লাইফে পরিবর্তন নিয়ে আসা-টা খুবই দরকার ||১০% লাজুক খ্যাকের জন্য বরাদ্দ)

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২৬ পৌষ| ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | শীতকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা এখন আমরা নিজেদের লাইফে প্রায় সময়ই সম্মুখীন হচ্ছি বা হই। চারিপাশের মানুষ নিজের লাইফ নিয়ে খুবই চিন্তিত। তারা নিজের লাইফ টা আসলে নিজের মতো করে উপভোগ করতে পারছে না। আমরা এক এক জন এক এক রকমের, কারো জীবনের সাথে অন্য কারো জীবনেে কোন মিল খুজে পাওয়া যাবে না।সবাই নিজের চিন্তা ভকবনা নিয়েই ব্যাস্ত থাতে।নিজেকে নিয়ে সব সময় ভাবে। এই মানুস গুলো একটা সময় তার নিজের প্রয়োজনে অপর পাশের মানুষকে ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে তারা মানুষকে ছুড়ে ফেলতেও দ্বিধাবোধ করে না। তাই লাইফে বার বার কাউকে সুযোগ দেওয়া উচিত না।বার বার সুযোগ দিলে সেটা হয়ে যায় মূল্যহীন। আর মূলহীন যে কোন জিনিসের দাম সব সময়ই কম থাকে। তাই বলি সময় থাকতে নিজেকে মূল্যবান করে গড়ে তোলা উচিত। মূল্যবান করে গড়ে তোলার জন্য লাইফে পরিবর্তন টা খুবই জরুরি বলে আমি মনে করি।



চলুন শুরু করা যাক


শুভ সন্ধ্যা সবাইকে....!!


seasons-of-the-year-1994663_640.webp

Source

আবহাওয়া জলবায়ু যেমন পরিবর্তনশীল,এক এক সময় এক এক আবহাওয়া জলবায়ু আমরা দেখতে পাই, ঠিক তেমনই ভাবে আমাদের মানুষের মধ্যে কিছু মানুষের দেখা পাই যারা কিনা আবহাওয়ার মতো পরিবর্তন হয়। কেউ কেউ পরিবর্তন হয় নিজে থেকে আবার কেউ কেউ পরিবর্তন হয় পারিবারিক অথবা মানসিক চাপে পড়ে।কেউ কেউ আবার একাকিত্বের প্রেমে পরেও অনেক পরিবর্তন হয়।এই যেমন ধরুন, আমি দু-দিন অনলাইনে না আসলে কেউ খোজ নেবে না সেটা আমি জানি। কারণ আমি শুধু মাত্র অপর পাশের মানুষ জানের কাছে প্রয়োজনে প্রিয়জন মাত্র। আর এই প্রিয়জন মানুষ কখনো কারো প্রিয় মানুষ হতে পারে না। আমি এটাও জানি যে আমার বেঁচে থাকা বা মরে যাওয়াতে বিশেষ কারো মাথা ব্যাথা নেই। আর এসব নিয়ে আমার মতো অসুবিধা ও নেই। কারন যে একা থাকতে শিখে যায় তাকে একা করে দেওয়ার ভয় দেখিয়ে লাভ নাই। আসলে আমি আমার মতো,আমি আমার নিজের মতো করেই সব কিছু ভাবি তাতে কে কি ভাবলো তাতে কিছু যায় আসে না। আমি যে খুব একটা ভালো মাপের স্টুডেন্ট সেটাও না, না পারি লিখতে,না পারি বলতে,না পারি গাইতে,না পারি আঁকতে তবে যে কটা পারি সেই গুলো মন দিয়ে করার চেষ্টা করি। আমার জীবনের সাথে দুই রকম দুনিয়ে আমি সব সময় পরিলক্ষিত করি, আপনারা এই দুইটি দুনিয়াকে দুই চরিত্রের অধিকারি মানুষ বলে আক্ষা দিতে পারেন, একটি চরিত্র বাড়িতে রোল করি আর একটি চরিত্র ফোনের মধ্যে বা অনলাইনে। বাড়ির সবার সাথে সেই আগের মতোই সব কিছু ঠিকঠাকই চলছে কিন্তু অন্য আর এক দুনিয়ায় বিভিন্ন ভাবে,বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রকম মানুষের সাথে আলাপ হয়েছে। এদের মধ্যে থেকে আবার কেউ কেউ খুবই কম সময়ে খুব কাছের মানুষ হয়ে যায়। এতো টাই কাছের মানুষ হয়ে যায় যে তাদের ছাড়া তখন থাকাটা খুবই কষ্ট স্বাদ্ধ হয়ে যায়।একদিন কথা না হলে ফাঁকা ফাঁকা লাগে। আবার এই মানুষ গুলো কিছুদিন পরে আবার হারিয়েও যায়। তারা আপনার আমার কাছে আসবে ক্ষনিকের জন্য, ক্ষনিকের জন্য এসে মায়া লাগিয়ে চলে যাবে। আর এ দিকে আপনি...! আপনি তখন পর্যন্ত সেই অপর পাশের ওই ব্যাক্তির মায়ায় আবদ্ধ।আপনার এই মায়া কাঁটতে হয়তো বা অনেক সময় লাগবে, আবার অনেকেই হয়তো এই ক্ষনিকের মায়া কাঁটিয়ে উঠতে পারে না। তাই হয়তো আমরা রাস্তা-ঘাট এতো পাগল দেখি। এই পাগল গুলো হয়তো বা কোন এক সময় কোন এক ব্যাক্তিতে খুব করে আসক্ত ছিল। এতোটাই আসক্ত ছিলো যে তারা আর দ্বিতীয় বার অপর পাশের ব্যাক্তির মায়া কাটিয়ে উঠতে পারে নি।

