রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ6 months ago
আসসালামু আলাইকুম

IMG20240213152916-01.jpeg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি অরিগ্যামি পোস্ট নিয়ে।

আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের অরিগ্যামি। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে আমার খুব ভালো লাগে। তবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে অরিগ্যামিগুলো তৈরি করতে হয়।আজকে খুব সহজ উপায়ে রঙিন কাগজ দিয়ে এই সুন্দর ফুলটি তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ফুলের এই অরিগ্যামিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম এই অরিগ্যামিটি।

রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের অরিগ্যামি

IMG20240213152831-01.jpeg

IMG20240213152920-01.jpeg

IMG20240213152821-01.jpeg

IMG20240213152747-01.jpeg

IMG20240213152803-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.রঙিন কাগজ
২.গাম
৩.কাঁচি
৪.জেল কলম

IMG20240213150700.jpg

ধাপ-১:

আমি এখানে নীল রঙের কাগজ দিয়ে ফুলটি তৈরি করব। প্রথমে ৬ সে.মি. দৈর্ঘ্য ও ৪ সে.মি. প্রস্তু বিশিষ্ট একটি নীল রঙের কাগজ নিব।কাগজটিকে মাঝ বরাবর সমান ভাবে ভাঁজ দিব। একইভাবে আবারও মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিব।

IMG20240213150807.jpgIMG20240213150824.jpg

IMG20240213150834.jpg

ধাপ-২:

এরপর কাগজটি কোনাকুনি ভাঁজ দিব। এভাবে ভাঁজ দিয়ে নিলে ফুলটি তৈরি করতে অনেক সুবিধা হবে।

IMG20240213150909.jpg

ধাপ-৩:

এখন কলম দিয়ে চিত্রের মতো করে দাগ দিয়ে নিব ।এরপর কাঁচির সাহায্যে দাগ দেয়া অংশটুকু কেটে নিব।

IMG20240213150957.jpg

ধাপ-৪:

এরপর সম্পূর্ণ কাগজটির ভাঁজ খুলে ফেলব। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি ফুলের অংশ। একইভাবে আমি আরও একটি অংশ তৈরি করে নিব।

IMG20240213151229.jpgIMG20240213151255.jpg

IMG20240213151523.jpg

ধাপ-৫:

এরপর হলুদ রঙের কাগজ সার্কেল আকৃতির করে কেটে নিব।

IMG20240213151534.jpgIMG20240213151721.jpg
ধাপ-৬:

এখন গামের সাহায্যে তৈরি করে রাখা ফুলের দুইটি অংশ লাগিয়ে নিব। এর উপরে হলুদ রঙের কাগজ লাগিয়ে নিব।

IMG20240213151856.jpgIMG20240213151903.jpg

IMG20240213151925.jpg

ধাপ-৭:

তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি নীল রঙের ফুল।

IMG20240213151952.jpg

ফাইনাল আউটপুট:

IMG20240213152116-01.jpeg

IMG20240213152122-01.jpeg

IMG20240213152138-01.jpeg

IMG20240213152054-01.jpeg

IMG20240213152154-01.jpeg

IMG20240213152648-01.jpeg

IMG20240213152653-01.jpeg

IMG20240213152708-01.jpeg

IMG20240213152714-01.jpeg

IMG20240213152734-01.jpeg

আশা করি আমার তৈরি করা ফুলের এই অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সবসময়ের মতো পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।

|

Sort:  

রঙিন কাগজের তৈরি ফুল গুলো দেখতে দারুন লাগছে আপু। রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর তাই আপনার তৈরি রঙিন কাগজের আকর্ষণীয় ফুলটি খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপু, রঙিন কাগজের তৈরি ফুলের প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

 6 months ago 

আমার কাছেও রঙিন কাগজ দিয়ে তৈরি কোন কিছু খুবই ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

