অ্যাক্রেলিক পেইন্টিং : // পাথরের উপর স্ট্রবেরি অঙ্কন //

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামু আলাইকুম

IMG20240313085321-01.jpeg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই সুন্দর একটি অ্যাক্রেলিক পেইন্টিং। অ্যাক্রেলিক পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাইতো সময় পেলেই কোন না কোন পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসি। আশা করি আমার অংকন করা পেইন্টিংগুলো আপনাদের ভালো লাগে।আজকে আমি পাথরের উপর সুন্দর একটি স্ট্রবেরি অঙ্কন করে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। পাথরের উপর অংকন করতে আমার বেশ ভালো লাগে। সব সময় তো কাগজের উপর অংকন করি। তাই মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের কাজগুলো করতে একটু বেশিই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে পাথরের উপর একটি স্ট্রবেরি অঙ্কন করলাম।

পাথরের উপর স্ট্রবেরি আর্ট

IMG20240313085539-01.jpeg

IMG20240313085324-01.jpeg

IMG20240313085356-01.jpeg

IMG20240313085403-01.jpeg

IMG20240313085626-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.পাথর
২.অ্যাক্রেলিক রঙ
৩.তুলি
৪.পানি

IMG20240313083202.jpg

ধাপ-১:

প্রথমে আমি মাঝারি সাইজের সুন্দর একটি পাথর নিয়েছি। তারপর তুলির সাহায্যে পাথরের উপর লাল রং করে নিব। স্ট্রবেরি যেহেতু লাল রঙের হয় তাই এখানে লাল রং করেছি।

IMG20240313083255.jpgIMG20240313083434.jpg
ধাপ-২:

এরপর স্ট্রবেরির পাতা অঙ্কন করব। পাথরটির মাথায় সবুজ রং দিয়ে পাঁচটি ছোট ছোট পাতা এঁকে নিয়েছি। অ্যাক্রেলিক রং দিয়ে এ ধরনের আর্টগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে।

IMG20240313083816.jpgIMG20240313084043.jpg

IMG20240313084351.jpg

ধাপ-৩:

এখন কালো রং দিয়ে পাথরটির উপর অনেকগুলো বিন্দু এঁকে নিব। বিন্দু গুলো খুবই ছোট আকারের হবে।

IMG20240313084446.jpgIMG20240313084610.jpg
ধাপ-৪:

এরপর কালো রঙের বিন্দুর উপর সাদা রং দিয়ে আবারো একইভাবে বিন্দুগুলো এঁকে নিব। স্ট্রবেরির উপর এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে।

IMG20240313084733-01.jpeg

ধাপ-৫:

এভাবেই অংকন করে ফেললাম সুন্দর একটি স্ট্রবেরি। স্ট্রবেরিটি অঙ্কন করতে আমার বেশি সময় লাগেনি। খুব অল্প সময়ের মধ্যেই এই অংকনটি আমি করেছি।

IMG20240313085100-01.jpeg

ধাপ-৬:

আশা করি আজকের অংকন করা পাথরের উপর স্ট্রবেরিটি আপনাদের অনেক ভালো লেগেছে। পাথরের উপর এরকম স্ট্রবেরি অঙ্কন করায় পাথরে সৌন্দর্য অনেক বেড়ে গিয়েছে।

IMG20240313085105-01.jpeg

ফাইনাল আউটপুট:

IMG20240313085144-01.jpeg

IMG20240313085150-01.jpeg

IMG20240313085155-01.jpeg

IMG20240313085219-01.jpeg

IMG20240313085254-01.jpeg

আমার অংকন করা আজকের এই অ্যাক্রেলিক পেইন্টিংটি আপনাদের কেমন লেগেছে মন্তব্যে জানাবেন। আপনারাও ইচ্ছা করলে পাথরের উপর এই ধরনের ফল এঁকে রুমে সাজিয়ে রাখতে পারেন। দেখতে অনেক সুন্দর লাগবে। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 8 months ago 

কোন কিছুর উপরে যদি এরকম সুন্দর পেইন্টিং করা হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আর আপনি পাথরের উপরে খুব সুন্দর পেইন্টিং করেছেন। এরকমভাবে অনেকগুলো পাথরের উপরে যদি অনেক রকমের পেইন্টিং করা হয়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এমন কি এগুলো শোপিস হিসেবে সাজিয়ে রাখা যাবে ভালোভাবে। স্ট্রবেরি কালার টা আপনি সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ভালোভাবে কালার করে দেখেই বুঝতে পারতেছি। আশা করছি সুন্দর সুন্দর পেইন্টিং আপনি সবার মাঝে ভাগ করে নিবেন সব সময়।

 8 months ago 

পাথরের উপর পেইন্টিং করলে দেখতে সত্যি অনেক ভালো লাগে।আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ।

