ডাই পোস্ট : পেপার দিয়ে তৈরি সুন্দর ড্রেস।

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি খুবই সুন্দর একটি ডাই পোস্ট।

IMG20231213104643-01-01.jpeg

IMG20231213104526-01.jpeg

পেপার দিয়ে বিভিন্ন রকমের অরিগ্যামি বানাতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে রঙিন পেপার ব্যবহার করে সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করার চেষ্টা করি।রঙিন পেপার দিয়ে বানানো যেকোনো জিনিসই দেখতে খুবই সুন্দর দেখায়। আজ আমি রঙিন পেপার ব্যবহার করে খুবই সুন্দর ড্রেস বানিয়েছি। এখানে আমি সাদা ও নীল রঙের কাগজ দিয়ে দুটি ড্রেস বানিয়ে নিয়েছি। ড্রেস দুইটি দেখতে খুবই সুন্দর লাগছিল।আশা করি আপনাদের ও ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক, কিভাবে আমি তৈরি করলাম এই সুন্দর ড্রেসটি।

পেপার দিয়ে তৈরি সুন্দর ড্রেস

IMG20231213104455-01.jpeg

IMG20231213104913-01.jpeg

IMG20231213104702-01.jpeg

IMG20231213124947-01.jpeg

উপকরণ

১.রঙিন কাগজ
১.কাঁচি
১.গাম
১.কলম

IMG20231213102000.jpg

ধাপ-১

প্রথমে আমি ৮ সেন্টিমিটার দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট তিন টুকরো নীল রঙের কাগজ নিব। এরপর ৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট আরো একটি নীল রঙের কাগজ নিব।এবং চিকন করে কাঁটা এক টুকরো সাদা রঙের কাগজ নিব ।

IMG20231213102127.jpg

ধাপ-২

এখন আমি এক টুকরো নীল রঙের কাগজ নিয়ে সেটা মাঝ বরাবর ভাঁজ দিব।এরপর আরও একবার কাগজটি মাঝ বরাবর ভাঁজ দিব।চিত্রের মত করে কাগজটিকে কোনাকুনি দুইবার ভাঁজ দিব।

IMG20231213102346.jpgIMG20231213102412.jpg
IMG20231213102426.jpgIMG20231213102504.jpg
ধাপ-৩

এরপর কাগজের পেছনের বাড়তি অংশটুকু কেটে ফেলবো। কাগজটির ভাঁজ খোলার পরে দেখব এটা সার্কেল আকৃতির হয়েছে। একইভাবে বাকি দুটি নীল রঙের কাগজটি সার্কেল আকৃতির করে কেঁটে নিব।

IMG20231213102530.jpgIMG20231213102550.jpg

IMG20231213102719.jpg

ধাপ-৪

এখন সার্কেল আকৃতির কাগজটি মাঝ বরাবর দুই বার ভাঁজ দিব। এরপর চিত্রের মতো করে কাগজটির দুই পাশে ভাঁজ দিব।

IMG20231213102745.jpgIMG20231213102830.jpg

IMG20231213102936.jpg

ধাপ-৫

এখন কাগজটির সম্পূর্ণ ভাঁজ খুলে ফেলব। এরপর এটা পেছনের অংশ থেকে দুইবার কোনাকুনি ভাঁজ দিব।একইভাবে বাকি দুইটি কাগজও ভাঁজ করে নিয়েছি।

IMG20231213102948.jpgIMG20231213103003.jpg
IMG20231213103042.jpgIMG20231213103107.jpg

IMG20231213103427.jpg

ধাপ-৬

এরপর জামাটির উপরের অংশ বানানোর জন্য নীল রঙের ছোট কাগজটি নিব। এখন কাগজটিকে মাঝ বরাবর দুইবার ভাঁজ দিব।তারপর দুইপাশ থেকে কোনাকুনি ভাঁজ দিব।

IMG20231213103455.jpgIMG20231213103504.jpg
IMG20231213103527.jpgIMG20231213103532.jpg
ধাপ-৭

এখন আরো একবার কাগজটিকে দুই পাশে কোনাকুনি ভাঁজ দিব।এরপর চিত্রের মতো করে উপরের বাড়তি অংশটুকু ভাঁজ দিয়ে নিব।

IMG20231213103550.jpgIMG20231213103606.jpg
IMG20231213103633.jpgIMG20231213103644.jpg
ধাপ-৮

এখন চিত্রের মত করে উপরের অংশটুকু সুন্দরভাবে ভাঁজ দিয়ে হাতার ডিজাইন করে নিব। এভাবেই জামার উপরের অংশ তৈরি করে ফেললাম।