আপনি সব সময় আমাদের মাঝে সুন্দর রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের অরিগ্যামি উপহার দিয়ে থাকেন। এই কাজ গুলো করতে অনেক সময় লাগে। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আমার কাছে বেশ ভাল লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার খুব ভালো লাগে। তাই প্রতি সপ্তাহে একটি করে অরিগ্যামি পোস্ট করার চেষ্টা করি আপনাদের মাঝে।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে এত সুন্দর দুটি ফুলের অরিগ্যামি তৈরি করেছেন দেখেই তো অনেক সুন্দর লাগলো। দুটি ভিন্ন কালারের ফুল তৈরি করার কারণে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। কালো কাপড়ের উপরে এই ফুলগুলো রাখার কারণে সত্যি অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। এই ধরনের কাজ করার জন্য দক্ষতার প্রয়োজন হয়। দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো করলে সত্যি অনেক সুন্দর লাগে।

 6 months ago 

ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকার জন্য।

 6 months ago 

ফুলের অরিগ্যামি বাহ্ বাহ্। নীল এবং লাল রঙের ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এধরনের ফুল গুলো কে ঘরের দেওয়ালে লাগিয়ে দিলে দেখতে অনেক সুন্দর লাগে। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে ধন্যবাদ আপনাকে আপু। ইউনিক একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি কোন কিছু ঘরের দেয়ালে লাগিয়ে রাখলে ঘরে সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 6 months ago 

আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করে থাকেন। আজকে ও চমৎকার ভাবে ফুল তৈরি করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে ফুলের উপরে হলুদ রঙের গোল কাগজ ব্যাবহার করার জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 6 months ago 

আমার তৈরি করা আজকের এই ফুলের অরিগ্যামিটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 6 months ago 

দারুন ক্রেয়েটিভ তো আপনি। বেশ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে রঙিন কাগজ দিয়ে তৈরি করা যে কোন কাজই দেখতে বেশ দারুন লাগে। আপনি কিন্তু সুন্দর করে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।

 6 months ago 

ঠিকই বলেছেন আপু,রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে তা দেখতে বেশ দারুন লাগে।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে আপনারা প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন যেগুলো দেখতে খুবই ভালো লাগে। আজকে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন। যেটা আপনার ক্রিয়েটিভিটি নিজের দক্ষতা বাড়ায়। এই ধরনের কাজ করতে পারলে খুবই ভালো লাগে । প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন কিছু তৈরি দেখতে ভালই লাগে। আমাদের সাথে তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে একটু সময় লাগলেও তৈরি করার পর দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজে দিয়ে সুন্দর দুটি ফুলের অরিগামি তৈরি করেছেন । ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে। কাগজের কালার কম্বিনেশন বেশ ভালো ছিল। এত সুন্দর ফুলের অরিগ্যামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 6 months ago 

হ্যাঁ, রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে যদি একটু সময় লাগে তবে তৈরি করা শেষে জিনিসটি দেখতে খুবই ভালো লাগে।

 6 months ago 

আমি রঙিন কাগজ ব্যবহার করে যে কোন কিছু তৈরি করতে খুবই পছন্দ করি। আর আমার কাছে দেখতেও অসম্ভব ভালো লাগে। এত সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন যে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে। এরকমভাবে ছোট বড় অনেকগুলো ফুল যদি তৈরি করে ঘরের দেয়ালে লাগানো হয়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। সত্যি ফুলগুলোকে খুবই সুন্দর লাগতেছে। সুন্দর ফুল তৈরি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

ঠিকই বলেছেন ভাইয়া, রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করে ঘরের দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে।

 6 months ago 

আপনি অনেক সুন্দর রঙ্গিন কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করেছেন। সত্যি অসাধারণ সুন্দর হয়েছে আপু দেখতে। আমার কাছে বেশ ভালই লাগে রঙিন কাগজের অরিগামী তৈরি করতে। তাছাড়া ও আপনাদের মাধ্যমে যদি এত সুন্দর অরিগ্যামি দেখতে পাই আরো অনেক ভালো লাগে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

আমার তৈরি করা ফুলের অরিগ্যামিটি আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 62427.05
ETH 2721.95
USDT 1.00
SBD 2.56