মানুষের জীবনে খারাপ সময়-টা চিরস্থায়ী নয়||🦊 ১০% বেনিফিশিয়ারি🦊 @shy-fox 🦊||

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ০৩-রা বৈশাখ | ১৪২৯ বঙ্গাব্দ | শনিবার| বসন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে উপস্থাপন করতে চলছি,সেটা হলো খারাপ সময় কখনোই চিরস্থায়ী নয়,অবশ্যই ভালো সময় আসবে খুব শীঘ্রই। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • খারাপ সময় চিরস্থায়ী নয়
  • আজ ০৩ রা বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ
  • শনিবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ বিকেল সবাইকে.....!!



woman-2666433_640.jpg

source

মানুষের জীবনে খারাপ সময় সব সময়ই চিরস্থায়ী নয় এটা পরিবর্তনশীল। আর পরিবর্তন হবে এটাই স্বাভাবিক।জীবনের মোড় যে কোন মুহূর্তে পরিবর্তন হতে পারে,আপনি সুখে আছেন এটা যেমন অস্থায়ী ঠিক তেমনই,আপনি দুঃখে আছেন এটাও স্থায়ী নয়। আমরা মানব জাতি আর মানব জাতি হিসেবে আমাদের সুখ-দুঃখ মিলেই জীবন। আপনি আজ হয়তো অনেক দুঃখে কষ্টে জীবন যাপন করছেন তার মানে এই নয় যে সৃষ্টিকর্তা আপনাকে সারা জীবন দুঃখে কষ্টের মধ্যে দিন পার করবে। আবার,আপনি অনেক সুখে শান্তিতে বসবাস করছেন তার মানে এই নয় যে আপনি সারাটা জীবন এই সুখের মধ্য দিয়ে জীবন যাপন করতে পারবেন। সৃষ্টিকর্তা কখন কাকে সুখ দুঃখ দেবে এটা শুধুমাত্র তিনি জানেন। তাই নিজের দুঃখকে নিয়ে কখনওই আশাহত হওয়া যাবে না, বিপরীতভাবে নিজের সুখ শান্তি দেখে কখনো গর্ব বোধ করা যাবে না। এই পৃথিবীতে কোন কষ্টই দীর্ঘস্থায়ী থাকে না, আজ যে কষ্টটা আপনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে, কাল হয়তো এই কষ্টটা আপনার আর থাকবে না। হয়তো আপনি এমন কিছু পেয়ে যাবেন যার কারণে আপনার আজকের এই কষ্টটা চিরদিনের জন্য মুছে যাবে। আমরা যখন ভীষণ আঘাত পাই অন্য কারো কাছ থেকে বা প্রিয় মানুষের কাছ থেকে তখন মনে হয়, এই আঘাত বা কষ্ট পাওয়ার আগে মরে গেলেই হয়তো অনেক বেশি ভালো হতো। নিজের অজান্তেই আমরা নিজের মৃত্যু কামনা করি। হয়তো আমরা অনেকেই এই কষ্টটা সহ্য করতে না পেরে একটা সময় ডিপ্রেশনের গহীন সমুদ্রের তলদেশে পতিত হয়। এতটাই সমুদ্রের তলদেশে পতিত হয়েছে সেখান থেকে বের হয়ে আসার মতো কোনো ক্ষমতা আমাদের অনেকেরই হয়তো থাকে না। এই ক্ষমতা না থাকার কারণে আমরা অনেকেই বেঁছে নিই আত্মহত্যার পথ। তবে আমি একটা কথা আপনাদের কে স্মরণ করিয়ে দিতে চাই যে, আত্মহত্যা কোনো সলিউশন এনে দিতে পারে না। আপনি নিজেই নিজের জীবন শেষ করে দিচ্ছেন। এতে কার কী হচ্ছে আপনি বলুন...?? হয়তো আপনি যার কারণে আত্মহত্যা করেছেন সেই মানুষটা আপনার জন্য কিছু দিনের দুঃখ প্রকাশ করবে। প্রচুর কান্নাকাটি করবে। খাওয়া-দাওয়া ঘুম এগুলো কিছু দিনের জন্য বন্ধ করে দেবে। তারমানে আপনি এটা ভেবে ভুল করবেন যে আপনি আত্মহত্যা করার পরে বিপরীত পাশের মানুষটা আপনার মত এই ভুল পথে পা বাড়াবে। যদি আপনি এটা কখনও ভেবে থাকেন তাহলে আমি বলব আপনি এখনো ভুল পথেই আছেন। আমরা মানুষ আর মানুষ হিসেবে আমরা অন্যের দুঃখ কষ্ট অনেক বেশি পৈশাচিক আনন্দ পাই। হয়তো তার সামনে গিয়ে আমরা তার দুঃখের কথা শুনে সান্ত্বনা দিয়ে কি, তাকে অনুপ্রেরণা দিই, বিপরীতভাবে তার কাছ থেকে আমরা যখন কিছুটা দূরে যাই, তখন অন্যদের কাছে আপনার এই দুর্বলতার কথা বলে আমরা পৈশাচিক হাসি দিয়ে নিজের মনকে শান্ত করি।