IMG20231213103704.jpgIMG20231213103719.jpg
ধাপ-৯

এখন গাম দিয়ে সবগুলো অংশ সুন্দরভাবে লাগিয়ে দিব।
আগেই তৈরি করে রাখা নীল রঙের ভাঁজ দেওয়া কাগজগুলো গামের সাহায্যে লাগিয়ে দিব। এভাবেই তৈরি হয়ে গেল জামার নিচের অংশটুকু।

IMG20231213103743.jpgIMG20231213103907.jpg

IMG20231213104101.jpg

ধাপ-১০

এখন জামার উপরের অংশ গামের সাহায্যে নিচের অংশের সঙ্গে সুন্দরভাবে সেট করে নিব।

IMG20231213104151.jpg

ধাপ-৯

জামাটিকে আরো সুন্দর দেখানোর জন্য এর মাঝ বরাবর সাদা রঙের কাগজ লাগিয়ে দিব।

IMG20231213104432.jpg

শেষ ধাপ

এভাবেই তৈরি হয়ে গেল পেপার দিয়ে তৈরি সুন্দর ড্রেস।

IMG20231213104558-01.jpeg

IMG20231213104448-01.jpeg

IMG20231213104844-01.jpeg

IMG20231213124745.jpg

IMG20231213104857-01.jpeg

আশা করি আমার তৈরি করা এই ড্রেসটি আপনাদের ভালো লেগেছে। পেপার দিয়ে তৈরি ড্রেস আসলেই দেখতে অনেক সুন্দর হয়।তবে আমি কতটুকু সুন্দরভাবে বানাতে পেরেছি জানিনা। আমার কোন ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন। সংশোধন করার যথাসাধ্য চেষ্টা করব। আর কথা না বাড়িয়ে এখানেই আজকের পোস্ট শেষ করছি। আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীডাই পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার সংক্ষিপ্ত পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 8 months ago 

পেপার দিয়ে ড্রেস তৈরির আইডিয়াটি আমার কাছে খুব ভালো লেগেছে! ছোট বাচ্চাদের কিউট ড্রেসের মতো লাগছে। আপনি ধাপে ধাপে বানানোর প্রক্রিয়াটা সুন্দর করে দেখালেন। 🌼

 8 months ago 

কাগজ দিয়ে এইভাবে ড্রেস বানাতে আমার অনেক ভালো লাগে।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 8 months ago 

রঙ্গিন পেপার দিয়ে তৈরি ড্রেসটি দেখতে বেশ ভালো লাগছে। আসলে পেপার দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক ধৈর্য্য এবং দক্ষতার প্রয়োজন। আপনার মধ্যে তা বিদ্যমান আপনি নিখুঁতভাবে তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 8 months ago 

ওয়াও খুবই চমৎকার ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে বানানো এত সুন্দর ড্রেস দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার বানানো এই ড্রেস দেখতে সিনড্রেলার ড্রেস এর মত দেখাচ্ছে। ড্রেসের কালার খুব সুন্দর হয়েছে। ধাপগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমার কাছে আপনার এই পোস্ট অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ ইউনিক একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 8 months ago 

রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে পেপার দিয়ে সুন্দর ড্রেস তৈরি করেছেন বেশ অসাধারণ হয়েছে। ‌ ড্রেস দেখতে খুবই সুন্দর লাগছে ‌ । পেপার দিয়ে তৈরি সুন্দর ড্রেস তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 8 months ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটা মেয়েদের ড্রেস তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজে এতটা পারদর্শিতা রয়েছে সেটা তো আমি জানতামই না। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই কাগজের ড্রেস দেখে।

 8 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ড্রেস তৈরি করেছেন। এরকম একটা ড্রেস আমিও তৈরি করেছিলাম। আপনি অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য । আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 8 months ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পেপার দিয়ে তৈরি সুন্দর ড্রেস তৈরি করে। আপনার তৈরি চমৎকার পেপারের ড্রেস দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 8 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি সুন্দর একটা ড্রেস তৈরি করছেন। রঙিন কাগজের জিনিস গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমরা রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি।আপনার তৈরি করা রঙিন কাগজের ড্রেসটি অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 8 months ago 

কাগজ দিয়ে খুবই সুন্দর ড্রেস তৈরি করেছেন। এই ড্রেস তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। খুব সহজেই শিখতে পারলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ড্রেস তৈরি করে ফেলেছেন৷ আপনার কাছ থেকে সুন্দর ড্রেসটি দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ অসাধারণভাবে আপনি এই ড্রেস তৈরি করেছেন৷ এখানে খুবই ছোট ছোট কিছু ডিজাইন দিয়েছেন যা এর সৌন্দর্যকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ড্রেস তৈরি করে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 56776.60
ETH 2424.08
USDT 1.00
SBD 2.37