কবিতা: পর্দার আড়ালে |[benificiary ১০% @shy-fox]|
আজ - ১৮ বৈশাখ | ১৪২৯ বঙ্গাব্দ | রবিবার | গ্রীষ্মকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- কবিতা(পর্দার আড়ালে)
- আজ ১৮শ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ
- রবিবার
আচ্ছা বলুনতো কবিতা পড়তে কার না ভালো লাগে....?? কবিতা পড়তে কবিতা শুনতে এবং কবিতা লিখতে অনেকেরই হয়তো অনেক বেশি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমি মাঝে মাঝে কবিতা লিখে থাকি সেই সাথে যখন খুবই একাকিত্বের সঙ্গে সময় কাটায় তখন নিজের লেখা কবিতা গুলো পড়তে থাকি। কিছু কিছু কবিতা আছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিছু কিছু কবিতা আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ পায়। কিছু কিছু কবিতা আমাদের হৃদয়টা কে প্রশস্ত করে তোলে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু কবিতা আমাদের হৃদয়ে ভালোবাসার দোলা দিয়ে ভালোবাসার পূর্ণতা এনে দেয়। আমি মনে করি কবিতার মাধ্যমে মানুষের মনের ভাষা যতটা সহজ ভাবে প্রকাশ করা যায়,অন্য কোনো মাধ্যমে অবলম্বন করে সেটা প্রকাশ করা যায় না। যদিও আমি কবি নই তবে কবি হওয়ার চেষ্টা করছি মাত্র। খুব শীঘ্রই আমি কবি হয়ে যাব এই আশা রাখি।
প্রিয় মানুষটাকে নিয়ে আমাদের অনেকেরই অনেক রকম চিন্তা ভাবনা থাকে। আমরা সকলেই চাই প্রিয় মানুষটা যেমনই হোক না কেন তাকে আমি সবথেকে বেশি ভালো রাখবো এবং সবসময় হ্যাপি রাখার চেষ্টা করব। আমরা সবসময় এটা চাই যে নিজেদের কষ্ট হোক সেটা কোন ব্যাপার না কিন্তু প্রিয় মানুষটা কে যেন সবসময় সুখী রাখতে পারি। আমাদের চোখ একেকজনের একেকরকম কারো চোখে একজন যদি কুৎসিত হয় তাহলে অন্য কারো চোখে সেই জন রূপবতী। আমি মনে করি যে যার প্রিয়জন তার কাছে সে জন পৃথিবীর সবথেকে বেশি রূপবতী ও গুণবতী। যে জন শুধু মাত্র দুটি চোখে একবার আকৃষ্ট হয়ে গিয়েছে সে জন আর নতুন করে অন্য দুটি চোখ কখনো খুজে নি। তবে এখনকার সময়ে একজোড়া চোখে আকৃষ্ট হওয়া মানুষের সংখ্যা খুবই কম। সবাই শুধু নতুন চোখ খোঁজার ধান্দায় থাকে মাত্র। কেউ আর সেই আগের মত সত্তিকারের ভালোবাসা খোঁজে না। এখনকার সমাজ প্রতিযোগিতায় নেমেছে কে কার থেকে কত বেশি সুন্দরী। কিন্তু আমি মনে করি যে মানুষের শারীরিক সৌন্দর্য তো বেশিদিন চিরস্থায়ী নয় তাহলে কেন এই শারীরিক সৌন্দর্য নিয়ে এত অহংকার। আমাদের সকলের উচিত শারীরিক সৌন্দর্য থেকে মনের সৌন্দর্যটা বৃদ্ধি করার দিকে বেশি নজর দেয়া। যার মন সুন্দর সেই পৃথিবীর সবথেকে বেশি সুদর্শন ব্যক্তিবর্গ দের মধ্যে একজন।
তো চলুন শুরু করা যাক...!
শুভ সন্ধ্যা সবাইকে.....!!
ওই যে,পর্দার আড়াল থেকে।
পর্দার আড়াল থেকে তোমাকে দেখেই আমি আনন্দ পাই,
তুমি তো সব সময় নিজেকে আড়াল করেই রাখো,
তাহলে আমি কোনই বা তোমার সামনে গিয়ে দেখবো বলো...??
মুখে মাখো তুমি আসকারা,মাসকারা,আইলাইনার আরো কতো কি....!!
তুমি তো নিজেকে আড়াল করে রেখেছো ওই পর্দার আড়ালে।
আমি শুধু মাত্র তোমার হৃদয় ছুঁতে চেয়েছি,
ছুঁতে চেয়েছি তোমার ওই কোমল হাতের স্পর্শ।
তোমার ওই ঠান্ডা লাগা কণ্ঠ আর কান্না করা কন্ঠের মাঝে যে পার্থক্য
আমি শুধু মাত্র এই পার্থক্য টুকু জানতে চেয়েছি।
অথচ তুমি...!তুমি সব সময় নিজেকে আড়াল করে রাখো।
আমি তো চাই তুমি সমস্ত রকমের মোমের দেয়াল ভেঙে সামনে আসে দাঁড়াও,
আমি প্রাণ ভরে দেখতে চাই,তোমার ও ব্রোন ভর্তি মুখটা।
যে মুখের দিকে কোন পুরুষ একটা বার তাকানোর পরে দ্বিতীয় বার তাকানোর সাধ হাড়িয়ে ফেলছে,
আর আমি সেই ব্রোন ভর্তি মুখটাই দেখতে চাই।
তাহলে কেন...??কেন তুমি নিজেকে আড়াল করে রাখো ওই কসমেটিকস এর মিথ্যা খেলনায়...??
