অনেকদিন পরে রাতের আড্ডা
আজ - ০৭ কার্তিক | ১৪৩০ বঙ্গাব্দ | সোমবার | হেমন্তকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
- অনেকদিন পরে রাতের আড্ডা
- আজ ০৭ম কার্তিক, ১৪৩০ বঙ্গাব্দ
- সোমবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ দুপুর সবাইকে......!!
আচ্ছা আপনারাই বলুন ভাই ব্রাদারের সঙ্গে আড্ডা দিতে কার না ভালো লাগে...?? আপনাদেরও কি আমার মত ভাই ব্রাদারের সঙ্গে আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগে...?? এই প্রশ্নটা যদি আপনাদের করা হয় তাহলে সকলেই কোনরকম ভাবনা চিন্তা ছাড়াই উত্তরটা আসবে হ্যাঁ অবশ্যই ভাই ব্রাদার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগে। বর্তমান সময়ে বন্ধুদের সঙ্গে তেমন একটা আড্ডা দেওয়া হয়ে ওঠেনা কারণ বন্ধুরা এখন আর কেউই তেমন একটা বাসায় থাকে না যে যার কাজ পরিবার এবং অন্যান্য আনুষাঙ্গিক জিনিস নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। এলাকায় কিছু ভাই ব্রাদার আছে অনেকেই এলাকার বাহিরে তবে কোন একটা সময়ে সবাই একত্রে বাসায় চলে আসি। এবারও ঠিক তেমনটাই ঘটেছে এদের মধ্যে কেউ কেউ আবার বাসাতে থাকে যার কারণে খুব একটা খোঁজাখুঁজির প্রয়োজন পড়ে না। এইতো গত শুক্রবার আমার ভার্সিটির মিড টার্ম পরীক্ষা শেষ হয়েছে। অনেকদিন ঢাকাতে ছিলাম যেহেতু মিটরাম পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাসায় গিয়ে কিছুদিন থাকব এসে দেখি, অনেকেই বাসায় চলে এসেছে পূজার ছুটিতে।
যদিও আগে থেকেই সকলের সঙ্গে কন্টাক্ট করে রেখেছিলাম নির্দিষ্ট একটা তারিখে যেন সকলেই বাসায় চলে আসে। আমি বাসায় আসার আগে দেখি অনেকেই বাসায় চলে এসেছে আমি গতকাল বিকেল বেলা বাসায় এসেছি ঢাকা থেকে। বাসায় এসে বাসায় খুব একটা থাকা হয়ে ওঠে না সবসময়ই এদিকে ওদিকে ঘুরাঘুরি করায় অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। প্রতিবার এমনটাই ঘটে এবারও তার ব্যতিক্রম নয় বাসায় এসে গোসল খাওয়া-দাওয়া করেই ভাই ব্রাদার বাইক নিয়ে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম প্রথমে আমরা গিয়েছিলাম নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে প্রকৃতি পরিবেশের মধ্যে অনেকটা সময় কাটিয়েছিলাম সেই সময়টা বরাবরই আমাদের কাছে অনেক বেশি রোমাঞ্চকর এবং রঙিন মনে হয়।
নদীর বুক থেকে ধেয়ে আসা বাতাস গায়ে দোলা দিচ্ছিল খুবই ভালো লাগছিল সেই সময়টা। সন্ধ্যা পর্যন্ত আমরা সেখানেই সময় কাটিয়েছিলাম। যখন সন্ধ্যে শেষ হয়ে রাত্রি নেমে পড়েছিল ঠিক সেই সময়টাতে আমরা আবার সেখান থেকে রওনা দিয়েছিলাম কোন একটা জায়গায় যাওয়ার জন্য কোথায় যাব এটা ভেবেই পাচ্ছিলাম না অবশেষে বাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম আমরা প্রতিবার এরকমভাবেই বাইক নিয়ে ঘুরে বেড়াই। যেখানেই মন চায় সেখানে চলে যাই যে চা কফি খাওয়া দাওয়া করি খুবই ভালো লাগে। ভাই ব্রাদারের সঙ্গে এরকম সুন্দর মুহূর্ত আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে।
আমরা প্রায় অনেক রাত অব্দি বাহিরে কাটিয়েছিলাম তারপরে যখন রাত্রি দশটা এগারোটা বেজে গিয়েছিল তখন আমরা যে যার বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। সত্যি বলতে বাহির থেকে যখন বাসায় আসি তখন বাসার মানুষের সঙ্গে সময় কাটানো টা খুবই কম হয়ে যায় সব সময় বাহিরেই সময় কাটানো হয় আর এই ব্যাপারটা নিয়ে বাসার সকলেই অনেক অভিযোগ করে। তারপরেও কিছু করার থাকেনা এভাবেই চলতে হয়। এরপরে রাতের খাবার খাওয়া শেষ করে আমাদের বাসার পাশে ছোট্ট একটা গার্লস স্কুল আছে আমরা সচরাচর সেই গার্লস স্কুলের ফিল্ডে বসেই রাতের সময় কাটাই প্রতিদিনের মতো সেদিনও চলে যাই স্কুলের ফিল্ডে। সেখানে গিয়ে আমরা অনেকটা সময় গল্প করেছিলাম রাত্রে যখন একটা বেজে গিয়েছিল তখন ভেবেছিলাম এখন বাসায় চলে যাব কিন্তু যখন বাসায় যাব ঠিক তখনই পাশের দোকানের দিকে তাকিয়ে দেখি সেখানে লাইট জ্বলছে।
