ফটোগ্রাফি পোস্ট :// রেনডম ফটোগ্রাফি //

in আমার বাংলা ব্লগ10 months ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার তোলা কিছু ফটোগ্রাফি নিয়ে।

বেশ কিছুদিন হলো আপনাদের সঙ্গে কোনো ফটোগ্রাফি শেয়ার করা হয় না। রোজার মধ্যে একটু ব্যস্ততার কারণে ফটোগ্রাফি করার টাইমও তেমন পাওয়া যায় না। তাই অনেকদিন হলো ফটোগ্রাফি করা হয় না।কিন্তু গ্যালারিতে দেখতে পেলাম আগের তোলা কিছু ফটোগ্রাফি ছিল। তাই ভাবলাম আজকে সেই ফটোগ্রাফিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ধরনের ফটোগ্রাফিগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আজকের ফটোগ্রাফিগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে ফুলের ফটোগ্রাফি। ফটোগ্রাফির মধ্যে আমার ফুলের ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। এছাড়া বিভিন্ন ধরনের পোকামাকড়ের ফটোগ্রাফি করতেও বেশ ভালো লাগে। আমার ফটোগ্রাফি পোস্ট এর মাঝে আপনারা এসব কিছুই বেশি দেখতে পাবেন। আশা করি এগুলো আপনাদের অনেক ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলুন আজকে শেয়ার করা ফটোগ্রাফিগুলো দেখে নেয়া যাক।

গাঁদা ফুল

20240229_143851-01.jpeg

20240229_143828-01.jpeg

প্রথম ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি গাঁদা ফুল। গাঁদা ফুল দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ছোট গাছগুলোতে যে গাঁদা ফুল হয় সেগুলো দেখতে আরো বেশি ভালো লাগে। চিত্রে যে ফুলটি দেখতে পাচ্ছি এটিও ছোট গাছে ফুটন্ত একটি গাঁদা ফুল। এই গাঁদা ফুলের রং গাঢ় কমলা রঙের হওয়ায় দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। এই ফটোগ্রাফিটি করেছিলাম আমাদের কলেজ থেকে।

টমোটো ফুল

20240118_152928-01.jpeg

20240118_152915-01.jpeg

দ্বিতীয় ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছি টমেটো ফুল। আমাদের সবজি বাগানে গিয়ে দেখি টমেটো গাছে অনেক সুন্দর ফুল ফুঁটে আছে।তাই ভাবলাম এই সুন্দর ফুল ক্যামেরাবন্দি করে রাখা যাক।তাই কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম। এখন এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ফটোগ্রাফিটি বেশ অনেকদিন আগের করা। টমেটো ফুলগুলো দেখতে হলুদ রংয়ের।

ফুলকপি

20240211_101928-01.jpeg

20240211_101956-01.jpeg

এই ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ফুলকপি। এই ফটোগ্রাফিটি ও আমাদের সবজি বাগান থেকে করা। আমাদের সবজি বাগানের বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। আমার বাবা নিজের হাতে এই সবজিগুলো চাষ করে থাকে। ফুলকপি আমাদের পরিবারের সবাই পছন্দ করে। তাই সবজি বাগানে এবছর কিছু ফুলকপি রোপন করেছিল। সব প্রকার সবজির মধ্যে আমার কাছে ফুলকপি সবথেকে বেশি ভালো লাগে।

মটরশাকের ফুল

20240211_101512-01.jpeg

এই চিত্রটিতে দেখতে পাচ্ছি মটরশাকের ফুল। মটরশাকের ফুলটি দেখতে গোলাপি এবং হালকা গোলাপি রঙের। মটরশাকের ফুল গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মটরশাক আমার খুবই পছন্দের একটি শাক। এটি খেতে হালকা তিতা হলেও ভীষণ মজাদার। তাই প্রতিবছরই আমার বাবা সবজি বাগানে মটরশাক রোপন করেন।

মালটা ফল

20240302_160254-01.jpeg

এই ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছি ছোট সাইজের একটি মালটা ফল।এটি দেখতে গাঢ় সবুজ রংয়ের। এর পাতাগুলো গাঢ় সবুজ।তবে এই মালটা গুলো বড় হয়ে পেকে গেলে হলুদ রঙ ধারণ করে। মালটা আমার পছন্দের একটি ফল। আর নিজের বাসায় চাষ করা মালটা আরো বেশি স্বাস্থ্যকর হয়।

