কবিতা:- বৃথা চেষ্টা
আজ - ০৪--বৈশাখ | ১৪৩০ বঙ্গাব্দ | সোমবার|গ্রীষ্মকাল|
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।
- আমার বাংলা ব্লগ কমিউনিটি
- স্বরচিত কবিতা
- আজ ০৪ষ্ঠা বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ
- সোমবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ দুপুর সবাইকে.....!!
আচ্ছা বলুনতো কবিতা পড়তে কার না ভালো লাগে....?? কবিতা পড়তে কবিতা শুনতে এবং কবিতা লিখতে অনেকেরই হয়তো অনেক বেশি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমি মাঝে মাঝে কবিতা লিখে থাকি সেই সাথে যখন খুবই একাকিত্বের সঙ্গে সময় কাটায় তখন নিজের লেখা কবিতা গুলো পড়তে থাকি। কিছু কিছু কবিতা আছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিছু কিছু কবিতা আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ পায়। কিছু কিছু কবিতা আমাদের হৃদয়টা কে প্রশস্ত করে তোলে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু কবিতা আমাদের হৃদয়ে ভালোবাসার দোলা দিয়ে ভালোবাসার পূর্ণতা এনে দেয়। আমি মনে করি কবিতার মাধ্যমে মানুষের মনের ভাষা যতটা সহজ ভাবে প্রকাশ করা যায়,অন্য কোনো মাধ্যমে অবলম্বন করে সেটা প্রকাশ করা যায় না। যদিও আমি কবি নই তবে কবি হওয়ার চেষ্টা করছি মাত্র। খুব শীঘ্রই আমি কবি হয়ে যাব এই আশা রাখি।
আমরা অনেক সময় বৃথা চেষ্টা করি যে চেষ্টার কোন মূল্য নেই। আমরা চেষ্টা করতেই থাকি কিন্তু চেষ্টার পরবর্তীতে আমরা কোন ফল পাই না। যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমরা আমাদের মন প্রাণ উজাড় করে দিয়েই তাকে ভালোবাসি এই ভালবাসার মাঝে আমরা কখনোই কোনো কমতি রাখি না বা রাখতে চাই না। হয়তোবা কোন একটা সময় আমাদের তাদের সঙ্গে বিচ্ছেদ হয় আমরা কষ্ট পাই দুঃখ পাই কান্না করি। আমরা মনে প্রাণের চেষ্টা করি সেই মানুষটিকে ভুলে যাওয়ার কখনোই চাই না সেই মানুষটা আমাদের সামনে আসুক, সামনে এসে পুরাতন স্মৃতি নতুন করে আবার জাগ্রত করুক এটা আমরা কখনোই চাই না। এত এত চেষ্টা করি তার থেকে দূরে থাকার তার সাথে কথা না বলার তার কথা মনে না করার তারপরেও কি আমরা তাকে ভুলতে পারি...??
কারো সাথে কথা না বলা কঠিন কোন কাজ নয়, এটা খুবই সহজ। কিন্তু কাউকে মন থেকে চিরদিনের জন্য উঠিয়ে দেওয়া এটা অনেকটাই কঠিন এবং কষ্টসাধ্য একটি ব্যাপার। যাকে এতটা যত্ন করে মনে জায়গা দেওয়া হয়েছে তাকে খুব সহজেই মন থেকে উঠানো যায় না। তবে হ্যাঁ একটা না একটা সময় সেই মানুষটাও আমাদের মন থেকে উঠে যায় তবে অনেকটা সময়ের প্রয়োজন।
সময় মানুষকে বদলে দেয় মানুষের চলাফেরা গতিবে গ সকল কিছুই নির্ভর করে সময়ের উপর। আজকে যে মানুষটার জন্য আমরা কষ্ট পাই কিছুদিন পরে তার দেওয়া কষ্টটা আমরা পুঁজি করে অনেকটাই সামর্থ্য এবং শক্তিশালী হয়ে উঠি তখন আর ছোটখাটো কষ্ট কিছু মনে হয় না।
যাইহোক এরকম একটি কবিতা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে কবিতাটি হয়তোবা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়।
অনেক তো হলো ওই রাস্তায় না যাওয়ার অজুহাত,
কতটুকু ভুলতে পেরেছ আমায়....??
