হাঁসের মাংস ভুনা রেসিপি ||🦊 ১০% বেনিফিশিয়ারি🦊 @shy-fox 🦊||

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ০৫ ফাল্গুন | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | বসন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে হাঁসের মাংস ভুনার অনেক মজাদার একটি রেসিপি সম্পর্কে উপস্থাপন করবো । আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • হাঁসের মাংস ভুনার রেসিপি
  • আজ ০৫ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ
  • শুক্রবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ সন্ধ্যা সবাইকে.....!!



আচ্ছা বলুনতো দেশি হাঁসের মাংস খেতে কার না ভালো লাগে...!! আমি এখনই বুঝতে পারছি আপনাদের এই দেশি হাঁসের মাংসের কথা শুনে জিভে জল এসে গিয়েছে। আমরা যারা ভোজন প্রেমী মানুষ তাদের কাছে দেশি হাঁসের মাংস মানে যেননো অমৃত। শুধু ভোজন প্রেমী মানুষই নয় সবাই দেশি হাঁসের মাংস খেতে খুবই ভালোবাসে বলে আমি মনে করি। এরকম একটি রেসিপি আমি আজকে আপনাদের সকলের মাঝে উপস্থাপন করব।
বেশ কিছুদিন হল দেশি হাঁসের মাংস খাওয়া হয় না তাই আজকে আমার আব্বু বাজার থেকে একটি দেশি হাঁস কিনে নিয়ে এসেছিল। এই দেশি হাঁসের মাংস আমরা সবাই অনেক তৃপ্তি সহকারে উপভোগ করেছিলাম। যাইহোক অনেক বকবক করলাম এখন রান্না শুরু করি চলুন তাহলে।

Picsart_22-02-18_14-42-13-779.jpg

মজাদার রেসিপি

প্রয়োজনীয় উপকরণাদি

IMG_20211012_101602.jpg

  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • হলুদের গুড়া
  • তেল
  • লবণ
  • মরিচের গুড়া
  • জিরা
  • ধুনের গুড়া

ধাপঃ-০১

IMG_20211012_101752.jpg

সর্বপ্রথম হাঁসের মাংস গুলো অনেক চমৎকার ভাবে কেটে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে একটি পরিষ্কার পাত্রে মাংসগুলো রেখে দিতে হবে

ধাপঃ-০২

IMG_20211012_101706.jpg

তারপরে পাটার সাহায্যে পেঁয়াজ এবং রসুন অনেক সুন্দরভাবে বেটে নিতে হবে

ধাপঃ-০৩

IMG_20211012_102043.jpg

ঠিক এরকম ভাবে ফিনিশিং করে পেঁয়াজ এবং রসুন বেটে নিতে হবে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রসুন কিছুটা শক্ত শক্ত থাকে

ধাপঃ-০৪

IMG_20211012_102341.jpg

এরপরে কড়াই চুলার উপর দিতে হবে তারপরে কড়াই এর উপরে পরিমান মত তেল ঢেলে দিতে হবে

ধাপঃ-০৫

IMG_20211012_102416.jpg

এরপরে কিছুটা সময় তাপ দিতে হবে, যখন পেলে বুদবুদ আসবে ঠিক তখন তেলের ওপরে পেঁয়াজ এবং রসুন বাটা ছেড়ে দিতে হবে।

ধাপঃ-০৬

IMG_20211012_102505.jpg

এরপরে একটি চামচ দিয়ে পেঁয়াজ এবং রসুন বাটা সুন্দরভাবে নারানারি করতে হবে। এমন ভাবে নারানারি করতে হবে যেন পেঁয়াজ এবং রসুন বাটা তেলের সঙ্গে একত্রে মিশে যায়।

ধাপঃ-০৭

IMG_20211012_102449.jpg

এরপরে পেঁয়াজ এবং রসুন বাটা আর উপরে পরিমাণমতো লবণ ছেড়ে দিতে হবে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লবণের পরিমাণ বেশি না হয়ে যায়।

ধাপঃ-০৮

IMG_20211012_102805.jpg

এরপরে ধনিয়া পাতার গুঁড়া এবং হলুদের গুঁড়া এই 2 টি উপকরণ একত্রে মিশিয়ে দিতে হবে। তারপরে একটি চামচ দিয়ে প্রতিটি উপকরণ গুলো অনেক চমৎকার ভাবে নারানারি করতে হবে।

ধাপঃ-০৯

IMG_20211012_102843.jpg

এরপরে হাঁসের মাংস গুলো উপকরণ গুলির উপর ছেড়ে দিতে হবে। তারপরে একটি চামচ দিয়ে অতপ্রোতভাবে উপকরণ গুলির সাথে মাংস মিশিয়ে দিতে হবে।

