অনূর্ধ্ব-১৭/আর্জেন্টিনা বনাম জার্মানির ফুটবল ম্যাচ নিয়ে আমার অনুভূতি

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

আজ--১৪ অগ্রহায়ণ | ১৪৩০ বঙ্গাব্দ | বুধবার | হেমন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে অনূর্ধ্ব ১৭ আর্জেন্টিনা বনাম জার্মানি ফুটবল ম্যাচের খেলা নিয়ে আমার অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি আমার এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • অনূর্ধ্ব-১৭/আর্জেন্টিনা বনাম জার্মানির ফুটবল ম্যাচ নিয়ে আমার অনুভূতি
  • আজ--১৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • বুধবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ দুপুর সবাইকে......!!


Picsart_23-11-28_20-08-22-423.jpg

কভার ফটো তৈরিতে--@jibon47



খেলাধুলা পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে ব্যক্তিগতভাবে আমি ফুটবল খেলা অনেক বেশি পছন্দ করি এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন। ফুটবল খেলা পছন্দ করি বিধায় আমার প্রিয় দল আর্জেন্টিনা এবং আমার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। ছোটবেলা থেকেই আমি ফুটবল খেলা অনেক বেশি পছন্দ করি। গতবার আর্জেন্টিনা জাতীয় দল বিশ্বকাপ জিতেছে এটা নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। বিশ্বকাপ শেষ হওয়ার পরে এখন আবার অনূর্ধ্ব ১৭ দলের খেলা চলছে। গত কয়েকদিন আগে অনূর্ধ্ব ১৭ দল আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলা হয়েছিল ব্রাজিল আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল। ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠে গিয়েছিল, সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল জার্মানির। ঠিক তেমনিভাবে গতকাল দুপুর ২:৩০ মিনিটে খেলা শুরু হয়েছিল আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ।

যেহেতু গতকাল দুপুরবেলা খেলা শুরু হওয়ার কথা ছিল তাই আমি খুব দ্রুত গোসল খাওয়া-দাওয়া করে ল্যাপটপ নিয়ে বসে গিয়েছিলাম খেলা দেখার জন্য। কিন্তু প্রথম অবস্থায় ল্যাপটপে আমি খেলা দেখতে পারেনি কারণ সার্ভারে হয়তোবা কোন সমস্যা ছিল যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ল্যাপটপে খেলা দেখব না আমার ফোনে খেলা দেখব। যথারীতি স্টিম ইন্ডিয়া নামে একটা অ্যাপস ছিল আমার কাছে সেই অ্যাপসে প্রবেশ করে অনেক রকম ভাবেই চেষ্টা করেছি খেলা দেখার কিন্তু সেখানে খেলা খুঁজে পাচ্ছিলাম না। এরপরে চলে গেলাম ফেসবুক লাইভে। প্রথমে ফেসবুকে খেলা না পেলেও পরবর্তীতে অনেক ঘাঁটাঘাটি করে খেলাটা পেয়েছিলাম।

শুরু হয়ে গেল খেলা দেখা। প্রথম অবস্থায় আর্জেন্টিনা জার্মানির দিকে এত বেশি বল চাপা ছিল মনে হচ্ছিল এই বুঝি গোল হয়ে যাবে প্রথম ৯ সেকেন্ডে একটা সুযোগ আসে আর্জেন্টিনার। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক এচৌভেরি সেই সুযোগটা কাজে লাগাতে পারিনি। যদিও মন খারাপ ছিল না কারণ প্রথম অবস্থাতেই এতটা বেশি বল চাপা ছিল ভেবেই নিয়েছিলাম যে অনেক বেশি ভালো খেলবে,খেলেছে ও তাই। প্রথম প্রায় ২০ মিনিট মতো আর্জেন্টিনা নিজেদের পায়ে বল রেখেছিল এবং অনেক বেশি ভালো খেলছিল।

Screenshot_2023-11-28-14-27-41-33_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-14-27-53-35_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-14-29-36-44_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-14-34-19-63_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-14-39-13-53_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-14-39-10-44_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

