""শখের ফটোগ্রাফি পর্বঃ-০৮""||প্রকৃতির সৌন্দর্য ||১০%লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ১৮ পৌষ| ১৪২৯ বঙ্গাব্দ | সোমবার | শীতকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে আমার শখের বসে করা কিছু ফটোগ্রাফি উপস্থাপন করে থাকি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • শখের ফটোগ্রাফি
  • প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • আজ ১৮ পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ
  • সোমবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ বিকেল সবাইকে......!!


ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি ব্যক্তিগতভাবে আমি সচরাচর চেষ্টা করি ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। নতুন নতুন ফটোগ্রাফি করতে আমার সত্যিই অনেক বেশি ভালো লাগে। আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক সদস্য আছে যারা খুবই দক্ষ মাপের ফটোগ্রাফার। যদিও আমি তেমন ভালো ফটোগ্রাফি করতে পারি না অন্যান্যদের থেকে আমার ফটোগ্রাফি‌ তেমন একটা বেশি ভালো হয় না তবে সবসময় চেষ্টা করি মনের মাধুরী দিয়ে ফটোগ্রাফি করার জন্য। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করব আশা করছি এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মূলত এই ফটোগ্রাফি গুলোর মধ্যে প্রকৃতির ফটোগ্রাফি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কারণ প্রকৃতির মাঝে সময় কাটাতে এবং প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন আর দেরি না করে ফটোগ্রাফি উপস্থাপন করা যাক।



ফটোগ্রাফিঃ-০১

IMG20221128150132-01.jpeg

location
Device :realme 6i
সরিষা ফুলের উপর মৌমাছির ফটোগ্রাফি

এখন শীতকাল আর এই শীতের মৌসুমে কৃষকেরা তাদের জমিতে সরিষা বপন করে। এখন মাঠের দিকে তাকালেই দেখা যায় চারিদিকে হলুদ রঙে ছেয়ে গিয়েছে পুরো মাঠ। দেখতে খুবই চমৎকার দেখায়। আমি কদিন আগে মাঠ করতে গিয়েছিলাম নিজেদের জমি দেখতে সেখানে গিয়ে আমাদের জমিতে পৌঁছানোর পরে দেখতে পাই সরিষা গাছের উপর অনেকগুলো মৌমাছি ঘোরাঘুরি করছে। এরকম সুন্দর মুহূর্ত দেখে নিজেকে আর স্থির রাখতে পারিনি। ফটোগ্রাফি করা শুরু করে দিয়েছিলাম। দেখতে পারছিলাম মৌমাছি এক জায়গা থেকে মধু সংগ্রহ করে আরেক জায়গায় চলে যাচ্ছে দৃশ্যটা সত্যিই অনেক বেশি রোমাঞ্চকর ছিল।

ফটোগ্রাফিঃ-০২

IMG20221028152730-01.jpeg

location
Device :realme 6i
নদীর বুকে নৌকা ছুটে চলার দৃশ্য

নদীর বুকে নৌকা ছুটে চলার দৃশ্য দেখতে কার না ভালো লাগে আপনারাই বলুন...?? যদিও আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি নদী আছে কিন্তু এখন সেখানে পানি নেই। এখানে বছরে একবার পানি আসে সেটা হচ্ছে বর্ষা মৌসুমী বর্ষা মৌসুম যখন শেষ হয়ে যায় তখন এখান থেকে পানি চলে যায়। কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে একটা জায়গাতে মূলত সেটা ছিল নদীর পাড়ে। শীতের মধ্যে যদিও নদীর পাড়ে যাওয়ার মত অবস্থা আমাদের ছিল না কিন্তু হঠাৎ করে এই সেদিন সেখানে ঘুরতে গিয়েছিলাম। নদীর পাড় ধরে ছোট ছোট দোকানপাট গড়ে উঠেছে যেখানে চা কফি পাওয়া যায়। বিকেলবেলা সামনে নদী রেখে চায়ের কাপে চুমুক দিতে খুবই ভালো লাগে এটা হয়তোবা আপনারা সকলেই জানেন। সেখানে গিয়ে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। সেদিনের সেই মুহূর্তটা অসাধারণ ছিল বলে বোঝানো যাবে না।

