বিভিন্ন সময়ে ধারণ করা আমার বেস্ট রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 months ago


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। যেখানে প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা মনমুগ্ধকর কিছু চিত্র দেখতে পারবেন। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ফটোগুলো দেখে আসি।


img_1717145345640.jpg

Photo Editing by mobile gallery


আলোকচিত্র: ১



প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু হস্তশিল্প। যেখানে বাঁশের তৈরি করা হয় গৃহপালিত পাখি রাখার ঝাকা। এছাড়াও রয়েছে ময়দা চালার চালুন। চাল ঝাড়া কুলা। আর ঠিক এমনই বেশ কিছু হস্তশিল্পর দেখা পেয়েছিলাম আমাদের নিকটস্থ বামন্দি বাজারে। আর সেখান থেকে বেশকিছু কেনাকাটা করেছিলাম ঐদিন। প্রতি শুক্রবার আর সোমবারে বামুন্দি বাজারের এই জায়গাটাতে এই সমস্ত জিনিসগুলো বিক্রয় করতে আসেন অনেক ব্যবসিকেরা। তাই অতি সুলভ মূল্যে পাওয়ার জন্য আমাদের মত মানুষেরা বাজার করতে গিয়ে এই জায়গায় ছুটে যায়।


IMG_20231103_154514_318.jpg

Photography device: Infinix hot 11s

গাংনী



আলোকচিত্র: ২



এখন আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া শহরের চক্ষু বিষয়ের হাসপাতাল রোটারি ক্লাবের পাশ থেকে উঠানো একটি বিল্ডিং এর চিত্র। এই মুহূর্তে আমি রোটারি ক্লাবের দ্বিতীয় তলায় অবস্থান করেছিলাম বিশেষ প্রয়োজনে। আর ঠিক সেখান থেকেই ধারণ করেছিলাম এই ফটো। দীর্ঘদিন এই শহরে লেখাপড়া করেছি তাই বেশ ভালো লাগে কুষ্টিয়া শহর।


IMG_20230527_093328_9.jpg

Photography device: Infinix hot 11s

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল



আলোকচিত্র: ৩



এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফসলের মাঠের চিত্র। আপনারা সকলেই জানেন বেশ কিছুদিন পূর্বে আমাদের সারাদেশব্যাপী ধান কাটার কার্যক্রম চলল। এখন হয়ত ধান প্রায় শেষ হয়ে গেছে। তবুও ফটো ধারণ করে রেখেছিলাম তাই সুন্দর সে মুহূর্তের চিত্র রয়ে গেছে মোবাইল ফোনে।


IMG_20240507_184206_263.jpg

Photography device: Infinix hot 11s

গাংনী



আলোকচিত্র: ৪



এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিকটের পুকুরে চাচাদের পাঙ্গাস মাছের খাবার দেওয়া হচ্ছে। আমাদের পুকুরে যেতেই এই পুকুরটা। এখানে খাবার দিচ্ছিলেন আমাদের এক বড় ভাই। তাই পুকুরপাড়ে সবজি উঠাতে বিভিন্ন কারণে ঠিক এই জায়গায় উপস্থিত হতে হয়। আর মাঝেমধ্যে এমন সুন্দর সুন্দর খাবার দেওয়ার দৃশ্যগুলো চোখে পড়ে।


IMG_20231102_170347_6.jpg

Photography device: Infinix hot 11s

জুগীরগোফা,গাংনী-মেহেরপুর



আলোকচিত্র: ৫



এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাড়ার একটি গাব গাছের চিত্র। এই গাছটা যখন নতুন পাতা গজায় দেখতে কত যে সুন্দর লাগে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে দুর্ভাগ্যের ব্যাপার সেই সময়ের ফটো ধারণ করতে মনে ছিল না। পরবর্তীতে একদিন যখন মনে হলো তখন এই গাছের ফটো ধারণ করেছিলাম। পাতার কালার গুলো খুবই ভালো লাগে,বিশেষ করে গোলাপি কালার হয়ে থাকে বলে।


IMG_20240323_174008_745.jpg

Photography device: Infinix hot 11s

জুগীরগোফা,গাংনী-মেহেরপুর



আলোকচিত্র: ৬



এখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন একটি পুকুরের চিত্র। পাঙ্গাস মাছ বিক্রয়ের পর অনেকেই এভাবে পুকুরের পানি দূর করে ফেলে এবং শুকিয়ে রাখে কিছুদিনের জন্য। এতে পুনরায় নতুন মাছ চাষে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুকুরগুলো।


