আমার বাংলা ব্লগ - //ফটোগ্রাফি পোস্ট//

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু ফটোগ্রাফি নিয়ে। যদিও আমি খুব ভালো ফটোগ্রাফি করতে পারি না। তবে চেষ্টা করি ফটোগ্রাফি গুলোকে আরো সুন্দর করে তোলার জন্য। কারণ, ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি যেকোন ধরনের ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। কিন্তু ছোট ছোট জিনিসের ফটোগ্রাফি করতে আমার সবথেকে বেশি ভালো লাগে। কারণ ফটোগ্রাফির মাধ্যমে ছোট ছোট জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়।এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সাধারণ কিছু ফটোগ্রাফি।

মরিচের ফুল:

IMG_20230805_133202-01.jpeg

এটা খুবই সুন্দর একটা মরিচের ফুল। আমরা কম বেশি সবাই মরিচের ফুল চিনি। মরিচের ফুল সর্বদাই সাদা রঙের হয়ে থাকে। সাদা রঙের হওয়ায় ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। মরিচের ফুল আকারে বড় হয় না। এই ফুলগুলো অনেক ছোট হয়ে থাকে।

পাকা মরিচ:

IMG-20230805-WA0010-01.jpeg

উপরের ছবিতে দেখতে পাচ্ছি একটা পাকা মরিচ।এই পাকা মরিচটি গাঢ় লাল রঙের। কাঁচা মরিচের যখন বেশি বয়স হয় তখন এগুলো পেকে লাল রংয়ের হয়ে যায়। এরপর এই পাকা মরিচ গাছ থেকে তুলে রোদে শুকিয়ে শুকনা মরিচ তৈরি করা হয়। এই শুকনা মরিচ রান্নার স্বাদ বহুগুন বাড়িয়ে দেয়।

নারিকেল গাছের ফুল :

IMG_20230805_132124-01.jpeg

এটা নারকেল গাছের খুব সুন্দর একটা ছোট্ট ফুল। ফুলটি দেখতে গাঢ় হলুদ রঙের। নারিকেল গাছে ছোট ছোট অনেক ফুল দেখা যায়। এই ফুল গুলোর মধ্যে কিছু ফুল ঝরে যায় এবং কিছু ফুল থেকে নারিকেলের কুড়ি হয়। ফটোগ্রাফিটি সুন্দর করে তোলার জন্য আমি নারিকেলের ফুলটি কচুপাতার উপর রেখেছিলাম।

পেঁপে :

IMG-20230805-WA0016-01.jpeg

এটি আমাদের গাছের পেঁপে। এই পেঁপেটি এখনো কাঁচা আছে। কাঁচা পেঁপের মধ্যে অনেক পুষ্টি থাকে। যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তাই অনেকেই কাঁচা পেঁপে রান্না করে খায়। আমার কাঁচা পেঁপে খেতে খুব একটা ভালো লাগে না।তবে পাকা পেঁপে খেতে খুবই ভালো লাগে।

কালোকেশী বা কেশরাজ গাছের :

IMG-20230805-WA0033-01.jpeg

এটাকে বলে কালোকেশী বা কেশরাজ গাছ। এটি খুবই উপকারী একটি গাছ।এটা রোগের ঔষধি হিসেবে কাজ করে। এছাড়া এটা চুলের পুষ্টি বৃদ্ধিতে অনেক সহায়তা করে। চুল কালো এবং ঘন করে তোলে। গাছটিতে একটি সুন্দর সাদা রঙের ফুল দেখতে পাচ্ছি। ফুলের পাপড়িগুলো খুবই ক্ষুদ্র।

কলা গাছের পাতার উপর পানির ফোটা :

IMG-20230805-WA0011-01.jpeg

কলা গাছের পাতা গাঢ় সবুজ রঙের। বৃষ্টির পরে ফটোগ্রাফিটি করা হয়েছে। তাই কলা গাছের পাতার উপর বিন্দু বিন্দু পানির ফোটা দেখতে পাচ্ছি। পাতার উপর পানির ফোটা থাকার কারণে পাতাগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