ফটোগ্রাফিঃ-০৩

IMG20221026165742-01.jpeg

IMG20221026165736-01.jpeg

location
Device :realme 6i
পাতাবার

ফুল আমরা সকলেই পছন্দ করি আর সেই ফুলের উপর যদি বৃষ্টির ফোঁটা থাকে তাহলে দেখতে যে কতটা সুন্দর দেখায় সেটা হয়তোবা আপনারা এই ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছেন। কিছুদিন আগে আমার পলিটেকনিকে ঘুরতে গিয়েছিলাম মূলত ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলাম। যখনই পলিটেকনিকের অডিটোরিয়ামের সামনে গেলাম ঠিক তখনই কোথা থেকে যেন কালো মেঘে ছেয়ে গেল। ভাবলাম হঠাৎ করে মেঘ, তাই বৃষ্টি আসবে না কিন্তু আমার ধারণা মিথ্যে করে দিয়ে শন শন করে বৃষ্টি পড়তে শুরু হলো। অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হচ্ছিল অডিটোরিয়ামে বসে ছিলাম। যখনই বৃষ্টি শেষ হলো তখনই অডিটোরিয়াম থেকে বের হলাম তখন এই পাতাবাহার গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখতে পারলাম বৃষ্টির ফোটা পরে পাতাবাহার গাছের দৃশ্যটা একদম পাল্টে গিয়েছে। এরকম দৃশ্য দেখে নিজেকে আর স্থির রাখতে পারিনি তাই কিছু ফটোগ্রাফি করেছিলাম সেদিন। সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম।

ফটোগ্রাফিঃ-০৪

IMG20221128153308-01.jpeg

location
Device :realme 6i
ঘাসফুল

যদিও আমরা অনেকেই এটাকে ঘাসফুল নামে চিনি কিন্তু আমাদের এদিকে এটাকে আরেকটি নামে ডাকা হয়। এটাকে আমাদের এদিকে কেউ কেউ বনের ফুল নামেও ডাকে। তবে আমার মনে হয় ঘাস ফুল এবং বনের ফুলের মাঝে পার্থক্য রয়েছে। এই ফুল কিভাবে তৈরি হয় সেটা আমি আপনাদের মাঝে এখন বলছি। আমাদের এদিকে যখন বর্ষা সময় হয় তখন প্রায় প্রত্যেকটা জমি পানিতে পতিত হয়। যখন পানিতে পতিত হয়ে যায় তখন পানির উপর দিয়ে এক ধরনের ঘাসের জন্ম নেয়। মূলত পানির নিচ থেকে এই ঘাসের জন্ম হয় এবং এটা আস্তে আস্তে পানির উপর পর্যন্ত উঠে আসে। যখন পানি চলে যায় তখন সেই গাছ মাটির সঙ্গে শীকরে আবদ্ধ হয়, কিছুদিন পরে সেই গাছ থেকে এরকম ফুলের জন্ম হয়। এগুলো দেখতে খুবই চমৎকার লাগে কিছুদিন আগে মাঠ ভ্রমণ করতে গিয়ে এই ফুলের দৃশ্য দেখেছিলাম যেগুলো বাতাসে অনেক বেশি দল ছিল। এরকম সুন্দর দৃশ্য দেখে আমি কিছু ফুল ছিড়ে বাসায় নিয়ে এসেছিলাম।