লালশাকের ফুল

20240302_160022-01.jpeg

এই চিত্রটিতে লাল রঙের এক ঝোঁপা ফুল দেখতে পাচ্ছি। এটা আর অন্য কোন ফুল নয়, এটা হচ্ছে লাল শাকের ফুল। এই ফুলের মধ্যে রয়েছে কালো রঙের অসংখ্য লাল শাকের বীজ। এই ফুলগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের সবজি বাগানে গিয়ে যখন ফুলগুলো দেখেছিলাম তখন এটির ফটোগ্রাফি করেছিলাম।

আশা করি আমার শেয়ার করা আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে।আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকবেন। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসSAMSUNG Galaxy A10
শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 10 months ago 

ফুলের ফটোগ্রাফি ও বিভিন্ন পোকামাকড়ের ফটোগ্রাফি করতে আপনি অনেক বেশি ভালোবাসেন জেনে খুব খুশি হলাম। মটরের ফুলের ফটোগ্রাফি আর গাঁদা ফুলের ফটোগ্রাফি দারুন লেগেছে আমার কাছে। আজকে প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

হ্যাঁ, ফুলের ফটোগ্রাফি আর পোকামাকড় এর ফটোগ্রাফি করতে আমি বেশি ভালোবাসি।ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 10 months ago 

সত্যি বলছি আপু আমার কিন্তু এমন ফুল আর প্রকৃতির ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে। মনে হয় সারাক্ষন শুধু চেয়ে থাকি ফটোগ্রাফিগুলোর দিকে। আপনি কিন্তু দারুন সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে বেশ মুগ্ধ হয়ে গেলাম।

 10 months ago 

আমারও এমন সাধারণ ফটোগ্রাফিগুলো করতে ভীষণ ভালো লাগে। আপনারও এই ধরনের প্রকৃতির ফটোগ্রাফি ভালো লাগে জেনে খুশি হলাম।

 10 months ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি মন ছুঁয়ে গেছে। আপনার সবজি বাগান থেকে অসাধারণ কিছু সবজির ফুলের ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে টমেটো ফুলের ফটোগ্রাফি ও মোটর শুটির ফুলের ফটোগ্রাফি টা অসাধারণ লাগছে দেখতে। এতো সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমার ফটোগ্রাফির বেশিরভাগই হয় আমার সবজি বাগানের মধ্যে থেকে।আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 10 months ago 

বাহ আপনিও দেখছি দারুন ফটোগ্রাফি করেন। প্রতিটি ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। লাল শাকের ফুল যে এত দারুন দেখতে জানাই ছিল না আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 10 months ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করলেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক বেশি ভালো লেগেছে। মটর ফুলের ফটোগ্রাফি ছিল অসাধারণ আর টমেটো ফুলটাও খুবই ভালো লেগেছে। সত্যিই অসাধারণ এই ফুলগুলো এবং বর্ণনা পড়ে করে ভালো লাগলো।

 10 months ago 

মটর ফুল এবং টমেটো ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 10 months ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে গাঁদা ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লাগলো। আর টমেটো ফুল দেখতে অনেক বেশি ভালো লেগেছে। ফুলকপি ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলো।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Doller buy sell call 01700817832 doller kinbo 100%
Doller buy

 10 months ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো ভীষন ভালো লেগেছে আমার কাছে। রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে একটু বেশীই ভালো লাগে। রেনডম ফটোগ্রাফিতে নানা রকমের ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়,এজন্যই একটু বেশী ভালো লাগে।ধন্যবাদ আপু আপনার চমৎকার রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

জ্বি আপু, রেনডম ফটোগ্রাফিতে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করা হয়। তাই রেনডম ফটোগ্রাফি পোস্ট করতে আমার ভালো লাগে।

 10 months ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে লাল শাকের বীজের ফটোগ্রাফি এবং ফুলকপির ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 10 months ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে আনন্দিত হলাম।

 10 months ago 

খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব সময়ের সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরানো যাচ্ছে না। আমার কাছে মটরশাকের ফুল খুবই ভালো লেগেছে।

 10 months ago 

জ্বি আপু, একটু সময় নিয়ে ফটোগ্রাফিগুলো করলে সেই ফটোগ্রাফিগুলো দেখতে বেশ ভালই লাগে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.039
BTC 95294.07
ETH 3307.23
USDT 1.00
SBD 3.91