কয়েকটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি এ্যালবাম || 🦊[benificiary ১০% @shy-fox]🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ১৫ ফাল্গুন | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | বসন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের ভালো বিভিন্ন ধরণের আলোকচিত্রের ফটোগ্রাফি সম্পর্কে উপস্থাপন করবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • কয়েকটি ফটোগ্রাফি
  • আজ ১৫ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ
  • রবিবার

চলুন শুরু করা যাক


শুভ সন্ধ্যা সবাইকে.....!!


আমরা সচরাচর সবাই ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি। আমাদের সবার ফটোগ্রাফির মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো অনেক বেশি করে থাকি। কারণ এই প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্য বিদ্যমান থাকে। বাংলার এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অনেক কবি সাহিত্যিক চোখ না জড়ানো অনেক রকম কবিতা ছন্দ উপন্যাস লিখেছেন। তারই ধারাবাহিকতা বজায় রেখে আমরা অনেকেই প্রাকৃতিক জগতের প্রেমে পড়ে যাই। এই প্রেম এমন প্রেম যে যত দেখি ততই ভালো লাগে। যদি কারো মন খারাপ থাকে তাহলে কেউ যদি তার মনের গহীন গহবর থেকে প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে পারে তাহলে, অবশ্যই তার মন ভালো হয়ে যাবে। আমি মাঝে মাঝেই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়ে যাই, তাই মাঝে মাঝে কিছু প্রাকৃতিক এই সৌন্দর্যের স্মৃতি আমার ফোনের মাধ্যমে ধারণ করে রাখে। যখনই মন খারাপ হয় তখন এই প্রাকৃতিক ছবিগুলো দেখে আমি নতুন রূপে প্রাকৃতিক দৃশ্যের প্রেমে মজে যাই। আজ আমি আপনাদের মাঝে সেই রকম কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি উপস্থাপন করব। যা সত্যিই প্রেমময়ী।

Picsart_22-02-28_17-15-40-497.jpg

মনোমুগ্ধকর কয়েকটি ফটোগ্রাফি

🛤️পিকচার--১🛤️

IMG20220223114434-01.jpeg

ছবিঃ--গরমের দিনে ডাব বিক্রি করা হচ্ছে
ক্যামেরাঃ--Realme 6i
অবস্থানঃ-
https://w3w.co/bilinguals.nobler.tariffs

যদিও এখন তেমন গরম পরিলক্ষিত করা যায় না কিন্তু বাজারে এখনই ডাব উঠে এসেছে। প্রচণ্ড গরমের সময় শহরের মানুষ যখন হাহাকারে ব্যস্ত হয়ে ওঠে তখনই একটি ডাব যেন শরীরের তৃপ্তি বা শক্তি ফিরিয়ে দেয়। বেশ কিছুদিন আগে আমি দুপুর বেলায় শহরে কিছু কাজ করার জন্য গিয়েছিলাম। প্রচন্ড রোদ থাকার কারণে খুব তাড়াতাড়ি আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। সামনে এরকম কচি ডাব দেখলে কি আর লোভ সামলানো যায় আপনারাই বলুন..! লোভ সামলাতে না পেরে ডাবের দোকান এর কাছে গিয়ে একটি ডাবের পানি খেয়ে শরীরে আবার শক্তি ফিরে পেয়েছিলাম। আপনারা গরমের সময় ডাবের পানি খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে বিশেষ করে কচি ডাবের পানি স্বাস্থ্যের জন্য খুবই ভালো

🛤️পিকচার-২🛤️

IMG20220211163104-01.jpeg

ছবিঃ----নদীর মাঝে অতিথি পাখি
ক্যামেরাঃ--Realme 6i
অবস্থানঃ-
https://w3w.co/bilinguals.nobler.tariffs

বাড়ির পাশেই পদ্মা নদীর একটি উপশাখা নদী আছে। এখন যেহেতু শীতের মৌসুম আর এই শীতের মৌসুম এর সময় নদ-নদীতে সাইবেরিয়া থেকে প্রচুর পরিমাণে অতিথি পাখি আমাদের এই ছোট্ট নদীতে দেখা যায়। আপনি চিত্রটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে অসংখ্য অতিথি পাখির মিলন মেলা এই নদীতে। এই অতিথি পাখি গুলো শীতের সময় সাইবেরিয়া থেকে উড়ে এসে , এই নদীতে থাকে । যখন শীতের মৌসুম টা চলে যায় তখন তারা আবার তাদের নির্দিষ্ট জায়গায় ফিরে যায়। সকাল সন্ধা এই পাখির কিচিরমিচির শব্দ গুলো শুনতে খুবই ভালো লাগে। বিশেষ করে বিকেল সময়টাতে নদীর পাড়ে বসে এক দৃষ্টিতে অতিথি পাখির দিকে তাকিয়ে থাকতে খুবই ভালো লাগে। শরীর এবং মন দুটোই শান্ত হয়ে যায়। আমরা ক'জন মাঝেমাঝেই বিকেল সময়টাতে নদীর পাড়ে গিয়ে বসে বসে এই দৃশ্য পরিলক্ষিত করে থাকি। অতিথি পাখির এই কিচিরমিচির শব্দ শুনতে কতটা যে ভালো লাগে সেটা হয়তো কাউকে বলে বোঝানো যাবে না।