compass-4891499_640.jpg

Source

তাই আমি বলতে চাই যে আপনার দুঃখ কষ্টের কথা আপনি অপর কোন ব্যক্তির কাছে না বলে নিজের মধ্যেই নিহিত রাখুন। আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। ওই যে একটা কথা আছে তো, নদীর স্রোত বয়ে যায়, কিন্তু পাথর থেকে যায় আপনি নিজেকে পাথরের মত তৈরী করুন যেন সামান্য স্রোত এসে আপনাকে ভাসিয়ে অনেক দূরে কোথাও নিয়ে যেতে না পারে। পাথরের মতো ভারী হল, যেন প্রচন্ড বেগে ঢেউ আসলে আপনাকে ভেঙে ফেলতে না পারে।
তবে আমি এটা বলছি না যে মানুষের জীবনে কখনই খারাপ সময় আসবে না। অবশ্যই আমাদের জীবনে খারাপ সময় আসবে আর যখন এই খারাপ সময়টা আমাদের জীবনে আসবে আমরা তখন আমাদের আশেপাশের মানুষ গুলোকে চিনতে পারব বুঝতে পারব এবং জানতে পারবো। আপনি আপনার আশেপাশে একটু খোঁজ নিলেই দেখতে পারবেন যে আপনার থেকে হয়তো অনেক মানুষ আছে যারা কিনা প্রচন্ড দুঃখ কষ্ট পেয়েও বেঁচে আছে। তারা বেঁচে আছে শুধুমাত্র একটি কারণে তারা এটা বিশ্বাস করে যে একদিন সব ঠিক হয়ে যাবে, তারা এটাও বিশ্বাস করে যে মানুষের জীবনে খারাপ সময় টা চিরস্থায়ী নয় অবশ্যই সুখের দেখা পাবো একদিন। আপনি নিজে থেকেই উপলব্ধি করুন যে, কয়েক বছর আগে আপনি যেই কষ্টটা জন্য অনেক কান্না করেছিলেন, অনেকটাই ভেঙে পড়েছিলেন। আপনি নিজেই নিজের থেকে ভেবেছিলেন যে আপনি হয়তো আর কখনোই সঠিকভাবে উঠে দাঁড়াতে পারবেন না। আপনি ভেবেছিলেন যে, এখানেই হয়তো আমার জীবনটা শেষ হয়ে গেল। সেই দিনের কথা আর আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন এই দুটো দিন এক জায়গায় রেখে দেখুন যে আপনি আগের দিনের কথা ভেবে নিজেই নিজের কাছে আফসোস করছেন। মুখের কোনে এক টুকরো হাসি নিয়ে আপনি নিজেই নিজেকে বলছেন, হাই আমি কতই না পাগল ছিলাম, কতই না পাগল ছিলাম সেই সময়টাতে, কতই না আবেগ ছিল আমার মধ্যে। এবার যদি সেই একই কষ্ট আপনার জীবনে এখন আসে তাহলে আপনার কাছে কিন্তু সেই আগের মত একই রকম অনুভূতি জন্মাবে না। সেই আগের দিনের মতো আপনি কান্না করবেন না। এ থেকে কি বোঝা যায়...?? এর থেকে বোঝা যায় যে মানুষের জীবনে খারাপ সময় টা চিরস্থায়ী নয়। খারাপ সময়টা অবশ্যই পরিবর্তনশীল, আর এটা পরিবর্তন হবেই। সুখের দেখা অবশ্যই আসবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে হবে। সময় আপনাকে অবশ্যই সঠিক অবস্থানে নিয়ে যাবে। তাই আমি সবসময়ই একটা কথা বলতে চাই সেটা হল, আপনি খারাপ সময়টাকে ধন্যবাদ জানান, আপনার জীবনের যত বেশি খারাপ সময় আসবে আমি ততো তাড়াতাড়ি সুখের দেখা পাবেন। দুঃখ চিরস্থায়ী নয়। লক্ষ্য স্থির রেখে সামনের দিকে অগ্রসর হন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন।


