কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত

in আমার বাংলা ব্লগ3 months ago

আজ--৩০ বৈশাখ| ১৪৩১ বঙ্গাব্দ | সোমবার | গ্রীষ্মকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে কাজের ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করা উচিত, এবং কিছুটা অসতর্কতার অভাবে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ব্যাপারটা নিয়ে নতুন একটা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • কাজের ক্ষেত্রে সতর্কতা।
  • আজ--৩০বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • সোমবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ রাত্রি সবাইকে......!!


Picsart_24-05-13_21-13-03-276.jpg

কভার ফটো তৈরিতে--@jibon47



যেকোনো ধরনের কাজের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। কারণ একটু অসতর্কতার অভাবে হতে পারে অনেক বড় ধরনের দুর্ঘটনা আর এই দুর্ঘটনা আপনার জীবনের অনেক বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। আর এই পরিবর্তন হয়তোবা আপনি নিজে কখনো কল্পনাও করেন না। আমরা অনেকেই অনেক ধরনের পেশায় নিয়োজিত রয়েছি। আমরা যে যেই ধরনের পেশায় নিয়োজিত রয়েছি নিজের জায়গা থেকে সবসময়ই উচিত কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। কাজের ক্ষেত্রে আমরা যদি সতর্কতা অবলম্বন না করি তাহলে নিমিষেই ঘটে যেতে পারে এক দুর্ঘটনা। ঠিক এরকমই এক দুর্ঘটনা ঘটে গিয়েছে আজ আমার সাথে, যার জন্য আমি বিন্দুমাত্র অপেক্ষা করিনি, বিন্দুমাত্র ভাবেনি কিন্তু সেই রকমই এক দুর্ঘটনা আমার সঙ্গে ঘটে গিয়েছে। নিজের কাছে অনেকটাই খারাপ লাগছে তবে আমি মনে করি এটা হয়তো বা ভাগ্যের লিখন যদিও আমার এই ছোট্ট অসতর্কতার অভাবেই এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছে। যার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না।

কিছুদিন আগেই একটা প্রাইভেট কোম্পানিতে জব হয়েছে এ ব্যাপারে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে চেয়েছি কিন্তু শেয়ার করা হয়নি খুব শীঘ্রই এই ব্যাপারটা নিয়ে নতুন একটা পোস্ট আপনাদের মাঝে হাজির করব বলে কথা দিচ্ছি। যাইহোক একটা প্রাইভেট কোম্পানিতে মেকানিক্যাল ডিপার্টমেন্টে sub assistant ইঞ্জিনিয়ারিং হিসেবে যোগদান করেছি। নতুন জব নতুন সব এক্সপেরিয়েন্স আর নতুন সব কাজকর্ম সম্পর্কে ধারণা নিচ্ছি প্রতিনিয়ত। বেশ ভালই লাগছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে কাজ করতে পেরে। আপনারা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেছেন তারা জানেন যে ফ্যাক্টরিতে যখন নতুন মেশিন আসে সেই মেশিনগুলোকে আবার নতুন করে পাইপ লাইনের কাজ করা হয় সেই সাথে মেশিনগুলো চালানোর জন্য স্টিম লাইন, অর্থাৎ বাষ্প লাইন সেই সাথে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার সহ আরো কয়েকটা পাইপলাইন মেশিনের সঙ্গে যুক্ত করা হয়। যেগুলো সাহায্যে মেশিন চলাচলের সময় এখান থেকে নির্দিষ্ট পরিমাণ স্টিম, পানি নিয়ে মেশিন পরিচালনা করা হয়।

