা করে ফেলেছেন হাহা।ম্যাচ রিভিউ একটু ব্যতিক্রম হয়।আর হ্যা আর্জেন্টিনা এখন মোটামুটি একটা ছন্দে ফিরেছে দেখা যাক সামনের মাচগুলোতে কি হয়।
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটিতে মন্তব্য করার জন্য।
আসলে ভাইয়া ব্যস্ততার কারণে কোন ম্যাচই দেখা হয়নি। তবে এটা সত্য বলেছেন খেলাধুলা নিয়ে দলাদলি করা মোটেও ঠিক নয়। আর এই দলাদলিতেই যতসব দুর্ঘটনা ঘটতেছে। ধন্যবাদ আপনাকে অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।