আমার বাংলা ব্লগ// ফটোগ্রাফি পোস্ট//
আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার তোলা কিছু সুন্দর ফটোগ্রাফি।আশা করি আপনাদের ভালো লাগবে।
কিছুদিন আগে আমি আমার বাড়ির পিছনের সবজি বাগানে গিয়েছিলাম। আসলে আমার বাড়ি থেকে সবজি বাগান বেশি দূরে নয়। যখনি মন খারাপ থাকে তখনই সবজি বাগানে গিয়ে একটু মন ভালো করে আসি। আমাদের সবজি বাগান সত্যিই অনেক সুন্দর। অন্য একদিন সবজি বাগান আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুধু সবজি বাগানের আশেপাশে থেকে তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক।
নাম না জানা ফুল:
এই ফুলের নাম সত্যিই আমার জানা নেই। ফুলটি হালকা বেগুনি রঙের। দেখতে খুবই চমৎকার। হালকা বেগুনি রং যেন এই ফুলটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে।পাঁচ পাপড়ি বিশিষ্ট ছোট ফুলটি সত্যিই অনেক সুন্দর। ফুলটি হালকা রঙের হলেও এর পাতা গাঢ় সবুজ রঙের।
চাল কুমড়ার ফুল :
আসলে আমি মনে করি, এই কুমড়া ঘরের চালেই বেশি হয়ে থাকে বলে এর নাম চাল কুমড়া। যদিও এটা ঘরের চাল ছাড়াও বিভিন্নভাবে চাষ করা হয়। এই কমলা রঙের ফুলটি আসলে চাল কুমড়ার ফুল। ফুলটি এখনো ফোঁটেনি তবুও দেখতে খুব সুন্দর লাগছিল।
উচ্ছে ফুল:
এটা আমাদের সবজি বাগানের উচ্ছে গাছের ফুল। ফুলটি গাঢ় হলুদ রঙের। ফুলটি ছোট হলেও দেখতে খুবই মিষ্টি। যদিও উচ্ছে এক ধরনের তিতা সবজি। উচ্ছে ভাজি খেতে আমার বেশ ভালোই লাগে। তবে যেগুলো বেশি তিতা সেগুলো খেতে পারি না। উচ্ছে খুবই উপকারী এক ধরণের সবজি। যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
বন ঢেঁড়সের ফুল:
বন ঢেঁড়সের ফুল ও গাছ দেখতে একদম ঢেঁড়সের ফুল ও গাছের মতোই। শুধু পার্থক্য হচ্ছে বন ঢেঁড়সের গায়ে অনেক কাঁটা থাকে।এই ঢেঁড়স হাত দিয়ে ধরা খুবই মুশকিল। ছবিতে যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটা বন ঢেঁড়সের ফুল। তবে ফুলটি শুকিয়ে গেছে।তবুও ফুলটি দেখতে আমার কাছে বেশ ভালই লাগছিল।
প্রজাপতি :
ছবিতে আমরা একটি প্রজাপতি দেখতে পাচ্ছি। প্রজাপতিটি খুবই ছোট আকৃতির। সবজি বাগানে যাওয়ার পথে দেখি লেবু গাছের পাতার উপর সুন্দর এই প্রজাপতিটি বসে আছে। বরাবরই প্রজাপতি আমার কাছে খুবই ভালো লাগে।
নীল আকাশে পাখি :
নীল আকাশের এই ছবিটি তোলা আমার বাড়ির উঠান থেকে। আকাশে আমরা দুটি সুন্দর পাখি দেখতে পাচ্ছি। যদিও পাখি দুটি খুবই সুন্দর তবে আমি ফটোগ্রাফিটি স্পষ্ট করে তুলতে পারিনি। কারণ, পাখি এত দ্রুত উড়ে যাচ্ছিল অনেক চেষ্টার পরেও সুন্দরভাবে ফটোগ্রাফিটি করতে পারিনি।
আশা করি আমার তোলা এই সাধারণ ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। ফটোগ্রাফি করার মাঝে আলাদা এক ধরনের আনন্দ খুঁজে পাই। সত্যি ভিন্ন ভিন্ন জিনিসের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। বিশেষ করে ফুলের ছবি তুলতে আমি বেশি পছন্দ করি।আজকের ফটোগ্রাফিগুলো বেশিরভাগই ফুলের ছবি। আপনাদের কেমন লেগেছে মন্তব্যে জানাবেন। আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
ডিভাইস | SAMSUNG Galaxy A10 |
---|
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|
ফটোগ্রাফার | @jerin-tasnim |
---|
লোকেশন | খুলনা,বাংলাদেশ |
---|
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার মত আমারও ফটোগ্রাফি ধারণ করতে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে চাল কুমড়ার ফটোগ্রাফি এবং নীল আকাশে পাখি উড়ে যাওয়ার ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আমার করা ফটোগ্রাফিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
বিভিন্ন ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন আপু। আপনার সর্বশেষ আকাশের ফটোগ্রাফি টা দারুন লাগছে। তবে চাল কুমড়ার ফুলটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মূল্যবান মন্তব্য করার জন্য।
বাহ্ আপনি তো দারুণ দারুণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে। সব গুলো ফটোগ্রাফি সুন্দর লাগছে আমার কাছে। তবে প্রজাপতি এবং নীল আকাশে পাখি উড়াল দেওয়া টা।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
ফটোগ্রাফিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
ছোট জাতের করলা গুলোকে কি উচ্চে বলা হয় আপু? একটু জানাবেন। কারণ আমরা তো সচরাচর করলা হিসেবেই চিনি এগুলোকে।তিতার কারণে আমি নিজেই তেমন একটা খাইতে পারি না।যাইহোক সবজি বাগানের আশেপাশে ঘুরে ফিরে কিন্তু বেশ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে।
আপু, আমার মনে হয় উচ্ছে আর করলা একই।তবে আমাদের এই দিকে সবাই উচ্ছেই বলে।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
অনেকেই আজ ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছে। ফুলের ফটো যে পোস্টগুলো দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দারুন লাগলো। বিশেষ করে প্রজাপতি ও নাম না জানা ফুলের ফটোগ্রাফিটা দেখে মুগ্ধ হয়ে গেছি।
আপু ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগতেছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সব সময়ই ভীষণ ভালো লাগে। প্রজাপতির ফটোগ্রাফি আমার সব সময়ই ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।
চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। গোলাপি রঙের ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। প্রাকৃতিক সৌন্দর্য বেশ অসাধারণ হয়েছে । প্রজাপতি দেখতে খুব সুন্দর লাগছে। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনি আজকে বেশ দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি বেশ ভালো হয়েছে। তবে এর মধ্যে থেকে আমার কাছে প্রথমের নাম না জানা ফুলের ফটোগ্রাফি টা সব থেকে বেশি দারুণ লেগেছে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।