🛤️পিকচার-৩🛤️

IMG20220220160627-01.jpeg

ছবিঃ--গাছের পাতার উপর বৃষ্টির ফোঁটা
ক্যামেরাঃ--Realme 6i
অবস্থানঃ-
https://w3w.co/resentful.occur.risked

গাছের পাতার উপর বৃষ্টির ফোঁটা, এইতো সবেমাত্র বৃষ্টি শেষ হলো। কিছু কাজের জন্য শহরের দিকে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু কাজ শেষ করতে না করতেই শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টির কারণে একটি দোকান থেকে আর কোনভাবেই বের হতে পারছিলাম না। দীর্ঘক্ষন দোকানে বসে থাকার পরে বৃষ্টি কিছুটা কমে গিয়েছিল। বাসায় যাওয়ার হওয়ার উদ্দেশ্যে আমি দোকান থেকে বের হই। ঠিক তখনই দেখতে পেলাম একটি আম গাছের পাতার ওপরে বৃষ্টির ফোটার এই পানি জমে রয়েছে। পানি জমে থাকার এই দৃশ্যটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছিল তাই, পকেট থেকে ফোন বের করে এই ফটোগ্রাফি টি করেছিলাম। এই ছবিটি জুম করলে আপনারা পেছনে থাকা বাড়িটি খুব ক্ষুদ্র আকারের স্পষ্ট ভাবে পুরোটা দেখতে পারবেন।

🛤️পিকচার-৪🛤️

IMG20220220154954-01.jpeg

ছবিঃ----গোলাপ ফুলের উপর বৃষ্টির ফোঁটা
ক্যামেরাঃ--Realme 6i
অবস্থানঃ-
https://w3w.co/bilinguals.nobler.tariffs

এই ফটোগ্রাফি টি আমি বৃষ্টির পর পরই কোন একটি দোকানের পাশ থেকে তুলেছিলাম। সেদিন ছিল প্রচন্ড রৌদ্র, রৌদ্র থাকার কারণ কারণে চারিদিকে খুবই গরমের তার অনুভব করছিলাম। হঠাৎ করে কোথা থেকে যেন এক ঝাঁক মেঘ আর বাতাস এসে চারিদিক ঠান্ডা করে দিলো সেই সাথে শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি। প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত বৃষ্টি হল। বৃষ্টির পর চারিদিকে ঠান্ডা হাওয়া অনুভব হচ্ছিলো। ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে হেঁটে চলার সময় এরকম একটি গোলাপ ফুলের ছবি দেখতে পাই। তারপর নিজের মুঠোফোনে আমি গোলাপ ফুলের এই ছবিটি ধারণ করি। বৃষ্টির ফোটা ফুলের গোলাপ ফুলটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল আমার কাছে। তাই এই ফটোগ্রাফি টি আমি আপনাদের সকলের মাঝে শেয়ার করলাম।

🛤️পিকচার-৫🛤️

IMG20220121163158-01.jpeg

ছবিঃ--কৃষকের গোসল করার দৃশ্য
ক্যামেরাঃ--Realme 6i
অবস্থানঃ-
https://w3w.co/bilinguals.nobler.tariffs

সারাদিন মাঠে কাজ করার ফলে সময়মতো গোসল করার সময় হয়ে ওঠে নি। তাই সন্ধ্যা মুহূর্তে একজন কৃষক নদীতে গোসল করতে নেমেছিল। সেদিন আমি মাঠে গিয়েছিলাম আমাদের জমি দেখতে। বাড়িতে ফেরার পথে আমি এরকম একটি দৃশ্য দেখে অবাক হয়েছিলাম যে, শীতের মধ্যে একটি মানুষ নদীতে সন্ধ্যার আগ মুহূর্তে কিভাবে গোসল করছে। তারপরে আমি সেখানে কিছু সময় অপেক্ষা করে এই ফটোগ্রাফি ঠিক করেছিলাম। বাংলার কৃষকেরা এমনই, এই কৃষকরা তাদের নিজেদের কাজে এতটাই ব্যস্ত থাকে যে তারা খাওয়া-দাওয়া গোসল কোন কিছুই ঠিক থাকেনা। দিনরাত পরিশ্রম করে তারা তাদের জমিতে ফসল ফলায় আর এই তাদের পরিশ্রমের ফসল বিক্রি করেই তারা জীবিকা নির্বাহ করে থাকে। ফটোগ্রাফি টা করতে গিয়ে সত্যিই আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল এসব কথা ভেবে।

