হঠাৎ করে হনুমানের দেখা পেলাম।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই-বোন ও বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

IMG_20230219_110430 (1).jpg

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। আজকে সকালে আমি ঘরে শুয়ে আছি। তখন হঠাৎ শুনতে পাই আশেপাশের ছোট ছেলেমেয়েরা হনুমান হনুমান করে চিল্লাচ্ছে। তার কিছুক্ষণ পরেই দেখলাম ওরা থেমে গেল। আমি ভাবলাম হয়তো ওরা এমনিতেই হনুমান হনুমান বলে চিল্লাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে জানতে পারলাম যে সত্যি সত্যি আমাদের এখানে হনুমান এসেছে। তো আমি সোজা ঘর থেকে বের হয়ে চলে গেলাম হনুমান দেখার জন্য। দেখি যে সত্যি সত্যি তিনটা হনুমান এসেছে। আসলে আমাদের এদিকে প্রতিবছরই একবার করে হনুমান দেখা যায়। কিন্তু এগুলো কোথা থেকে আসে তা আমার জানা নেই তবে আসে।

IMG_20230219_110103.jpg

IMG_20230219_110216.jpg

যাইহোক তারপর দেখলাম হনুমান গুলো দৌড়াতে দৌড়াতে একটা আম বাগানের মধ্যে চলে গেল। এবং দেখি দুইটা অনুমান আম গাছের উপর বসে আছে এবং আর একটা হনুমান দূরে বসে আছে। তখন আমি দূর থেকে জুম করে হনুমান গুলোর কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। যাইহোক তখন আমাদের পাশের বাড়ির একটা ছেলে সাজ্জাদ ও বলছে যায় বাড়ি থেকে কয়েকটা রুটি নিয়ে আসি হনুমানকে খাওয়াবো। তো দেখলাম ও দৌড়াতে দৌড়াতে গিয়ে বাড়ি থেকে তিনটা হনুমানের জন্য তিনটা রুটি নিয়ে চলে এসেছে।

IMG_20230219_110210.jpg

20230219_235433.jpg

IMG_20230219_110253.jpg

IMG_20230219_110309.jpg

তো প্রথমে রুটি হাতে নিয়ে হাত বাড়িয়ে ওদের দিকে দেখাচ্ছে। আমি বললাম এভাবে ওরা আসবে না তুই রুটিগুলোকে ছুড়ে মার তাহলে দেখ ওরা নিজেরাই তুলে খাবে। দেখলাম ও একটা রুটি ছুড়ে মারল কিন্তু ও রুটিটা কে এমনভাবে ছুড়ে মেরেছিল যে রুটিটা সোজা গিয়ে একটা গাছের ডালে আটকে পড়লো। যাই হোক তারপরও একে একে বাকি দুইটা রুটিও ছুড়ে মারলো। তখন দেখলাম হনুমান গুলো রুটিগুলো নিয়ে খাচ্ছিল। তবে দুইটা হনুমাম খাচ্ছিল আর একটা হনুমান দূরেই বসে ছিল।

IMG_20230219_110406.jpg

IMG_20230219_110554.jpg

IMG_20230219_110552.jpg

IMG_20230219_110430.jpg

IMG_20230219_110601.jpg

যাই হোক তারপর হনুমান গুলা যখন রুটি খেতে ব্যস্ত হয়ে গেল তখন আমি ভাবলাম আর একটু কাছে যাওয়া যাক। বেশ কিছুটা এগিয়ে গিয়েছিলাম গিয়ে কয়েকটা ছবি তুললাম। দেখলাম হনুমান গুলো তেমন কিছু মনে করছে না। যাইহোক ওরা যেহেতু কিছু বলছে না তাই আমি আরো এগিয়ে বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম সেই ছবিগুলো নিচে আপনার উপরে দেখতেই পারছেন।

এরপর দেখি হনুমান গুলো সুন্দর ভাবে বসে রুটি খাচ্ছে। আমি ভাবলাম একটু ভিডিও করা যাক। যেই কথা সেই কাজ আপনার নিশ্চয়ই হনুমানের রুটি খাওয়া ভিডিওটা উপরে দেখতেই পারছেন। যাইহোক হনুমান দেখতে দেখতে অনেক সময় হয়ে গিয়েছিল তাই আর অপেক্ষা না করে ফিরে এলাম। তারপর বিকালে শুনছি নাকি হনুমান গুলো আবার এসেছিল তবে এবার তিনটা নয় পাঁচটা এসেছিল। কিন্তু ব্যস্ত থাকার কারণে তখন আর দেখা হয়নি।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃMobile
মোবাইল নেমঃvivo y11
ক্যামেরাঃ13mp
লোকেশনঃগাংনী-মেহেরপুর

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 2 years ago 

আপনার এই পোস্ট পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় যখন আমি হনুমান আসবো তখন তার পিছে পিছে দৌড়াতাম এবং অনেক চিল্লাচিল্লি করতাম। আপনাদের ওদিকেও দেখছি সবাই অনেক চিল্লাচিল্লি করেছে তবে সবথেকে বেশি ভালো লেগেছে হনুমানের রুটি খাওয়ার দৃশ্য হাহা। যাই হোক হঠাৎ হনুমানের দেখা পেলে সত্যিই খুবই ভালো লাগে সুন্দর মুহূর্ত করেছেন, বোঝাই যাচ্ছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

