চিতই/সরা পিঠা তৈরির রেসিপি[benificiary ১০% @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১২ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | শরৎকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে চিতই পিঠা বানানোর/তৈরির রেসিপি সম্পর্কে উপস্থাপন করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে


বেশ কিছুদিন ধরেই আম্মুকে বলতেছিলাম আম্মু চিতই পিঠা বানাও খাবো। কিন্তু বাড়িতে এখন অনেক কাজ থাকায় আম্মুর সময় হয়ে ওঠে না। হঠাৎ আজ সকালে আমার ছোট বোন চিতই পিঠা খাওয়ার জন্যে কান্না শুরু করে। ছোট মানুষ তো তাই আম্মু ওর বায়না/আবদার ফেরাতে পারি নি। আম্মু বললো ঠিক আছে আজ বানাবো,তখন আমিও খুব খুশি হয়েছিলাম। মনে মনে বললাম বানাও খাওয়াও হবে আর বানানোর রেসিপি টা সবার সাথে ভাগাভাগি করা যাবে।

ফটো


IMG_20210716_234839-02.jpeg

ছবিঃ-চিতই পিঠা

উপকরণ সমূহঃ


  • চাউলের গুড়া/ময়দা
  • লবণ
  • তেল
  • পিঠা তৈরির ছাঁচ

প্রস্তুত প্রণালীঃ



ধাপ-১

IMG20210709134509-01.jpeg

IMG20210709134501-01.jpeg

ছবিঃ-চাউলের গুড়া ও গরম পানি

প্রথমে চাউল মেশিনে দিয়ে গুড়া তৈরি করে নিতে হবে,এবং চাউলের গুড়া একটি চালুনি দিয়ে চেলে নিতে হবে। ছবিতে যে রকম গুড়া দেখা যাচ্ছে সেই ভাবে চালতে হবে। তারপরে কিছু পানি গরম করতে হবে। খুব বেশি গরম করা যাবে না, হাতে সহ্য হয় এমন গরম পানি নিতে হবে প্রয়োজন মতো।

ধাপ-২

IMG20210709134533-01.jpeg

IMG20210709134546-01.jpeg

ছবিঃ-গরম পানির মধ্যে গুড়া

একটি নিদিষ্ট পাত্রে গরম পানি নিয়ে দুই মুঠো চাউলের গুড়া দিতে হবে।পানি এবং চাউলের গুড়া পরিমান মতো দিতে হবে।

ধাপ-৩

IMG20210709134627-01.jpeg

IMG20210709134601-01.jpeg

ছবিঃ-পরিমাণ মতো লবণ

পানি এবং চাউলের গুড়া একটি পাত্রে মিশিয়ে পরিমান মতো এক চিমটি লবণ দিতে হবে। মনে রাখতে হবে লবণের পরিমাণ বেশি হওয়া যাবে না।

ধাপ-৪

IMG20210709134702-01.jpeg

ছবিঃ-লবন পানিতে মেশানোর পরে

চাউলের গুড়া এবং লবণ পানিতে মিশিয়ে একটি নিড়ানি দিয়ে কিছু সময় নাড়ানাড়ি করতে হবে। এমন ভাবে নাড়াতে হবে যেন লবণ চাউলের গুড়ার সাথে মিশে যায়।

ধাপ-৫

IMG20210709134719-01.jpeg

IMG20210709134440-01.jpeg

ছবিঃ-পিঠা তৈরির মাটির ছাঁচ

ছাঁচ চুলায় দিয়ে কিছু সময় আগুনের তাপ দিতে হবে। তারপরে সরিষা অথবা সয়াবিন তেল প্রতিটা ছাঁচে দিতে হবে। তেল গরম হওয়ার সাথে সাথে কচুর পাতা দিয়ে তেলটা ভালোভাবে চারিদিকে লাগিয়ে দিতে হবে। এতে পিঠা ছাঁচ থেকে উঠাতে সহজ হয়।

ধাপঃ-৬

IMG20210709134734-01.jpeg

IMG20210709135244-01.jpeg

ছবিঃ-ছাঁচে পিঠা বসানো

তেল ছাঁচের সাথে লাগিয়ে দেওয়ার পরে পানিতে মেশানো চাউলের গুড়া এবং লবণ ছাঁচের প্রতিটা ফাঁকা জায়গায় দিয়ে পূর্ণ করে দিতে হবে।

ধাপঃ-৭

IMG20210709134935-01.jpeg

IMG20210709134755-01.jpeg

ছবিঃ-পিঠা অর্ধেক তৈরি

ছাঁচের প্রতিটা ধাপ-এ চাউলের গুড়া এবং লবণ মেশানো পানি দিয়ে পূর্ণ করতে হবে। তারপরে একটা ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখতে হবে। আগুনের তাপের ফলে ভেতরে থাকা রস একত্রে হয়ে পিঠায় রূপ নেবে।

ধাপঃ-৮

IMG20210709135103-01.jpeg

IMG20210709135214-01.jpeg

ছবিঃ-পিঠা তৈরি

আগুনের তাপ দেওয়ার ফলে ছাঁচের ভেতরে লবণ এবং চাউলের গুড়ার পানি পিঠায় রূপ নিয়েছে।
পিঠা এখন তৈরি হয়ে গেছে