যদিও আমি তেমন ভাল লেখালেখি করতে পারিনা তবে আমি মাঝেমাঝে আপনাদের মাঝে এরকম জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করে থাকি। আমি অতি ক্ষুদ্র এবং অতি নগণ্য একজন মানুষ, আমার এই লেখার মধ্যে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আর নয় আজকের মতো এখানেই শেষ করছি। হয়তো আবার কোন এক পোস্টে দেখা হবে নতুন ভাবে, নতুন রূপে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি। সব সময় পরিবারের মানুষের সাথে থাকার চেষ্টা করুন সেই সাথে প্রিয় মানুষকে হ্যাপি রাখায় ব্যস্ত থাকবে। ধন্যবাদ সকলকে....!!!



আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগগল্প-কথা ।
বিষয়খারাপ সময়-টা চিরস্থায়ী নয়
গল্পের কারিগর@jibon47
গল্প তৈরি করার অবস্থানলিংক

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। মানুষের জীবনের দুঃখ আসলেই চিরস্থায়ী নয়। সুসময়ের পর দুই সময় আসে আবার দুঃসময়ের পর সুসময় ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আর আমাদের উচিত প্রকৃতির নিয়মের সাথে তাল মিলিয়ে চলা। আর নিজের অতিরিক্ত ভালো বুঝতে গিয়ে কখনোই যেন আমরা নিজেদের সর্বনাশ করে না ফেলি।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আপনার মনের ভাব প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

মানুষের জীবনে কোনটাই চিরস্থায়ী নয়।খারাপ সময় যেমন স্থায়ী নয়, তেমনি ভালো সময়টাও স্থায়ী নয়।খারাপ, ভালো আছে বিদায় জীবনটাকে উপভোগ করা যায়।ধন্যবাদ

 2 years ago 

ভালো এবং খারাপ এই দুইয়ের মাঝে এই জীবনটাকে উপভোগ করতে হবে। তবে অবশ্যই থেমে যাওয়া যাবে না সবকিছু মেনে নিয়ে সামনের দিকে অগ্রসর করতে হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

মেঘ দেখে কেউ করিস না ভয়
আড়ালে তার সূর্য হাসে

কোনো মানুষ পৃথিবীতে পরাজিত হওয়ার জন্য জন্মায় না। সবাই একসময় না একসময় জয়ী হয়। এজন্য আমাদের হাল না ছেড়ে এগিয়ে যেতে হবে। অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন ভাই।

 2 years ago 

আপনার কথা শুনে আমি পুরোপুরি একমত পোষণ করছি কেউই অপরাজিত হয়ে জন্মায় না। সকল বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে হবে। গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