কিছুদিন আগেই কয়েকটা মেশিন এসেছে আর সেই মেশিনের সকল লাইন আমরা কয়েকজন ইঞ্জিনিয়ার মিলেই ঠিকঠাক করেছিলাম আজকে মেশিনটা রানিং দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন মেশিনটা চলাচলের উপযোগী করা হয়েছে। অনেকেই এসেছিল নতুন মেশিন টা দেখার জন্য মেশিনটার নাম হচ্ছে কন্টেইনারস ডায়ার।কন্টেইনারস ডায়ার এই মেশিনটা অনেক বড় যার কারণে উপর মহলের অনেক স্যার এসেছিল মেশিনের রানিং প্রক্রিয়া দেখার জন্য। সবাই এসেছে বেশ ভালই লাগছিল। নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল যে আমাদের কাজ দেখার জন্য সবাই এসেছে। মেশিনটা রানিং দেওয়া হল একটা পর্যায়ে বেশ ভালই চলছিল। সবাই চলে যাওয়ার পরে মেশিনের এয়ার লাইনে একটু সমস্যা দেখা দিচ্ছিল। একটা নিউম্যাটিক বাল্ব এ প্রবলেম হয়েছিল যেটা কিনা ছিল স্টিম লাইনে অর্থাৎ বাষ্প লাইন।

IMG20240513210511.jpg

IMG20240513210536.jpg

IMG20240513210543.jpg

যাইহোক, যেহেতু আমি নতুন আর নতুন হিসেবে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার সাথে থাকা এক বড় ভাই যে কিনা এখানে চার থেকে পাঁচ বছর চাকরি করছে মূলত তার সঙ্গে থেকেই এখন কাজকর্ম সম্পর্কে ধারণা নিচ্ছি। যেহেতু নিউ মেট্রিক বাল্বে প্রবলেম হয়েছে ভাই নিজে নিজেই সেটা সমাধান করতে যাচ্ছিল মূলত সেই বাল্ব টা খুলে নতুন আরেকটা বাগ লাগাতে হবে। এবার আমি ভাইয়াকে বললাম আপনি নিচে থাকেন আমি মেশিনের উপরে গিয়ে কাজটা করে আসছি। যদিও ভাই আমাকে বলছিল যে তুমি এখানে থাকো আমি নিজে করে আসি কিন্তু ভাইয়ের থেকে আমি নিজেই যন্ত্রপাতি নিয়ে মেশিনের উপরে উঠে যায় এবং সেটা ঠিক করার চেষ্টা করি। ভাই আমাকে বলছিল সাবধানে কাজ কর, কিন্তু আমি আগেই কনডেন্স লাইনের বাল্ব গুলো অফ করে নিয়েছিলাম যাতে করে ভেতরে থাকা বাষ্প ছুটে না আসে। এরপরেও যে কনডেন্স লাইনের বাল্ব অফ করলেও পাইপ এর ভেতরে যে বাস্প থাকে এটা আমার জানা ছিল না। যেহেতু আমি নতুন মানুষ আর এই কাজ সম্পর্কে আগে তেমন একটা ধারণা ছিল না যার কারণে আমি সমস্যার সম্মুখীন হয়েছিলাম।

যখনই আমি মেশিনের স্টিম লাইনের বাল্ব খুলেছি হঠাৎ করেই বাল্ব হাত থেকে পড়ে যায় আর পাইপের মধ্যে থাকা গরম স্টিম আমার হাতের উপর এসে পড়ে। হাতের উপর এসে যখন স্টিম এবং হট ওয়াটার এই দুটো একত্রে পড়ে সাথে সাথেই আমি একটু ভয় পেয়ে যাই। এরপরে আমি ভেবেছিলাম খুব একটা বেশি সমস্যা হয়নি আর আমার এই সমস্যার সম্মুখীন দেখে সেই বড় ভাই দ্রুত আমাকে নেমে আসতে বলে এবং বলে যে ঠান্ডা পানিতে হাত রাখতে। যেহেতু ফুলহাতা শার্ট পরা ছিল যার কারণে হট ওয়াটারের তাপ খুব একটা বেশি ভেতরে প্রবেশ করতে পারেনি। এরপরেও আমি ঠান্ডা পানিতে অনেক সময় হাত দিয়ে রেখেছিলাম। সময় যতই যাচ্ছিল ততই আমার হাতে যন্ত্রণা বাড়ছিল সেই সাথে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল যেই জায়গায় স্টিম এবং হট ওয়াটার লেগেছে। সাথে সাথেই ভাইয়ের সঙ্গে ফ্যাক্টরির মেডিকেলে চলে যাই।