লোকালয়ে সাধারণত হনুমান দেখতে পাওয়া যায় না। তবে হঠাৎ করে হয়তো কোথাও থেকে চলে এসেছে। তারা হয়তো প্রথমে ভয় পাচ্ছিল তাই তো রুটি খেতে চাচ্ছিল না। এরপর ধীরে ধীরে যখন ভয় কেটেছে এরপর রুটি খেয়েছে। গাছের ডালে রুটি আটকে যাওয়া সত্যি অবিশ্বাস্য ছিল। যাই হোক ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আগে কখনোই হনুমান দেখা যেতো না কিন্তু ইদানীং কেনো জানি সবখানেই ওদের দেখা পাওয়া যাচ্ছে। এই তো কদিন আগেই আমাদের বাসার পাশেও এরকম অনেক গুলো হনুমান দেখতে পেলাম অনেক বড় বড় হনুমান দেখেই ভয় লাগছিলো। আপনার হনুমান কে রুটি খাওয়ানোর দৃশ্য টি দেখতে বেশ ভালো লাগলো।হয়তোবা ওরা খাবারের সন্ধানেই লোকালয়ে চলে আসে। সবমিলিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমারও তাই মনে হয় খাবারের সন্ধানেই তারা লোকালয়ে চলে আসে। আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আমাদের এদিকে আগে কখনো হনুমান এসেছে বলে আমার মনে হয় না। আপনাদের ওদিকে প্রতিবছর একবার হলেও হনুমান আসে এটা জেনে ভালো লাগলো। আপনারা হনুমান তিনটিকে তিনটি রুটি খেতে দিয়েছেন এটা জেনে খুশি হলাম। ফটোগ্রাফি এবং ভিডিওর মাধ্যমে হনুমানের সৌন্দর্যতা দেখে ভালো লাগলো। এত জোরে কে রুটি ছুড়ে মেরেছে যে একেবারে গাছের ডালে গিয়া আটকে পড়েছে। যাইহোক ভালোই লাগলো সম্পূর্ণটা পড়ে।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আমি আগে কখনো এভাবে নিজেদের এলাকায় হনুমান দেখিনি। এভাবে নিজেদের এলাকায় অনুমান আসলে দেখার মজাটাই কিন্তু আলাদা ‌‌। আপনাদের ওদিকে হনুমান আসে এবং হনুমান গুলো কোথা থেকে আসে আপনারা কেউ জানেন না। হনুমান গুলো তাহলে খুবই মজা করে রুটি খেয়েছে। একটু আস্তে রুটি ছুড়ে মারতেন তাহলে ভালো হতো আর কি। বিকেল বেলায় তিনটা না পাঁচটা এসেছিল ওটা জেনে তো আমি একেবারে অবাক।

 2 years ago 

হয়তো কোন একদিন আপনাদের সাথে দেখা করতে হনুমান চলে যেতে পারে। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আপনার পোস্টের মাধ্যমে আমিও অনেক দিন পর হনুৃমান দেখতে পেলাম। আমি চিড়িয়াখানায় গিয়ে দেখেছি আর এছাড়া কখনো দেখা হয়নি। তবে আজ আপনার ফটোগ্রাফির মধ্যে দেখে অনেক ভালো লাগছে। আপনারা রুটি দিয়েছেন দেখে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

অনেকদিন পর আমার পোষ্টের মাধ্যমে মাধ্যমে আপনাকে হনুমান দেখাতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

ছোটবেলায় যখন হাটে বাজারে গ্রাম্য মেলায় বা গাছের ডালে যখন বানর বাহ হনুমান দেখতাম তখন খুব মজা পেতাম দৌড়াদৌড়ি করতাম তাদের পিস পিস।।
আপনি তো দেখছি খুব কাছ থেকেই প্রায় ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন অনেক সময় ধরে ভালো লাগলো।। তবে এর আগে একটি প্রতিবেদনে শুনেছিলাম বনে খাবারের অভাব থাকায় এই প্রাণীগুলো এখন লোকালয়ে ভিড় জমাচ্ছে।।

 2 years ago 

আমারও মনে হয় বনে খাবারের অভাবে এরা মানুষজনের ভিড়ে চলে আসে। আরে হ্যাঁ আমরা ছোটবেলায় হনুমানের পিছে পিছে যাওয়ার সাহসী পেতাম না। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

কি ভাই বন থেকে সাক্ষাৎ করতে এসেছিল নাকি। মনে হয় অনেকদিন হনুমান দেখতে যাননি তাই হনুমানরাই আপনাকে দেখতে এসেছে। যাইহোক আমাদের গাংনী মেহেরপুরে প্রায় হনুমানের দেখা মেলে। কিছুদিন আগে আমাদের গ্রামে এসেছিল।

 2 years ago 

কি ভাই বন থেকে সাক্ষাৎ করতে এসেছিল নাকি। মনে হয় অনেকদিন হনুমান দেখতে যাননি তাই হনুমানরাই আপনাকে দেখতে এসেছে।

হ্যাঁ আমারও এটাই মনে হয়।😁

 2 years ago 

আমাদের এখানে অনেকদিন আগে হনুমান এসেছিল। আশেপাশের কেউ বলতে পারে না এগুলো কোথা থেকে এসেছে। আমাদের এখানে এসে টাওয়ারের উপর বসে ছিল। দূর থেকে দেখেছি সবাই। এমন ভাবে রুটি ছুড়ে দিয়েছেন যে একেবারে গাছের ডালে গিয়ে আটকে গেছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60111.17
ETH 2322.86
USDT 1.00
SBD 2.53