কবিতা: বাংলার রূপ |[benificiary ১০% @shy-fox]|

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ২৮ ফাল্গুন | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | বসন্তকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে একটি কবিতা উপস্থাপন করবো ।কবিতার নামঃ- বাংলার রূপ আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • কবিতা
  • আজ ২৮ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ
  • রবিবার


অনেক দিন হলো আপনাদের মাঝে কবিতা লেখি না। আমার প্রতিটা কবিতাই আমার জীবন থেকে নিয়ে লেখা। আমার মনের মধ্যে লুকিয়ে থাকা কথা,গল্প,কষ্ট যেটাই বলি না কেন এ সব গুলোই আমি কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। তো অনেক দিন পরে আজ সকালের খাবার খাওয়া দাওয়া শেষ করার পরে কবিতা লিখতে বসে যাই। সত্যি বলতে আমি কোন লেখক নই,তবে লেখা-লেখির চেষ্টা করছি মাত্র।কবিতাও কখনো কখনো মনের কথা বলে দেয়। কখনো কখনো নিজের অজান্তেই মনের কথা কবিতা আকারে বের হয়ে আসে। যাইহোক,অনেক কথা হলো এবার কবিতায় ফিরে যাই।

তো চলুন শুরু করা যাক...!


শুভ বিকেল সবাইকে.....!!



butterflies-1127666_640.webp

Source

কবিতা

বাংলার রূপ



রং তুলিতে এসেছি এই বাংলায়...!!
দেখেছি বাংলার রূপ,দেখেছি বাংলার লাবণ্য।
রঙের মেলায় রঙের খেলায়,মেতেছে ফাগুন বন।
বনের ধারে নীল আকাশে ফড়িং কথা কয়,
রাতের আকাশে তাঁরার মেলা,চাঁদ-টি জেগে রয়।
সোনালী ফসল ফলে যখন গ্রাম বাংলার মাঠে,
কৃষক তখন আপন মনে গান গাইতে থাকে।
গ্রামের ওই তেপান্তরে ছুটতে ইচ্ছে করে,
শিশির ভেজা ঘাসের মাঝে পা লুকিয়ে পরে।
নদীর মাঝে দাঁড় বেয়ে নৌকা যে ওই চলে,
মাঝিমাল্লা নৌকা করে কতো যে মাছ ধরে।
পূর্ব আকাশে রবি যখন ঝলমলিয়ে ওঠে,
রাখাল ছেলে গরু নিয়ে মাঠের দিতে ছোটে।
রাখাল ছেলের ক্লান্ত শরীর বিছানা খুজতে থাকে,
বিছানা পেয়ে রাখাল ঘুমায় সূর্য ওঠার আগে
গাছের পাতার সবুজ ডালে রং-বেরঙের পাখি,
পাখিকে আমি বন্ধু ভেবে কতো কথা যে বলি।
সবুজের মেলা,সবুজের খেলা আমার এই দেশ,
দেশের প্রতি ভালোবাসা থেকে যাবে নিঃশেষ।
জন্ম নিলে মরতে হবে জেনে রাখো ভাই,
দেশের মাটিতে কবর দিয়ো এটা-ই বলে যাই।


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগকবিতা
বিষয়বাংলার রূপ
কবিতার কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

আমার পরিচয়


1630010060468-01.jpeg

আমি জীবন মাহমুদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif


Sort:  

ভাইয়া অসাধারন একটা কবিতা শেয়ার করেছেন। অনেক সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে পুরো কবিতাটি তৈরি করেছেন। খুব ভালো লাগলো পড়ে। বাংলার অপরূপ সৌন্দর্য আছে এটা চিরন্তন সত্য। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

ভাই নিজের দেশ কে নিয়ে খুবই অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আসলে সত্যি বলতে আপনার কবিতাটি এক কথায় অসাধারন ছিল ভাই আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন এত সুন্দর ভাবে ছন্দ মিলিয়েছেন যা কবিতাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

নদীর মাঝে দাঁড় বেয়ে নৌকা যে ওই চলে,
মাঝিমাল্লা নৌকা করে কতো যে মাছ ধরে।

ভাইয়া আপনার এই কবিতা পড়ে গ্রাম বাংলার ঐতিহ্য স্মরণ করতে পারলাম। মনে হল বিভিন্ন কবি এবং সাহিত্যিকদের লেখার কথা, যা ছোট থেকে বইটি পড়ে এসেছি। সবশেষে বলব আপনার কবিতাটা খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

ওয়াও অসাধারন বললে ভুল হবে এত সুন্দর লেগেছে যার সত্যিই আমি উপমাও দিতে পারছিনা। দারুন লিখেছেন আপনি এত সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং আপনার জীবন থেকে নেওয়া আপনার কবিতার লাইন এই ফুটে উঠেছে। সেখানে শিশুকাল থেকে শুরু করে আপনার গ্রামে বেড়ে ওঠা গ্রামের কালচার সম্পর্কে খুব সুন্দর করে কবিতাটিতে ফুটিয়ে তুলেছেন। আর এত সুন্দর একটি কবিতা আমাদেরকে শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

 2 years ago 

গঠন ভাবে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

কবিতাও কখনো কখনো মনের কথা বলে দেয়। কখনো কখনো নিজের অজান্তেই মনের কথা কবিতা আকারে বের হয়ে আসে।

ঠিক বলেছেন ভাইয়া।কবিতা কখনো কখনো মনের কথা বলে দেয়।অনেক মানুষ আছে যারা নিজের মনের ভাব প্রকাশ করার জন্য কবিতা কে বেচে নেয়।

সব শেষে আপনার কবিতাটি অনেক ভালো লাগলো আমার কাছে।আপনার জন্য শুভ কামনা রইলো

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। খুব ভালো লেগেছে। বাংলার রূপ আসলেই অনেক সুন্দর। আপনার কবিতার কথা গুলো অনেক সুন্দর ছিলো। খুবই ভালো ভাবে গুছিয়ে লিখেছেন কবিতাটি। অসাধারন হয়েছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

রাখাল ছেলের ক্লান্ত শরীর বিছানা খুজতে থাকে,
বিছানা পেয়ে রাখাল ঘুমায় সূর্য ওঠার আগে
গাছের পাতার সবুজ ডালে রং-বেরঙের পাখি,
পাখিকে আমি বন্ধু ভেবে কতো কথা যে বলি।

কবিতাটি অংশটুকু চমৎকার ছিল ভাই। আপনার কবিতার মধ্যে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালভাবে উপলব্ধি করতে পেরেছি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74