"এসো নিজে করি" (DIY), রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। [10% beneficiary to @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ২৬ আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার| শরৎকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।

আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি পদ্ধতি টা উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • কাগজের তৈরি ওয়ালমেট
  • আজ ২৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ
  • সোমবার

তো চলুন শুরু করা যাকঃ-


শুভ বিকেল সবাইকে.....!!


প্রথমেই ধন্যবাদ জানাই @rem দাদাকে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে "এসো নিজে করি" এই ইভেন্ট/প্রতিযোগিতার আয়োজন করার জন্যে। এই প্রতিযোগিতার মাধ্যে "আমার বাংলা ব্লগ কমিউনিটির" সকল সদস্য তাদের নিজের মেধা এবং বুদ্ধি দিয়ে অনেক সুন্দর সুন্দর রকমারি জিনিস তৈরি করে সৃজনশীলতার পরিচয় দিতে পারবে। কার মধ্যে কতটুকু সৃজনশীলতা আছে, সেটা অনেক সুন্দর ভাবে বিকশিত হবে।


IMG_20211010_231631.jpg

প্রয়োজনীয় যন্ত্রপাতি


IMG_20211010_114010.jpg

  • রঙিন কাগজ
  • A-4 সাইজের সাদা কাগজ
  • রঙিন কলম
  • পেন্সিল
  • রাবার
  • সুতা ও সুচ
  • কাঁচি
  • টেপ
  • আঠা

ধাপঃ-০১

IMG_20211010_114725.jpg

➤প্রথমে একটি A-4 সাইজের খাতা নিতে হবে। খাতা টা বর্গাকার আকৃতিতে কাঁটতে এবং মাঝ বরাবর একটি ভাজ দিয়ে নিতে হবে।

ধাপঃ-০২

IMG_20211010_120515.jpg

IMG_20211010_115422.jpg

➤এবার A-4 সাইজের কাগজটি প্রস্থ খুবই ছোট নিয়ে ভাজ করে নিতে হবে। ভাজ শেষে মাঝ বরাবর আর একটি ভাজ দিতে হবে। সেই সাথে কাঁচি দিয়ে কাগজের মাথার উপর তীর্যক ভাবে কাঁটতে হবে।

ধাপঃ-০৩

IMG_20211010_115627.jpg

IMG_20211010_115627.jpg

IMG_20211010_123034.jpg

➤A-4 সাইজের দুই টা কাগজ এবং রঙিন দুই টি কাগজ একই প্রক্রিয়ায় কেঁটে নিয়ে মাঝ বরাবর একটি ভাজ করে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এতে করে প্রতিটা আলাদা আলাদা একটি পার্ট তৈরি হবে।

ধাপঃ-৪

IMG_20211010_124416.jpg

IMG_20211010_124430.jpg

➤আপনারা চাইলে একই রঙের কাগজ ব্যাবহার করতে পারেন, আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য দুই রঙের কাগজ ব্যাবহার করেছি।

এবার আলাদা আলাদা পার্ট চারটি আঠা দিয়ে একত্রে লাগিয়ে দিতে হবে।

ধাপঃ-৫

IMG_20211010_124450.jpg

IMG_20211010_124634.jpg

➤এবার একটি ঔষধ এর প্যাকেট থেকে বৃত্তাকার করে একটি অংশ কেঁটে নিতে হবে,এবং তাতে চারদিকে আঠা লাগিয়ে দিতে হবে।

ধাপঃ-০৬

IMG_20211010_124524.jpg

IMG_20211010_124808.jpg

➤উপরের কাগজের মাপ অনুযায়ী একটি A-4 সাইজের কাগজ কেঁটে নিতে হবে। তারপর আঠা লাগানো কাগজের উপর সাদা কাগজটি বসিয়ে দিতে হবে।

ধাপঃ-০৭

IMG_20211010_130500.jpg

➤এবার ফুল তৈরি করার জন্য চারটি বর্গাকৃতির, চারটি কাগজ নিলাম।

ধাপঃ-০৮

IMG_20211010_130540.jpg

➤কাগজ চারটি মাঝ বরাবর একটি ভাজ দিয়ে, ওই ভাজের উপর আর একটি ভাজ দিয়ে এমন ভাবে কাঁটতে হবে, যেন ফুলের আকৃতি ধারন করে।

ধাপঃ-৯

IMG_20211010_131335.jpg

➤এবার ফুলের উপর রঙিন কলম নিয়ে একটু আঁকিবুঁকি করে দিলাম। সৌন্দর্য বৃদ্ধির জন্যে।

ধাপঃ-১০

IMG_20211010_132200.jpg

➤এবার একটা পাশ মাঝ বরাবর কেঁটে নিয়ে, তার সাথে আঠা লাগিয়ে এই পাশের সাথে অপর আর এক পাশ লাগিয়ে দিলাম। তাহলে সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেলো।

