সম্পত্তির ভাগ কেউ কখনো ছাড়ে না

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ২৪ চৈত্র| ১৪২৯ বঙ্গাব্দ | শুক্রবার | বসন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে বাস্তব ধর্মী একটি পোস্ট শেয়ার করব। যে পোস্টের মাধ্যমে বর্তমান সময়ের প্রেক্ষাপট আমি তুলে ধরব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • সম্পত্তি এখন যেন এক সোনার হরিণ
  • আজ ২৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  • শুক্রবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ দুপুর সবাইকে......!!


বর্তমান সময়ের সম্পত্তি যেন এক সোনার হরিণ হয়ে গিয়েছে। সোনার হরিণ বলতে আমরা সেটাই বুঝি যেটা খুবই দুর্লভ যা সহজে খুঁজে পাওয়া যায় না। সম্পত্তিকে আমি সোনার হরিণ বলে আখ্যায়িত করছি এজন্যই যে, কারণ সোনার হরিণ অনেক দামি। সোনার হরিণ যেমন দামি ঠিক তেমনি ভাবে সম্পত্তি ও এখন কারো কারো কাছে ঠিক তেমনটাই দামি হয়ে উঠেছে। এই সম্পত্তির ভাগ কেউ কখনো ছেড়ে দেয় না বা ছেড়ে দিতে চায় না। আর সেটা যদি বাবার সম্পত্তি হয় তাহলে তো আর কোন কথাই নেই। শুধুমাত্র এই বাবার সম্পত্তির উপর অনেকের লোভ থাকার কারণে এমন অনেক পরিবার আছে যারা ভাই ভাই অনেক রকম মারামারি হত্যাকান্ড ধ্বংসলীলা চলেছে। আসলে বর্তমান সময়ের সকলেই যেন সম্পত্তির প্রতি অন্যরকম এক আসক্তিতে মেতে উঠেছে। লক্ষ্য করলে দেখবেন যে এই ব্যাপারটা শহর এবং গ্রাম দু জায়গাতেই একই রকম। কেউ কারো জায়গা কখনো ছেড়ে দিতে চায় না, কেউতো কারো জায়গা ছাড়বেই না বরঞ্চ যদি কখনো সুযোগ হয় তাহলে অন্যের জায়গা দখল করতে একটুও দ্বিধাবোধ করে না।

আমি মনে করি যারা অন্যের জায়গা দখল করতে একটুও দ্বিধাবো করে না তারা আসলে অজ্ঞ এবং নির্বোধ। নিজের সম্পদ যতটুকুই আছে ঠিক ততটুকু নিয়েই নিজেকে খুশি রাখা উচিত। সমাজে এমন অনেক মানুষ আছে যাদের অনেক সম্পদ টাকা-পয়সা থাকা সত্ত্বেও অন্যের সম্পদের উপর তাদের লোভ-লালসা চিরদিনই বিদ্যমান। এই লোভ লালসা থেকে তারা কখনোই বের হতে পারে না তাদের এই লোভ একদম ঘিরে ধরেছে। যেমনটা ঘিরে ধরে মৌমাছি কোন মানুষকে।

এখানে আমি মৌমাছির উদাহরণটা কেন দিলাম সেটা বলি। মনে করুন একজন মৌয়াল মধু আহরণ করতে গিয়েছে কিন্তু সে ভালোমতো মধু আহরণ করতে পারেনা। মধু আহরণ করতে না পারায় মৌমাছি রাগান্বিত হয়ে, যেমনভাবে তাকে ঘিরে ধরে কামড়ানোর জন্য ঠিক তেমনি ভাবে মানুষ অন্যের সম্পত্তি যদি সুযোগ পায় সে রকম ভাবেই কামড়ে ধরে থাকতে চায়।