ফটোগ্রাফিঃ-০৫

IMG20221209131514-01.jpeg

location
Device :realme 6i
নয়ন তারা ফুল

আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফুল অনেক বেশি পছন্দ করে। ব্যক্তিগতভাবে আমি ফুল অনেক বেশি ভালোবাসি এটা হয়তোবা আপনারা সকলেই জানেন। ফুলকে কতটা ভালোবাসি এ নিয়ে আমি কয়েকদিন আগে একটি পোস্ট করেছিলাম অনেকেই দেখেছিলেন। আমাদের বাসার পাশে আমাদের একটি মসজিদ আছে সেই মসজিদের শোভা বর্ধন করার জন্য মসজিদের পাশে ছোট্ট একটি বাগান করা হয়েছে। সেখানে অনেক প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে তার মধ্যে নয়নতারা ফুল একটি। এই ফুল লাগানোর ফলে মসজিদ দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখায় বিশেষ করে সন্ধ্যেবেলায় যখন মসজিদের চারিদিকের লাইট জ্বালিয়ে দেওয়া হয় তখন সেই লাইটের আলো এই ফুলের উপর এসে পড়ে। দেখতে খুবই আকর্ষণীয় দেখায় মাঝে মাঝে ছোট ছোট বাচ্চারা রাত্রেবেলা সেখানে গিয়ে খেলাধুলা করে। মূলত ফুল থাকার কারনেই বাচ্চারা সেখানে যেতে অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করে।

ফটোগ্রাফিঃ-০৬

IMG20221125112303-01.jpeg

IMG20221125112326-01.jpeg

location
Device :realme 6i
জবা ফুল

বাংলাদেশে অনেক প্রজাতির জবা ফুল দেখা যায় তবে আমি সচরাচর দুই প্রজাতির জবা ফুল দেখেছি। এই দুই প্রজাতির জবা ফুলের মধ্যে একটি হচ্ছে লাল জবা অপরটি হচ্ছে সাদা জবা। আমার কাছে লাল এবং সাদা দুটো জবাই অনেক বেশি পছন্দের তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সাদা জবা। তবে সাদা জবা খুবই কম দেখা যায় সচরা লাল জবা অনেক বেশি দেখা যায়। লক্ষ্য করলেই দেখবেন যে অনেকের বাসার সামনে এরকম লাল জবার গাছ রয়েছে মূলত বাড়ির শোভা বর্ধনের জন্য এ ধরনের লাল জবার গাছ লাগানো হয়। দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। এই লাল জায়গাটি আমাদের বাসার পাশে একটি বাড়ি থেকে তুলেছিলাম।

ফটোগ্রাফিঃ-০৭

IMG20221218165659-01.jpeg

location
Device :realme 6i
শেষ বিকেলে সূর্য ও সরিষা ফুল

আমি ব্যক্তিগতভাবে প্রকৃতির মাঝে সময় কাটাতে অনেক বেশি ভালোবাসি তাই যখনই সময় পাই তখনই প্রকৃতির মাঝে মিশে যাই। আমি এখন প্রায় প্রতিদিনই চেষ্টা করি মাঠে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করার জন্য যেহেতু মাঠে এখন প্রচুর পরিমাণে সরিষা বপন করা হয়েছে। আর সেই সরিষার ফুল এখন এসেছে চারিদিকে মৌমাছি ভনভন করছে। মৌমাছির ভনভন শব্দ সেই সাথে সরিষা ফুল থেকে ভেসে আসা এক সুগন্ধি এ যেন অমৃতের মত মনে হয় আমার কাছে। আমি মনে করি সকলেই সরিষা ফুলের মাঝে গিয়ে সময় অতিবাহিত করতে খুবই ভালোবাসি সেই সাথে সরিষা ফুল দেখলে কেউ ছবি তুলবে না এটা আমি মোটেও বিশ্বাস করিনা। তাই কিছুদিন আগে বিকেলবেলা সরিষা ফুলের কাছে গিয়েছিলাম এবং সেখানে সন্ধে অব্দি বসে ছিলাম কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। বসে থাকার মুহূর্তে অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম তার মধ্যে একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি এই ফটোগ্রাফি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।


সমাপ্ত



আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগরেনডম ফটোগ্রাফি
বিষয়শখের ফটোগ্রাফি পর্বঃ-০৮
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ফটোগ্রাফিগুলো বেশ দারুণ লেগেছে আমার।এই যে ঘাসফুলের ছবি দিয়েছেন আসলে এই ফুলগুলোকে কি বলে আমি নিজেও জানিনা। তবে এগুলো দেখতে কাশফুলের মতই মনে হয়। কিন্তু এগুলো একদম ছোট ছোট। আর নিচের দিকে যে সরিষা ফুলের ছবিটি দিয়েছেন সেটিও বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। সর্বোপরি আপনি বেশ ভালোই ফটোগ্রাফি করেন। সবার মত আপনার ফটোগ্রাফি গুলো খুব বেশি দারুন লাগছে।