IMG20240513211048.jpg

IMG20240513211105.jpg

IMG20240513211117.jpg

মেডিকেলে যাওয়ার পরে সেখানকার ডাক্তারের কাছে পুরো ঘটনাটা বলার পরে ডাক্তার আমাকে একটা মলম লাগিয়ে দেয়। মূলত কোথাও পুড়ে গেলে এই মলমটা দেওয়া হয়। ডঃ আমাকে বলল এটা রাতের বেলা কয়েকবার নিতে। মোটামুটি ভাবে হাতে সেই মলমটা তিন থেকে চারবার লাগিয়েছি এখন কিছুটা স্বস্তি বোধ করছি বেশ ভালো লাগছে তবে যে জায়গাতে হট ওয়াটার লেগেছিল সে জায়গাটা পুরো কালো হয়ে আছে বোঝাই যাচ্ছে রাত শেষ হবার পরে আগামী কাল সকালে আমি পুরো জায়গাটা দেখতে পারব ফোসকা পড়ে গিয়েছে। হাতে ফোসকা পড়ে যাবে এটা ভেবেই অনেক বেশি খারাপ লাগছে। এরকম পোড়ার যন্ত্রণা আমি এর আগে কখনোই বুঝিনি কারণ এর আগে কখনোই আমার হাত বা শরীরের কোন অংশ পুড়ে যায়নি। প্রথমবারের মতো এই যন্ত্রণাটা উপলব্ধি করতে পেরে অনেক বেশি খারাপ লাগছে।

বিকেলবেলা আমাকে মেডিকেল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়, বাসায় এসে রুমের মধ্যে একা একাই কাতরাতে থাকি কারণ প্রচন্ড রকম ভাবে জ্বালাপোড়া করছিল। সন্ধ্যে অবধি রুমেই বিশ্রাম নিয়েছিলাম। সন্ধার পরে আবার মেডিকেলে যাই ডাক্তারের সঙ্গে দেখা করতে ডাক্তারের কাছে গিয়ে বলি যে ভেতরে জ্বালাপোড়া করছে। ডক্টর তখন আমাকে বলে চিন্তা করবেন না যেহেতু গরম পানি হাতের উপর পড়েছে চামড়াটা হয়তোবা কিছুটা পুড়ে গিয়েছে। যেই মলমটা দিয়েছি সেটা আলতো ভাবে লাগিয়ে রাখবেন আশা করি ঠিক হয়ে যাবে।

মলমটা হাতের সাথে লাগিয়ে নিয়েছি দেখা যাক আগামী কাল সকালবেলা কি অবস্থা হয়। তবে মনে হচ্ছে আগামীকাল সকাল বেলা এমন কিছু একটা দেখব যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত নই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, হাতে যেন ফোসকা না করে। কারণ হাতে যদি ফোসকা পড়ে তাহলে আমি অনেকটাই দুঃখ পাবো এবং কষ্ট পাবো। জ্বালাপোড়া করছে খুব তাতে কোন সমস্যা নেই তবে ফোসকা পড়লে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগবে। এটাই ছিল আমার আজকের পোস্ট আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে...!!



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগজেনারেল রাইটিং
বিষয়কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


এটাই আমি..!!

IMG-20231204-WA0004-02.jpeg

আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@jibon47



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 months ago 

আসলে যে কোনো কাজ করার ক্ষেত্রেই আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ আমাদের শুধুমাত্র একটা ভুলের কারণেই এমন কিছু হয়ে যেতে পারে যেটা আমরা কখনোই কল্পনা করিনি। আপনার ওই বিষয় সম্পর্কে ধারণা না থাকার কারণেই হয়তোবা এমনটা হয়েছিল। যাই হোক আশা করি পরবর্তীতে সব সময় সাবধানতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করবেন। আর দোয়া করি ভাই আপনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যান এবং সকালে যেন ভাল কিছুই দেখেন।

