রেসিপিঃ-||আলু ও শিম ভাজি রান্নার রেসিপি ||🦊 ১০% বেনিফিশিয়ারি🦊 @shy-fox 🦊||

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ০৭ ফাল্গুন | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | বসন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে আলু দিয়ে শিম ভাজি রান্নার অনেক মজাদার একটি রেসিপি সম্পর্কে উপস্থাপন করবো । আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • আলু দিয়ে শিম ভাজির রেসিপি
  • আজ ০৭ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ
  • রবিবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ সন্ধ্যা সবাইকে.....!!



এখন শীতকাল আর এই শীতকাল মানেই যেন বাজারে সিমের সমারোহ। বাজারে এখন অনেক ধরনের সিম পাওয়া যায়। খুব সকালে গরম ভাতের সঙ্গে এরকম সিম ভাজি খেতে খুবই সুস্বাদু লাগে। সিম এবং আলু ভাজির এই রেসিপিটি আমার কাছে খুবই সুস্বাদু লাগে, যদিও আমি আগে সেইরকম সিম ভাজি খেতাম না কিন্তু এখন এই রেসিপিটি দেখলে আর লোভ সামলাতে পারিনা। আপনারা যারা এই রকম রেসিপি উপভোগ করেছেন খুব সকালে তারাই একমাত্র বুঝতে পারবেন এরকম রেসিপি খেতে কতটা সুস্বাদু লাগে। যাইহোক বেশি কথা না বললে এখন চলন রেসিপি শুরু করি।

Picsart_22-02-20_15-19-31-966.jpg


সুস্বাদু মজাদার রেসিপি

প্রয়োজনীয় উপকরণাদি

IMG20220220094336-01.jpeg

  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • হলুদের গুড়া
  • তেল
  • লবণ

ধাপঃ-০১

IMG20220220091505-01.jpeg

সর্বপ্রথম শিম এবং আলু অনেক সুন্দর ভাবে ধুয়ে নিতে হবে। তারপরে পরিমাপ মতো কুচিকুচি করে কেঁটে নিতে হবে।

ধাপঃ-০২

IMG20220220092021-01.jpeg

এর পরে আলু এবং শিম একটি কড়াইয়ের এর উপর রেখে দিয়ে তাপ দিতে হবে।

ধাপঃ-০৩

IMG20220220092058-01.jpeg

তাপরে আলু এবং শিম এর উপর সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিতে হবে।অবশ্যই খেয়াল রাখতে হবে লবণ এর পরিমাণ যেন বেশি না হয়ে যায়।

ধাপঃ-০৪

IMG20220220092635-01.jpeg

তারপরে একটি চামচ দিয়ে নাড়ানাড়ি করতে হবে। এমন ভাবে নাড়ানাড়ি করতে যেন আলুও শিম এর সাথে লবণ অনেক সুন্দর ভাবে মিশে যায়।

ধাপঃ-০৫

IMG20220220093131-01.jpeg

তারপরে দেখতে হবে আলু ও শিম সিদ্ধ হয়ে কি'না। আলু ও শিম সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে সবজি গুলো নামিয়ে ফেলতে হবে।

ধাপঃ-০৬

IMG20220220094533.jpg

IMG20220220094600-01.jpeg

এবার কড়াইয়ে উপর পরিমাণ মতো তেল দিতে হবে। তেল দেওয়ার পরে পেঁয়াজ মরিচ ও রসুন ছিটিয়ে দিতে হবে। তারপরে একটি চামচ দিয়ে নাড়ানাড়ি করতে হবে,যখনক্ষন পর্যন্ত পেঁয়াজ মরিচ ও রসুন ভালো ভাবে ভাজি না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে।

ধাপঃ-০৭

IMG20220220094727-01.jpeg

অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে,যখন পেঁয়াজ মরিচ ও রসুন লাল বর্ণ ধারন করবে তখন বুঝতে হবে উপকরণ গুলো ভাজি হয়ে গিয়েছে।

ধাপঃ-০৮

IMG_20220220_095045.jpg

ধাপঃ--০৯

IMG20220220094924-01.jpeg

এর পরে উপকরণ গুলোর উপর আলু ও শিম ছেড়ে দিতে হবে, তারপরে সামান্য পরিমাণ হলুদ এর গুড়া ছিটিয়ে দিতে হবে।

ধাপঃ-১০

IMG_20220220_095831.jpg

IMG_20220220_095854.jpg

এরপরে অনেক সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। মাঝে মাঝে স্বাদ গ্রহন করতে হবে লবণ ও ঝাল এর পরিমান ঠিক আছে কি না সেই দিকে লক্ষ রাখতে হবে।সবজি গুলো খাওয়ার উপযোগী মনে হলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