ধাপঃ-১১

IMG_20211010_134447.jpg

➤আবারও তিনটা কাগজ নিয়ে পূর্বের ন্যায় তিনটা পাতা তৈরি করলাম।

ধাপঃ-১২

IMG_20211010_135114.jpg

IMG_20211010_135719.jpg

➤কাঁচি দিয়ে তিনটা কাগজ লম্বা লম্বি কেঁটে প্রতিটা কাগজের সাথে একটি করে পাতা লাগিয়ে দিলাম।

ধাপঃ-১৩

IMG_20211010_135953.jpg

➤এবার প্রতিটা পাতার উপরে তিনটা করে ফুল বসিয়ে দিলাম আঠার সাহায্যে।

ধাপঃ-১৪

IMG_20211010_140240.jpg

IMG_20211010_140353.jpg

IMG20211010140915.jpg

➤এবার বৃত্তাকার ওই কাগজের সাথে জোড়া লাগানোর পালা। বৃত্তাকার কাগজের সাথে আঠা লাগিয়ে, সাইডের দুই টা পাতা সমান রেখে মাঝের পাতাটা একটু বড় রেখেছি। সেই সাথে দেয়ালে টানানোর জন্য উপরে একটি সুতা লাগিয়ে দিয়েছি।

ধাপঃ-১৫

IMG_20211010_141214.jpg

➤এবার বৃত্তাকার ওই কাগজের চারদিকে ভালো করে আঠা লাগিয়ে সাদা এবং রঙিন কাগজের তৈরি ফুলটা উপরে বসিয়ে দিলাম।

ধাপঃ-১৬

IMG_20211010_163230.jpg

IMG_20211010_163252.jpg

➤শেষে পর্যায়ে, আসার তৈরি ওয়ালমেট টি আমার রুমে দেয়ালের সাথে টানিয়ে রাখলাম। দেখতে বেশ ভালোই লাগছে....!



IMG_20211010_231524.jpg

ওয়ালমেট এর সাথে আমার ছবি



আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন




আমার পরিচয়


1630010060468-01.jpeg

আমি জীবন মাহমুদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif



Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরিটা সুন্দর হয়েছে । এ ধরনের কাজে সময়ের প্রয়োজন হয়। আপনার ধৈর্যের প্রশংসা করতে হয়।প্রতিটি ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। আমার খুবি পছন্দ হয়েছে, আমাকে উপহার দিয়ে দেন ভাই।।।

 3 years ago 

ধন্যবাদ ভাই,,এক সময় দেখা করিয়েন,দিয়ে দিবো সমস্যা নাই

 3 years ago 

আপনার সৃজনশীল প্রতিভা সত্যি প্রসংশা করার মতো। খুব সুন্দর একটি ওয়ালমেট হয়েছে। প্রতিটি ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে!

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই

 3 years ago 

ভাই অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার পুরা ওয়ালকে এই ওয়ালমেট টি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আর তাছাড়া আপনার ওয়ালমেট এর নিষেধ ছোট ফুল গুলোর মধ্যে যে গোলাপি রং ব্যবহার করেছেন সেটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরিটা সুন্দর হয়েছে ভাইয়া। এ ধরনের কাজে সময়ের প্রয়োজন হয়। আপনার ধৈর্যের প্রশংসা করতে হয়।প্রতিটি ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া।!

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ ভাই

 3 years ago 

খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আসলে ইচ্ছে থাকলে অনেক কিছু করা সম্ভব। আমিও চিন্তা করছি এরকম কিছু একটা বানাবো।
শুভ কামনা রইল আপনার জন্য 💌
ভালো থাকবেন 💚
দোয়া রইল ইঞ্জিনিয়ার সাব ♥️

 3 years ago 

আপনার অসংখ্য ধন্যবাদ ভাই 🥰🥰

 3 years ago 

আপনার সৃজনশীল বুদ্ধির প্রশংসা করার যোগ্য আপনি খুব সুন্দর করে ড্রাই টি তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে বিশেষ করে কালার গুলো খুবই সুন্দর ফুটেছে আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনার ওয়ালমেট তৈরি করা খুবই সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু 😍🥰

 3 years ago 

কাগজ দিয়ে কিভাবে একটি ওয়ালমেট তৈরি করতে হয় সেটি আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক ভালো লেগেছে।এটার মধ্যে দিয়ে আপনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।

 3 years ago 

জ্বী, ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ভালোবাসা অবিরাম ভাইয়া

 3 years ago 

😍😍😍

 3 years ago 

ওয়ালমেটটি দেখতে বেশ সুন্দর লাগছে। খুব সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করে,আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51