আপনারাও এখন এই পিঠা বাসায় তৈরি করে খেতে পারেন। আমার কাছে এই পিঠা ইলিশ মাছের ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে।তাছাড়া অন্য আরও একটা পদ্ধতিতে এই পিঠা খাওয়া যায়। সেটা হলো,গুর অথবা চিনির রসের মধ্যে কিছু সময় ডুবিয়ে রাখতে হবে। তারপরে ওই পিঠা খেতে খুবই মজা লাগে।


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর সুস্বাদু পিঠা। ভাই ধাপে ধাপে দারুন উপস্থাপনার সাথে পিঠা রেসিপিটি সকলের কাছে বানাতে খুব সহজ বোধ্য করে তুলেছে। অনেক শুভেচ্ছা ভাই

 3 years ago 

ধন‍্যবাদ আপনাকে ভাই, আপনার মন্তব্য করার জন‍্য

খুব সুন্দর ভাবে পিঠার রেসিপিটা উপস্থাপন করেছেন এখন যারা এই চিতই পিঠা বানাতে পারতো নাহ তারা খুব সহজেই এই পিঠার রেসিপি বানানোর আগ্রহ পোষন করবে।আপনাকে ধন‍্যবাদ।

 3 years ago 

জ্বী আপনি ঠিক বলেছেন,ধন্যবাদ আপনাকে ভাই, আপনার মন্তব্য করার জন‍্য

 3 years ago 

খুবই ভাল্লাগে এই পিঠা।শীত এলেই রাস্তার পাশে দোকান দেয় এই পিঠার।সাথে মরিচের চাটনি দেয়।সেই লাগে।আপনার উপস্থাপনও ভালো হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

ধন‍্যবাদ আপনাকে ভাই, আপনার মন্তব্য করার জন‍্য

 3 years ago 

অনেকদিন হলো চিতই খাই না খাওয়ার জন্য দাওয়াত দিবেন ভাই।

 3 years ago 

ভাই লোকেশন এড করা আছে,লোকেশন দেখে চলে আসেন

 3 years ago 

পিঠাগুলি এমনভাবে সাজিয়ে রেখেছেন ভাইয়া।মনে হচ্ছে বাংলাদেশে গিয়ে খেয়ে আসি।সুন্দর হয়েছে পিঠাগুলি কম উপকরণে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিদি চলে আসেন,খেয়ে যান।আপনাকে বাংলাদেশে অগ্রিম স্বাগতম জানিয়ে রাখলাম

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এটা অনেক সুস্বাদু একটি পিঠা। খুব ভালোভাবে রেসিপি টা শেয়ার করেছেন।

 3 years ago 

ধন‍্যবাদ আপনাকে ভাই, আপনার মন্তব্য করার জন‍্য

 3 years ago 

🙂🙂

 3 years ago 

শীতকালে এই পিঠার খুব কদর থাকে এবং গরমকালে ওই পিঠা অনেকেই উপভোগ করে খুব। তবে আমাদের বাসায় এগুলো গোল গোল করে বানানো হয় আপনার এগুলো একটু লম্বা লম্বা দেখতে অন্যরকম লাগছে এবং মনে হচ্ছে খুব সুস্বাদু হবে।

 3 years ago 

জ্বী ভাইয়া অনেক সুস্বাদু,ধন‍্যবাদ আপনাকে ভাই, আপনার মন্তব্য করার জন‍্য

 3 years ago 

আমার অনেক পছন্দের একটি পিঠা বানিয়েছেন ভাইয়া, পিঠা গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, এই পিঠা মাংসের ঝোল দিয়ে খেতে খুবই মজা, ধন্যবাদ আপনার রেসিপির জন্য।

 3 years ago 

জ্বী ভাইয়া,ঠিকই বলেছেন,মাংসের ঝোল দিয়ে খেতে খুবই মজা লাগে,ধন‍্যবাদ আপনাকে ভাই, আপনার মন্তব্য করার জন‍্য

 3 years ago 

আমি ভাইয়া না,আপু ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওহ,সরি আপু,বুঝতে পারি নি

 3 years ago 

আপনার সরাই পিঠা রেসিপি অনেক সুন্দর হয়েছে। এই পিঠা বহুদিন হলো খাইনা, খেতে দারুন সুস্বাদু এই পিঠাগুলো ।

 3 years ago 

জ্বী ভাইয়া, মাংসের ঝোল দিয়ে খেতে সেই মজা

 3 years ago 

সরা পিঠা দুধে চুবিয়ে রাখলে দারুন লাগে খেতে! আমরা সরা গোল বানাই, পটলের মতো প্রথম দেখলাম ❤️

 3 years ago 

দুই রকমই পাওয়া যায় আমাদের এখানে

 3 years ago 

মাটির সরা যেভাবে আকার দেওয়া হবে সেভাবেই হবে

 3 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন দাদা

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64159.10
ETH 2771.78
USDT 1.00
SBD 2.66