🌿🌿আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-০৫ 🌿🌿|| প্রকৃতির অপরুপ সৌন্দর্য🌺

in আমার বাংলা ব্লগlast year

আজ - ৩১ জৈষ্ঠ্যমাস | ১৪৩০ বঙ্গাব্দ | বুধবার | গ্রীষ্মকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজ হাতে করা কিছু সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। আশা করছি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • সুন্দর ফটোগ্রাফি
  • আজ ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  • বুধবার


তো চলুন শুরু করা যাক...!



শুভ দুপুর সবাইকে.....!!


ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি। বিশেষ করে আমার বাংলা ব্লক কমিউনিটির প্রতিটি মেম্বার এখন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছে আমাদের মাঝে। সকলের এরকম সুন্দর ফটোগ্রাফি দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছি। মুগ্ধ হবারই কথা কারণ এখানে সকলেই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে যে ফটোগ্রাফি গুলো দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। যদিও আমি আগে তেমন একটা ভালো ফটোগ্রাফি করতে পারতাম না আমার এটাই মনে হয় এখানে কেউই আগে তেমন একটা ভালো ফটোগ্রাফি করতে পারত না কিন্তু প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে করতে এখন সকলেই কিছুটা হলেও সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করছে। যেটা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়। এই সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আমরা আমাদের নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীল তার প্রতিভা গুলো খুব সহজেই সকলের সামনে উপস্থাপন করতে পারি।

আমার বাংলা ব্লগ কমিউনিটি যেন সৃজনশীলতা প্রকাশের এক অন্যতম মাধ্যম। এখানে আমরা নিজেদের ইচ্ছেমতো ফটোগ্রাফি পোস্টগুলো খুব সহজেই তুলে ধরতে পারি এবং নিজের মধ্যে লুকায়িত প্রতিভা সকলের মাঝে জাগ্রত করতে পারি। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার বাংলা ব্লক কমিউনিটি ফাউন্ডার এবং এডমিন সেই সাথে মডারেটরদের জন্য। এরকম সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের মাঝে তুলে ধরার জন্য বরাবরই তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই।

যাইহোক অনেকদিন পরে আপনাদের মাঝে আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। চেষ্টা করেছি প্রতিটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করার আশা করছি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে।



ফটোগ্রাফি--০১


IMG20221122115515-01.jpeg

IMG20221122132428-01.jpeg

কলমি ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

প্রকৃতির ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি। সেই ভালোলাগা থেকেই আমরা অনেকেই ফটোগ্রাফি করে থাকি। আর প্রকৃতির মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফার মধ্যে ফুলের ফটোগ্রাফি গুলো সব সময় অন্যরকম এবং সব থেকে বেশি সুন্দর হয়ে থাকে। কিছুদিন আগে আমি মাঠ ভ্রমণ করতে গিয়েছিলাম তখন বর্ষা মৌসুম ছিল বর্ষা মৌসুমে পানি অনেকটাই শুকিয়ে গিয়েছিল। শুকানো পানির উপরে জন্ম নিয়েছিল কলমি শাক। আর সেই কলমি শাকের গাছের ডাল বেয়ে জন্ম নিয়েছিল এরকম ছোট্ট ছোট্ট অসংখ্য ফুল যে ফুলগুলোকে আমরা সচরাচর কলমি শাকের ফুল বলেই চিনি। এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর দেখায় কিছুটা বেগুনি এবং লাল রঙের মিশ্রণে এই ফুলের জন্ম হয়। ফটোগ্রাফি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে ফুলগুলো দেখতে কতটা সুন্দর।