সম্পত্তির ভাগ যে কেউ কখনো ছাড়তে চায় না এই ব্যাপারটা আমি কিছুদিন আগেই লক্ষ্য করতে পেরেছি আমাদের বাসা থেকে একটু দূরে একটি পরিবারের দিকে লক্ষ্য করে। সম্পত্তির জন্য তারা যে ভাই ভাইয়ের মধ্যে কিরকম ভাবে ধ্বংসলীলায় মেতেছে সেটা যে কেউ দেখলে অবাক হয়ে যাবে।

প্রথম অবস্থায় আমিও দেখে রীতিমত তাজ্জব হয়ে গিয়েছিলাম কি একটা অবস্থা...!! নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না যে এরা একই মায়ের সন্তান..!! মা-বাবার খাবার দেওয়ার ভাগ অনেক সন্তান ছেড়ে দিলেও সম্পত্তির ভাগ কেউ কখনো ছেড়ে দেয় না।

christmas-1711568_1280.jpg

source


গত কয়েকদিন আগে দুপুর বেলা নামাজ পড়ে ঘুমিয়ে ছিলাম। যেহেতু রমজান মাস আর চারিদিকে প্রচন্ড রকম রৌদ্র থাকার কারণে বাহিরে তেমন একটা থাকা হয় না। যেহেতু চৈত্র মাস আর চৈত্র মাস উপলক্ষে অনেক বেশি রৌদ্র পড়বে এটাই স্বাভাবিক। বাহিরে তেমন একটা লোকের দেখাও যায় না আগে যেমন দোকানপাটে মানুষ বসে গল্পগুজব করত সেটাও এখন আর নেই। মাঝে মাঝে কোন এক বাগানের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে মানুষ বসে গল্প করছে। আমি সচরাচর বাহিরে তেমন একটা বের হই না সব সময় রুমের মধ্যেই থাকি। ঘুম ভাঙ্গে বিকেল চারটার দিকে। যেহেতু বিকেলবেলা নামাজ পড়তে হবে তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ছিলাম।

হঠাৎ অনেক দূরে চেঁচামেচি শব্দ শুনতে পাই। প্রথম অবস্থাতে সেগুলো তেমন একটা কানে নেই নি। খুবই খারাপ লাগছিল শরীরে কোন শক্তি পাচ্ছিলাম না বলতে পারেন অনেকটা ক্ষুদা লেগে গিয়েছিল। শব্দটা আস্তে আস্তে আরও বিকট আকার ধারণ করছে। অনেকগুলো মানুষ একত্রে চিৎকার করলে যেমন হয় ঠিক তেমন।

এরপরে জানালা খুলে বাহিরের দিকে তাকাই দেখি যে কয়েকজন মানুষ রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। তাদের দৌড়ানো দেখে আমি রুমের দরজা খুলে আস্তে আস্তে বাহিরে বের হই এবং বোঝার চেষ্টা করি আসলে কোথা থেকে সেই চিল্লাচিল্লির শব্দ আসছে। এরপরে একজন বলল যে মারামারি লেগেছে ভাই ভাইয়ের মধ্যে।

যেহেতু মারামারি লেগেছে তাই আমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে সেখানে যাব না। পরবর্তীতে অবশ্য সবার যাওয়া দেখে আমিও সেখানে গিয়েছিলাম। অনেকটা দূরে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে সম্পত্তির জন্য ভাই ভাইয়ের মাঝে কতটা বিভেদ কতটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এক ভাই আরেক ভাইয়ের গায়ে কখন হাত দেয়, বলতে পারেন...?? ঠিক তখনই হাত দেয় যখন বিপরীত পাশের ভাইকে তারা সহ্য হয় না। সে তাকে মেনে নিতে পারে না ঠিক তখনই তাদের মাঝে এরকম দূরত্বের সৃষ্টি হয়।