 2 years ago 

সত্যি কাশফুলের ওই ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আমি নিজেই যখন করেছিলাম তখন অবাক হয়ে গিয়েছিলেন। যদিও আমি ভালো ফটোগ্রাফী পারিনা কিন্তু আপনার সুন্দর মন্তব্য দেখে নিজের কাছে খুবই ভালো লাগলো।

 2 years ago 

বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। আর সেই সৌন্দর্যের কিছু ফটো চিত্র আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। খুব চমৎকার ছিলো আপনার ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ আপনাকে আমাদের সাথে তুলে ধরার জন্য।

 2 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন সত্যিই বাংলাদেশ প্রকৃতিক সৌন্দর্যের দেশ আর এই প্রকৃতির সৌন্দর্য প্রায় সকল জায়গাতেই বিদ্যমান। তবে আমি মনে করি গ্রাম অঞ্চলের প্রকৃতির সৌন্দর্য সবসময়ই অনেক বেশি আকর্ষণীয়।

 2 years ago 

একদম ঠিক বলেছেন গ্রামে আসলে বাংলাদেশের প্রকৃত রূপ দেখা যায়। ধন্যবাদ মন্তব্যের ফিডব্যাক দেয়ার জন্য।

 2 years ago 

রূপবয়চিত্র্যময় আমাদের এই বাংলাদেশের যেদিকে তাকাই যেন নয়ন জুড়িয়ে যায়।। আপনার ফটোগ্রাফি গুলা অসাধারণ হয়েছে আসলে কোনটা রেখে কোনটাকে ভালো বলবো বুঝতেই পারছি না।। আজকের ফটোগ্রাফির মধ্যে বিশেষ করে মৌমাছির মধু আহরণ নৌকা এবং নদীর ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

আসলে গ্রাম বাংলার যেদিকেই আপনি তাকান না কেন চারিদিকে প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। মৌমাছির মধু আহরণ সহ নৌকার ফটোগ্রাফিটি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম।

 2 years ago 

আপনি দেখছি অনেক সুন্দর প্রকৃতির কিছু ফটোগ্রাফি করেছেন। জবাফুল, নয়নতারা ফুল, ফুলের বুকে ভ্রমর, নদীতে নৌকা , পড়ন্ত বিকেলের সরষে ফুল আর ঘাস ফুল প্রতিটি ফটোগ্রাফিই যেন প্রাণবন্ত লাগছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট করার জন্য।

 2 years ago 

যদিও আমি তেমন ভালো ফটোগ্রাফি করতে পারি না তবে আপনাদের মাঝে প্রতিনিয়ত কিছু ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছি। আমার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে অনেকগুলো ফটোগ্রাফি দেখছি আপনার কাছে ভালো লেগেছে খুবই খুশি হলাম।

 2 years ago 

ঠিকই বলেছেন প্রাকৃতির মাঝে ঘুরতে কম বেশি সবাই পছন্দ করে। প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফিই ভাল ছিল। তবে সরিষা ফুলের উপর মৌমাছি ফটোগ্রাফি। এবং পাতাবাহারের উপর বৃষ্টির ফোঁটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে সকলেই অনেক বেশি পছন্দ করে ব্যক্তিগতভাবে আমি প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আসলে প্রকৃতি সবসময় আমাদেরকে তার সৌন্দর্য উজাড় করে দিয়ে ভালবাসে। সরিষা ফুলের উপর মৌমাছির ফটোগ্রাফিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 2 years ago 

ওটাকে তো আমি কাশফুল হিসেবে চিনি,নদীর ধারে হয় অনেক।
প্রথমে সরিষার ছবি আর তারপরে নয়নতারা ফুলের ছবিটা দারুণ হয়েছে।
রাগী মানুষের হাতে গুণ আছে বলতে হবে।সুন্দর ছিল উপস্থাপনা, শুভ কামনা রইলো।

