আর্ট পোস্ট: - // সাইন পেন দিয়ে সুন্দর দৃশ্য অঙ্কন //

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240504162452-01.jpeg

প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি সুন্দর একটি আর্ট নিয়ে। আজকে আপনাদের সাথে একটি রঙিন আর্ট শেয়ার করবো।বিভিন্ন রঙের সাইন পেন ব্যবহার করে আজকে এই দৃশ্যটি অংকন করেছি। কমিউনিটিতে অনেকেরই দেখি সাইন পেন ব্যবহার করে অনেক সুন্দর আর্ট করে। তাই আমিও ভাবলাম সাইন পেন দিয়ে কিছু আর্ট করা যাক। কিন্তু, আমার কাছে কোন সাইন পেন ছিল না। আজকে মার্কেটে গিয়ে অংকন করার প্রয়োজনীয় জিনিস কিনে আনলাম।সাথে কিছু সাইন পেন ও কিনেছিলাম।এই সাইন পেন ব্যবহার করে আজকে এই সুন্দর দৃশ্য অংকন করেছি। অ্যাক্রেলিক রং দিয়ে অঙ্কন করার থেকে সাইন পেন ব্যবহার করে অঙ্কন করলে ঝামেলা একটু কম হয়।এবং কম সময়ের মধ্যেই আজকে আর্টটি কমপ্লিট করেছি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে সাইন পেন দিয়ে এই সুন্দর দৃশ্য অংকন করলাম।

সাইন পেন দিয়ে সুন্দর দৃশ্য আর্ট

IMG20240504162520-01.jpeg

IMG20240504162558-01.jpeg

IMG20240504162516-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.সাইন পেন
৩.মাস্কিং টেপ

IMG20240504160121.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে একটি কাগজ মাস্কিং টেপের সাহায্যে সুন্দরভাবে সেট করে নিব। কাগজের চারপাশে মাস্কিং টেপ সেট করে নিলে অঙ্কন করতে অনেক সুবিধা হয়।

IMG20240504160627.jpg

✍️ধাপ-২:✍️

এরপর কাগজের উপরের দিকে বেগুনি রংয়ের সাইন পেন দিয়ে রঙ করে নিব। বেগুনি রংয়ের নিচে গোলাপি রঙ করে নিব। তাহলে ব্যাকগ্রাউন্ডটি দেখতে অনেক সুন্দর হবে।

IMG20240504160748.jpgIMG20240504160839.jpg
✍️ধাপ-৩:✍️

এরপর মাঝের অংশে হলুদ রঙ করে নিব। এবং সর্বশেষে নিচের দিকে কমলা রঙ করে নিব।

IMG20240504160950.jpgIMG20240504161028.jpg
✍️ধাপ-৪:✍️

এখন চিত্রের মতো করে কমলা রঙের উপরে কালো রঙ করে নিব।কালো রঙ করায় এখানে দেখতে বেশ সুন্দর লাগছিল। এরপর কাগজের ডান সাইডে কালো রঙ দিয়ে সুন্দর বেড়া অঙ্কন করে নিব।

IMG20240504161203.jpgIMG20240504161237.jpg

IMG20240504161309.jpg

✍️ধাপ-৫:✍️

এরপর বামদিকে দুইটি নারিকেল গাছ অঙ্কন করবো।প্রথমে গাছের নিচের অংশ এঁকে নিব। এরপর গাছের পাতা এঁকে নিব। পাতা অঙ্কন করার পরে গাছটি দেখতে অনেক সুন্দর লাগছিল।

IMG20240504161352.jpgIMG20240504161442.jpg
IMG20240504161624.jpgIMG20240504161728.jpg
✍️ধাপ-৬:✍️

এখন আকাশে উড়ন্ত কিছু পাখি এঁকে নিব।এমন ভাবে পাখিগুলো আঁকবো, যাতে দেখে মনে হয় সারাদিন শেষে এরা নিজের ঘরে ফেরায় ব্যস্ত।পাখিগুলো আমি কালো রঙ দিয়ে অঙ্কন করেছি।

IMG20240504161824.jpgIMG20240504161913.jpg

IMG20240504161948.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20240504162506-01.jpeg

IMG20240504162528-01.jpeg

IMG20240504162501-01.jpeg

IMG20240504162457-01.jpeg

IMG20240504162423-01.jpeg

এভাবে সম্পূর্ণ চিত্র অংকন শেষ করলাম। আশা করি আমার অংকন করা আজকের এই দৃশ্যটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 5 months ago 