যদিও এই ২০ মিনিটের মধ্যেই আর্জেন্টিনা একটা গোল খেয়ে গিয়েছিল কিন্তু তারা বেশ ভালই খেলছিল জার্মানির থেকে। জার্মানি শুধু কাউন্টার অ্যাটাক খেলেছিল তারা বল পায় আসলেই সেই বলটা নিয়ে দৌড় দিয়ে আর্জেন্টিনার গোলকিপারের সামনে চলে যাচ্ছিল। প্রথমে তারা একটা গোল আর্জেন্টিনার জালে প্রবেশ করিয়ে দেয় মূলত তারা প্রথম গোলটা কাউন্টার অ্যাটাক এর মাধ্যমে দিয়েছিল। এরপরে আর্জেন্টিনা নিজেদের গোলপরিশোধ করতে অনেক বেশি মাতোয়ারা হয়ে পড়ে তারা গোল পরিশোধ করতে চাচ্ছিল খুব দ্রুতই। এদিকে ৪৫ মিনিট শেষ হওয়ার পরে লস টাইম দিয়েছিল ৫ মিনিট।অতিরিক্ত এই পাঁচ মিনিটেই আর্জেন্টিনা জার্মানির গোলপোস্টে একটা গোল দিয়ে দেয়। আর্জেন্টিনা এবং জার্মানির খেলার ব্যবধান ১-১ সমতায় ফিরে আসে।

এরপরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল যে আর্জেন্টিনা গোল পরিষদ করেছে। এরপরে খেলার অর্ধেক টাইম শেষ হয়ে যায় ১৫ মিনিটের বিরতির পরে আবার খেলা শুরু হয়। খেলার শুরু থেকে শেষ অব্দি দুটো দলই অনেক বেশি ভালো খেলেছে তবে আর্জেন্টিনা নিজেদের দখলে বল রেখেছে অনেকটা সময় কিন্তু তারা গোল করতে পারেনি। এর মাঝে আর্জেন্টিনা অনেকবার সুযোগ পেয়েছে গোল দেওয়ার কিন্তু তারা গোল দিতে পারেনি আর জার্মানি এদিক থেকে একটু ভিন্ন ছিল। যদিও তারা গোল দেওয়ার খুব একটা সুযোগ পায়নি তবে যখনই সুযোগ পেয়েছে তখনই তারা কাউন্টার অ্যাটাক করে গোল দিয়ে দিয়েছে।

Screenshot_2023-11-28-15-22-11-90_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-15-22-18-73_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-15-03-14-43_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-15-06-44-04_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-14-53-15-76_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-15-06-46-78_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-15-20-44-99_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-15-22-08-59_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

এরপরে আর জার্মানি তাদের তেমন একটা গোল দিতে পারেনি কিন্তু কিছুক্ষণ পরেই আবার আর্জেন্টিনা জার্মানির জালে আরেকটা গোল দিয়ে দেয়। জার্মানি গোল খাওয়ার পরে তারা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে আবার খেলা শুরু করে। আর এই আত্মবিশ্বাসটাই তাদের অনেক বড় একটা সাহস যুগিয়েছে যার কারণে তারা এতটা বেশি ভালো খেলেছে যে কিছুক্ষণের মধ্যেই তারা গল্প পরিশোধ করে দেয়। ২-২ ব্যবধানে খেলা হচ্ছিল এরপরে জার্মানি হঠাৎ করেই আর্জেন্টিনার জালে আর একটা গোল দিয়ে দেয় আর আর্জেন্টিনার খেলাটা রীতিমতো এলোমেলো হয়ে যায়। ততক্ষণে খেলা প্রায় ৭৫ মিনিট গড়িয়ে গিয়েছে ভেবেছিলাম আর্জেন্টিনা হয়তোবা হেরে যাবে। শুধুমাত্র আমি নই যারা খেলা দেখছিল হয়তো বা তারা ভেবেছিল যে আর্জেন্টিনা এই ম্যাচ আর কখনোই সমতায় ফিরিয়ে আনতে পারবে না।