এরপরে আমরা সেখানে যাই খাবার খাওয়ার জন্য যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে তাই সকলেরই কিছুটা খুদা লেগেছে। সেখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম যেগুলো খেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলাম তারপরে সেখানে আমরা দেখতে পাই ক্রাম বোর্ড। যদিও আমি ক্রাম তেমন একটা খেলতে পারি না তবে মাঝে মাঝে ভাই ব্রাদারের সঙ্গে চেষ্টা করি। আমাদের সাথে যারা থাকে অনেকেই অনেক ভালো ক্রাম খেলে যেহেতু আমরা চারজন ছিলাম তাই ভাবলাম যে এখন একটু ক্রাম খেলা যাক। খেলতে খেলতে কখন যে রাত্রি ৩ঃ০০ টা বেজে গিয়েছিল বুঝতেই পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্রি ৩: ০০ টা বেজে ১০ মিনিট। এর মাঝে আমরা অনেক খাওয়া দাওয়া করেছি এবং খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম।
যদিও আমি তেমন ভাল ক্রাম খেলতে পারি না তবে সেদিন রাত্রে ভালই পকেটে 'করি' দিতে পারছিলাম। সবাই তো আমার খেলা দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছিল এবং কেউ একজন বলছিল যে তুই ঢাকা গিয়ে ক্রাম খেলিস নাকি..?? আমি এবার একটু পার্ট নিয়ে তাকে বললাম এটা আবার খেলার কি আছে খুবই সহজ একটা জিনিস হাহাহা। যাইহোক অনেক রাত অবধি আমরা সেখানে সময় কাটিয়েছিলাম আমরা প্রায় বাসায় পৌঁছাতে পৌঁছাতে চারটা বেজে গিয়েছিল। বাসায় এসে আর একটুও ফোন টিপাটিপি করিনি ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দীর্ঘ অনেকদিন পরে ভাই ব্রাদারের সঙ্গে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করতে পেরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল এরকম সুন্দর মুহূর্ত বারবার কাটাতে মন চায়।
এটাই ছিল আমার আজকের পোস্ট আশা করছি আমার এই পোস্ট আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে....!!
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা
বিভাগ | জেনারেল রাইটিং |
---|---|
বিষয় | অনেকদিন পরে রাতের আড্ডা |
পোস্ট এর কারিগর | @jibon47 |
অবস্থান | [সংযুক্তি]source |
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আসলে ভাইয়া অনেকদিন পরে রাতে আড্ডা দেওয়ার মজাই আলাদা। আর রাত্রে বেলায় নদীতে নৌকা বেয়ে যাওয়াটা নিঃসন্দেহে বেশ আনন্দের। আর আপনি নিশ্চয় ক্রামবোর্ড খেলায় বেশ পারদর্শী। যার কারনে খেলতে খেলতে রাত তিনটা বাজিয়ে দিয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি কিন্তু মোটামুটি বেশ ভালো ক্যারাম খেলতে পারি ভাই। কিন্তু অনেকদিন খেলি না। যাইহোক আপনি বাড়িতে গিয়েছেন দেখে ভালো লাগল। আমিও এলাকার বন্ধুদের সঙ্গে রাতে বা সন্ধ্যার পরের আড্ডা টা বেশ মিস করছি ভাই। কবে যে বাড়ি যেতে পারব সেটাই ভাবছি। আপনি দেখছি বাড়িতে গিয়ে নদীর পাড়ের প্রকৃতি উপভোগ করেছেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন। বেশ ভালো সময় কাটিয়েছেন।।
আমিও আপনার মতই খুব একটা ভালো কেরাম খেলতে পারিনা তবে হঠাৎ করেই মাঝে মাঝে কিরাম খেলতে গেলে কাকতালীয়ভাবে পকেট করতে পারি।
অনেকদিন পর সব বন্ধু-বান্ধবরা মিলে রাতের বেলা আড্ডা দিয়েছে দেখে খুব ভালো লাগলো, ব্যস্ততার কারণে এখন আমার আর আড্ডা দেয়া হয় না। তবে আমিও বলব ভাই ব্রাদারের দের সাথে আড্ডা দিতে খুব ভালই লাগে।
আসলে ভাই কত রজনী কেটেছে বন্ধুদের সাথে ক্রাম খেলে তার কোন হিসেব নেই। এখনো ঐ মুহূর্ত গুলো মনে পড়লে হৃদয়ের মাঝে শিহরিত হয়ে ওঠে। তবে এখন ব্যস্ততার কারণে আর বন্ধুদের সাথে ক্রাম খেলা হয় না। রাতে আড্ডা বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। গভীর রাত পর্যন্ত ক্রাম খেলেছেন যেন খুব ভালো লাগলো। বন্ধুদের সাথে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। এত চমৎকার মুহূর্তের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাই আপনি রাত চারটা পর্যন্ত ক্রাম খেলেছেন জানতে পেরে অবাক হয়ে গেলাম! এত রাত পর্যন্ত এরকম মজা করার মধ্যে অনেক আনন্দ রয়েছে ঠিক, তবে সব সময় এরকম করা সম্ভব হয় না। আমি একবার গ্রামে গিয়ে রাত একটা পর্যন্ত ক্রাম খেলেছিলাম তাই নিয়েও বাড়িতেও অনেক কথা শুনতে হয়েছিল আমাকে। আজকের পোস্টটিতে শেয়ার করা আপনার রাতের আড্ডার গল্প শুনে বেশ ভালো লাগলো ভাই।