ছোট ভাইবোনদের সাথে মাঠ ঘুরাঘুরির মুহূর্তে কিছু ফটোগ্রাফি,পর্ব:--তৃতীয়

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ১৩ চৈত্র| ১৪২৯ বঙ্গাব্দ | সোমবার | বসন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে ছোট ভাইবোনদের সঙ্গে মাঠে ঘোরাঘুরির কিছু সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • মাঠ ঘুরাঘুরি মুহূর্ত
  • আজ ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  • সোমবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ দুপুর সবাইকে......!!


আপনারা সকলেই অবগত আছেন যে আমি গত দুইটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছি ছোট ভাই বোনদের সঙ্গে মাঠে ঘুরাঘুরির কিছু সুন্দর মুহূর্ত। আসলে ছোট ভাই-বোনদের সঙ্গে ঘোরাঘুরি করতে সকলেই অনেক বেশি পছন্দ করে এটা আমি জানি। সে ধারাবাহিকতা থেকে আমিও ব্যতিক্রম নয় আমি সবসময়ই প্রকৃতির মাঝে সময় অতিবাহিত করতে অনেক বেশি ভালোবাসি। প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার মাঝে অন্যরকম এক আনন্দ এবং ভালোবাসা আছে যে ভালোবাসা এবং আনন্দ হয়তো অন্য কোন মাধ্যমে নেই। প্রকৃতির মাঝে নিজেকে উৎসর্গ করে দিতে পারলে নিজের মনের মধ্যে লুকানো চাপা কান্না কষ্ট সব কিছুই দূর হয়ে যায় নিজের মধ্যে কষ্ট বলতে সেই সময়টুকু তে আর থাকে না। আপনি যতই প্রকৃতির নিকটবর্তী হবেন আপনার মন ততই বেশি উৎফুল্ল হয়ে যাবে আপনি তত বেশি আনন্দে থাকবেন তত বেশি খুশি থাকবেন। বর্তমান সময়ে আমরা যারা এই স্টিমেট প্ল্যাটফর্ম এর সঙ্গে যুক্ত আছি তারা সব সময় চেষ্টা করি কোথাও ঘুরতে গেলে ফটোগ্রাফি করার। এই ফটোগ্রাফি করার যেন শেষ হয় না আমরা সবসময়ই এমন এমন ভাবে ছবি ক্যাপচার করি যেটা হয়তোবা অনেকে ধারণাও করতে পারে না।

যদিও আমি প্রফেশনাল কোন ফটোগ্রাফার নই তবে চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করার। সুন্দর ফটোগ্রাফি করে প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি। আপনাদের এরকম সুন্দর মন্তব্য দেখলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগার কাজ করে এবং মনে হয় যে কিছুটা হয়তো বা ফটোগ্রাফি শিখেছি যার কারণে সকলে এরকম সুন্দর মন্তব্য করছে। মাঠে কোন একটা কাজের জন্য গিয়েছিলাম যেহেতু আমার বাসা থেকে মাঠ অনেকটাই দূরে সেহেতু হেঁটে হেঁটে অনেকটা পথ অতিক্রম করতে হয়। হেঁটে হেঁটে যাওয়ার পথে মাঝপথে অনেক ক্ষেত এবং ধানের জমি রয়েছে যেহেতু সকালবেলা মাঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছিলাম তাই বুঝতেই পারছেন প্রকৃতিটা অনেক বেশি সুন্দর ছিল। বর্তমান সময়ে গরম প্রচন্ড রকম ভাবে বেড়ে গিয়েছে মাঝে মাঝে আকাশে মেঘ করছে বৃষ্টি হচ্ছে আবার গরম পরছে প্রকৃতি যেন নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে।

তবুও সকল কিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে সকালবেলার প্রকৃতি এবং বিকেল বেলা প্রকৃতি সারা দিনের মধ্যে অন্যতম। এ সময় প্রকৃতির মাঝে এক অন্যরকম ভালোলাগা ভালোবাসা কাজ করে এ সময়ে প্রকৃতির সাথে সময় অতিবাহিত করতে পারলে নিজের কাছে অনেক বেশি খুশি লাগে। সেদিন সকাল বেলা মাঠে রওনা করেছিলাম এবং খুবই সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছিলাম। সেগুলোই আপনাদের মাঝে পর্ব আকারে শেয়ার করছি।

