বেগুনের চপ তৈরির রেসিপি ||🦊 ১০% বেনিফিশিয়ারি🦊 @shy-fox 🦊||
আজ - ০৭ বৈশাখ | ১৪২৯ বঙ্গাব্দ | বুধবার | গ্রীষ্মকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- বেগুনের চপ তৈরির রেসিপি
- আজ ০৭ ই বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ
- বুধবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ দুপুর সবাইকে.....!!
এখন রমজান মাস আর এই রমজান মাসে প্রায় প্রতিটি বাসায়ই বেগুনের চপ তৈরি করা হয়। এ রমজান মাসের বাইরে ও আমরা বেগুনের চপ খেয়ে থাকি ,তবে বাসায় খুব কমই খাওয়া হয়,বেশিরভাগ সময়ই দোকান থেকে কিনে খাওয়া হয়। দোকানের বেগুনের চপ গুলো আমার কাছে অনেক বেশি সুস্বাধু লাগে। তাদের বানানো চপ সুস্বাদু লাগার কারণ হচ্ছে তারা এই চপ বানাতে খুবই পারদর্শী, বাসায় প্রথম প্রথম তেমন একটা স্বাদ লাগে না কিন্তু দিন শেষ হবার সাথে সাথে বাসার চপ গুলো খেতেও অনেক বেশি সুস্বাধু লাগে। এইতো কয়েকদিন আগে বাসায় গিয়েছিলাম। সত্যি বলতে আমি একজন ভোজন প্রেমী মানুষ, খাওয়া-দাওয়া করতে প্রচণ্ড রকমের ভালোবাসি। আর আমাদের বাসার সবাই আমাকে খাওয়াতে কেন জানি খুব বেশি আগ্রহ প্রকাশ করে। আমিও ঠিক তেমনি খাওয়া-দাওয়া বিষয়ের না করতেই পারি না। যখন যেটা পাই পেট পুরে খাই যতক্ষণ পর্যন্ত তৃপ্তি না আসে ততক্ষণ পর্যন্তই খাই। যাই হোক আজকে আমি আপনাদের মাঝে বেগুনের চপ তৈরির রেসিপি শেয়ার করতে চলেছি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রান্না শুরু করি।
প্রয়োজনীয় উপকরণাদি
- বেসন
- বেগুন
- মরিচের গুঁড়া
- তেল
- লবণ
- হলুদের গুঁড়া
- ধুনের গুড়া
সর্বপ্রথম বেগুন খুবই চমৎকার ভাবে গোল গোল করে কেটে নিতে হবে। বেগুন গোল গোল করে কেটে নেওয়ার পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেন বেগুনের সাথে ময়লা লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
এবার একটি বাটির মধ্যে পরিমাণমতো বেসন নিতে হবে।
এবার পরিমাণমতো হলুদের গুঁড়া বেসন এর উপর ছিটিয়ে দিতে হবে।
এরপরে পরিমাণমতো মরিচের গুঁড়া যোগ করতে হবে।
এরপরে সামান্য পরিমাণ লবণ যোগ করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে লবণের পরিমাণ যেন বেশি না হয়ে যায়।
এরপরে পরিমাণমতো ধুনের গোড়া যোগ করতে হবে। সকল উপকরণ গুলো যোগ করার পরে এবার হাত দিয়ে খুবই চমৎকার ভাবে উপকরণগুলো মিশিয়ে দিতে হবে। এমন ভাবে মিশিয়ে দিতে হবে যেন প্রতিটি উপকরণ একত্রে মিশে যায়। এবার সামান্য পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে কিছুটা সময় নারানারি করতে হবে।
এরপরে কড়াই এর উপর পরিমান মত তেল ঢেলে দিতে হবে। তেল ঢেলে দেওয়ার পরে নিচ থেকে তাপ দিতে হবে যখন তেলে বুদবুদ চলে আসবে তখন বুঝতে হবে তেল গরম হয়ে গিয়েছে। এরপরে বেগুনের গোল গোল চাকগুলো বেসন এর সাথে মিশিয়ে একটা একটা করে তেলের উপর ছেড়ে দিতে হবে।
