🌿🌿আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-১৭🌿🌿|| প্রকৃতির অপরুপ সৌন্দর্য🌺

in আমার বাংলা ব্লগ11 months ago

আজ--০৫ পৌষ | ১৪৩০ বঙ্গাব্দ | বুধবার | শীতকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজ হাতে করা কিছু সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। আশা করছি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • সুন্দর ফটোগ্রাফি
  • আজ-০৫ পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  • বুধবার


তো চলুন শুরু করা যাক...!



শুভ দুপুর সবাইকে.....!!


বর্তমান সময়ের ফটোগ্রাফি করাটা যেন সকলের নেশা হয়ে গিয়েছে। কমিউনিটিতে এখন প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে যে ফটোগ্রাফি গুলো সত্যি অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর হয়। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি কে তুলে ধরার। যদিও তেমন একটা ভালো ফটোগ্রাফি করে না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আমি আজকে আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সেই ফটোগ্রাফি গুলো মূলত বিভিন্ন জায়গা থেকে আমি তুলেছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।

যাইহোক অনেকদিন পরে আপনাদের মাঝে আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। চেষ্টা করেছি প্রতিটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করার আশা করছি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে।



ফটোগ্রাফি--০১


IMG20231209180416 (1)-01.jpeg

জাতীয় সংসদ ভবনের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবনের সামনে দিয়েই আমি ভার্সিটিতে যাই। কিন্তু আমি যখন ভার্সিটিতে যাই তখন সকাল সাতটা বাজবে হয়তোবা এরকম সময় আমি প্রতিদিন ভার্সিটিতে যেতাম কিন্তু এরকম দৃশ্য কখনোই দেখতে পারতাম না। সন্ধে থেকে শুরু করে অনেক রাত অব্দি এই দৃশ্যটা সংসদ ভবনের সামনে গেলে দেখা যায়। চারিদিকে অনেক সুন্দর লাইটিং এর ব্যবস্থা করে রাখা হয়েছে যার কারণে সংসদ ভবন টা দেখতে আরো বেশি সুন্দর দেখায় আর ১৬ই ডিসেম্বর উপলক্ষে আরো সুন্দর হবে সাজানো হয় যদিও ১৬ই ডিসেম্বর উপলক্ষে কখনো সংসদ ভবনের সামনে যাওয়া হয়নি। অনেকদিন আগে সংসদ ভবনের সামনে গিয়ে এরকম দৃশ্য দেখেছিলাম বন্ধুদের সঙ্গে সেখানে সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছিলাম বটে। আমি তো যেখানে যাই সেখানেই ফটোগ্রাফি করার চেষ্টা করি, আমিও কিছু সংসদ ভবনের এরকম রোমাঞ্চকর একটা দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম বেশ ভালো লেগেছিল আমার কাছে।

ফটোগ্রাফি--০২


IMG20231109164722-01.jpeg

নদীতে নৌকা চালানোর ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

নদীতে মাছ ধরার দৃশ্য দেখতে আমার অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝেই নদীতে যাওয়া হয় মাছ কেনার উদ্দেশ্যে। মাছ কেনার উদ্দেশ্যে যখন নদীতে যাই তখন খুবই সকাল থেকে কিন্তু সেদিন বিকেলবেলা পদ্মা নদীর মোহনায় গিয়েছিলাম প্রচন্ড স্রোত ছিল সেদিন নদীতে। যেহেতু নদীর পানি শুকিয়ে গিয়েছে, যার কারণে এখন স্রোতের তীব্রতা অনেকটাই বেশি। সেদিন নদীতে গিয়ে দেখছিলাম স্রোতের দিকে একজন মাঝি তার নৌকা ছেড়ে দিয়েছে শুধুমাত্র সে বইঠা ধরে রেখেছে আর নৌকা একা একাই সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরকম একটা দৃশ্য দেখতে পেরে খুবই ভালো লেগেছিল। তাদের কাছেও জিজ্ঞেস করেছিলাম যে মাছ আছে নাকি কিন্তু তারা বলেছিল মাস বিক্রি হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছিল তারা মাছ বিক্রি করে বাসার দিকে রওনা দিয়েছে।