🛤️পিকচার-৬🛤️

IMG20211107130616-01.jpeg

ছবিঃ--নীল আকাশের দৃশ্য
ক্যামেরাঃ--Realme 6i
অবস্থানঃ-
https://w3w.co/tightness.encroached.territories

আচ্ছা বলুনতো নীল আকাশ দেখতে কার না ভালো লাগে...! আমরা অনেকেই নীল আকাশের প্রেমে পড়ি। আমি তো মাঝে মাঝেই নীল আকাশের প্রেমে পড়ে যাই। যখনই মন খারাপ হয় তখনই নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে খুবই ভালো লাগে। আপনাদের যদি কখনো মন খারাপ হয়ে যায় তাহলে আপনারা একটি উপায় অবলম্বন করতে পারেননি মন ভালো রাখার জন্য, সেটা হচ্ছে যখনই মন খারাপ হবে তখন আপনি একদৃষ্টিতে নীল আকাশের দিকে তাকিয়ে থাকুন কিছু সময় পরে আপনি নিজ থেকেই অনুভব করতে পারবেন যে আপনার মনটা ভাল হয়ে গিয়েছে। এই ছবিটি আমি কোন এক সময় তুলেছিলাম। নারিকেল গাছের উপর দিয়ে নীল আকাশের এই দৃশ্যটি দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছিল।

আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

ছবির বিবরণ
বিভাগফটোগ্রাফি
ডিভাইজRealme 6i
বিষয়কয়েকটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি এ্যালবাম
ছবির কারিগর@jibon47
ছবির অবস্থান[সংযুক্তি](দেওয়া আছে)

আমার পরিচয়


1630010060468-01.jpeg

আমি জীবন মাহমুদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif


Sort:  
 2 years ago 

অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। বিশেষ করে গোলাপের ছবি টা খুবই ভালো লেগেছে। গোলাপের উপরে পানির ফোঁটা গুলো অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন আপনি।আমার কাছে বেশি ভালো লেগেছে গোলাপ ফুলের ছবি।শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে।নীল আকাশের সুন্দর এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের মাঝে এই ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট গুলো বরাবরই খুবই ভালো লাগে এবং আপনি আপনার মনের ভাবগুলো প্রকাশ করেছেন ফটোগ্রাফির মাধ্যমে। অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো। সবচেয়ে বেশি ভালো লেগেছে পুকুর থেকে গোসল করে উঠতেছে একটা মানুষ, দেখে খুবই ভালো লাগলো। কারন গ্রামের এই মৌসুমে এ দৃশ্যটি অহরহ দেখা যায়। কারণ গরমের সময়ে প্রচুর পরিমাণে পানি শুকিয়ে যায় খাল-বিল পুকুর। আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 2 years ago 

আপনার ৪ নম্বর ছবিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের ছবি তুলতেও ভালো লাগে। আমি যখনই সুযোগ পাই এই ধরনের ছবি তোলার চেষ্টা করি ছবিগুলো তুলতে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

ওয়াও কত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন। আমার কাছে তো আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে দুই এবং চার নাম্বার ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিলেন আপনি। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য

 2 years ago 

ভাইয়া আপনার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে বৃষ্টির ফোঁটা গাছের পাতার উপর পড়ার ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর ফটোগ্রাফি ছিল ভাইয়া। প্রত্যেকটি ফটো অনেক সুন্দর দেখাচ্ছে এবং দেখে বোঝা যাচ্ছে আপনি মনোযোগ সহকারে প্রতিটি ফটো সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন। এবং প্রত্যেকটি স্টেপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য

আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। আপনার রেডমিন ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর। বিশেষ করে নদীর ফোটোগ্রাফি আমার কাছে সব থেকে ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ওয়াও আপনি এতো সুন্দর করে ফটোগ্রাফি করতে পারেন এটি অনেক চমৎকার একটি বিষয়। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর মধ্যে অতিথি পাখির ফটোগ্রাফি গুলো আমার বেশ চমৎকার লেগেছে তাছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই গঠনমূলক মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74