ঈদের পরের দিন ইকো পার্কে ঘোরাঘুরি। পর্ব-২

in আমার বাংলা ব্লগlast month
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_c0e24fbd-6b4c-433b-ac14-20a32735a114.jpeg

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। তো গতকালকের পোস্টে আমি আপনাদের মাঝে ঈদের পরের দিন বিকেলে ইকোপার্কে যাওয়ার কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম। তো আজকে আমি আপনাদের মাঝে মূলত তারই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে আর বেশি দেরি না করে এবারে মূল বিষয়ে আসা যাক।

received_863269622275181-01.jpeg

received_3697914977147333-01.jpeg

তো ইকো পার্কে প্রবেশ করেই দেখতে পেলাম অনেক মানুষের ভিড়‌। তো কিছুটা সামনে যেতেই দেখলাম একটা ঘাটে মূলত দুইটা রাইডস অর্থাৎ ঘাটের মধ্যে ছিল নৌকায় এবং ঘাটের উপরে ছিল একটি ঝুলন্ত গাড়ি। যদিও বা এটার নাম আমি জানিনা আপনারা জেনে থাকলে কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক ইচ্ছা ছিল শেষের দিকে এটাতে উঠবো কিন্তু সেটা আর পসিবল হয়েছিল না। যাইহোক আমরা এরপরে সামনের দিকে এগোতে থাকলাম। তো যতই সামনের দিকে এগোচ্ছি ততই দেখতে পেলাম মানুষজনের ভিড়। তো এই ভিড়ের মাঝখান দিয়ে আমরা ছবি উঠানোর জন্য কিছু সুন্দর এবং হালকা নিরিবিলি জায়গা খুজছিলাম।

received_403805295726678-01.jpeg

received_1091736668606974-01.jpeg

received_868707401692565-01.jpeg

received_398088773182993-01.jpeg

received_782107637221321-01.jpeg

received_1160637408444257-01.jpeg

received_791064165924351-01.jpeg

received_1591508625030463-01.jpeg

তো আমরা সামনের দিকে এগোতে থাকলাম এবং পার্কটাকে দেখতে থাকলাম। তো কিছুটা সামনে যেতেই বেশ কিছু পুরনো ঘরবাড়ি দেখতে পেলাম। আসলেই পার্কে বেশ কয়েকটা পুরোনো ঘরবাড়ি আছে। তো যাই হোক আমরা সেগুলো দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকলাম। তো এরপর সামনে এগোনোর সময় এক জায়গায় ছোট করে একটি শিশু পার্ক দেখতে পেলাম। জায়গাটি ছোট হলেও বাচ্চাদের খেলার জন্য বেশ ভালই। তো আমরা যেহেতু ছোট না তাই ওদিকে নজর না দিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। তো এরপর সামনে এগিয়ে এক জায়গায় অনেকগুলো খেলা দেখতে পেলাম। যদিও বা সবগুলো খেলায় ছিল জুয়া টাইপের। অর্থাৎ এগুলোকে মানুষজন সরাসরি জুয়া না বললেও অনেক দিক থেকে এই খেলা গুলো জুয়ার ওদিকেই চলে যায়। তো যাই হোক ওগুলো নিয়ে আর আলোচনা করলাম না।

received_317465304688493-01.jpeg

received_1020566402772370-01.jpeg

received_1146486450107227-01.jpeg

তো এগুলোকে আমি ইগনোর করে আবারো সামনের দিকে এগোতে থাকলাম। তো সামনের দিকে এগোতে এগোতে যখন শেষ দিকে চলে যায় তখন ভাবলাম এবারে এখান থেকে কয়েকটা ছবি উঠানো যাক। তো সেখান থেকে নিজেদের কয়েকটা ছবি ওঠানোর পর দেখলাম ছবিগুলো অতটা ভালো হচ্ছিল না তাই আবারও হাঁটতে থাকলাম। একদম শেষ পর্যায়ে কর্নারে আইসল্যান্ড নামে একটি জায়গা দেখতে পেলাম। তো এই আইসল্যান্ডটি এ পার্কের বেশ আকর্ষণীয় কিন্তু বড় কোনো পার্কে গেলে এটা তার কিছুই নয়। তো আমরা ওর ভিতরে প্রবেশ করার ইচ্ছা জায়গায়নি তাই বাইরে থেকে আইসল্যান্ডের দুই একটা ছবি তুলে অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। চলবে....

