লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @jerin-tasnim

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের পোস্টের বিষয়বস্তু হচ্ছে লেভেল ওয়ান থেকে আমার অর্জন।গত শুক্রবারে আমাদের লেভেল ওয়ান এর ক্লাস করানো হয়েছে। @ayrinbd আপু আমাদেরকে লেভেল ওয়ান ক্লাসের সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি লেভেল ওয়ান থেকে যে সকল বিষয় সম্পর্কে জেনেছি সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। অর্থাৎ, আজকে আমি লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিচ্ছি।

IMG_20231107_165037.jpg

source

প্রশ্ন : কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

উত্তর : স্প্যাম বলতে বোঝায় অপ্রাসঙ্গিক বা অবাঞ্চিত বিষয়কে যা বারবার করা হয়ে থাকে।
অর্থাৎ কেউ যদি কোনো বার্তা না চাওয়ার পরও বারবার পাঠিয়ে যায় তাহলে সেই কাজটি স্প্যামিং বলে গণ্য হবে। একই কোনো ঘটনাকে বারবার বিভিন্নভাবে বর্ণনা করার চেষ্টাও এক ধরনের স্প্যামিং।স্প্যামিং এর সবচেয়ে খারাপ দিক হচ্ছে, কারো কোনো পোস্টে বিরক্তিকর ভাবে কোনো নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বারবার মেনশন দেয়া। কোনো পোস্টে যদি অপ্রাসঙ্গিক ট্যাগ বারবার ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেটা ট্যাগ স্প্যামিং বলে গণ্য হবে। এছাড়া অপ্রাসঙ্গিক বা অবাঞ্ছিত কমেন্টের মাধ্যমে স্প্যামিং করা হয়ে থাকে।

প্রশ্ন : ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

উত্তর: আমরা কম বেশি সকলেই কপিরাইট শব্দটির সঙ্গে পরিচিত। কপিরাইট মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করার জন্য কপি বা নকল করার ক্ষেত্রে একটি আইন।অর্থাৎ, কোনো ব্যক্তির লেখা, গল্প, কবিতা ও ছবি তার অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তির কপি বা নকল করার হাত থেকে রক্ষা করার নিয়মই হচ্ছে কপিরাইট।
অনেকেই আছেন যারা তাদের ছবিগুলো বিভিন্ন সাইটে শেয়ার করে কপিরাইটের আওতাভুক্ত করে। যাতে অন্য কোনো ব্যক্তি এই ছবিগুলো তাদের অনুমতি ছাড়া না নিতে পারে।আর কেউ যদি এই কপিরাইটের আওতাভুক্ত ছবি নিয়ে ব্যবহার করে তাহলে কপিরাইট আইন লঙ্ঘন হবে। তাই আমার এই সকল কপিরাইট আইনভুক্ত সোর্স থেকে কোনো ধরনের ফটো ব্যবহার করতে পারবো না। আমরা শুধুমাত্র কপিরাইট ফ্রি সোর্সগুলো থেকেই ছবি বা ফটোগুলো ব্যবহার করতে পারবো।

প্রশ্ন : তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

উত্তর :যে সকল ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়, সেগুলোর মধ্যে থেকে তিনটি ওয়েবসাইটের নাম নিচে দেওয়া হলো :
১. https://pixabay.com
২. https://burst.shopify.com
৩. https://www.freeimages.com/

প্রশ্ন : পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

উত্তর : পোস্ট করার সময় একেবারে শেষের দিকে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে ট্যাগ অংশ। ট্যাগ হচ্ছে আমরা যে বিষয়ের উপর কোনো লেখা লিখেছি সেই বিষয়ের কিছু কীওয়ার্ডস।

আমরা যদি রেসিপি নিয়ে কোনো পোস্ট করি তাহলে রেসিপি সংক্রান্ত কিছু শব্দ, যেমন: recipe curry fish bangladesh ইত্যাদি ট্যাগ ব্যবহার করবো।আর যদি ভ্রমণের কোনো পোস্ট করি তাহলে ভ্রমণ সংক্রান্ত কিছু শব্দ, যেমন:travel tour visite bangladesh nature ইত্যাদি শব্দ ট্যাগ হিসেবে ব্যবহার করবো।যেহেতু এই পোস্টে আমরা ট্রাভেল শব্দটি ট্যাগ হিসেবে ব্যবহার করেছি সেহেতু এই শব্দটি ট্রেন্ডিং হিসেবে থাকবে এবং এটাতে ক্লিক করলে যারাই ট্রাভেল সংক্রান্ত পোস্ট করেছে তাদের সবার পোস্টগুলো এক জায়গায় পেয়ে যাব। আর মূলত এ কারণেই ট্যাগিং করা হয়ে থাকে।