ধাপঃ-১০

IMG_20211012_102947.jpg

IMG_20211012_103754.jpg

এরপরে অনেকটা সময় নিয়ে তাপ দিতে হবে। সেইসাথে চামচ দিয়ে নারানারি করতে হবে যেন মাংস গুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সেই সাথে মাঝে মাঝে পানি দিতে হবে।

ধাপঃ--১১

IMG_20211012_103824.jpg

IMG_20211012_104324.jpg

মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবার পরিমাণমতো পানি ঢেলে দিতে হবে করাইয়ের মধ্যে। তারপরে অনেকটা সময় নিয়ে তাপ দিতে হবে তখন পানিটা কিছু পরিমাণ শুকিয়ে যাবে। পানি কিছুটা শুকিয়ে গেলে মসলা গুলো মাংসের উপর ছিটিয়ে দিতে হবে এবং চামচ দিয়ে অনেক সুন্দর ভাবে মিশিয়ে দিতে হবে। তারপর মাংসের স্বাদ গ্রহণ করতে হবে, লবণ এবং ঝালের পরিমাণ ঠিকঠাক থাকলে কড়াই থেকে মাংস নামিয়ে ফেলতে হবে।

ধাপঃ-পরিবেশন

IMG_20211012_104411.jpg

চাইলে আপনারাও এরকমভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন। হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এই রকম মজাদার এবং ইউনিক ধরনের রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে।

Sort:  

হাঁসের মাংস দেখলে আমার খাওয়ার নেশা উঠে যায়। কেননা হাঁসের মাংস আমার খুবই প্রিয়। আপনি অনেক সুন্দর ভাবে তবে তাকে নিয়ে রেসিপি রান্নার ধরন শেয়ার করেছেন। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

Bittorrent Golden Wallet Prizes

Grand Prize 10,000,000 BTT & 1000 STEEM
Four Weekly Prizes 1,000,000 BTT & 500 STEEM
Steemit Sign in Prizes 300 STEEM

For steemit users prizes are distrubuted based on their profile reputation Point. Don't get behind Sign in Now CLICK HERE and claim your BTT now

Reputation Point based Prizes:

70+ Rep: 1000 STEEM
60+ Rep: 500 STEEM
50+ Rep: 300 STEEM

 2 years ago 

শীতের সময় হাঁসের মাংস খেতে বেশি মজা লাগে। আপনার রান্না দেখে মনে হয়েছে খেতে খুবই ভাল হয়েছে। আপনার তরকারির কালার টা খুব সুন্দর এসেছে। তবে মনে হচ্ছে ঝোল আরেকটু কম হলে ভালো হতো। আপনার পোষ্টের উপস্থাপনাটাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

 2 years ago 

হাঁসের মাংস ভুনা অত্যন্ত জনপ্রিয় একটি খাবার আমার মনে হয় সবাই খুব পছন্দ করি। লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব খেতে ইচ্ছা জাগল। আপনি প্রতিটা ধাপ খুব সুন্দর করে বর্ননা করেছেন আপনার হাসের মাংস ভুনার কালার দেখে মনে হচ্ছে খেতে খুব মজা হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

একদম ঠিক বলেছেন হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু হয়। এইতো আমি তো কিছুদিন আগেই খেয়েছিলাম। কিন্তু আপনার হাঁসের মাংস রেসিপি দেখে আমার আবারও খেতে ইচ্ছে করলো। আপনি হাঁসের মাংস রেসিপি টা খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। মাংসের কালার টা দেখেই তো খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে খেতে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 2 years ago 

শীতের সময়ে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। কারণ তখন এটি খেতে খুবই সুস্বাদু হয়।আর এই মাংস আমার খুব পছন্দের। আপনার রান্নাটা দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। আমাদের সাথে এটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

হাঁসের মাংস ভুনা আমার খুব প্রিয় একটি খাবার , এটি সবাই পছন্দ করে আমার মনে হয় ৷ আপনি এই রেসিপি শেয়ার করে ভালোই করেছেন ৷ আমিও আপনার দেখে তৈরির চেষ্টা করবো ৷ আপনার রেসিপি টির রং অনেক ভালো এসেছে ,হয়তো খেতেও বেশ দারুণ হয়েছে ৷আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করতেছে ৷ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

ভাই কি রেসিপি শেয়ার করলেন দেখে তো লোভ সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে।শীতকালে হাঁসের মাংসের যে কি স্বাদ সেটা বলে বুঝানো যাবেনা। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জি ভাইয়া খুবই সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 2 years ago (edited)
হাসের মাংসের ছবি দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্ট রান্না হয়েছে। আসলে হাস রান্নার উপর ভিত্তি করেই এর স্বাদ অনেকটা নির্ভর করে। আপনি খুব সুন্দর করে হাস রান্নার রেসিপি টি শেয়ার করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে ভাই।
 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 55825.83
ETH 2516.08
USDT 1.00
SBD 2.28