Picsart_23-03-26_14-42-04-714.jpg


কমিউনিটিতে এখন সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে। সকলের এরকম সুন্দর ফটোগ্রাফি দেখতে পেরে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে এই ভালোলাগা হয়তোবা কখনো বলে বোঝানো সম্ভব নয়। ব্যক্তিগতভাবে স্টিমেট প্ল্যাটফর্মে কাজ করার আগে তেমন একটা ফটোগ্রাফি পারতাম না পারতাম না বলতে কখনোই চেষ্টা করিনি ফটোগ্রাফি করার। কিন্তু যেদিন থেকে এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছি আর বুঝে গিয়েছি যে ফটোগ্রাফি করতে হবে সেদিন থেকেই ফটোগ্রাফি করার সিদ্ধান্ত নিয়েছি। আস্তে আস্তে ফটোগ্রাফি করছি যদিও এখনো প্রফেশনাল ফটোগ্রাফার হতে পারিনি তবে চেষ্টা করছি নিজের সবটুকু বিশ্বাস দিয়ে ফটোগ্রাফি করার। যদি নিজের উপর আস্থা রেখে কোন কাজ করা হয় তাহলে সেই কাজের সফলতা আসবে। সফলতা কখন কিভাবে চলে আসবে সেটা হয়তোবা কেউ বুঝতেই পারবে না। সেই ধারাবাহিকতা থেকেই এই ফটোগ্রাফিগুলো করা। আশা করছি আমি খুব শীঘ্রই একজন দক্ষ মাপের ফটোগ্রাফার হতে পারব বলে মনে করি।

IMG20230320114356-01.jpeg

যেহেতু অনেকদিন মাঠে যাওয়া হয় না তাই আমাদের জমিতে কি চাষ করা হয়েছে সে ব্যাপারেও তেমন একটা ধারণা ছিল না। তাই যখন আমি আমাদের জমিতে গিয়ে পৌছাই তখন দেখি যে আমাদের জমিতে কিছু জায়গাতে কুমড়া গাছ লাগানো হয়েছে। আসলে এবারের গাছ অনেক বেশি তরতাজা দেখেই মনে হচ্ছে যে গাছে অনেক বেশি কুমড়া আসবে সেই সাথে অনেক কুমড়ো ফুল ধরেছে। আমি গিয়ে কুমড়ো ফুলগুলো দেখছিলাম আর ফটোগ্রাফি করছিলাম। সাথে আমার ছোট ভাই বোনেরাও ছিল ওরা এক একজন এক এক রকম প্রশ্ন করছিল ওদের প্রশ্নের উত্তর দিতে যেয়ে আমি অনেক বেশি বিরক্ত বোধ করছিলাম। একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে কেমন লাগে আপনারাই বলুন...? ভালো লাগে...?? অবশেষে রাগান্বিত চোখের তাদের দিকে তাকিয়ে তাদেরকে চুপ করিয়ে রাখলাম হাহাহা।

IMG20230318100643-01.jpeg

IMG20230318100623-01.jpeg

এই দুটো ফটোগ্রাফি আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখি গাছের সঙ্গে চিকন ধরনের একটা গাছ উপর দিকে উঠে গিয়েছে। আর সেই গাছের সাথে এরকম দুটি সাদা রঙের ফুল ধরে রয়েছে। আর আমি এরকম সাদা রং এর ফুল দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম, যার মধ্যে দুটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার মনে হয় এটা এক ধরনের ফলের গাছ যে ফলগুলোর টিয়া পাখি খেয়ে থাকে। ফলের এক প্রান্ত লাল এবং অপরপ্রান্ত সবুজ হয়ে থাকে। মনে হচ্ছে এটা সেই ফলের ফুল।