তুমি যেমন ঠিক তেমনই থাকো,
পরিবর্তন হতে হবে না কোন কৃত্রিম উপায়ে।
আমি তোমাকে তেমন ভাবেই ভালোবাসবো,
যেমন ভাবে তুমি নিজেকে উপলব্ধি করো।
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন
বিভাগ | কবিতা |
---|---|
বিষয় | পর্দার আড়ালে |
কবিতার কারিগর | @jibon47 |
অবস্থান | [সংযুক্তি]source |
জীবন ভাই আপনার কবিতাটি আমার ভীষণ ভালো লেগেছে। আপনি যে এত ভালো কবিতা লিখতে পারেন তা আমার জানা ছিল না। এভাবে প্রতি সপ্তাহে কমপক্ষে একটি করে কবিতা দেখতে চাই। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।
চেষ্টা করব আমি আপনাদের মাঝে প্রতি সপ্তাহে এরকম একটি করে কবিতা উপহার দেওয়ার জন্য।
একদম ঠিক কথা যে যেমন তাকে ঠিক ঐভাবেই ভালোবাসা উচিত। আপনার এই কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার ভাষাগুলো খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে কবিতাটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য।
আপনার উপরের কথায় আমিও একমত ভাই। আমাদের সবারই উচিত শারীরিক সৌন্দর্যের দিকে না থাকলে মনের সৌন্দর্যকে বৃদ্ধি করে প্রকৃত ভালোবাসা ফুটিয়ে তোলা। ভাই সত্যি বলতে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন, আমার কাছে বেশ ভালো লেগেছে কবিতার লাইনগুলো। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
চমৎকার লেগেছে আপনার কবিতাটি এবং উপরে উল্লেখিত কথাগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। আসলেই বেশিরভাগ মেয়েরাই তাদের আসল সৌন্দর্য লুকিয়ে রাখে কসমেটিকসের বাহারে।কিন্তু প্রকৃত পুরুষরাই আসল সৌন্দর্য উপভোগ করে। আর আমার কাছে আপনার উপলব্ধিগুলো খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
সত্যি ভাই আপনার কবিতা পড়ে আমি খুবই মুগ্ধ হয়েছি। আপনি সৃজনশীলতা কে কাজে লাগিয়ে মনের গভীর থেকে কবিতার ছন্দ গুলো খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
মানুষ পারেনা এমন কোন কাজ পৃথিবীতে নেই সৃজনশীলতায় শক্তি
কবিতা শুরুর আগের লেখা গুলো সত্যিই দারুন ছিল।
আর কবিতা পড়ে তো দুষ্টু মিষ্টি অনেক কথাই মাথায় আসলো ভাই।
কবিতা টা পাঠিয়ে দিন পর্দার আড়ালে দাড়ানো মানুষ টাকে । দেখবেন মন ছুয়ে যাবে তার 😊। ভালো লিখেছেন।
পর্দার আড়ালে দাঁড়ানো থাকা মানুষটা এখন অন্য কারো বাগানে ফুটে থাকা রক্তাক্ত গোলাপ
টুইটার লিংকঃ-
https://twitter.com/jibon472?t=wO8K6MSgodcKIu7VHxQFOA&s=09
Congratulations! This post has been upvoted through @steemcurator04 .
Curated By - @jyoti-thelight
Team - The Perfect Seven
Greetings friend @jyoti-thelight
I find it strange that they are supporting with the curator account users who provide benefits to accounts that are engaged in selling votes.
@steemcurator01
The measures have been taken. Thank you
পর্দার আড়ালে যে থাকে তাকে দেখার আশা করা প্রয়োজন নেই ভাই। পর্দার বাইরেও অনেক কে দেখতে পাওয়া যায়। তাই হোক মজা করলাম। ভালো লাগলো আপনার এত সুন্দর কবিতা পড়ে। ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক
আমিও সেটাই ভাবছি পর্দার আড়ালের মানুষটা আড়ালে থাকুক কখনো যেন সামনে না আসে
আপনার সাধ-আহ্লাদ, ইচ্ছা, মহান আল্লাহ খুব দ্রুত পূরণ করে দেবে, এই কামনা করছি, আমিন।
আমি জানি বাস্তবের সাথে মেকির কোন তুলনা হয় না। কবিতার শিরোনামের সাথে গর্ভের মিল হুবহু।
ভালো ছিল সবকিছুই।
গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই