ফিরে যেতে চাই সেই ছোট বেলায়

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ - ৩১ শ্রাবণ| ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার| বর্ষাকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে ছোট বেলা স্মৃতি এবং ছোট বেলায় ফেলে আসা কিছু সুন্দর মুহূর্ত সম্পর্কে উপস্থাপন করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।


ছোট বেলা কতোই না ভালো ছিল বলেন..?আমরা এখন হয়তো বা বড় হয়ে গেছি, হয়তো বা আমাদের মধ্যে সেই ছোট বেলার স্বভাব টা এখন আর পরিলক্ষিত করা যায় না, ছোটদের মতো যখন-তখন মা বাবার কাছে বায়না/আবদার করি না তাই লোকে আমাদের বড় বলে। আসলেই কি আমরা বড় হয়ে গেছি..?নাকি সমাজের লোকেরা আমাদের বড় বানিয়ে দিয়েছে। একটু চিন্তা করে দেখুন তো আমরা বড় হয়ে গেছি নাকি..!আমার মনে হয় আমরা গাঠনিক ভাবে বড় হয়ে গেছি আর এই গাঠনিক ভাবে বড় হওয়াটাকে সমাজের লোকেরা বড় বলে আক্ষাইত করেছে। আমরা আমাদের পারিপার্শ্বিক মানুষের কাছে বড় হলেও আমরা কিন্তু আমাদের বাবা-মা কাছে হয়তো বা ছোট্ট খোকা-ই আছি।

IMG20210602174318-01.jpeg

কোটি টাকা দাম এই হাসির
Device:realme 6i

ছোট বেলায় আমরা হয়তো অনেকেই এই খেলাটা সব থেকে বেশি খেলতাম। সহপাঠীরা সবাই মিলে এক সাথে হয় এই খেলায় মেতে উঠতাম।মেয়েরা মায়ের কাছে কান্না করে ফেরিওয়ালার কাছ থেকে ছোট ছোট প্লাস্টিকের বাসন-কোসন কিনতো এবং সেই সব দিয়েই তারা রান্না করার কাজে লাগাত। যাইহোক, তারপরে সবাই মিলে অনেক কষ্ট করে মাটি সংগ্রহ করতাম সেই মাটিকে বানাতাম ভাত। মেয়েরা ইট দিয়ে চুলা বানাতো আর বাসন-কোসন-এ হতো আগুন বিহিন রান্না। কতোই না মজার ছিল সেই দিন গুলো। কতো কথা কতো স্মৃতি ফেলে এসেছি সেই ছোট বেলায়,যা চাইলেও কখনো স্মৃতির পাতা থেকে মুছে দেওয়া যাবে না।

IMG20210712104414-01.jpeg

ফুটবল খেলা
Device:realme 6i

ফুটবল খেলা মানেই অন্য রকম একটা বিষয়।বৃষ্টি হলে তো আর কথাই নাই। আকাশে মেঘ দেখা দিলেই ফুটবল নিয়ে মাঠে উপস্থিত হতাম সবাই। সবাই মিলে একত্রে টাকা দিয়ে সেই টাকা দিয়ে ফুটবল কেনা হতো। আর এখন এক এক জন একটা করে ফুটবল কেনার সামর্থ্য আছে অথচ সেই একই মাঠের পাঁচটা প্লেয়ার একত্রে খেলতে পারছি না। কেন পারছি না..!কারন সমাজ আমাদের বড় বানিয়ে দিয়েছে। আর বড় হওয়ার সাথে সাথেই আমাদের অনেক দায়িত্ব বেড়ে যায়। দায়িত্ব পালন করতে করতেই আমাদের দিন থেকে রাত,রাত থেকে সকাল। খেলাধুলা করার সময় টা আর আগের মতো হয়ে ওঠে না।

IMG20210815122914-01.jpeg

IMG20210815122925-01.jpeg

বাচ্চাদের খেলাধুলা
Device:realme 6i

ছোট বেলায় আমরাও ঠিক এমন টাই খেলাধুলা করতাম। আর এই খেলা টা ছিলো বিরতিহীন খেলা করার সময় কিছুই মনে থাকতো না, মনে থাকতো না খাওয়ার কথা, মনে থাকতো না গোসল করার কথা এভাবেই আমরা দিন পার করতাম। তারাও এখন আমাদের মতোই তাদের ও কোন কিছু করার কথা মনে থাকে না। এদের খেলা দেখে মাঝে মাঝে আফসোস হয় কেনই বা বড় হলাম কেনই বা এতো সুন্দর একটা জীবন থেকে বের হয়ে গেলাম। আসলেই ছোট বেলাটা অনেক মজার ছিল, ছিলো না কোন দায়িত্ব ছিলো না কোন লেখাপড়ার চিন্তা।

আমি আমার ছোট বেলাটা-কে খুব স্বরণ করি। মাঝে মাঝে ছোট বেলার কিছু স্মৃতি বড্ড হাসায় আবার কিছু কিছু স্মৃতি বড্ড কাঁদায়। সব মিলিয়ে আমার মনে হয় ছোট বেলাটা আমার কাছে খুবই মনোমুগ্ধকর ছিল।



ছোট বেলার কথা স্বরণ করে শিল্পী মুনির খাঁনের একটা গান মনে পরে গেলো,গান টা হলোঃ-



আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম,ভালো ছিলো শিশুকাল,মায়ের সাদা দুধের মতো জীবন ছিলো নির্ভেজাল



সবাইকে ধন্যবাদ

Sort:  
 4 years ago 

দারুন সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন ভাইয়া ।ধন্যবাদ।

 4 years ago 

আপনাকে স্বাগতম ভাই

আসলেই,ছোট বেলার মূহুর্তটা খুবই স্পর্শ কাতর।মাঝে মাঝে মনে হয় আবার শৈশবে ফিরে যাই।আপনি এই পোস্টে খুব সুন্দর ভাবে ছোটবেলার সৃতিটাকে উপস্থাপন করেছেন।ধন‍্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনাকে স্বাগতম ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95846.21
ETH 2725.84
SBD 0.62