IMG20230318100844-01.jpeg

IMG20230318101109-01.jpeg

রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন রাস্তার দুপাশ দিয়ে এ ধরনের ফুলে একদম ভর্তি ছিল। ছোটবেলায় দেখতাম যখন ফেব্রুয়ারি মাস আসতো তখন এই ফুলগুলো রাস্তার দুপাশ দিয়ে ফুটে থাকতো। সময় এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে এই ফুলগুলো এখন অনেকটাই দেরিতে ফুটছে। আমার সাথে থাকা আমার ভাই বোনেরা বলছিল যে ফুলের গাছের কাছে দাঁড়িয়ে তাদেরকে ছবি তুলে দিতে। যেহেতু তারা ছোট মানুষ আমার কাছে একটা আবদার করেছে আমি আর তাতে না করতে পারেনি ওদের সকলকে ফুল গাছের কাছে দাঁড়িয়ে সুন্দর সুন্দর পোচ নিয়ে ছবি তুলে দিয়েছি এতে তারা অনেক বেশি খুশি হয়েছে। বড় ভাই হিসেবে এটা আমার দায়িত্ব ছোট ভাইবোনদের খুশি রাখা।

IMG20230324102322-01.jpeg

আপনারা বলুন তো এটা কিসের ফটোগ্রাফি..?? হয়তোবা অনেকেই বলতে পারবেন আবার অনেকেই বলতে পারবেন না। এটা হচ্ছে শ্যামা ঘাসের ফটোগ্রাফি। শ্যামা ঘাস অনেক বড় হয় আর এই ঘাসের মাঝখান দিয়ে এক ধরনের সরু শ্বাস বের হয়। আর সেই শ্বাস আস্তে আস্তে লম্বা হতে হতে অনেক বেশি লম্বা হয়ে পড়ে আর সেই শ্বাসের মাথায় গিয়ে এরকম সুন্দর ফুলের সৃষ্টি হয়। এগুলো সাধারণত ধানক্ষেতের পাশে আইলের উপর দেখা যায়। এছাড়া ধান গাছের সাথেও এদের জন্ম। দেখতে খুবই সুন্দর দেখায় তবে এই শ্যামা ঘাস গরু-ছাগল খেতে অনেক বেশি পছন্দ করে। ছোটবেলায় দেখতে মামার আব্বু ছাগলের জন্য মাঝে মাঝে এরকম শ্যামা ঘাস কেটে নিয়ে আসতো। শ্যামা ঘাসের ফুলের এই ফটোগ্রাফি টা আমার কাছে অসাধারণ লেগেছিলো।

IMG20230318100759-01.jpeg

IMG20230318100735-01.jpeg

এটাও মূলত ওই ফুল গাছেরই একটি ফুল। উপরের দুটি ফটোগ্রাফিতে আমি গাছসহ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করেছি, কিন্তু এখানে আমি শুধু ফুলের উপর ফোকাস করে ফুলটাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সাদা রংয়ের এই ফুল দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে সাদা রঙের ফুলের সাথে লাল রঙের গাছ কালার কম্বিনেশন টা আসলেই অনেক বেশি সুন্দর। এরকম ফুল দেখতে অবশ্যই সকলের অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে এই ফুলের গন্ধটা যদিও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তবে বিকেল বেলা রাস্তার দুপাশে এরকম ফুল গাছের মাছ দিয়ে হেটে যেতে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়।

এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে....!!

ছবির অবস্থান এখান থেকে নেয়া
Device :realme 6i
Photo Edit:Snapped


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগঘুরাঘুরি/ভ্রমণ
বিষয়মাঠ ঘোরাঘুরির মুহূর্ত কিছু ফটোগ্রাফি
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

রাস্তার পাশের এই ভাট ফুলের ছবি আমার খুবই ভালো লাগে। আর এই ফুলের গন্ধ মন জুড়িয়ে যায়। আসলে অবহেলায় অনাদরে এই ফুলটি এত সুন্দর করে বেড়ে ওঠে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন অবহেলার অনাদরে এই ফুলটি এত সুন্দর করে বেড়ে ওঠে তবে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এগুলা কি ফটো ছিল!!?পুরাই কড়া🔥।
প্রথম তিনটা ছবি থেকে তো চোখই সরাতে পারছিলাম না।কোয়ালিটি একদম হাই ছিল ভাই🫡।
শুভ কামনা জানাই 🌼❤️।