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো এই ছিল আজকের মত বাকিটা আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করব। তো যাই হোক আজকের মত এটুকুই । আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 last month 

আপনার ইকো পার্কে ঘুরাঘুরি করার প্রথম পর্বটা আমি দেখেছিলাম। অনেক ভালো লেগেছিল আপনার ঘুরাঘুরি করার মুহূর্তটা। আজকে ঘুরাঘুরি করার দ্বিতীয় পর্ব শেয়ার করলেন দেখে আরো ভালো লাগলো। ঈদের এই সময়টাতে সবাই অনেক জায়গায় ঘুরাঘুরি করছে, আমরাও ঘুরতেছি অনেক ভালোই লাগতেছে। ইকোপার্কের সৌন্দর্য কিন্তু ভালোই। আমার কাছে খোলামেলা পরিবেশ হওয়াতে এটা একটু বেশি ভালো লেগেছে। বাচ্চারা খেলাধুলা করার জন্য কয়েকটা রাইড রয়েছে দেখে ভালো লাগলো। অনেক ভালো ঘুরাঘুরি করেছেন।

 last month 

ধন্যবাদ আপু আপনাকে আমার ইকো পার্কে ঘোরাঘুরি প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখার জন্য ইতিমধ্যে এটা শেষ পর্ব শেয়ার করেছি চাইলে দেখে আসতে পারেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

আপনি ইকো পার্কে সুন্দর ঘোরাঘুরি করলেন। ইকো পার্কের ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পেরেছি সুন্দর একটি জায়গা। অনেক আনন্দ করলেন ঈদের সময় ঘোরাঘুরি করে।অনেক ধন্যবাদ ব্লগটি শেয়ার করেন আমাদের সাথে।

 last month 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 last month 

ঈদের দিন থেকে শুরু করে ঈদের কয়েকদিন পর্যন্ত এই সমস্ত পার্ক গুলোতে বিভিন্ন ধরনের মানুষ আসে এবং এই সমস্ত পার্কে ভিড় থাকে। অনেক দিন আগে ইকো পার্কে গিয়েছিলাম। আপনি আজকে ঈদের দ্বিতীয় দিন ইকো পার্কে ঘোরাঘুরি সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। সেখানে যেমন ঘোরাঘুরি করেছেন তেমন বেশ ফটোগ্রাফির মধ্য দিয়ে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ইকো পার্কের বৈচিত্র্যময় সৌন্দর্যগুলো। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

আসলে ঈদের এই দিনগুলোতে পার্কে অনেক ভিড় দেখা যায়। যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যটি করার জন্য।

 last month 

আপনি ইকো পার্কে ঘুরার সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।
ইকোপার্ক আসলে একটি সুন্দর জায়গা আমি গিয়েছিলাম ওখানে কিছুদিন আগে বেড়াতে।
ইকোপার্কে কাটানো সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last month 

ইকো পার্কে আপনিও ঘুরতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 last month 

ঈদের পরের দিন ইকো পার্কে ঘোরাঘুরি করেছেন সেই মুহূর্তে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন পরে অনেক ভালো লাগলো ভাই। যাই হোক আপনি জুয়া খেলা কে ইগনোর করেছেন এটা অনেক ভালো লাগলো শুনে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ধন্যবাদ ভাই আপনাকে পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 last month 

আপনি ঈদকে কেন্দ্র করে ভাটপাড়া ইকোপার্ক এর ভ্রমণ করতে গিয়েছিলেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। কিছুদিন আগে আমিও এখানে ভ্রমণ করতে গিয়েছিলাম কিন্তু ঈদের কারণে অনেক ভিড় থাকে তাই আমি ভ্রমণ করতে যাইনি। এখানে দেখছি ঈদের পরের দিনেও অনেক বেশি মানুষের সমাগম হয়েছিল।

 last month 

আসলে ঈদের এই কয়েকদিন পার্ক গুলোতে একটু বেশি ভিড় থাকে।

 last month 

আপনার ইকোপার্ক ভ্রমণের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। যদিও আগের পর্ব দেখা হয়নি। ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে প্রচুর ভিড় ছিল। কিছু রাইডও ছিল সেখানে। ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে জায়গাটা খুবই সুন্দর। খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সেখানে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ধন্যবাদ আপনাকে পোস্টটি দেখে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 last month 

ইকো পার্ক ভ্রমণের চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছো। ইকো পার্কের পরিবেশটি দেখতে বেশ সুন্দর লাগছে। ঈদ উপলক্ষে ইকো পার্কে বহু মানুষের সমাগম হয়েছে। যাহোক ইকোপার্ক ভ্রমণের তোমার লেখাগুলো পড়ে বেশ ভালো লেগেছে আমার। আশা করি ইকোপার্ক ভ্রমণের পরবর্তী পর্বটি আরো বেশি আকর্ষণীয় হবে।

 last month 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.031
BTC 67677.71
ETH 3825.40
USDT 1.00
SBD 3.65