তাল গাছের দৃশ্য বরাবরের মতোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে দুটি তাল গাছের দৃশ্য খুবই সুন্দর করে আর্ট করেছেন। আপনার আর্ট করা তাল গাছ দুটি দেখে মনে হচ্ছে এগুলো বাস্তবের তাল গাছ। তবে এগুলো বাস্তবের তাল গাছ না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে।আর সাইন পেন দিয়ে এতো সুন্দর তাল গাছ আর্ট করা যায় তা আসলে আমার জানা ছিল না। যাইহোক আপনি খুবই সুন্দর আর্ট উপহার দিয়েছেন আমাদের কে।

 5 months ago 

মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। দৃশ্যের গাছ দুইটি নারিকেল গাছ।

 5 months ago 

সাইন পেন দিয়ে সুন্দর দৃশ্য অঙ্কন দেখতে অনেক সুন্দর লাগতেছে আপু। নারিকেল গাছ এবং পাখি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার এধরনের ভিন্ন রকম আয়োজন গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 5 months ago 

আমার অঙ্কন করা এই দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 5 months ago 

সাইন পেন ব্যবহার করে খুব চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যর ছবি একেছেন।খুবই সুন্দর হয়েছে আপনার আকা ছবিটি। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 5 months ago 

মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 5 months ago 

সাইন পেন দিয়ে অনেক চমৎকার একটি ড্রয়িং করলেন। আমি প্রথম যখন দেখলাম তখন ভাবলাম হয়তো জল রং দিয়ে এই ড্রয়িং করেছিলেন। তবে বিস্তারিত পড়ার পরে জানলাম আপনি এটা সাইন পেন দিয়ে করেছেন, অনেকটা নিখুত ভাবেই করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

সাইন পেন দিয়ে অঙ্কন করলে আর্ট গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 5 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে সাইন পেন ও মাস্কিং টেপ এর সাহায্যে সুন্দর দৃশ্য অঙ্কন করে শেয়ার করেছেন। আপনি যখন সম্পূর্ণ দৃশ্য অঙ্কন শেষ করেছেন তখন দেখতে বেশ চমৎকার লেগেছিল। প্রত্যেকটি স্টেপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করে বর্ণনা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 months ago 

আমার অংকন করা দৃশ্যটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

 5 months ago 

সাধারণত রংতুলি দিয়েই আর্ট করা হয়। কখনো সাইন পেন দিয়ে আর্ট করা হয়ে ওঠেনি। আপু আপনি খুব সুন্দর করে সাইন পেনের ব্যবহার করে এই পেইন্টিং করেছেন দেখে ভালো লাগলো। এর আগেও আপনার পেইন্টিং দেখেছি। আপনি বরাবরই দারুণ পেইন্টিং করেন।

 5 months ago 

আমিও রং তুলি দিয়ে আর্ট করে থাকি। আজকেই প্রথম সাইন পেন দিয়ে আর্ট করলাম।

 5 months ago 

সাইন পেন দিয়ে সুন্দর দৃশ্য অঙ্কনটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে দৃশ্যটি অংকন করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 5 months ago 

সাইন পেন দিয়ে অঙ্কন করা দৃশ্যটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 5 months ago 

মার্কেটে গিয়ে সাইন পেন কিনেছেন আর এত সুন্দর করে পেইন্টিং করেছেন দেখে ভালো লেগেছে। আপনি ভালো পেইন্টিং করেন আপু। গাছগুলো সুন্দর লাগছে দেখতে।

 5 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 5 months ago 

আপনি দারুণ দারুণ দৃশ্য অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করেন। সাইন পেন দিয়ে সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছেন যেখানে পাখিগুলো উড়ে যাওয়ার সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 5 months ago 

আমার অঙ্কন করা দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 5 months ago 

নারিকেল গাছের এই অপরূপ সৌন্দর্যময় দৃশ্য আপনি সাইন পেন দিয়ে অংকন করেছেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে আপনার চিত্র অংকন দক্ষতা অসাধারণ। যত দেখি ততই ভালো লাগে। আজকের এই চিত্রটি আমার অনেক ভালো লেগেছে।

 5 months ago 

গঠন মূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 63324.37
ETH 2452.85
USDT 1.00
SBD 2.69