 2 years ago 

আমিও ওটাকে কাশফুল হিসেবে চিনি যখন ছোটবেলায় মাঠে ঘুরতে যেতাম তখন এই কাশফুলের নিচের অংশ আখের মত খেতাম খুবই সুস্বাদু এবং মিষ্টি লাগতো। সেদিন ফটোগ্রাফি করার সময় সেই নিচের অংশটুকু খুজেছিলাম কিন্তু পাইনি।

 2 years ago 

প্রকৃতির সাথে সময় কাটাতে আমারো ভীষণ ভালো লাগে। এবং প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আপনি আসলে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। সরিষা ফুলের উপর মৌমাছি বসে থাকা দৃশ্যটি একটু বেশি ভালো লাগার মত।

 2 years ago 

প্রকৃতির মাঝে সময় কাটাতে আপনি অনেক বেশি পছন্দ করেন এটা জেনে সত্যিই অনেক বেশি ভালো লাগল আপনিও দেখছি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতির সাথে সকলেই বন্ধুত্ব করতে আগ্রহী। ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

 2 years ago 

ভাইয়া কে বলেছে আপনি ফটোগ্রাফি করতে পারেন না ।আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুণ লেগেছে। সরিষা ফুলের উপর মৌমাছির বসে থাকার ফটোগ্রাফি টি চমৎকার ছিল ।এছাড়া বৃষ্টি এসে সবকিছু যখন ভিজিয়ে দিয়ে যায় তখন প্রকৃতির সৌন্দর্য দেখার মত হয়ে ওঠে ।আপনি সেই সুন্দর চমৎকার ভাবে আপনার ক্যামেরাবন্দি করেছেন সেটিও আমার কাছে বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি একদম সত্যি কথা বলেছেন আপু প্রকৃতি যখন বৃষ্টি এসে ভিজে যায় তখন প্রকৃতি তার আসল রূপ ধারণ করে। সে তার নিজস্ব রূপ উজার করে দেয় যেগুলো দেখে মানুষ অনেক বেশি খুশি হয়। সত্যি বলতে প্রকৃতির মাঝে সময় কাটাতে সকলেই অনেক বেশি পছন্দ করে।

 2 years ago 

শীতকাল মানেই চারপাশে সৌন্দর্যে ভরা। শীতকালে প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে। সরিষা ফুলের উপর ভ্রমর দেখে সত্যি ভালো লাগলো। এছাড়া পলিটেকনিকেলে গিয়ে ঘুরাঘুরি করার সাথে দারুন সব ফটোগ্রাফি করেছেন। সুন্দর হয়েছে ফটোগ্রাফিটি। হঠাৎ করে বৃষ্টি আসলে যখন চারপাশের প্রকৃতি ভিজিয়ে দিয়ে যায় তখন পাতাগুলো দেখতে সত্যিই ভালো লাগে।

 2 years ago 

শীতকালটা সত্যিই অনেক বেশি প্রকৃতির সৌন্দর্যে ভরপুর থাকে। সত্যি সেদিন পলিটেকনিকে ঘুরতে গিয়ে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছিলাম সময়ের অভাবে হয়তোবা সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। শীঘ্রই সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব।

 2 years ago 

যদি আপনি শখ করে ফটোগ্রাফি করেন কিন্তু আপনি কি জানেন আপনার শখের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়ে থাকে। এর মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে ৭ নম্বর ফটোগ্রাফিটা এই ফটোগ্রাফিটা মনোমুগ্ধকর একটা দৃশ্য আপনি তুলে ধরেছেন। ওড়িশার গাছ তার মাঝখানে সূর্যের আলো। সব মিলে এক অসাধারণ দৃশ্য সৃষ্টি হয়েছে এখানে। অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি মনে করি শখের বসে যদি কোন কাজ করা হয় সেই কাজ সব থেকে বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়। যেহেতু আমি শখের বসে ফটোগ্রাফি করি তাই হয়তো ফটোগ্রাফি গুলো খুবই ভালো হয়। আপনার মন্তব্যের মাধ্যমেই এটা বোঝা যাচ্ছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76571.01
ETH 3026.93
USDT 1.00
SBD 2.61