ফটোগ্রাফি--০৩


IMG20231103085553-01.jpeg

অচেনা ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

আমরা সকলেই ফুল অনেক বেশি ভালোবাসি ফুলকে পছন্দ করি না এরকম মানুষ খুব কমই আছে ব্যক্তিগতভাবে আমি নিজে ফুলের বাগান করতে চাই। কিন্তু সময়ের অভাবে করা হয়ে ওঠে না কারণ বাসায় থাকি না এটা একটা বড় সমস্যা বাসায় থাকলে হয়তোবা এতদিনে একটা ছোট্ট ফুলের বাগান তৈরি করে ফেলতাম। সকাল বিকেল ফুলের সাথে সময় কাটাতে আসলেই অনেক বেশি ভালো লাগে যদিও এরকম ভাবে কখনো সময় কাটানো হয়নি। যে তুমি প্রচুর ভ্রমন প্রিয় একজন মানুষ তাই অনেক জায়গায় ভ্রমন করি আর ভ্রমন করতে গিয়ে সামনে যদি কোন সুন্দর দৃশ্য বাঁধে সেটারই ফটোগ্রাফি করার চেষ্টা করি। সেদিনও হাঁটাহাঁটি করেছিলাম হঠাৎ এরকম একটা ফুল ফুল দেখে কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম বেশ ভালই লেগেছিল ছোটবেলায় এই ফুল দিয়ে আমরা খেলাধুলা করতাম।

ফটোগ্রাফি--০৪


IMG20231108171317-01.jpeg

ইটের ভাটার ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

ইটের ভাটার ফটোগ্রাফি আমি কিছুদিন আগেও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম ইটের ভাটার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল বিধায় আমি অনেকগুলো ফটো তুলেছিলাম সেদিন। বিকেলবেলা মাঠ ভ্রমণ করতে গিয়েছিলাম ভাই ব্রাদারের সঙ্গে হঠাৎ করে এই এরকম মাঠের মধ্যে ইটের ভাটা তৈরি হয়েছে সেটা কখনোই দেখিনি তাই সেখানে গিয়েছিলাম যদি চা পাওয়া যায়। সেখানে গিয়ে চা খেয়েছিলাম এবং দেখেছিলাম যে এরকম ইটের ভাটা এটা শুধুমাত্র টিন দিয়ে তৈরি করা হয়েছে ক্ষণিকের জন্য। যখন কাজ শেষ হয়ে যাবে তখন এই টিনের চোঙ নামিয়ে ফেলা হবে। সন্ধ্যা নামার আগে এরকম দৃশ্য দেখতে পেরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল।

ফটোগ্রাফি--০৫


IMG20231109162814-01.jpeg

কাশ ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

কাশফুল আমার ভীষণ পছন্দের। ব্যক্তিগতভাবে আমি মনে করি কাশফুল যে শুধুমাত্র আমার নিজেরই ভীষণ পছন্দের তা কিন্তু নয়। অনেকেই আছে যারা কাশফুল অনেক বেশি পছন্দ করে বিশেষ করে যখন শরৎকাল চলে আসে তখন অনেক জায়গাতেই কাশফুলের বাগান দেখা যায়। আর এই কাশফুল দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষজন এসে ভিড় জমায় যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। এই কাশফুল দেখার জন্য আমাদেরকে দূর-দূরান্ত যেতে হয় না আমাদের বাসার পাশেই রয়েছে পদ্মা নদীর মোহনা আর যেতেও খুব একটা বেশি সময় লাগে না। পদ্মা নদীর ধার বেয়ে ফুটে থাকে এই কাশফুল দেখতে অসম্ভব সুন্দর দেখায়।

