ডাই পোস্ট : পেপার কাটিং ডিজাইন।

in আমার বাংলা ব্লগ7 months ago
আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি।আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে।

IMG20231227195551-01.jpeg

প্রতিদিনই আপনাদের সঙ্গে নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। তাই ভাবলাম আজকে একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করা যাক। ছোটবেলায় খেলার ছলে পেপার কেটে সুন্দর ফুল বানানোর চেষ্টা করতাম। পেপার কেটে এই ধরনের ফুল বানাতে আমার ভীষণ ভালো লাগতো। এবং এই ফুলগুলো ঘরের দরজা ও দেয়ালে আঠা দিয়ে মেরে রাখতাম। দেখতে বেশ সুন্দর লাগতো। এখনো মাঝে মাঝে এমন করে পেপার দিয়ে ফুল বানিয়ে ঘরে লাগিয়ে রাখি।

পেপার কাটিং আসলে তেমন কঠিন কাজ নয়। তবে পেপারের ভাঁজগুলো অনেক সুন্দরভাবে ধীরে ধীরে করতে হয়। কারণ, পেপারের ভাঁজে যদি ভুল হয় তাহলে ডিজাইন সুন্দর হবে না। এছাড়া কাঁচি দিয়ে যখন ফুলের নকশাগুলো কাটা হয় তখন অনেক সাবধানতার সাথে কাজটি করতে হয়। না হলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি পেপার কেটে এই সুন্দর ফুলটি তৈরি করলাম।

পেপার কাটিং ডিজাইন

IMG20231227195519.jpg

IMG20231227195455.jpg

IMG20231227195403.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.কাঁচি
৩.পেন্সিল

IMG20231227193604.jpg

ধাপ-১

প্রথমে একটি A4 সাইজের কাগজ নিব।এরপর কাগজটিকে কোনাকুনি ভাঁজ দিয়ে বাড়তি অংশটুকু কেটে নিব।

IMG20231227193705.jpg

IMG20231227193923.jpg

ধাপ-২

এখন কাগজটির মাঝের অংশ থেকে কোনাকুনি ভাঁজ দিব। একইভাবে উল্টো দিকেও ভাঁজ দিব।

IMG20231227193947.jpg

IMG20231227194014.jpg

ধাপ-৩

এরপর কাগজের মাঝ বরাবর চিত্রের মত করে ভাঁজ দিয়ে নিব। এবং কোনার অংশ সমান করে কেটে নিব।

IMG20231227194055.jpg

IMG20231227194210.jpg

ধাপ-৪

এখন পেন্সিলের সাহায্যে একটি নকশা এঁকে নিব। যে অংশটুকু কেটে নিব পেন্সিলের সাহায্যে সেই অংশ দাগ দিয়ে ভরাট করে নিব।

IMG20231227194631.jpg

ধাপ-৫

এখন কাঁচির সাহায্যে দাগ দেয়া অংশটুকু কেটে নিব।

IMG20231227195023.jpg

IMG20231227195118.jpg

ধাপ-৬

এরপর ধীরে ধীরে কাগজের ভাঁজগুলো খুলে নিব। ভাঁজগুলো খুব সাবধানতার সাথে খুলতে হবে।

IMG20231227195139.jpg
IMG20231227195215.jpg

IMG20231227195249.jpg

ধাপ-৭

এভাবেই তৈরি হয়ে গেল খুবই সুন্দর ফুলের ডিজাইন। পেপার কাটিং করে এভাবে সুন্দর সুন্দর ফুল তৈরি করতে কার না ভালো লাগে।

IMG20231227195555.jpg

IMG20231227195358.jpg

ফাইনাল আউটপুট

IMG20231227195353.jpg

IMG20231227195329.jpg

IMG20231227195403.jpg

IMG20231227195452.jpg

IMG20231227195525.jpg

আশা করি আমার তৈরি করা এই ফুলের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আমরা খুব কম উপকরণ ব্যবহার করে খুবই সুন্দরভাবে পেপার কাটিং করে ফুলের ডিজাইন তৈরি করতে পারি।এই ধরনের কাজ করতে আমার বেশ ভালই লাগে। যাইহোক আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে ।

পোস্টের বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীডাই পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
★আমার পরিচয়★

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 7 months ago 

রঙিন কাগজ কেটে দারুন একটা নকশা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এ ধরনের নকশা আমিও মাঝে মাঝে তৈরি করি খুবই ভালো লাগে আমার কাছে এগুলো তৈরি করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই, আপু।

 7 months ago 

এই ধরনের কাজগুলি আমার ভীষণ ভালো লাগে আজকে আপনি নিজের দক্ষতা খাটিয়ে পেপার কাটিং ডিজাইন করেছেন। এটা দুর্দান্ত ছিল। প্রতিটি ধাপগুলো সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল। এই কাজ গুলি করার জন্য ভাঁজ গুলি খুবই গুরুত্বপূর্ণ

Posted using SteemPro Mobile

 7 months ago 

জি ভাইয়া, এই কাজগুলো করতে আমারও অনেক ভালো লাগে।আমার পেপার কাটিং ডিজাইনটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 7 months ago 

খুবই সুন্দর হয়েছে আপনার পেপার কাটিং ডিজাইন ৷ আসলেই পেপার কাটিং করা খুব কঠিন কিছু নয় ৷ তবে কাগজের ভাঁজ গুলো ঠিক ভাবে করতে হয় ৷ নয়তো নকশা সুন্দর হবে না ৷ আপনি বেশ সুন্দর এবং নিখুঁত ভাবে সম্পূর্ণ করেছেন পেপার কাটিং ৷ আমার কাছে বেশ ভালো লেগেছে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমার কাজটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 7 months ago 

এই ব্লগে কাজ করলে ছোটবেলার অনেক কাজ আবার নতুন করে করা হয়। এরকম কাগজ কেটে ফুল তৈরি গুলো খুব ভালো লাগে দেখতে। বিশেষ করে এই ডিজাইনগুলো আগেকার দিনে বিয়ে বাড়িতে ব্যবহার করা হতো খুব। এখন তেমন একটা দেখা যায় না। আপনার আজকের কাগজের নকশাটি খুব সুন্দর হয়েছে। নিখুঁতভাবে কাগজটি কেটেছেন জন্য এত ভালো লাগছে দেখতে।

 7 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। হ্যাঁ, ছোটবেলায় এমন পেপার দিয়ে অনেক ডিজাইন এর ফুল বানাতাম। বেশ মজা লাগতো।

 7 months ago 

সাদা কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন আপনি। এই ডিজাইনগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খুবই সুন্দরভাবে কাগজ কেটে অসাধারণ ভাবে ডিজাইনটি ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কাগজের ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60482.94
ETH 2613.04
USDT 1.00
SBD 2.63