success-6595539_640.png

Source

তবে কি এভাবেই জীবন চলবে...??এভাবে কি কেউ বেঁচে থাকতে পারে...?অপর পাশের মানুষটা চলে গেছে বলে কি নিজেকে তিলে তিলে শেষ করে দিতে হবে...?আমি মনে করি জীবনটাকে নতুন ভাবে সাজানো উচিত।হ্যাঁ একটা সময় তার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল, সেও একটা সময় আমাকে চেয়েছে আমিও একটা সময় তাকে চেয়েছি, কিন্তু মাঝ পথে এসে যদি অপর পাশের মানুষ টা চলে যায় তাহলে সেই মানুষটা আমাদের শুধু মায়ায় ফেলে রেখেই চলে যায় না, সে জীবনের সব কিছু নিয়েই চলে যায়। তার এই চলে যাওয়াটা আমার আপনার মেনে নেওয়া উচিত। মেনে নেওয়া উচিত যে চাইলেও সব কিছু নিজের মতো করে হবে না,চাইলেও সেই মানুষটাকে ফিরে পাওয়া যাবে না যে মানুষটা একটা সময় ছিলো আমাদের হৃদয় জুরে।আমরা মানুষ,আর মানুষ হিসেবে আমাদের একটা বৈশিষ্ট্য বিদ্যমান সেটা হলো আমরা কেউই একটা নিদিষ্ট স্থানে বেশি দিন থাকতে পারি না বা থাকতে চাই না। হয়তো ঠিক তেমন ভাবেই অপর পাশের মানুষ টা তার স্থানে আর থাকতে চায় নি। এটা নিয়ে মন খারাপ কিছু দিন থাকবে, ডিপ্রেশন ভুগবেন,বেঁচে থকতে ইচ্ছা করবে না, তাই বলে এমন কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যেটাতে আমাদের একদম পৃথিবীতে থেকেও না থাকার মতো দেখায়। লাইফে মুভ অন করাটা খুবই দরকার। যারা লাইফে সঠিক সময়ে মুভ অন করতে পারছে তারা সফল হয়েছে। আর সাফলতা এমনি এমনি আসে না অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যাথা সহ্য করার পরেই আমরা সুখের দেখা পাই। আর এই সুখটা আমাদের জীবনে স্থায়ী ভাবে থেকে যায়।

আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

Sort:  
 3 years ago (edited)

টুইটার লিংকঃ-

Source

 3 years ago 
গাছের উদাহরণ দিয়ে মানুষের জীবনের পরিস্থিতি টা খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন আপনি ভাইয়া। লাইফে মুভ অন করাটা খুবই দরকার। যারা লাইফে সঠিক সময়ে মুভ অন করতে পারছে তারা সফল হয়েছে। আপনার এই কথাটার সাথে আমি একজনের সহমত পোষণ করছি। ধন্যবাদ এত সুন্দর করে লিখে তা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ হোক আপনার আগামীর পথচলা।
 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আপনি।

 3 years ago 

বাহ ভাইয়া আপনি অনেক সুন্দর একটি বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। মানুষের জীবনকে পরিবর্তন না করতে পারলে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। তাই নিজেকে আগে সফলতা লক্ষ্য স্থির করতে হবে এবং পিছনের লোকের কথায় কান না দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সেইসব বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া,,

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

 3 years ago 

ভাইয়া অনেক সুন্দর একটি পোষ্ট করেছেন। আপনার পোস্টটি পড়ে সত্যি আমার অনেক ভালো লেগেছে। গাছের উদাহরণ দিয়ে মানুষের জীবনের পরিস্থিতি অতি চমৎকার ভাবে আপনি তুলে ধরেছেন। সেইসব মানুষগুলো জীবনের সফল হয়েছে যারা সঠিক সময়ে সঠিক কাজ করতে পেরেছেন। সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.95
ETH 2940.27
USDT 1.00
SBD 2.64