প্রশ্ন : আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

উত্তর :
১. নারী বিদ্বেষমমূলক ও নারীদের সম্মানক্ষুণ্ন করে এবং নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট।
২. সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো পোস্ট।
৩. ধর্মীয় এফিলিয়েশনের উপরে লেখা কোনো পোস্ট।
৪. চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট ।
৫. রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক যে কোনো দলের নামে প্রশংসাসূচক বা সমালোচনামূলক যে কোনো ধরণের পোস্ট।
৬. উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট ।
৭. শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরণের পোস্ট।
৮. অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব, কুসংস্কার সমর্থন করে এ সম্পর্কিত সব ধরণের পোস্ট কঠোরভাবে নিষিদ্ধ ।
৯. যে কোনো ধরণের অপরাধকে সমর্থন করে এমন যে কোনো পোস্ট।
১০. কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্তার বিরুদ্ধাচারণমূলক ও বিদ্বেষমূলক এবং হেয় জ্ঞান করে কোনো পোস্ট।
১১. পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না।
১২. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট ।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে উক্ত বিষয়গুলোর উপর পোস্ট লেখা নিষিদ্ধ।

প্রশ্ন : প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর : প্লাগারিজম বলতে বোঝায় অন্যের কোনো লেখাকে একেবারে নিজের বলে চালিয়ে দেওয়া অথবা অন্যের কোনো লেখাকে সামান্য কিছু পরিবর্তন করে নিজের লেখা বলে চালিয়ে দেওয়া।
অর্থাৎ, আমার লেখালেখির পূর্বে অতীতে কেউ এটি লিখেছে বা পাবলিশ করেছে এবং আমি যদি সেখান থেকে হুবহু অথবা কিছুটা পরিবর্তন করে সেই লেখাটি নিজের লেখা বলে চালিয়ে দিই তাহলে সেটা প্লাগারিজমের আওতায় পড়বে।

প্রশ্ন : re-write আর্টিকেল কাকে বলে?

উত্তর : আমরা যদি ব্লগ লেখার জন্য কোনো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বা একাধিক সোর্স থেকে তথ্য নিয়ে সেগুলো থেকে জ্ঞান আহরণ করে সম্পূর্ণ নিজের মতো করে লিখি তাহলে সেটা re-write হিসেবে গণ্য হবে।

প্রশ্ন : ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

উত্তর : ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে যে সকল বিষয় উল্লেখ করতে হবে তা নিচে দেওয়া হলো:
১. ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে রেফারেন্স সোর্সগুলো উল্লেখ করতে হবে। অর্থাৎ, যে সকল সোর্সগুলো থেকে ডাটা নিয়ে আমি ব্লগটি নিজের মতো করে লিখেছি, সেই সোর্সগুলো উল্লেখ করা আবশ্যক।
২. এবং সোর্সগুলো থেকে যে সকল তথ্য কালেক্ট করেছি সেগুলো ইনভার্টেড কমার মধ্যে উল্লেখ করতে হবে।
৩. এছাড়া আরো একটি বিষয় খেয়াল করতে হবে সেটি হচ্ছে, re-write করা আর্টিকেলে ৭৫%-৮০% লেখা সম্পূর্ণ নিজের হতে হবে।

প্রশ্ন : একটি পোস্ট কখন মাইক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

উত্তর : যখন কোনো পোস্টে একটি মাত্র ছবি অথবা ১০০ ওয়ার্ডের কম লেখা থাকে,তখন সেই পোস্টটি "মাইক্রো পোস্ট" হিসেবে গণ্য করা হয়।

প্রশ্ন : প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? (আমার বাংলা ব্লগ কমিউনিটিতে)

উত্তর : "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একজন ব্লগার প্রতি ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩ টি পোস্ট করতে পারবে।

এটাই ছিল আমার লেভেল ওয়ান থেকে অর্জন। আমার লিখিত পরীক্ষায় কোন ভুল ত্রুটি থাকলে সেই ভুলগুলো ধরিয়ে দেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 2 years ago 

বাহ! আপনি তো দেখছি লেভেল ওয়ান হতে অনেক সুন্দর অর্জন করলেন। আসলে লেভেল থেকে অনেক কিছু শেখা যায় যদি ভালোভাবে মন দিয়ে শিখেন। এই লেভেলের শিক্ষা গুলো পরবর্তীতে বেশ কাজে আসে। আশা করি আপনি বেশ ভালোভাবে লেভেল গুলো অতিক্রম করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

জি আপু,লেভেল ওয়ান থেকে অনেক কিছু জানতে পেরেছি।দোয়া করবেন, যেন সবগুলো লেভেল ভালোভাবে অতিক্রম করতে পারি।আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.33
JST 0.032
BTC 109613.84
ETH 3916.61
USDT 1.00
SBD 0.87