 8 months ago 

বাহ আপু আপনি পাথরের উপর স্ট্রবেরি অঙ্কন করেছেন। এখন পাথরটি দেখতে হুবহু একটি স্ট্রবেরির মতো দেখা যাচ্ছে। আপনি বুদ্ধি খাটিয়ে পাথরের মধ্যে খুবই সুন্দর করে পাথরের মধ্যে স্ট্রবেরি আর্ট করেছেন। আপনার আর্ট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পাথরের মধ্যে এতো সুন্দর একটি আর্ট করা যায়, তা আসলে আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম।

 8 months ago 

পাথরের উপর আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তাই পাথরের উপর স্ট্রবেরি অঙ্কন করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

 8 months ago 

আরে বাহ্ আপনি তো দেখছি পাথরের উপরে অনেক সুন্দর একটা পেইন্টিং করেছেন। যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। পাথরের উপরে স্ট্রবেরির এই আর্ট দেখতে অনেক সুন্দর লাগছিল। কালারটাও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। যার কারণে এটাকে একেবারে বাস্তবিক স্ট্রবেরির মত লাগছিল। পাথরের উপরে স্ট্রবেরি সুন্দর ভাবে যেমন অঙ্কন করেছেন, তেমনি উপস্থাপনাটাও সুন্দর করে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। আপনি কিন্তু অনেক সুন্দর পেইন্টিং করতে পারেন, এটা আপনার আজকের পেইন্টিং দেখেই বুঝতে পেরেছি।

 8 months ago 

পাথরের উপরে অঙ্কন করা স্ট্রবেরির আর্টটি আপনার কাছে এত ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 8 months ago 

ভাইরে ভাই এত ক্রেয়েটিভিটি নিয়ে রাতে ঘুমান কেমনে? বেশ সেুন্দর একটি ক্রেয়েটিভ পোস্ট শেয়ার করলেন। পাথরের উপরে যে এমন করে স্টবেরী অঙ্কন করা যায় তা তো জানতাম না। বেশ সুন্দর করে ধাপে ধাপে আপনি পাথরের উপর অঙ্কন করা স্ট্রবেরী তৈরির প্রণালী আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি ক্রেয়েটিভ পোস্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

জ্বি আপু, রাতে ঘুমাতে একটু কষ্টই হয় 😁।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 8 months ago 

পাথরের উপরে অপরূপ সুন্দরময় চিত্র অঙ্কন করেছেন। আসলে পাথরের উপরে চিত্রগুলো দেখতে খুবই ভালো লাগে।আপনার দক্ষতা দেখে মুগ্ধ হলাম, এত সুন্দর ভাবে আপনি চিত্রটি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগছে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনার প্রশংসামূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

পাথরের মধ্যে স্ট্রবেরী আর্ট। বেশ অবাক হলাম। আপনি কিন্তু বেশ দারুন একটি ক্রেয়েটিভ পোস্ট শেয়ার করেছেন আমাদের সাথে। আবার আর্ট করার প্রতিটি ধাপ আমাদের মাঝে ধাপেধাপে উপস্থাপনও করেছেন। দারুন ছিল আজকের আর্টটি। ধন্যবাদ এমন সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

 8 months ago 

বাহ দেখতে তো রিয়েল স্ট্রবেরির মতো হয়েছে। আপনি অ্যাক্রলিক কালার দিয়ে বেশ সুন্দর করে পাথরের উপর পেইন্টিং করলেন। এত ছোট পাথরের উপরেই এত চমৎকারভাবে পেইন্টিং করা খুবই ভালো লাগলো দেখে। তবে আপনার পেইন্টিং করার দক্ষতা অনেক বেশি বলতে হয়। অনেক ভালো লাগে সব সময় আপনার শেয়ার করা আর্ট এবং পেইন্টিং গুলো।

 8 months ago 

পাথরের উপর এভাবে পেইন্টিং করতে আমার খুব ভালো লাগে। মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

পাথরের ওপরে স্ট্রবেরি অঙ্কন আমার তো দেখে মনে হচ্ছে, বাস্তবে কোন স্ট্রবেরি দেখতে পারতেছি। আপনার অংকন করার দক্ষতা এত সুন্দর। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। কালার কম্বিনেশনটি অত্যন্ত সুন্দর ছিল আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া,আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 8 months ago 

আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। পাথরের উপরে আপনি খুব সুন্দর ভাবে স্ট্রবেরি অঙ্কন করেছেন। যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অংকন করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। আপনার আজকের পোস্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কালার কম্বিনেশন বেশ সুন্দর ছিল।

 8 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 8 months ago 

আপনি তো দেখছি একটা পাথর কে স্ট্রবেরীতে রূপান্তরিত করে ফেলেছেন। আপনার হাতের কাজের দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি যে এত সুন্দর ভাবে চিত্র অঙ্কন করতে পারেন সেটা আমার জানাই ছিল না।

 8 months ago 

আসলে খুব একটা ভালো আর্ট করতে পারি না। তবে নিজের মতো করে চেষ্টা করি।আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76576.73
ETH 3043.84
USDT 1.00
SBD 2.62