নদীর মাঝে রাস্তার দৃশ্য [১০% লাজুক খ্যাকের জন্য বরাদ্দ]

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ০৪ কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | হেমন্তকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজ হাতে অংকন করা নদীর মাঝে রাস্তার দৃশ্য দেখাতে চলেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।


চলুন শুরু করা যাক


IMG_20211020_114358.jpg

প্রয়োজনীয় যন্ত্রপাতি


  • A-4সাইজের খাতা
  • পেন্সিল
  • রাবার
  • স্কেল
  • রঙিন কলম

ধাপঃ-০১

IMG_20211020_104614.jpg

☞প্রথমে পেন্সিল দিয়ে, স্কেল এর সাহায্যে বড় হাতের একটা A অংকন করতে হবে। এবার A নিচের দুই দিক থেকে দুইটা রেখা টেনে মাঝ বরাবর যুক্ত করে দিতে হবে।

ধাপঃ-০২

IMG_20211020_104833.jpg

IMG_20211020_104959.jpg

☞এবার নিচের দিক থেকে আড়াআড়ি ভাবে দুইটা দাগ টেনে নিতে হবে।

ধাপঃ-০৩

IMG_20211020_105415.jpg

☞দাগের মাঝ বরাবর আয়তাকার আকৃতির লম্বালম্বি ভাবে দাগ টেনে নিতে হবে। যেমন টা আমরা দুই লেন এর রাস্তায় দেখতে পাই ঠিক তেমন ভাবে।

ধাপঃ-০৪

IMG_20211020_105727.jpg

IMG_20211020_110131.jpg

☞এবার রাস্তাটি,বাস্তব রাস্তার মতো পেন্সিল দিয়ে কালো রং করে দিলাম

ধাপঃ-০৫

IMG_20211020_110653.jpg

☞এবার উপরের অংশে এ-ব্রো ভাবে নিজের ইচ্ছা মতো দাগ টানতে হবে পাহাড় অংকন করার জন্য

ধাপঃ-০৬

IMG_20211020_111138.jpg

☞মাঝখানে সাদা অংশে পেন্সিল দিয়ে কালো রং করে দিতে হবে

ধাপঃ-০৭

IMG_20211020_111856.jpg

☞এবার ডান পাশে ফাঁকা অংশে একটি বৃত্ত আংকন করতে হবে। এবং অংকন টা করে নিলাম

ধাপঃ-০৮

IMG_20211020_112904.jpg

IMG_20211020_112927.jpg

☞এবার রাস্তাটি কালো রঙিন কলম দিয়ে গাড়ো ভাবে রং করে নিলাম

ধাপঃ-০৯

IMG_20211020_113229.jpg

☞এবার উপরের বৃত্তাকার অংশে লাল রং দিয়ে সূর্য টা রঙিন করে দিলাম

শেষ ধাপ

IMG_20211020_114322.jpg

IMG_20211020_114305.jpg

IMG_20211020_115018.jpg

☞এবার আমার প্রিয় কমিউনিটির নাম এবং আমার নিজের স্টিমেট ইউজার নাম-টা লিখে এখানেই অংকন পর্ব শেষ করলাম।



অংকন এর সাথে আমার নিজের ছবি


IMG_20211020_131023.jpg



আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন



আমার পরিচয়


1630010060468-01.jpeg

আমি জীবন মাহমুদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif


Sort:  
 3 years ago 

সত্যি ভাইয়া কি অসাধারণ চিন্তাধার। নদীর মাঝে রাস্তা খুবই ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল। খুব ধৈর্য সহকারে করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। এত সুন্দর জিনিস শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনার চিত্র অংকন দেখে।আমার বাড়ির পাশে নদীর কথা মনে পড়ে গেলো।আপনার দৃশ্যের মতো নদীর মাঝেও একটা রাস্তা আছে।
আপনার চিত্র অংকনটি খুবই সুন্দর হয়েছে।
শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনার নদীর মাঝের রাস্তার চিত্রটি খুবই ভালো হয়েছে
তবে আমার মনে হয় চেষ্টা করলে আরও ভালো করতে পারবেন আশা করি

শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

আমার কাছে বেশি ভালো লেগেছে রঙ্গিণ সূর্যটি।
দেখতে ভালো লাগছে।
আর পুরো চিত্রটিও অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি ছবি এঁকেছেন নদীর মাঝে রাস্তা। সত্যি অনেক সুন্দর হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই

 3 years ago (edited)

বাহ চমৎকার একটা চিত্র অংকন করছেন তো নদীর মাঝে রাস্তা খুবই ভালো লাগলো আপনার পোস্টটি। এতো ভালো একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকর ও ধন্যবাদ ভাই

 3 years ago 

নদীর মাঝে রাস্তার দৃশ্য অংকনটি খুবি সুন্দর হয়েছে। যা আমার অনেক ভালো লেগেছে। অপরূপ সৌন্দর্যময় এই অংকটি। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

নদীর মাঝে রাস্তার খুব সুন্দর চিত্র অঙ্কন করেছেন আপনি বিশেষ করে লাল সূর্য এবং পাখি উড়ে যাওয়ার দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

এত সুন্দর একটি দৃশ্য একেছেন ভাইয়া! খুব ভালো লাগলো। আমি এমনি একটি রাস্তা দিয়ে হাটতে পছন্দ করবো৷

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

বাহ আপনার অঙ্কনগুলি খুব ভাল এবং ধাপে ধাপে আপনি ব্যাখ্যা করেছেন খুব বিস্তারিত এবং ভাল, মানুষ বুঝতে খুব সহজ।
ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.038
BTC 94636.84
ETH 3278.73
USDT 1.00
SBD 3.16