 3 months ago 

আমিও সেটাই মনে করি যে কোন ধরনের কাজের ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত। যদি আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে দুর্ঘটনা খুবই কম ঘটে। এরপরও মাঝে মাঝে আমাদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনা ঘটে যার জন্য খুবই খারাপ লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 months ago 

আসলে পোস্টটি পড়ে আমার আপনার জন্য খুব কষ্ট হচ্ছিল। কারণ গরম জিনিস যদি হাতে পড়ে তাহলে কেমনটা লাগে তার প্রায় সবারই ধারণা আছে। যাই হোক আপনার এর থেকে বেশি সমস্যা হয়নি সেটাই অনেক বড় ব্যাপার। যা গিয়েছে ভগবানের আশীর্বাদে অল্পের উপর দিয়ে গিয়েছে। যাইহোক পরবর্তীতে আপনি অনেক সাবধানে কাজ করবেন।

 3 months ago 

যখন এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটে গিয়েছিল তখন খুব একটা বুঝতে পারেনি কিন্তু এখন মোটামুটি ভালই সমস্যা হচ্ছে। কিছুটা ফোসকা পড়ে গিয়েছেন। পরবর্তীতে অবশ্যই সতর্কতা অবলম্বন করব। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 months ago 

সুস্থতা কামনা করছি ভাইয়া আপনার।খুব দুঃখজন ঘটনা এটি কর্মক্ষেত্রে এরকম কাঙ্খিত ভাবে দূর্ঘটনা ঘটা।পুরে গেলে অনেক জ্বালাপোড়া হবে এটাই স্বাভাবিক। বার্না ক্রিমটি একটু হলেও আরাম দিয়েছে নিশ্চয়ই। সাবধানে কাজ করবেন ভাইয়া।আসলে। দূঘটনা ঘটলে যতো সাবধানে কাজ করি না কেন তবুও ঘটবেই। ধন্যবাদ আপনাকে পোষ্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 months ago 

আমরা মাঝে মাঝে যতই সতর্কতা অবলম্বন করি না কেন তবুও কেন জানি দুর্ঘটনা ঘটে যায় আমাদের সঙ্গে। সব সময় চেষ্টা করি সতর্কতা অবলম্বন করে কাজ করার তারপরও সেদিন হঠাৎ করেই এরকম একটা দূর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আপনার পোস্ট পড়ে খারাপ লাগলো। তবে প্রথমেই আপনার সুস্বাস্থ্য কামনা করছি। স্টিম এবং হট ওয়াটার এই দুইটা জিনিস খুব গরম থাকে। হাতের মধ্যে বার্না ক্রিম লাগিয়েছেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। যেহেতু আপনি নতুন কাজ করছেন এজন্য বেশি সতর্কতার সহিত কাজ করবেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 months ago 

সত্যি বলতে এই স্টিম এবং হট ওয়াটার এই দুটো যখন একত্রে মিশে যায় তখন গরমটা আরো বেশি হয়ে যায়। যদিও আমার খুব একটা বেশি লেগেছিল না তবে এখন বোঝা যাচ্ছে ভালই লেগেছিল কিছুটা জায়গা ফোসকা পড়ে ফুলে গিয়েছে। আমি মনে করি কাজের ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করা উচিত। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 months ago 

আপনার পোস্ট পড়ে অনেক খারাপ লাগলো।
আসলে ভাইয়া যেহেতু নতুন আপনি তাই আপনার একা কাজটা করা ঠিক হয়নি।তবে এটা সত্যি কপালে ভোগান্তি থাকলে কিছু করার নেই। আসলে আমাদের সামান্য ভুলে অনেক বড় ক্ষতি হতে পারে।দোয়া করি আপনি তারাতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

 3 months ago 

একদম সত্য কথা বলেছেন যেহেতু নতুন জায়গায় নতুন পরিবেশ আর কাজকর্ম সবই নতুন যার কারণেই এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার সাথে। ভোগান্তি থাকলে যেটা আর কি হয় সেটাই হয়েছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 months ago 