money-2696228_1280.jpg

source


সেদিন সেখানে গিয়ে অনেকটাই খারাপ লেগেছিল মাঝে মাঝে মনে হয়েছে এই সম্পত্তি যত নষ্টের মূল। এই সম্পত্তির কারণেই এক ভাই আরেক ভাইয়ের মাথায় আঘাত করেছে রক্ত বের হয়েছে। একবার ভাবুন একই বাবার সন্তান অথচ একজন আরেকজনকে আঘাত করে হসপিটালের পাঠিয়েছে। আবার কেউ কেউ সেই বিষয়টা ধরে পুলিশের কাছে গিয়ে নালিশ করছে পুলিশ এসে ধরাধরি করছে থানায় নিয়ে যাচ্ছে। মানুষ কতটা নির্বোধ কতটা বোকা হলে এরকম কিছু করে। হয়তোবা যখন তাদের ঝগড়া হয় তাদের এতটুকু জ্ঞান থাকে না যে, আমার ভাই। আমার ভাইয়ের বিরুদ্ধে যদি আমি থানায় গিয়ে মামলা দিই তাহলে তার পরিবার অনেক কষ্টে থাকবে দুঃখে থাকবে এটা আসলে কেউ কখনোই ভাবেনা। আসলে মানুষ মানুষের রাগকে সংযত করতে পারে না।

মানুষ মানুষের রাগ কন্ট্রোল করতে পারে না এই জন্যই হয়তো এরকম ঘটনা ঘটে সমাজে। সেদিন দেখেছিলাম অনেক রকম কথা কাটাকাটি, অনেক রকম মারামারি। দেখতে দেখতে নিজের কাছে এতটা খারাপ লাগছিল যে সেখান থেকে চলে এসেছিলাম। বাসায় এসে সেগুলো ভাবছিলাম, সামান্য একটু সম্পত্তির জন্য ভাই ভাইয়ের মাঝে এত মারামারি ব্যাপারটা খুবই দুঃখজন।

আমি মনে করি সম্পত্তির ভাগ সকলের নিতে চায়। তবে আমাদের উচিত সেটা যদি বাবার সম্পত্তি হয় তাহলে সমান ভাগে ভাগ করে বিলিয়ে নিতে হবে। সমানভাগে ভাগ করলে সেখানে আর কোন মারামারি থাকে না কোন ঝগড়া থাকে না পরিবেশটা অনেক বেশি শান্ত থাকে।

কিন্তু বর্তমান সময়ে সকলেই একটু বেশি নিতে চায় সকলেই একটু বেশি ভোগ করতে চায়। এই বেশি ভোগ করার জন্যই এরকম মারামারির সৃষ্টি হয়। আমাদের সকলের উচিত এরকম চিন্তা ভাবনা থেকে নিজেকে বের করে নিয়ে আসা। তাহলেই সমাজ এবং পরিবার অনেক বেশি সুন্দর হবে।

এটাই ছিল আমার আজকের পোস্ট, আশা করছি আমার আজকের এই পোষ্ট আপনাদের খুবই ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি, সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে.....!!



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগশিক্ষনীয় একটি পোষ্ট
বিষয়সম্পত্তির ভাগ কেউ কখনো ছাড়ে না
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বর্তমান সময়ে এই নির্বোধ লোকের সংখ্যায় কিন্তু বেশি তারা অন্যায়ভাবে অন্যের জায়গা দখল করতে চায়। আর যদি বাবার সম্পত্তির কথা বলা হয় তাহলে অনেক ক্ষেত্রেই দেখতে পাবেন ছেলেরা সেটা জোরপূর্বক নিয়ে নেয় আর মেয়েরা সেটা থেকে বঞ্চিত হয়।

 2 years ago 

খুবই চমৎকার একটি মন্তব্য করেছেন আপনার মন্তব্যটি আসলেই যথার্থ ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আমিও এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমাদের এদিকেও দেখি সম্পত্তির জন্য ভাই ভাইকে চেনে না একে অপরকে খুন করে ফেলতে হতে পারে না। তাছাড়া সম্পত্তি এখন এমন লোভী মানুষকে করছে মানুষ হিংস্র হয়ে উঠেছে এই সম্পত্তির জন্য। আপনাদের এলাকায় যে ঘটনাটি ঘটেছে এরকম অহরহ ঘটছে এখন সব জায়গায়।

