রেসিপি পোস্ট: টমেটো সালাদ রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম

IMG20240215134802-01.jpeg

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। "আমার বাংলা ব্লগ" এর সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি টমেটো সালাদ রেসিপি।এই সপ্তাহে আপনাদের সঙ্গে কোন রেসিপি শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে একটি রেসিপি পোস্ট করা যাক। কী রেসিপি পোস্ট করব সেটা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ ঘরে টমেটো দেখে ভাবলাম,আজকে টমেটো দিয়েই কোন একটা রেসিপি তৈরি করা যাক। তাই তৈরি ফেললাম টমেটো সালাদ রেসিপি।টমেটো সালাদ আমার খুবই প্রিয় একটি খাবার। টমেটো সালাদ খেতে যেমন সুস্বাদু, তেমনই এটি পুষ্টিকর খাবারও বটে। আশা করি আপনাদেরও টমেটো সালাদ খেতে ভালো লাগে। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে আমি এই টমেটো সালাদ রেসিপিটি তৈরি করলাম।

টমেটো সালাদ রেসিপি

IMG20240215134710-01.jpeg

IMG20240215134703-01.jpeg

IMG20240215134750-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.টমেটো
২.কাঁচা মরিচ
৩.পেঁয়াজ
৪.লেবু
৫.মরিচের গুড়া
৭.লবণ
৮.তেল

IMG20240215133323.jpgIMG20240215133408.jpg

IMG20240215133808.jpg

ধাপ-১:

প্রথমে একটি পেঁয়াজ ও তিনটি মরিচ কুচি করে কেটে নিব। পেঁয়াজ ও মরিচ কুচি করে কেটে নেওয়ার জন্য টমেটো সালাদের স্বাদ অনেক বেড়ে যাবে।

IMG20240215133644.jpg

ধাপ-২:

এরপর আমি টমেটোগুলো সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিব। আমি এখানে টমেটোগুলো মাঝারি সাইজের কেটে নিয়েছি।

IMG20240215134149.jpg

ধাপ-৩:

এখন টমেটোর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা মরিচ। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব।

IMG20240215134209.jpgIMG20240215134219.jpg
ধাপ-৪:

টমেটোর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। এবং টমেটো সালাদের স্বাদ আরও বৃদ্ধি করার জন্য দিয়ে দিব মরিচের গুঁড়া। টমেটো সালাদ একটু ঝাল হলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে।

IMG20240215134249.jpgIMG20240215134303.jpg
ধাপ-৫:

এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লেবুর রস এবং এক চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে সালাদটি তৈরি করলে খেতে অনেক মজা হয়।

IMG20240215134346.jpgIMG20240215134449.jpg
ধাপ-৬:

এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। এভাবেই তৈরি হয়ে গেল টমেটো সালাদ রেসিপি।

IMG20240215134726-01.jpeg

পরিবেশন

IMG20240215134738-01.jpeg

IMG20240215134756-01.jpeg

IMG20240215134754-01.jpeg

এভাবে টমেটো সালাদ তৈরি করে ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আশা করি আপনাদের কাছে আমার তৈরি করা আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময় মতো পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীরেসিপি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 months ago 

টমেটো আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং খেতেও আমার কাছে বেশ ভালো লাগে। আপনার টমেটোর সালাদ দেখে খেতে ইচ্ছে করছে। এভাবে প্রতিনিয়ত সালাদ তৈরি করে খাওয়া হয় । তৈরি করার প্রতিটি ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

বেশি না মাত্র দুইটা পাকা টমেটো হলে এভাবে সালাদ তৈরি করার মধ্য দিয়ে আমার কিন্তু খাওয়া-দাওয়া সম্পন্ন হয়ে যায়। মানে আমি এতটাই পাকা টমেটো খেতে পছন্দ করি। পাশাপাশি দিকে এভাবে শশাও কেটে খেতে পছন্দ করি। যাই হোক ভালো লাগলো প্রিয় খাবার মাঝে মাঝে সুন্দর করে উপস্থাপন করতে দেখে।

 2 months ago 

আমার প্রিয় সালাদ রেসিপি, সকালেও খেয়েছি। টমেটো আর গাজর গুলোকে ছোট ছোট করে কেটে ধনেপাতা আর পেঁয়াজ মরিচ কুচি করে সরিষার তেল দিয়ে মাখিয়ে খুব সহজে এই মজার রেসিপি টা তৈরি করা যায়। যাই হোক বিস্তারিত তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 months ago 

সালাদ ভীষণ চমৎকার একটি রুচিকর খাবার। সালাদ থাকলে খাবারের রুচি অনেক গুণ বেড়ে যায়।অনেক কিছু দিয়ে সালাদ করা যায় কিন্তুু কেন জানি টমেটো সালাদের প্রধান উপকরণ আমার মনে হয়।আপনার টমেটো সালাদের উপকরণ ভীষণ চমৎকার লাগছে নিশ্চয়ই অনেক মজা হয়েছিল খেতে।ধন্যবাদ আপনাকে সুন্দর সালাদ রেসিপিটি সুন্দর করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

টমেটো সালাদ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর টমেটো সালাদ যে কোন জিনিসের সাথে খাওয়া যায়। তবে বিভিন্ন অনুষ্ঠানে এবং বাড়িতে এভাবে মানুষ সালাত রেসিপি করে থাকে। খুব সুন্দর করে সালাত রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

যে কোন ধরনের সালাদ আমার বেশ পছন্দের। আপনি চমৎকার টমেটো সালাদ রেসিপি তৈরি করেছেন। সালাদ দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার টমেটো সালাদ প্রস্তুত প্রণালী দুর্দান্ত হয়েছে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। লেবুর রস দেওয়াতে খেতে অনেক ভালো লাগবে। এত দুর্দান্ত রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 59120.07
ETH 2921.92
USDT 1.00
SBD 3.79