সেমিস্টার ফাইনালের যুদ্ধ শুধু
আজ--১৯ অগ্রহায়ণ | ১৪৩১ বঙ্গাব্দ |বুধবার | হেমন্তকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
- সেমিস্টার ফাইনালের যুদ্ধ শুরু।
- আজ-- ১৯শঅগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
- বুধবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ দুপুর সবাইকে......!!
বেশ কিছুদিন ধরেই অনেক বেশি ব্যস্ত সময় অতিবাহিত করছি। এই ব্যস্ত সময় যেন কোনভাবেই শেষ করতে না একটা কাজ শেষ sহবার সঙ্গে সঙ্গেই আর একটা কাজ সামনে এসে যাচ্ছে। কোনভাবেই যেন সময় ম্যানেজ করতে পারছি না সত্যি বলতে এরকম ব্যস্ত সময় এর আগে কখনোই কাটানো হয়নি। নতুন নতুন জায়গায় নতুন নতুন পরিবেশে নতুন নতুন মানুষের সঙ্গে নতুনভাবে সকল কাজকর্ম করতে হচ্ছে সেইসাথে আবার ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে সেমিস্টার ফাইনালের যুদ্ধ। সেমিস্টার ফাইনালের আগে শুরু হয় এক নতুন যুদ্ধ এটা আপনারা অনেকেই জানেন। কারণ সেমিস্টার ফাইনালের আগেই যেন সকল ল্যাব রিপোর্ট এবং এসাইনমেন্ট জমা দেওয়ার ধুম পড়ে যায়। প্রত্যেকটা স্যার এবং ম্যামেরা প্রত্যেকটা সাবজেক্ট এর জন্য অনেকগুলো এসাইনমেন্ট দিয়ে থাকে আবার যদি প্র্যাকটিক্যাল ক্লাস থাকে সেই প্র্যাক্টিকাল ক্লাসের ল্যাব রিপোর্ট জমা দিতে হয় তবে দুটো বা একটা নয় যতগুলো ল্যাব ক্লাসের সমাধান করে দিয়েছে, প্রত্যেকটা ল্যাবের রিপোর্ট জমা দিতে হবে এটা সত্যিই অনেক বেশি দুঃখজনক। সবথেকে ভালো হতো যদি যেদিন যেই ক্লাসটা শেষ হয়ে গিয়েছে তার পরের সপ্তাহে যদি সেই ল্যাব ক্লাসের রিপোর্ট জমা নিয়ে নিতো তাহলে হয়তোবা পরীক্ষার আগে এরকম বিপাকে পড়তে হত না কিন্তু সেই সময় ল্যাব রিপোর্ট জমা নিতে চায় না তাদের যত ল্যাব রিপোর্ট জানো সব পরীক্ষার আগেই নেওয়ার প্রবল ইচ্ছা জাগে।
সারাদিনের কাজকর্ম শেষ করে একটা ক্লান্ত শরীর নিয়ে যখন রুমে যাই তখন ইচ্ছে থাকলেও আর মন কোন ভাবেই চায় না পড়ার টেবিলে বসতে তারপরেও মাঝে মাঝে মনের বিরুদ্ধে গিয়ে পড়ার টেবিলে বসতে হয়। সবকিছুই যে মনের মত করে পাব বা মনের মত করেই হবে এমনটা তো নয় এমন অনেক সময় আসবে আবার এমন অনেক সময় যাবে যে সময়গুলোতে আমাদের মনের বিরুদ্ধে গিয়েই কোন না কোন কাজ করতে হয় বা করতে হবে। ঠিক তেমনি ভাবে এটাও মেনে নিয়েছি যে সারা দিনের কাজকর্ম শেষ করে ক্লান্ত শরীর নিয়ে যখন রুমে প্রবেশ করব তখন কোনভাবেই একটু রেস্ট নেওয়ার সুযোগ নেই নতুন আরেক যুদ্ধে নেমে পড়তে হবে সেটা হচ্ছে ল্যাব রিপোর্ট এবং এসাইনমেন্ট লেখা, এই ল্যাব রিপোর্ট এবং এসাইনমেন্ট সেমিস্টার ফাইনাল শুরু হওয়ার আগে লেখাটা আমার জন্য খুবই যন্ত্রণাদায়ক হয়ে পড়ে কারণ এত লেখা এক সপ্তাহের মধ্যে লিখে কমপ্লিট করা আদৌ সম্ভব কিনা সেটা বোধগম্য নয়। আর এদিকে স্যার এবং ম্যামেরা মনে করে আমরা মনে হয় রোবট বা কম্পিউটার যাদের মধ্যে সফটওয়্যার ইন্সটল করা আছে কোন মত বললেই কাজটা হয়তোবা খুব দ্রুতই হয়ে যাবে। কিছু কিছু স্যার এবং ম্যামেরা আছে তারা আবার কিছুটা সদয় হওয়ার চেষ্টা করে সব সময় তবে সদয় হওয়ার মনোভাবটা খুবই কম।
গত তিন রাত ধরে ৩২ পৃষ্ঠা এসাইনমেন্ট এবং ল্যাব রিপোর্ট লিখেছি। মনে হচ্ছে আরো কয়েকটা রাত লেগে যাবে এই এসাইনমেন্ট এবং ল্যাব রিপোর্ট লিখতেন। প্রত্যেকটা এসাইনমেন্ট এবং ল্যাব রিপোর্ট লেখার জন্য আমি রাত্রি নয়টা থেকে শুরু করে প্রায় সাড়ে বারোটায় একটা পর্যন্ত লিখেছি। বুঝতেই পারছেন সারাদিনের কাজকর্মে শরীরটা কিছুটা হলেও ক্লান্ত হয় আর এই ক্লান্ত শরীরের ঘুমের তীব্রতা অনেক বেশি থাকে ঘুম ঘুম চোখ নিয়েই ল্যাব রিপোর্ট এবং অ্যাসাইনমেন্ট লিখা শুরু করেছিলাম জানিনা পরীক্ষার আগে আবার কোন নতুন নোটিশ আসবে কিনা তবে সত্যি বলতে এই ব্যস্ত সময়ের মধ্যে কমিউনিটিতে খুব একটা বেশি সময় দিতে পারছি না। খুব শীঘ্রই হয়তোবা এই ব্যস্ততা শেষ হবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলেই আবার কমিউনিটিতে নিয়মিত হওয়ার চেষ্টা করব। মানুষের জীবনে আসলে ব্যস্ততার শেষ নেই একটা ব্যস্ততা থেকে পরিত্রাণ পেলে নতুন আরেক ব্যস্ততা ঘিরে ধরে এভাবেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের সপ্তাহ থেকেই আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারি।
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা
বিভাগ | জেনারেল রাইটিং |
---|---|
বিষয় | সেমিস্টার ফাইনালের যুদ্ধ শুধু |
পোস্ট এর কারিগর | @jibon47 |
অবস্থান | [সংযুক্তি]source |
আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।
@jibon47
VOTE @bangla.witness as witness
OR