IMG_20240516_182119_033.jpg

Photography device: Infinix hot 11s

জুগীরগোফা,গাংনী-মেহেরপুর



আলোকচিত্র: ৭



এটা কুষ্টিয়া শহরে যেতে একদিন ফটো ধারণ করেছিলাম। কুষ্টিয়া শহরের নিকটস্থ একটি বাড়ির চিত্র। গাড়ির মধ্য থেকে ফটো ধারণ করতে ভালো লাগে কিন্তু ফটোগুলো তেমন বেশি ভাল হয় না। তবুও চেষ্টা করি ভালোলাগার কিছু ঘরবাড়ির ছবি ধারণ করতে।


IMG_20240418_093523_9.jpg

Photography device: Infinix hot 11s

কুষ্টিয়া শহর



আলোকচিত্র: ৮



বৃষ্টির পানি হলে কিছু কিছু জায়গায় পাতা পচে অথবা গাছের ডাল পচে এমন ছত্রাক বের হয়ে থাকে। এই জাতীয় ছত্রাক গুলোকে আমরা ব্যাঙের ছাতা বলে থাকি আবার মাশরুম নামেও চিনে থাকি। এই জিনিসগুলোর ফটো ধারণ করতে আমার খুবই ভালো লাগে। বাড়িতে অনেক গাছ রয়েছে তাই সেই জায়গাতে এমন অনেকগুলো বের হতে দেখা যায় বৃষ্টির পর।


IMG_20230926_090106_409.jpg

Photography device: Infinix hot 11s

জুগীরগোফা,গাংনী-মেহেরপুর



আলোকচিত্র: ৯



এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল গাছের সুন্দর চিত্র। কাঁঠাল গাছটিতে অনেক কাঁঠাল ধরেছে বিভিন্ন ডালে ডালে। কাঁঠাল গাছের এমন সুন্দর দৃশ্য গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। কারণ এ এমন একটা ফল গাছের গোড়া থেকে শুরু করে ডালের আগায় পর্যন্ত কাঁঠাল ধরে ঝুলে থাকে। আর এমন গাছের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। ফটোগ্রাফিতে তো আরো বেশি ভালো লাগে দেখতে।


IMG_20240515_101156_927.jpg

Photography device: Infinix hot 11s

গাংনী


2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


পোস্ট বিবরণী


ডিভাইসInfinix Hot 11s
বিষয়রেনডম ফটোগ্রাফি
লোকেশনজুগীরগোফা,গাংনী-মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 6 months ago 

তোমার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে পূর্বের তুলনায় তোমার ফটোগ্রাফি করার দক্ষতাটা সত্যিই অনেক অনেক বৃদ্ধি হয়েছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনা গুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছো। সব মিলিয়ে দারুণ একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

আশা করি আগামীতে আরো সুন্দর সুন্দর ফটো দেখাতে পারবো।

 6 months ago 

আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 5 months ago 

আমি যেখানে যাই সেখানে ফটো ধারণ করি।

 6 months ago 

আজ আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার তোলা ফটোগ্রাফি ছবিগুলো সবগুলোই বেশ চমৎকার হয়েছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হস্তশিল্প বাঁশের তৈরি আসবাবপত্র। প্রতিটি ফটোগ্রাফির পাশে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

হ্যাঁ এমন হস্তশিল্প আমারও ভালো লাগে।

 6 months ago 

খুবই ভালো লাগলো আপনার চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। আর যখন ফটোগ্রাফি পোস্ট দেখি তখন অনেক বেশি ভালো লাগে। নতুন পাতা গজানো গাছটি দেখতে অনেক বেশি ভালো লেগেছে। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 5 months ago 

বেশি দারুন মন্তব্য করেছেন

 6 months ago 

না তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে। প্রতিটি ফটোয় চমৎকার ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ফটোর বর্ণনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

অনেক ভালো লাগলো সুন্দর বর্ণনা দেখে

 5 months ago 

ধন্যবাদ।

 6 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। তাছাড়া ফটোগ্রাফি করতে ও দেখতে আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। বিশেষ করে পুকুরে মাছের খাবার খাওয়ানোর ফটোগ্রাফি ফসলের মাঠের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 92640.23
ETH 3113.67
USDT 1.00
SBD 3.17