ফটোগ্রাফি--০২


IMG20221122132739-01.jpeg

কাশফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

কাশফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। বছরের নির্দিষ্ট একটা সময়ে গ্রামগঞ্জ অথবা শহরের কোন একটা নির্দিষ্ট অঞ্চলে এরকম সুন্দর সুন্দর কাশফুল দেখা যায়। কাশফুলের সৌন্দর্য মূলত কাশফুলের মাথায় এই কাশফুলের মাথায় সুন্দর ফুলের সৃষ্টি হয় যার মাঝখানে গিয়ে ছবি তোলেনি এরকম মানুষ খুব কমই আছে। যারা গ্রামগঞ্জে বসবাস করে তারা হয়তো বা লক্ষ্য করলে দেখবে যে এই কাজগুলো গুলো অদূর বনের মধ্যে অনেকগুলো গাছের সমন্বয়ে ফুটে রয়েছে। যখন দখিনা বাতাস বহে তখন এই কাশফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। সেদিন আমাদের জমি দেখতে গিয়ে আমি এরকম একটি কাশফুলের ছোট্ট একটি বাগান দেখেছিলাম সেই ছোট্ট বাগানে অনেক সুন্দর সুন্দর কাশফুল ফুটেছিল। বসন্তের উত্তপ্ত দিনে এই কাশফুল দেখতে এতটা বেশি সুন্দর দেখাচ্ছিল যে বলে আপনাদের হয়তোবা বোঝাতে পারবো না।

ফটোগ্রাফি--০৩


IMG20221125112230-01.jpeg

ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আর মানুষের পছন্দের ফুলের তালিকায় জবা ফুল অন্যতম। বাংলাদেশের অনেক প্রজাতির জবা ফুল দেখা যায় তবে আমি সচরাচর দুই প্রজাতির জবাব ফুল দেখেছি তার মধ্যে একটি সাদা এবং অন্যটি রক্তাক্ত লাল জবা। তবে এই দুই প্রজাতির জবা ফুল ছাড়াও আরো অনেক প্রজাতির বা অনেক রঙের জবা ফুল রয়েছে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত। আমাদের বাসার পাশে ছোট্ট একটি স্কুল রয়েছে স্কুলের পাশের বাড়িতে এরকম ছোট্ট একটি জবা ফুলের গাছ রয়েছে এই গাছ থাকার কারণে বাড়ির সৌন্দর্যটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ছোট ছোট বাচ্চারা এখান থেকে মাঝে মাঝে জবা ফুল সংগ্রহ করে এবং একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামে কে কটা জবা ফুল গাছের নিচ থেকে কুড়িয়ে দিয়েছে। আমি মাঝে মাঝে সেই জবা ফুলের গাছের কাছে যাই এবং ফটোগ্রাফি করি। অনেকদিন আগে এই ফটোগ্রাফিগুলো করেছিলাম তাই আজ আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে।

ফটোগ্রাফি--০৪


IMG20221128150214-01.jpeg

সরিষা ও মৌমাছির ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

সরিষা গাছ এবং মৌমাছি এই দুইটার মাঝে একটি অপরটি ছাড়া কল্পনা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সরিষা গাছ দেখতে অনেক বেশি সুন্দর দেখায় বিশেষ করে যখন সরিষদ আছে ফুল ফোটে ঠিক তখনই মৌমাছির আনাগোনা লক্ষ্য করা যায়। মৌমাছি এ গাছ থেকে ওগা ছ ভ্রমণ করে। যখন মৌমাছি এ গাছ থেকে ও গাছ ফুলের মধু আহরণ করে আর সেই মধু আহরণ করার দৃশ্যটা খুব কাছ থেকে দেখতে সকলেই অনেক বেশি পছন্দ করে বলে আমার মনে হয়। সত্যিই এই দৃশ্যটা খুব কাছ থেকে যারা দেখেছি একমাত্র তারাই বুঝতে পারবেন যে দৃশ্যটা কতটা সুন্দর। এই সুন্দর মুহূর্ত দেখার পরে ক্যামেরাবন্দি করে রাখতে অবশ্যই মন চায়। ক্যামেরা বন্দি করে রাখাটা এবং সেই ছবিগুলো পরবর্তীতে নিজের ফোন থেকে দেখার মাঝে এক অন্যরকম ভালো লাগে কাজ করে। সেই অন্যরকম ভালোলাগা থেকেই ফটোগ্রাফি করেছিলাম। সত্যিই এই দৃশ্যটা অনেক বেশি মনে মুগ্ধকর আমার কাছে এরকম সুন্দর দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় এরকম সুন্দর দৃশ্য দেখতে যে কেউ অনেক বেশি পছন্দ করবে।