ফটোগ্রাফি--০৬


IMG20231219153138.jpg

সরিষা ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

যদিও এ বছর এখন পর্যন্ত নিজেদের সরিষার জমি দেখতে যাওয়া হয়নি তাই ভালোভাবে এখন পর্যন্ত সরিষা ফুলের ফটোগ্রাফিও করতে পারেনি। সরিষা ফুলের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে যখন সরিষা ফুলের উপরে মৌমাছি ঘোরাঘুরি করে আর এ ফুল থেকে ও ফুলে ছোটাছুটি করে তখন এই দৃশ্যটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফিটি আমি কয়েকদিন আগেই করেছি। যদিও এখন পর্যন্ত সরিষা ফুলের উপর মৌমাছির তেমন আনাগুনা দেখা যাচ্ছে না তবে কিছুদিন পরেই শুরু হয়ে যাবে। সরিষা জমির পাশে বসে থাকতে ভীষণ ভালো লাগে সরিষার গন্ধটা যখন না খেয়ে এসে লাগে তখন মনে হয় যেন নিজেকে সরিষার জমির কাছে স্বার্থ ছাড়া বিলিয়ে দেই।

ফটোগ্রাফি--০৭


IMG20230726194042-01.jpeg

সজনে ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

আমি আগে ভাবতাম যে সজনে গাছে হয়তোবা সজনে আপনা আপনি ধরে আর এই সজনে ধরার জন্য কোন ফুল হয়তো বা ফোটে না। কিন্তু কিছুদিন আগে লক্ষ্য করলাম যে সজনে গাছে ফুল ধরেছে সাদা রঙের ফুল পরবর্তীতে একজন বলল যে এই সাদা ফুল থেকেই সজনের জন্ম হয়। রাত্রিবেলা সাদা ফুল দেখতে ভীষণ ভালো লাগছিল। সজনে ধরার আগে যে এরকম সাদা রঙের ফুল ফোটে সেটা জানাই ছিল না। নতুন করে যেহেতু জানতে পেরেছি তাই কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম তাদের মধ্যে থেকেই একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগফটোগ্রাফি
বিষয়আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-১৭
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

ফটোগ্রাফি করা এখন আমারও নেশা হয়ে দাঁড়িয়েছে। কোথাও গেলে ফটোগ্রাফি করা ছাড়া একেবারে থাকাই যায় না। আপনি আপনার বেস্ট ফটোগ্রাফির পর্ব ১৭ আমাদের মাঝে এত সুন্দর করে ভাগ করে নিয়েছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। সব ফটোগ্রাফির মাধ্যমে সেই দৃশ্য গুলোর সৌন্দর্য যেন দারুন ভাবে ফুটে উঠেছে। কোনটা রেখে কোনটার প্রশংসা করব, এটাই তো আমি ভেবে পাচ্ছিনা। যাইহোক আপনার ফটোগ্রাফির পর্ব ১৭ দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

 10 months ago 

আসলেই বর্তমান সময়ে ফটোগ্রাফি করাটা সকলের নেশা হয়ে গিয়েছে সকলে ফটোগ্রাফি করে অনেক বেশি পারদর্শী। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন আপনার ফটোগ্রাফি গুলো আমি মাঝে মাঝে দেখি, মন্তব্যের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনার করা প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। প্রতিটা ফটোগ্রাফি দারুন ভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল এগিয়ে যান। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

খুবই চমৎকার একটি মন্তব্য করেছেন আপনার এই মন্তব্য দেখে আমার খুবই ভালো লাগলো। আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দর ফটোগ্রাফি তুলে ধরার, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভাই আপনার করা সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর উপস্থাপন করেছেন। সংসদ ভবনের দৃশ্যটা দিনের থেকে রাতেই অনেক বেশি সুন্দর দেখায়। নদীতে নৌকা চালানোর দৃশ্যটা আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আসলেই রাতের বেলা সংসদ ভবনটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। নদীতে নৌকা চালানোর দৃশ্যটা আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম, মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাইয়া, সরষে ফুল আর সজনে ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমার এই ফটোগ্রাফি পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম সর্ষেফুল এবং সূর্য ফুলের ফটোগ্রাফিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে আরো ভালো লাগলো, মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75912.93
ETH 2909.01
USDT 1.00
SBD 2.60