ইস, সত্যি আজকে আপনার জন্য অনেক খারাপ লাগছে ভাই। আসলে এক্সিডেন্ট তো বলে কই আসে না তবে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর হ্যাঁ এটা ঠিক আপনি বলেছেন কিছুদিন আগে আপনি একটা প্রাইভেট কোম্পানিতে জব পেয়েছেন এই বিষয়ে সম্পর্কে একটা পোস্ট করেছিলেন আমি এটা সম্পর্কে অবগত তবে আজকে এই মেশিনের দুর্ঘটনার কারণে আপনার হাতটা এভাবে ঝলসে গেল এটা সত্যি অনেক দুঃখজনক একটা বিষয় ছিল। দোয়া করি আপনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

 3 months ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে এর আগে করা কোন পোস্টের মাধ্যমে আপনি আগে জানতে পেরেছিলেন। নতুন জায়গায় নতুন পরিবেশে নতুন কাজকর্ম করতে গেলে সব সময় সতর্কতা অবলম্বন করতে হয় আমিও তাই করেছিলাম, তারপরও এরকম একটা দুর্ঘটনা আমার সঙ্গে ঘটে গিয়েছে। যাইহোক সব সময় সতর্ক থাকার চেষ্টা করি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 months ago 

আহারে ভাই! আপনার জব পাওয়ার খুশির খবর যে এভাবে একটা পোস্ট এর মাধ্যমে পাবো, সেটা আশা করি নি। ভালো খবর পাওয়ার আগেই খারাপ খবর পেয়ে গেলাম আর কি! ইন্ডাস্ট্রিতে যে মেশিনগুলো ব্যবহার করা হয়, সেগুলোর সাথে আসলেই খুবই সাবধানতার সাথে কাজ করতে হয়৷ না হলে একটুতেই অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। যেমনটা আপনার সাথে হয়েছে।আপনি এখনো নতুন, তাই পরামর্শ থাকবে আগে কয়েক মাস সময় নিয়ে অভিজ্ঞ কারোর সাথে থেকে সবকিছু শিখুন, জেনে নিন -কারণ জানার শেষ নাই ভাই। হাতে-কলমে কাজ করার সুযোগ তো পাবেন ই কিন্তু শুরুতে সবকিছুই সাবধানতার সাথে করবেন। আর ফোস্কা পড়ার কথা ভাই, মন খারাপ করবেন না। মলম টা দিয়েন ঠিকঠাক। আপনার দ্রুত সুস্থতা কামনা করি।

 3 months ago 

জি আপু আমিও আসলে কখনো ভাবি নি যে এত খুশির একটা খবর এভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। যদিও ভেবেছিলাম যে কয়েক মাস জব করার পরে আপনাদের জানাবো। সবসময়ই সতর্কতা অবলম্বন করেই কাজ করা হয় তারপরও সেদিন অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা ঘটে গিয়েছিল যেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আর কিছুটা জায়গায় ফোসকা পড়ে গিয়েছে এখন খুবই খারাপ লাগছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 months ago 

সব কাজের ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করা উচিত। যেহেতু নতুন চাকরিতে জয়েন করেছেন তাই ধীরে ধীরে অভিজ্ঞতা হলে আমার মনে হয় সবকিছু নিজের মতো করে সামলে নিতে পারবেন তারপরও একটু বাড়তি সতর্ক থাকলে ছোটখাটো সব সমস্যা থেকে নিজেকে অনেকটা সেভ রাখা যায়। আশা করি সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যাবে দোয়া রইল।

 3 months ago 

আমিও আপনার কথার সঙ্গে একমত পোষণ করছি। কাজের ক্ষেত্রে সমস্ত রকমের সতর্কতা অবলম্বনে করার পরেও যদি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা যায় তাহলে ছোটখাটো বিপদ থেকে দ্রুত পরিত্রাণ পাওয়া যায়। চেষ্টা করব আরো বেশি সতর্ক থাকার। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 61113.87
ETH 2682.36
USDT 1.00
SBD 2.46