পরিবেশন

IMG20220220100524-01.jpeg

IMG20220220100521-01.jpeg

চাইলে আপনারাও এরকমভাবে সিম এবং আলু ভাজির রেসিপিটি বাসায় তৈরি করে খেতে পারেন। খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি মনে হয়েছে আমার কাছে। সবাই মিলে অনেক তৃপ্তি সহকারে এই রেসিপিটি উপভোগ করেছিলাম।

Sort:  
 2 years ago 

শীতের এই মৌসুমে আলুর সঙ্গে সিম ভাজি খেতে বেশ মজার হয়।সিম আমার খুবই পছন্দের একটি সবজি।আপনার রান্না করা তরকারির ছবিগুলো দেখে বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু ছিল।তরকারি রান্না করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই

 2 years ago 

শীতকালীন খাদ্য হিসাবে শিম আলু ভাজি একটি নিত্য খাবার হয়ে দাঁড়িয়েছে। গরম ভাতে এটি খেতে খুব দারুন লাগে।আপনি শিম,আলু ভাজির রেসিপি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

এমন চমৎকার রেসিপির অসাধারণ উপস্থাপন সত্যিই দারুন ছিলো।ধন্যবাদ, আপনাকে।

 2 years ago 

খুবই মজাদার রেসেপি শেয়ার করেছেন ভাই। শীতকালীন সবজি হিসেবে শীম খেতে আমার কাছে খুবই ভালো লাগে। শীম দিয়ে আলু ভাজি খেতেও দারুণ মজার লাগে। আপনি রেসিপি তৈরি করার ধাপ গুলো খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আলু ও শিম দিয়ে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে শীতকালে এইরকম সবজি অনেক ভালো লাগে। আর সবুজ শাক সবজি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার উপস্থাপন করা আলু এবং সিম ভাজি রেসিপি টা দেখতে অনেক লোভনীয় লাগছে। আলু এবং সিম ভাজি হলো শীতকালীন রেসিপি । শীতকালে এই রেসিপি টা শীতকালে খেতে খুবই ভালো লাগে আজকে আমি এই রেসিপিটা দিয়ে খাবার খেয়েছিলাম । আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেসিপিটি উপস্থাপন করেছেন ধ।ন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝে এমন সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মন্তব্য করার জন্যে

 2 years ago 

আমার খুবই প্রিয় একটি রেসিপি আপনি আজ করেছেন। আমার কাছে অসম্ভব ভাল লেগেছে আপনার রেসিপিটি। আমি আলু আর সিম দিয়ে খুব চমৎকারভাবে বাজি করেছেন। খুব চমৎকারভাবে আপনি উপস্থাপনা ও করেছেন। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আপনি বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

মন্তব্য করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 
শীতকালীন সবজি কিভাবে রান্না করা হোক না কেন তা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনার সিম ভাজি রেসিপি টি দারুন হয়েছে ভাই। দেখে মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তবে শীতকালে সীম এরকম হওয়াটাই স্বাভাবিক। আপনাকে ধন্যবাদ আজকের এই রেসিপিটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ভাই।
 2 years ago 

জ্বী ভাইয়া,ঠিক ধরেছেন সিদ্ধ টা একটু বেশি হয়ে গিয়েছিল। মন্তব্য করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ভাই আপনি বেশ সাদের একটি রেসিপি শেয়ার করেছে। এর সাথে আপনি রেসিপির উপস্থাপনা ও বেশ দারুণ সুন্দর করেছেন। আপনার এই রেসিপি আমার খুব পছন্দের। বেশ ভালো লাগলো আপনার রেসিপি দেখে।

 2 years ago 

ধন্যবাদ ভাই

ওয়াও ভাইয়া খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। শীতকালে এসপ তরকারী খেতে খুবই দারুণ লাগে। বিশেষ করে শিম আলু দিয়ে মজাদার একটা রেসিপি ভাজি করেছেন।আপনি রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটা শীতকালীন সবজির রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

যেকোনো ভাজির রেসিপি আমার অনেক ভালো লাগে ভাইয়া। বিশেষ করে রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। আপনার রেসিপিটি ও দেখে অনেক ভালো লাগলো ভাইয়া ।

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗

 2 years ago 

রুটির সাথে খুবই সুস্বাদু লাগে আপু,ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্য করার জন্যে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58665.81
ETH 3153.57
USDT 1.00
SBD 2.44