লক্ষ্য স্থির রেখে সামনের দিকে অগ্রসর হন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন।

যেকোনো লক্ষ্য অর্জন এর জন্য কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে সেই লক্ষ্য অর্জন সম্ভব। হয়তোবা কিছু ক্ষেত্রে ভাগ্যের পরিহাস ঘটে। কিন্তু কঠোর পরিশ্রম সব কিছুই এনে দিতে পারে। খুব ভালো লাগলো আজকে আপনার এই লেখা পড়ে।

 2 years ago 

একটা কথা আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় এর ফলেই নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার লেখাগুলো আমার বেশ ভালই লাগে। আমাদের জীবনকে নিয়ে একদম বাস্তবধর্মী একটি বক্তব্য আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে আমাদের প্রত্যেকের জীবনে সুখ অর্থাৎ ভালো সময় যেমন স্থায়ী নয় ঠিক তেমনি আমাদের খারাপ সময়টার স্থায়ী নয়। সময়ের সাথে সব কিছুই পরিবর্তনশীল ভালো ও মন্দ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের প্রত্যেকের উচিত যার যার অবস্থান থেকে নিষ্ঠার সাথে তার কাজটা করে যাওয়া। খারাপ সময় জীবন থেকে আপনা আপনি চলে যাবে। মূল্যবান কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমাদের প্রত্যেকের উচিত যার যার অবস্থান থেকে নিষ্ঠার সাথে তার কাজটা করে যাওয়া

আপনার এই কথার সঙ্গে আমি একমত পোষণ করছি। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল আপনার প্রতি

 2 years ago 

চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আপনি আমাদের সাথে একটি পোস্ট শেয়ার করেছেন। এটা আপনি ঠিক বলেছেন যে, মানুষের জীবনে খারাপ সময় চিরস্থায়ী নয়। খারাপ সময়ের পরে ভালো সময় আসে, শুধুমাত্র সেই সময়টা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

 2 years ago 

সময় মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়, নদীর স্রোত সবসময়ই একদিকে প্রবাহমান নয় এটা দিক পরিবর্তন করে বাতাসের গতি সাথে। নিজেকে হতাশ করলে চলবে না। মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 
 2 years ago 

রাতের ঘুটঘুটে অন্ধকারের পর যেমন ঝলমলে দিন আসে তেমনি মানুষের দুঃখের পর সুখ আসে। দুঃখ না থাকলে সুখ জিনিস টার ফিল থাকতো না। আপনি খুব ভাল লিখেছেন ভাই। ভাল লাগলো আপনার লেখা

 2 years ago 

সুখ আর দুঃখ এই দুটো মিলেই আমাদের জীবন। এই দুটোকে সামনে রেখেই সামনের দিকে অগ্রসর হতে হবে। তবে একটা সময় সফলতার শীর্ষে খুব শীঘ্রই পৌঁছাবে যদি কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় থাকে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

পোস্টেটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আসলে আল্লাহ চাইলে সব পারেন। তাই মানুষের উচিত ধৈর্য ধরা, আর খারাপ সময়ে মৃত্যু কামনা না করা। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে আপনার মনের ইচ্ছা প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

ওই যে একটা কথা আছে তো, নদীর স্রোত বয়ে যায়, কিন্তু পাথর থেকে যায় আপনি নিজেকে পাথরের মত তৈরী করুন যেন সামান্য স্রোত এসে আপনাকে ভাসিয়ে অনেক দূরে কোথাও নিয়ে যেতে না পারে।

কথা গুলোতে কিন্তু অনেক কিছু বোঝার আছে। ধারাবাহিকভাবে চালিয়ে যান আর আপনার দক্ষতা প্রকাশ করতে থাকুন।

 2 years ago 

ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্য প্রকাশ করার জন্য

 2 years ago 

স্বাগতম ভাইজান

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67024.68
ETH 3312.25
USDT 1.00
SBD 2.74