//পাথরের উপর অ্যাক্রেলিক রঙ দিয়ে মাছ অঙ্কন //

in আমার বাংলা ব্লগ6 months ago
আসসালামু আলাইকুম

IMG20240206095451-01.jpeg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই সুন্দর একটি আর্ট নিয়ে। আজকের আর্টটি একটু ভিন্ন ধরনের। ভিন্ন ধরনের বলার কারণ আজকে কোন কাগজে নয় বরং একটা পাথরের উপর আর্ট করেছি। "আমার বাংলা ব্লগের" অনেক সদস্যদের দেখি তারা পাথরের উপর অনেক সুন্দর সুন্দর আর্ট করে। তাই ভাবলাম আমিও একটু চেষ্টা করে দেখি কেমন হয়। আজকেই প্রথম কোন পাথরের উপর আর্ট করলাম। ছোট্ট একটি পাথরের উপর সুন্দর একটি মাছ অঙ্কন করেছি অ্যাক্রেলিক রঙ দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে নেয়া যাক কিভাবে এই পাথরের উপর মাছটি অঙ্কন করলাম।

পাথরের উপর মাছ অঙ্কন

IMG20240206095703-01.jpeg

IMG20240206095609-01.jpeg

IMG20240206095426-01.jpeg

IMG20240206095258-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.পাথর
২.অ্যাক্রেলিক রঙ
৩.তুলি
৪.পানি

IMG20240206092523.jpg

ধাপ-১:

প্রথমে ছোট সাইজের একটি পাথর নিয়েছি। এরপর তুলির সাহায্যে পাথরটিতে সাদা রং করে নিব।

IMG20240206092754.jpg

ধাপ-২:

এখানে মাছটি আমি নীল রঙের আঁকবো। তাই সাদা রঙের উপর আমি নীল রং করে নিব। খুব সুন্দরভাবে সম্পূর্ণ জায়গায় রং করে নিব।

IMG20240206093044.jpg

ধাপ-৩:

এরপর মাছটির ঠোঁট এবং চোখ এঁকে নিব কালো রঙ দিয়ে। এখন মাছটিতে সুন্দর সাইজ দেয়ার জন্য লেজের পাশে কালো রং দিয়ে চিত্রের মত করে এঁকে নিব।

IMG20240206093441.jpgIMG20240206093649.jpg
ধাপ-৪:

মাছটিকে আরো সুন্দর দেখানোর জন্য কালো রং দিয়ে এর মাঝে নকশা এঁকে নিব।

IMG20240206094016.jpg

ধাপ-৫:

এখন মাছটির উপর হলুদ রঙ দিয়ে ডোরাকাটা দাগ এঁকে নিব। নীল রঙের উপর হলুদ রঙ করায় দেখতে অনেক আকর্ষণীয় লাগছে।

IMG20240206094243.jpgIMG20240206094717.jpg
ধাপ-৬:

এরপর চিত্রের মত করে মাছের চোখে সুন্দর করে সাদা রং করে নিব।এভাবেই পাথরের উপর সুন্দর একটি মাছ অঙ্কন করে ফেললাম।

IMG20240206095212.jpgIMG20240206095225.jpg
ফাইনাল আউটপুট:

IMG20240206095656-01.jpeg

IMG20240206095624-01.jpeg

IMG20240206095244-01.jpeg

IMG20240206095419-01.jpeg

IMG20240206095502-01.jpeg

পাথরের উপর অঙ্কন করা মাছটি দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্যে জানাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে অংকন করার প্রতি আরও উৎসাহিত করে। আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 6 months ago 

আপু দেখতে কিন্তু সামুদ্রিক মাছ এর মতোই লাগতেছে। অ্যাক্রেলিক রঙ দিয়ে মাছ অঙ্কন দেখে ভীষণ ভালো লাগলো। ভিন্ন রকম কিছু দেখতে একটু বেশি ভালো লাগে। এক কথায় অসাধারণ ছিলো অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।ঠিকই বলেছেন,এটা সামুদ্রিক মাছের মতই দেখতে।

 6 months ago 

চিত্র অংকন করার সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি পাথরের উপর যেভাবে চিত্রটি অঙ্কন করেছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে। চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে মুগ্ধ হলাম।

 6 months ago 

পাথরের উপর অংকন করা চিত্রটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 6 months ago 

মোটামুটি দারুন ছিল আপনার এই সুন্দর প্রতিভা। পুরা পাথরটা পেইন্টিং করে ফেলেছেন মাছের চিত্র অঙ্কন করতে গিয়ে। তবে মুখের দিকে আকৃতি যথেষ্ট ছিল। তবে ভিন্ন কালার ব্যবহার করলে আরও সৌন্দর্য পেত। যাইহোক চেষ্টা করবেন আরো সুন্দর সুন্দর কিছু এভাবে অঙ্কন করে দেখাতে তাহলে ভালো লাগবে ‌

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 6 months ago 

পাথরের উপর অ্যাক্রেলিক রঙ দিয়ে মাছ অঙ্কন করেছেন। মাছটিকে থেকে দেখতে খুবই কিউট লাগছে। আপনার আইডিয়া টি বেশ দারুন ছিল। কালার কম্বিনেশন খুবই ভালো ছিল। মাছটি আমার কাছে খুবই ভালো লেগেছে এক কথায় জাস্ট অসাধারণ। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 6 months ago 

পাথরটা বেশ ছোট ছিল। তাই অঙ্কন করতে একটু কষ্ট হয়েছিল। আপনার কাছে পাথরের উপর অঙ্কন করা মাছটি ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

 6 months ago 

পাথরের উপরে যদি এই ধরনের আর্ট করা হয় তাহলে সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর করে পাথরের উপরে অ্যাক্রলিক রং দিয়ে মাছের আর্ট অঙ্কন করেছেন, যেটা অনেক সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন টা অনেক সুন্দরভাবেই ফুটে উঠেছে। আর মাছটাকেও দেখতে অনেক কিউট লাগতেছে। আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি প্রথমবারের মতো পাথরের উপর আর্ট করেছেন। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে আপু। আপনার এরকম সুন্দর দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।

 6 months ago 

ঠিকই বলেছেন,পাথরের উপর যেকোন আর্ট করলেই তা দেখতে অনেক বেশি সুন্দর হয়। আমার অঙ্কন করা মাছটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 6 months ago 

বাহ আপনি তো একদম ভিন্ন রকম একটি আর্ট করেছেন আজকে। পাথরের উপর অ্যাক্রেলিক রঙ দিয়ে চমৎকার মাছের অঙ্কন করেছেন। পাথরের উপর অংকন গুলো করতে অনেক কষ্ট হয় তবে দেখতে বেশ ভালোই লাগে। সত্যি বলতে আজকে আমরা ভিন্ন রকম একটি মাছের অংকন দেখতে পেলাম। অনেক সুন্দর করে পাথরের উপর অ্যাক্রেলিক রঙ দিয়ে মাছ অংকন করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 6 months ago 

হ্যাঁ আপু, পাথরের উপর অংকন করতে সত্যি অনেক কষ্ট হয়। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60937.87
ETH 2674.97
USDT 1.00
SBD 2.49