খেলা ৯০ মিনিট শেষ হবার পরে অতিরিক্ত টাইম দেওয়া হয় ৮ মিনিট। ৮ মিনিট শেষ হতে আর মাত্র বাকি ২ মিনিট। ঠিক তখনই আর্জেন্টিনার এক পেলেয়ার জার্মানির জালে আর একটা গোল দিয়ে দেয়। আর্জেন্টিনা৩-৩ জার্মানি, এই স্কোরবোর্ড নিয়েই খেলাটা শেষ হয়ে যায় খেলা চলে যায় টাইবেকারে।

Screenshot_2023-11-28-16-00-48-94_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-16-01-26-32_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-16-20-51-92_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-16-31-21-94_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-16-31-34-24_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-16-31-43-08_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-16-35-49-49_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-16-38-23-52_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

Screenshot_2023-11-28-16-40-55-96_a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg

প্রথম থেকে আর্জেন্টিনার খেলা দেখে বুঝতে পারছিলাম যে আর্জেন্টিনার গোলকিপার ততটা বেশি ভালো নয়। যদিও গোলকিপার তারা চেঞ্জ করেছে। তবে আগে থেকেই বুঝতে পারছিলাম যে জার্মানির গোলকিপার অনেক বেশি শক্তিশালী। এরপরে টাইব্রেকার শুরু হয়ে যায়। আর্জেন্টিনা প্রথম দুইটা শর্ট মিস করে আর ওদিকে জার্মানি প্রথম দুইটা শটেই গোল দিয়ে দেয়। এরপরে আর খেলা দেখার প্রতি তেমন কোনো ইচ্ছে ছিল না তারপরে আর্জেন্টিনার গোলকিপার একটা শর্ট রুখে দেয়। পরবর্তীতে তারা আর একটা গোল দিয়ে জিতে যায়। খেলায় জার্মানি জয়যুক্ত হয়ে আনন্দ উল্লাস করেছিল আর আর্জেন্টিনা এক পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল খুবই খারাপ লাগছিল এই সময়টাতে।

খেলার মধ্যে হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। হার-জিত থাকলেও গতকালকের অনূর্ধ্ব ১৭ আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ফুটবল ম্যাচটা অনেক বেশি জাঁকজমক পূর্ণ হয়েছিল সেই সাথে খেলাটা অনেক বেশি হাড্ডাহাড্ডি হয়েছিল। কেউ কাউকে ছেড়ে দেয়নি খেলাটা অনেক জাকজমকপূর্ণ ছিল বেশ ভালো লেগেছে। আর্জেন্টিনার প্রতি সবসময় ভালোবাসা থাকবে, আর এদিকে জার্মান দলের প্রতি রইল শুভকামনা।

এটাই ছিল আমার আজকের পোস্ট আশা করছি আমার এই পোস্ট আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি।



স্কিনশট গুলো ফেসবুক লাইভ-nn TV sports থেকে নেওয়া

সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগজেনারেল রাইটিং
বিষয়অনূর্ধ্ব-১৭/আর্জেন্টিনা বনাম জার্মানির ফুটবল ম্যাচ নিয়ে আমার অনুভূতি
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

ট্রাই বিকালে গিয়ে আর্জেন্টিনা হেরে গিয়েছে তা সত্যি খুব দুঃখজনক। আর্জেন্টিনার অনুর্ধ ১৭ ১৭ দলের খেলাটি দেখে অনেক বেশি ভালো লেগেছিলো। আর্জেন্টিনা বেশ ভালো খেলেছে। অনেক সুন্দরভাবে ম্যাচটি রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 8 months ago 

আসলে আর্জেন্টিনা অনেক বেশি ভালো খেললেও সেদিন হেরে গিয়েছিল যার কারণে অনেকটাই কষ্ট পেয়েছিলাম। আপনার কমেন্ট করার সময় কিছু বানান ভুল গিয়েছে অবশ্যই সংশোধন করে নেবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 8 months ago 

আর্জেন্টিনার মধ্যে ১৭ দলের খেলাটি দেখে অনেক বেশি ভালো লেগেছিলো তবে শেষ মুহূর্তে ট্রাইবেকারে হারটা মেনে নেওয়ার মতো ছিল না। জার্মানির অনুর্ধ ১৭ দলের জন্য ফাইনালে শুভকামনা রইল। অনেক সুন্দরভাবে এই ম্যাচটি রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 8 months ago 