 2 years ago 

আসলে সম্পত্তি এমন একটা জিনিস যা মানুষকে হিংস্র পশুর মত করে তোলে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন সম্পত্তির ভাগ কেউ কাউকে ছাড় দিতে চায় না। সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি এগুলো এখন অহরহ হচ্ছে। একই মায়ের সন্তান হয়েও তারা কিভাবে যে সম্পত্তির জন্য মারামারি করে এগুলো দেখলে আমার অনেক সময় অবাক লাগে। আমি মনে করি বাবার সম্পদ হলে সন্তানদেরকে সমানভাবে ভাগ করে দেওয়া উচিত সে ক্ষেত্রে এরকম ঝগড়াঝাটি মারামারি হওয়ার সম্ভাবনা খুবই কমই থাকে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এমন অনেক ঘটনা আছে যে ঘটনায় লক্ষ্য করলে দেখা যায় যে ঝগড়ার মূল বিষয়বস্তু ছিল সম্পত্তি ভাগাভাগি।

 2 years ago 

আপনার সঙ্গে আমিও একমত ভাই।শুধু এই সম্পদের জন্য ভাই ভাই কে চেনেন। সন্তান পিতাকে মানে না।খুনা -খুনি, রাহাজানি,মামলা-মোকদ্দমা ইত্যাদি দিন দিন বাড়ছে।আপনার নিজের মতামত আমাদেরকে জানানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সম্পত্তি আমার একটা জিনিস যার জন্য মানুষ একে অপরকে খুন করতেও দ্বিধাবোধ করে না যেটা সত্যি অনেক বেশি কষ্টসাধ্য।

 2 years ago 

শুধু কি সম্পত্তির ভাগ ছাড়েনা। বরং অন্যের যতটুকু আছে ততটুকু নিজে আত্মসাৎ করতেও ছাড়েনা। মানুষের কিসের যে এত সম্পত্তি লাগে। এই সমস্ত সম্পত্তির জন্য আজকাল মানুষ মানুষকে খুন করতেও ভুল করে না। ভুল করে না সম্পত্তির জন্য ভাইয়ের সাথে ভাইযের সম্পর্ক নষ্ট করতে । ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এরকম মানুষ অনেক আছে যার নিজের ভাগটুকু নেওয়ার পরে অন্যের ভাগে হাত বসায়। এরকম মানুষ সমাজে অভাব নেই।

 2 years ago 

ভাইয়া ধারুন একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। মৌমাছি নিয়ে উদাহরনটি ধারুন ভাবে মিলেছে। মৌমাছির বিষয়টি আমিও আগে এত গভীরে চিন্তা করি নাই। সম্পত্তির ভাগ কেউ ছাড়তে চায় না। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হঠাৎ করেই পোস্ট লেখার মুহূর্তে মৌমাছির এরকম একটি চিন্তাধারা মনে আসলো তাই আপনাদের মাঝে উপস্থাপন করলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম বাস্তবধর্মী লেখা লিখেছেন।এই সম্পত্তি এমন জিনিস যে থাকলেও বিপদ না থাকলেও বিপদ।আমার পাশের বাড়িতে দুই ভাইয়ের মাঝে জমি নিয়ে ঝামেলা। আদলতে মমলা লড়তে লড়তে তারা আজ সর্বশান্ত। তাও কেউ কাউকে ছাড় দিবে না।অথচ অর্ধেক অর্ধেক নিলেই পারে৷ আপনার প্রতিটি কথাই যুক্তিযুক্ত।ধন্যবাদ ভাইয়া সময়োপযোগী পোস্টটির জন্য।

 2 years ago 

সম্পত্তির জন্য মানুষ অনেক কিছুই করতে পারে এমনকি সবথেকে নিকৃষ্ট যে কাজ সেটা হচ্ছে মানুষকে খুন করা সেটাও করতে দ্বিধাবোধ করে না।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.042
BTC 96496.67
ETH 3384.37
USDT 1.00
SBD 2.40