একটি পোকার খোলস :

IMG-20230805-WA0000-01.jpeg

ছবিতে দেখতে পাচ্ছি লিচু পাতার উপর একটি পোকার খোলস।এই পোকাটি দেখতে খুবই সুন্দর। লাল রঙের হয়ে থাকে পোকাটি। বিশেষ করে লিচু গাছে এই পোকার আক্রমণ বেশি দেখা যায়।পোকাটি তার খোলস বদলেছিল।পোকাটি লাল রঙের হলেও খোলস ছিল সাদা রঙের।

আশা করি আমার এই সাধারণ ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোনো পোস্ট নিয়ে।আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

ডিভাইস : SAMSUNG Galaxy A10
লোকেশন : বাংলাদেশ

আল্লাহ হাফেজ
Sort:  
 last year 

আপনি নিউ মেম্বার হিসাবে আজকে ফটোগ্রাফি পোস্ট। এত সুন্দর ভাবে করেছেন। সত্যি আমি অবাক হলাম এবং আপনি যে ডিভাইস দিয়ে ফটোগ্রাফি করেছেন সেটা উল্লেখ করলে আরো ভালো হতো। মরিচের ফুলটি আপনি দারুন দক্ষতায় ফুটিয়ে তুলেছেন ক্যামেরার মাধ্যমে তারপর নারিকেল গাছের ফুল।সবথেকে ভালো লাগলো কলা গাছের পাতার উপর পানির ফোটা। কি সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমার কাছে প্রতিটি ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে আপু। আপনার জন্য শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার কাছে আমার ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 last year 

আপনি চমৎকার চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। বিশেষ করে মরিচের ফুল আর পেঁপে এগুলো ফটোগ্রাফি দারুণ লেগেছে আমার। আপনি নতুন হিসাবে সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট করছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

আমার সাধারণ ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।আমাকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনি নতুন হিসেবে খুবই চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে মরিচ ফুল আর কালোকেশী গাছের ফুল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনি ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। আশা করি সামনে আপনার কাছ থেকে আরও ভালো কিছু দেখতে পারবো। ধন্যবাদ।

 last year 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আপনি সুন্দর ফটোগ্রাফ করেন।ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ননা তুলে ধরেছেন। ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আসলে আমি খুব একটা ভালো ফটোগ্রাফি করতে পারিনা।তবে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

ফটোগ্রাফি করতে আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি সাথে সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। বিশেষ করে কলা পাতার উপর বৃষ্টির বিন্দু খুবই সুন্দর লাগছে। ফুলের ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ হয়েছে । এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বাহ আপু তো দারুন ছবি তুলেন দেখা যায়। প্রতিটা ছবি খুবই স্পষ্ট ছিলো। মরিচ এর ফুল দুই একবার দেখেছি হয়তো। বেশি ভালো লেগেছে কলা পাতার উপর পানির ফোটা গুলো।

 last year 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি বেশ ভালো ছিল তবে বিশেষ করে আমার কাছে নারকেলের ফুলের ফটোগ্রাফি। এবং মরিচ ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অসাধারণ ছবিগুলো, বিশেষ করে প্রথম তিনটা ছবি এত ক্লিয়ার ছিল এবং দেখতে এতো ভালো লাগছিল যা বলার মত নয়।

 last year 

গ্রামীণ পরিবেশের এই সৌন্দর্য সচরাচর আমরা দেখতে পাই। আসলে এই সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। আপনি সেটা ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করলেন ভালই উপভোগ করেছি আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে ছোট যে কোন কিছুর ফটোগ্রাফি করলে তা দেখতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো বেশ দারুন ছিল। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সেগুলোর সৌন্দর্য ফুটে উঠেছে। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন তা আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছি। সব মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল।

 last year 

আপনি ঠিকই বলেছেন আপু,ছোট কোনো কিছুর ফটোগ্রাফি করলে আসলেই অনেক সুন্দর লাগে।ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95511.18
ETH 3313.19
USDT 1.00
SBD 3.30