ফটোগ্রাফি--০৫


IMG20221128153431-01.jpeg

IMG20221128153438-01.jpeg

নিজেদের জমির কলার ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

ছোটবেলায় দুধ কলা দিয়ে ভাত খাইনি এরকম মানুষ হয়তো খুব কমই আছে। দুধ কলা ভাত সকলেই অনেক বেশি পছন্দ করে ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক বেশি সুস্বাদু মনে হয় দুধ কলা ভাত। বড় হবার পরেও এই স্বাদ কখনোই শেষ হয় না সবসময় অনেক বেশি সুস্বাদু মনে হয়। এটা আমাদের নিজেদের গাছের কলা আমাদের নিজেদের জমিতে এই সব্রীকলা চাষ করা হয়। মাঝে মাঝে নিজেদের জমি দেখতে যেতে হয় যখন বাসায় যাই মূলত বাসায় গেলে আমি বরাবর চেষ্টা করে নিজেদের জমিগুলো একটু দেখে আসার। বাড়িতে যাওয়ার পরে সেদিন নিজেদের কলার জমিতে গিয়ে দেখেছিলাম অনেক বড় বড় কলার ছরি পড়েছে যেগুলো দেখে নিজের মুঠোফোন বের করে কিছু ছবি তুলেছিলাম। সেই ছবিগুলোর মধ্যে কয়েকটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি ফটোগ্রাফি আপনাদের অনেক বেশি পছন্দ হবে।

ফটোগ্রাফি--০৬


IMG20221218165058-01.jpeg

শেষ বিকেলের সূর্যের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

শেষ বিকেলের সূর্য দেখতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যায় এবং সূর্য পশ্চিম আকাশে ডুবন্ত অবস্থায় দেখতে সকলেই অনেক বেশি পছন্দ করে। সূর্যাস্তের এরকম সুন্দর দৃশ্য সব থেকে বেশি পরিলক্ষিত করা যায় কক্সবাজার ভ্রমণ করলে। কক্সবাজার ভ্রমণ করলে দেখা যায় যে সূর্য পানির মধ্যে ডুবে যাচ্ছে এরকম দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে আমার। বিকেলবেলা মাঠে ঘুরতে গিয়ে মাঠ থেকে যখন বাসায় ফিরেছিলাম তখন শেষ বিকেলের সূর্যাস্তের এরকম সুন্দর একটি দৃশ্য দেখেছিলাম মনে হচ্ছিল ও দূর অন্তিম কালে সূর্যটা আস্তে আস্তে মেঘের আড়ালে ডুবে যাচ্ছে। দৃশ্যটা অনেকটা সময় বসে বসে দেখেছিলাম। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিচ্ছিল মনে হচ্ছিল যেন বারবার হাতছানি দিয়ে ডেকে বলছে সময় হয়েছে চলে যাবার।