একটা পাঠ মুচমুচে হয়ে গেলে চামচ ব্যবহার করে অপর আরেকটি পাঠ উল্টিয়ে দিতে হবে। সেই সাথে তাপ বৃদ্ধি করতে হবে যেন কড়াই এর সাথে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
দুইটা পাঠ খুবই চমৎকার ভাবে ভাজি করে নিতে হবে, এমনভাবে ভাজি করে নিতে হবে যেন মুচমুচে হয়ে যায়। যখনই দুইটা পাঠ মুচমুচে হয়ে যাবে তখন কড়াই থেকে বেগুন এর চোপ নামিয়ে ফেলতে হবে।
বেশ অনেকদিন বাদে এরকম বেগুনের চপ খেয়ে খুবই ভালো লাগলো। যেহেতু আমি বাসায় থাকি না সেহেতু বাসায় এরকমভাবে বেগুনের চপ খাওয়া খুব কমই হয়। খুবই সুস্বাদু লেগেছিল আমার কাছে সেই সাথে আমরা সকলে চমৎকার ভাবে উপভোগ করেছিলাম। চাইলে আপনারাও এরকমভাবে বেগুনের চপ তৈরি করে খেতে পারেন খুব সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি।
আজ আর নয় এখানেই আমি আমার বেগুনের চপ রেসিপি তৈরীর প্রক্রিয়া টি শেষ করছি। আবার দেখা হবে কোন এক নতুন পোস্টে নতুন ভাবে নতুন রূপে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যে যার জায়গা থেকে সবসময় প্রিয় মানুষকে হ্যাপি রাখার চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে.......!!
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন
বিভাগ | মজাদার রেসিপি । |
---|---|
ডিভাইজ | Realme 6i |
বিষয় | বেগুনের চপ তৈরির রেসিপি |
ছবির কারিগর | @jibon47 |
ছবির অবস্থান | সংযুক্তি |
বাহ দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। রোজার মাসে কমবেশি সবাই কম বেশি এসব খেয়েই থাকে। আপনি খুব সুন্দর ভাবে বেগুনের চপ রেসিপি টি উপস্থাপন করেছেন আমাদের সাথে। খুবই সুস্বাদু দেখাচ্ছে। আপনাকে ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
রমজান মাসে প্রায় সকলেই এই বেগুনের চপ খেয়ে থাকে কেন জানি রমজান মাসে এটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। রমজান মাসের বাইরে ও আমি মাঝে মাঝে এগুলো খেয়ে থাকি।
এই রমজান মাসে বাড়িতে এরকম বেগুনের চপ রেসিপি তৈরি করে খেতে অনেক ভালো লাগে ।আপনি খুব সুন্দর করে বেগুন দিয়ে চপ তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ শেয়ার করার জন্য ধন্যবাদ
রমজান মাসে আলুর চপ অনেক বেশি ভালো লাগে প্রায় সকল বাড়িতেই তৈরি করা হয়। খেতে অনেক বেশি সুস্বাদু। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য
বেগুনের চপ আমার খুব পছন্দের রমজান মাসে ইফতারের সময় বেগুনের চপ হলে তো কোন কথাই নেই। ছোলা বুট বুন্দিয়াসহ অন্যান্য আইটেমের পাশাপাশি বেগুনের চপ হলে ইফতার অনেক তৃপ্তিদায়ক হয়ে যায়। আপনি খুব চমৎকার করে বেগুনের চপ রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি একদম সত্য কথা বলেছেন, ছোলা বুন্দিয়া সহ অন্যান্য রেসিপি সঙ্গে চপ খেতে অনেক বেশি সুস্বাদু লাগে।
বেগুনি দিয়ে লোভনীয় ভাবে প্রস্তুত করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল যদিও এখন বেগুনের পরিবর্তন হওয়া হচ্ছে তারপরও আপনি বেগুনি শেয়ার করেছেন
