খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বর্তমান সময়ে স্বার্থ ছাড়া পৃথিবীর মানুষ কিছুই করতে চায়না। আসলেই স্বার্থ থাকলে মানুষ লোহার বোঝা বইতে থাকে আর বিনা শর্তে তুলার বোঝা ও বইতে চায় না। পৃথিবীতে একমাত্র মা-বাবা, তার সন্তানকে কোনরকম স্বার্থ ছাড়া ভালবাসে তাছাড়া যত রকমের সম্পর্ক আছে প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই স্বার্থপরতা কাজ করে। স্বার্থপর এই পৃথিবীতে আসলে কেউ কারো নয় যে যার মত করে বেঁচে থাকতে ব্যস্ত। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট তুলে ধরার জন্য।
ধন্যবাদ ভাইয়া বেশ গুছিয়ে সুন্দন একটি মন্তব্য করেছেন। হ্যাঁ ভাইয়া মা বাবাই একমাত্র সন্তানের কাছে স্বার্থ খোজে না। তারা না খেয়ে না পড়ে সন্তানকে ভালো বেসে যায়। এছাড়া স্বাার্থ ছাড়া প্রথিবীর কেউ কারো নয়।