ফটোগ্রাফি--০৭


IMG20230320160218-01.jpeg

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

আমরা সকলেই প্রকৃতি অনেক বেশি পছন্দ করি আসলে যারা প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করতে পারে প্রকৃতি তাদেরকে উজাড় করে ভালোবাসা দেয়। প্রকৃতি যে কতটা সুন্দর সেটা শহরের মানুষ তেমন একটা পরিলক্ষিত করতে পারে না কিন্তু যারা গ্রামে বসবাস করে তারা খুব কাছ থেকে প্রকৃতিকে দেখতে পারে। প্রকৃতির এই সৌন্দর্য একমাত্র গ্রামগঞ্জে থেকে উপলব্ধি করা যায়। প্রকৃতির মাঝে এক অন্যরকম ভালোলাগা ভালোবাসা কাজ করে বরাবরই যখন মন অনেক বেশি খারাপ থাকে তখন প্রকৃতির মাঝে নিজেকে সঁপে দিলে নিজের কাছে এক অন্যরকম ভালোলাগা কাজ করে নিমিষেই মন ভালো হয়ে যায়। আসলে প্রকৃতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু নেওয়ার আছে। যারা প্রকৃতিকে একবার গভীরভাবে ভালবাসতে পেরেছে তারা আর কখনোই অন্য কোন ভালোবাসার প্রতি আকৃষ্ট হয় না। আপনি যদি প্রকৃতিকে একটু ভালোবাসা দেন প্রকৃতি আপনাকে অনেক গুণ বেশি ভালোবাসা যোগ করে আপনাকে ফিরিয়ে দেবে এটাই প্রকৃতির ধর্ম।



আজ আর নয় এখানেই আমি আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট শেষ করছি আশা করছি আমার এই পোস্ট আপনাদের খুবই ভালো লেগেছে। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে...!!


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগফটোগ্রাফি
বিষয়আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব--০৫
পোস্টের কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

বাহ খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনার ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ফটোগ্রাফি করতে ভালোবাসেন বলেই এত সুন্দর ফটোগ্রাফি করেন। আসলে কোন কিছুর প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে সেই কাজগুলো সুন্দর হয়। প্রত্যেকটি ফটোগ্রাফি সুন্দর হয়েছে ভাইয়া। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আশা করছি মাঝে মাঝে আমাদেরকে চমৎকার সব ফটোগ্রাফি দেখার সুযোগ করে দিবেন।

 last year 

গ্রামীন পরিবেশের এই সুন্দর দৃশ্য যত দেখি ততই দেখতে মন চায়। দারুন ছিল প্রত্যেকটা ফটোগ্রাফি বিভিন্ন সময়ে করা ফটোগ্রাফি গুলো সত্যিই স্মৃতিচারণ করল অনেক ভালো লেগেছে।

 last year 

প্রকৃতির অপরুপ সৌন্দর্যের বেশকিছু ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন। আমি মুগ্ধ হয়ে দেখলাম আপনার করা ফটোগ্রাফি গুলো। কলমি ফুলের ফটোগ্রাফি দেখতে গিয়ে আমি তার পেছনের প্রকৃতির ফটোগ্রাফি দেখলাম।সত্যি দারুন হয়েছে। ফুলের,সূর্যের, ফসলের মাঠ অসাধারণ লাগছে ফটোগ্রাফিগুলো।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগলো। ঠিক বলেছেন ভাইয়া এই প্লাটফর্মে কাজ করার আগে এমন কেউ ফটোগ্রাফি মনে হয় করতো না। এই প্লাটফর্মে কাজ করার পর সবাই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে। আমি নিজেও কোথাও ঘুরতে গেলে ফটোগ্রাফি করার চেষ্টা করি ভালো কিছু দেখলে। খুব সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ভাই, প্রকৃতির অপরূপ সৌন্দর্য খুঁজতে গিয়ে আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফিতে থাকা সরিষা খেতে মৌমাছির বিচরণ আমার কাছে খুবই ভালো লেগেছে। সরিষা ফুল ে মৌমাছি মধু আহরণ করার সময় আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন যা দুর্দান্ত হয়েছে। এছাড়া প্রতিটি ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

খুবই অসাধারণ ফটোগ্রাফি করেছে আপনি । আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। বিশেষ করে আমার কাছে কলমি ফুল এবং সরিষা ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে । এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88506.38
ETH 3332.66
USDT 1.00
SBD 2.94