যদিও তেমন একটা অনূর্ধ্ব ১৭ দলের খেলা দেখা হয় না তবে যেহেতু তারা এবার খুব ভালো খেলছে আর সেমিফাইনাল পর্যন্ত উঠে গিয়েছিল যার কারণে এই খেলাটা দেখেছিলাম। বেশ ভালো লেগেছিল তবে হেরে যাওয়াতে আসলেই অনেক বেশি কষ্ট পেয়েছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 8 months ago 

আমিও ছোটবেলা থেকেই আর্জেন্টাইনদের খুব ভক্ত। খেলার মধ্যে ফুটবল খেলা আমারও সব থেকে বেশি প্রিয়।
আত্মবিশ্বাসী ছিলাম যে আর্জেন্টিনা দল যেভাবে খেলছে হয়তো বিশ্বকাপের কাছাকাছি চলে যেতে পারবে। জার্মানির সাথে এই ম্যাচটা ভালো খেলেছে কিন্তু ট্রাই বিকালে গিয়ে আর কিছু করতে পারেনি দুইটা শর্ট মিস হওয়ার কারণেই হয়তো এই অবস্থা আর্জেন্টিনা দলের।
তবে যা হোক পরবর্তীতে শুভকামনা থাকবে এর থেকে ভালো কিছু করে দেখাবে আশা করি।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনি যে আর্জেন্টিনার অনেক বড় ভক্ত এটা আমি জানি কারণ এলাকায় আর্জেন্টিনা ব্রাজিল খেলা হলে আমরা একসাথে খেলি। প্রথম দুইটা শট মিস হওয়ার কারণে তাদের আত্মবিশ্বাস অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে আর ঘুরে দাঁড়াতে পারেনি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 8 months ago 

ভাই আপনার মতো আমিও আর্জেন্টিনাকে বেশি ভালোবাসি।আর শুধু মেসির জন্য। মেসির খেলা আমার খুবই ভালো লাগে। যাইহোক কালকের ম্যাচটি পুরো খেলা দেখি নাই আমি।লাস্টে কিছু সময় দেখছি।দেখি ৩-৩ গোল রয়েছে। তার পর তাদের টাইবেকার হয়।আর টাইবেকারে জিতার জন্য কপাল লাগে।হয়তো টাইবেকারে আর্জেন্টিনার কপাল ছিল না। যাইহোক আর্জেন্টিনা কিন্তু অনেক সুন্দর খেলছে।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই নিজের অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনি একদম সত্য কথা বলেছেন ভাই ট্রাইবে কারে জেতার জন্য আসলে ভাগ্য লাগে আর এটা সম্পূর্ণ ভাগ্যের ওপরে নির্ভর করে। আর্জেন্টিনা প্রথম দুইটা শর্ট মিস করার কারণে তারা আত্মবিশ্বাস একদম হারিয়ে ফেলেছিল যার কারণে হেরেছে বলে মনে হচ্ছে। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 8 months ago 

সব খেলাই হার জিত থাকবে। খেলার আসল মজাটাই হলো হার জিত। হার জিতের কারনেই খেলার আসল আন্দটা পাওয়া যায়। এই ম্যাচে আর্জেন্টিনা হেরে গেছে জেনে খুবই খারাপ লাগছে। আর্জেন্টিনা খুব ভালো একটা টিম।

 8 months ago 

প্রত্যেকটা ম্যাচে হার-জিত থাকবে এটাই স্বাভাবিক হার-জিত না হলে খেলার মজা থাকে না। আরেকটু বেশি ভালো লাগতো যদি আর্জেন্টিনা ম্যাচটা জিতে যেত। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 8 months ago 

খেলা প্রচারের মেইন হোস্টকে ক্রেডিট দাও।

 8 months ago 

মেইন হোস্ট nn TV sports ওটা নাহ...?? পরবর্তীতে এড করছি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64970.70
ETH 3238.82
USDT 1.00
SBD 2.64