 2 years ago 

আমার করা এই ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্যে প্রথম তিনটি ফুলের ফটোগ্রাফি দেখে আপনি অনেকটাই খুশি হয়েছেন জেনে খুবই ভালো লাগলো। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোটদের সাথে এই ধরনের পরিবেশে ঘোরাঘুরি করলে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। কুমড়ো ফুলের ফটোগ্রাফিটি এবং ভাট ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন ছোটদের সঙ্গে ঘুরাঘুরি করতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। কুমড়ো ফুলের ফটোগ্রাফিটা সত্যিই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ছোট ভাইবোনদের সাথে মাঠে গিয়ে বেশ মজাই করেছেন দেখছি ভাইয়া।আমিও গ্রামে গেলে আমরা সব ভাইবোনেরা মিলে মাঠে যায় ঘুরতে বেশ মজা হয়।এবার ঈদে বাড়ি গেলেও এরকম ঘুরা হবে,তাই বাড়ি যাওয়ার অপেক্ষায় আছি।শ্যামা ঘাসের ফুলের ফটোগ্রাফি দারুন ছিল দেখতে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঈদের মধ্যে সকল চাচাতো ভাই বোন একত্রে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। এখন আপাতত বাসায় তেমন মানুষ জন্য ঈদের মধ্যে পুরা বাসা একদম মৌমাছির মতো ভনভন করবে হাহাহা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রকৃতিতে মাঝে সময় কাটানোর ব্যাপারটাই আলাদা। আর প্রফেশনাল ফটোগ্রফার না হয়েও যা ফটোগ্রাফি করেছেন মোটেও খারাপ হয় নি। বিশেষ করে ছোট বাচ্চাটি ফুল ছেরার দৃশ্যটি দারুন লেগেছে আমার কাছে।

 2 years ago 

যদিও প্রফেশনাল ফটোগ্রাফার এখন পর্যন্ত হয়নি তবে চেষ্টা করে যাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমরা কেউই প্রফেশনাল ফটোগ্রাফার না। তবে যখন ভালো একটা ফটোগ্রাফি করে ফেলি তখন আনন্দের সীমা থাকে না হা হা। গ্রামে বাস করার এই সুবিধা টা আছে বিকেলে মাঠে চলে যাওয়া যায়। এবং তখন এমনিতেই দুই একজন ছোট ভাই পাওয়া যায়। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আসলে গ্রামে বসবাস করলে এটাই সুবিধা বিকেল বেলা মাঠে ঘোরাঘুরি করা যায় সেই সাথে প্রকৃতির মাঝে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করা যায় সব সময়। ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোটদের সাথে নিয়ে বেশ দারুন একটি ঘোরাঘুরির মুহূর্ত আপনি আমাদের মাঝে ফটোগ্রাফির মধ্য দিয়ে উপস্থাপন করেছেন দেখে আমার খুব ভালো লেগেছে। আপনার এই এত সুন্দর ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করলো। প্রত্যেকটি ফটোগ্রাফি ছিল অতি চমৎকার এবং ক্লিয়ার। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে চমৎকার ফটোগ্রাফি করে শেয়ার করার। প্রতিনিয়ত চেষ্টা করে যাবো আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করার এভাবেই সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন বলে আশা রাখি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই এরকম সবুজ মাঠে ঘোরাঘুরি করতে আমাদের সকলেরই খুব ভালো লাগে আর ছোটো ভাই বোনেদের সাথে হলে তো কথাই নেই। সত্যিই ভাই প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার মাঝে অন্যরকম এক আনন্দ এবং ভালোবাসা আছে যে ভালোবাসা এবং আনন্দ হয়তো অন্য কোন মাধ্যমে নেই। আপনার ফোটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আর বাচ্চারাও খুব মজা করেছে তা আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে।

 2 years ago 

আসলে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে হলে অবশ্যই সবুজ শ্যামল শস্যভরা মাঠে প্রবেশ করতে হবে তাহলে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করা যাবে। আমার এই ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে খুবই খুশি হলাম আসলেই বাচ্চাদের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম সেদিন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68859.62
ETH 2444.01
USDT 1.00
SBD 2.34