বেগুনি এই রেসিপিটি খেতে অনেক বেশি সুস্বাদু হোক হয়েছিল। ধন্যবাদ আপনার
আপনি খুব সুন্দর বেগুনের চপ ভাজি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি তা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর দক্ষতা সম্পন্ন পোস্ট দেখে।
রমজানের সময় তেলে ভাজি যেকোনো ধরনের জিনিসই অনেক বেশি সুন্দর লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য
বেগুনের চপ আমার খুবই পছন্দের একটি রেসিপি। রমজানের ঐ রোজার মধ্যে ইফতারের সময় এই রেসিপিটি মাঝেমাঝেই বানিয়ে খাওয়া হয়। কয়েকদিন আগে আমিও শেয়ার করেছিলাম এই রেসিপিটা। আপনিও দেখছি খুব সুন্দর ভাবে বেগুনি রেসিপি টা বানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
রমজান মাসে সব এর রেসিপি আমাদের বাসায় প্রায় প্রতিদিনই তৈরি করা হয়। খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
বেগুনের চপ তৈরির রেসিপি খুবই লোভনীয় হয়েছে ভাইয়া। বেগুনের চপ খেতে আমি অনেক পছন্দ করি। ইফতারিতে বেগুনের চপ খেতে আমার বেশি ভালো লাগে। অনেক সুন্দরভাবে এই মজার রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
ইফতারিতে বেগুনের চপ না ছাড়া যেন ইফতার পরিপূর্ণ হয় না। আমরা প্রায় প্রতিদিনই বেগুনের চপ খেয়ে থাকে।
বাহ!! ভালো ভীষণ ভালো লেগেছে আপনার বেগুনের চপ রেসিপি টি। অসাধারণ একটি কালার। আমার তো খুব খেতে ইচ্ছে করছে। আপনি রান্না ও করতে পারেন🤭🤭। যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া বেগুনের চপ এর লোভনীয় রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপু আমি রান্না করতে পারি না, কিছুদিন আগে বাসায় গিয়েছিলাম আম্মু রান্না করেছে। আমি শুধু একটু হেল্প করেছি আর ছবি তুলেছি।
আসলেই ভাই রমজান মাসে যে হারে বেগুনি খাওয়া হয় অন্য সময়ে বাসায় ততটা বেগুনি খাওয়া হয়না। আর আমি আপনারই মত ভোজন রসিক লোক। সব সময় বাজারে গেলেই বেগুনি কিনে খাই। বাজারের বেগুনি গুলো আমার কাছে খুবই ভালো লাগে।
আপনার তৈরি করা বেগুনি গুলো একদম নিখুঁত দেখাচ্ছে ভাইয়া। একদম বাজারের বেগুনির মতোই লাগছে। খেতে মনে হয় খুবই সুস্বাদু হয়েছে।
ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে নিখুঁতভাবে বেগুনি বানানোর রেসিপি উপস্থাপন করার জন্য।
আপনার কথার সঙ্গে আমি একমত পোষণ করছি রমজানের বাইরে আমি বাজার থেকে প্রায় প্রতিদিনই বেগুনের চপ খেয়ে থাকি। কেন জানি এই বেগুনের চপ আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে।
বেগুনের চপ আমার খুবই প্রিয় একটি খাবার ।আপনি খুব সুস্বাদু রেসিপি আমাদের মাঝখানে উপস্থাপন করেছেন ।আমার বাংলা ব্লগ এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সামনে আরো ভালো ভালো রেসিপি আমাদের উপহার দিবেন
বাংলা ব্লগের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সামনে আরো মজাদার রেসিপি উপহার পাবেন অপেক্ষায় থাকুন।