কতটুকু তোমার মন থেকে দূরে ঠেলে দিতে পেরেছ...??
ভীষণ রকম ভাবে জানতে ইচ্ছে করে।
জানতে ইচ্ছে করে তোমার ওই মনে এখনকার বসবাস।
জানতে ইচ্ছে করে তোমার ঠোঁট এখন কিসের ছন্দে হাসে।
আসলেই কি তুমি প্রাণ খুলে হাসো...!!
নাকি মনের কোনে দুঃখ লুকিয়ে, অন্যের বাদ্যযন্ত্রে বাজো
তুমি কি আসলেই আমাকে ভুলে গিয়েছো...??
নাহ, এটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছে।
ভুলে যদি গিয়েছো তাহলে কেন একলা রাতে জোসনার দিকে তাকিয়ে থাকো,আনমনে।
ভুলে যদি যাবে তাহলে কেন অনিকে প্রান্তর সেই গানটি শুনো....!!
আমাকে দূরে ঠেলে দেওয়ার তোমার প্রবল ইচ্ছা শক্তি, তোমাকে আজীবন দুঃখী করে রাখবে।
তুমি যতই আমাকে দূরে ঠেলে দিতে চাইবে,
পরক্ষণেই দেখবে ততটাই তোমার নাকের ডগা এসে হাজির হয়েছি।
আমাকে ভুলে যাওয়া টা তোমার এত সহজ হবে না, কারণ
কারণ, তুমি এখন বোঝো তুমি এখন জানো
আমার মত করে তোমায় এখন কেউ চায় নি, কেউ ভালবাসে নি।
তারপরেও তুমি আমাকে তোমার থেকে দূরে ঠেলে দিতে চাও,
এর একটাই কারণ, তুমি নিজে পুড়ে অন্যকে ভালো রাখতে চাও।
অন্যকে ভালো রাখতে গিয়ে তুমি আমার ভালো চাওনি
আমার ভালোবাসা তোমাকে আমার কাছে টানেনি।
তুমি খুঁজেছ নতুন জায়গা, আর আমি পুরাতন এই আবদ্ধ।
তবে হ্যাঁ, এটা মনে রেখো
আমাকে তুমি সেদিনই ভুলতে পারবে
যেদিন তুমি নিজেকে ভালোবাসার আগেই নিঃশেষ হয়ে যাবে।
সুতরাং, বৃথা চেষ্টা করা বন্ধ কর।
বৃথা চেষ্টায় শুধুমাত্র তোমার শরীর মন দুটোই ক্লান্ত হবে।
আর ক্লান্ত হৃদয় কখনো অন্য কাউকে ভালবাসতে পারে না।
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন
বিভাগ | স্বরচিত কবিতা |
---|---|
বিষয় | বৃথা চেষ্টা |
কবিতার কারিগর | @jibon47 |
অবস্থান | [সংযুক্তি]source |
VOTE @bangla.witness as witness
OR
আপনার লেখা বৃথা চেষ্টা কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন,এজন্য ধন্যবাদ আপনাকে। কবিতা সবাই কম বেশি পছন্দ করে থাকেন। কবিতা পড়তে ভালই লাগে আমার। বৃথা চেষ্টা কবিতা,বৃথা হয়নি আপনার। ভাল হয়েছে।ছন্দের ব্যপারে আর একটু মনোযোগ দিলে আরো ভাল হবে। আপনার লেখার হাত ভাল। শুভ কামনা আপনার জন্য।
আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি সেই ধারাবাহিকতা থেকে এটাই ছিল আমার একটি কবিতা। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
বাহ্ আপনি তো দারুন কবিতা লিখেন।কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে কবিতাটি সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করার। মন্তব্যের জন্য ধন্যবাদ।