বৃষ্টি আসার মুহূর্ত ধারণ করা কিছু ফলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 months ago


আসসালামু আলাইকুম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। কিছুক্ষণ আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। সেই মুহূর্তে রান্নাবান্না শেষ করে লিচু গাছে লিচু পারছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল বৃষ্টি হবে এই মুহূর্তে কিছু ফটো ধারণ করবো। তাই যখন বৃষ্টি শুরু হলো তখন আমার আশেপাশে থাকা ফলের ফটো ধারণ করার চেষ্টা করলাম। আশা করি এই ফটোগুলো আপনাদের ভাল লাগবে।


IMG_20240511_101734.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni



প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আম আর লিচু গাছের পাশাপাশি অবস্থানে ধরে রয়েছে আম ও লিচু তার ফটোগ্রাফি। আজ সকালে বেশ কিছু লিচু পাড়ার চেষ্টা করেছিলাম বাড়ির কয়েকজন মিলে। আকাশে মেঘ দেখে বেশ দ্রুত চেষ্টা করছিলাম কিছু লিচু পারবো কারণ পাখিতে খেয়ে যাচ্ছে। যদি একটু বেশি ধরত তাহলে হয়তো ভালোভাবে ঘেরা যেত। খুবই অল্পসংখ্যক ধরেছিল তবুও আমাদের জন্য অনেক।


IMG_20240511_113553.jpg

IMG_20240511_113627.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni



এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডালিম গাছের বেশ কিছু ডালিমের চিত্র। গাছগুলোর পাশাপাশি রয়েছে। আপনারা জেনে খুশি হবেন আমাদের বাড়িতে বিভিন্ন প্রকার ফলের গাছ রয়েছে। তার মধ্যে ডালিম অন্যতম। অনেক কয়টা গাছ রয়েছে। শুধু একটা গাছে ডালিম ধরেছে। তবে গাছটা একদম দেখার মত নয়। একটা রোগা-পটকা গাছে এত সুন্দর ডালিম ধরে ভাবতে বেশ অবাক লাগে।


IMG_20240511_101348.jpg

IMG_20240511_101404.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni



এ মুহূর্তে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল। তাই আমি আরেকটু এগিয়ে এসে আমাদের কাঁঠাল গাছের ফটো ধারণ করলাম। অনেকদিন পর বৃষ্টির পানি গায়ে পড়ছিল বেশ ভালো লাগছিল। সাথে সাথে শীতল ঝড়ো হাওয়া শুরু হলো। আমিও দ্রুত চেষ্টা করলাম কিছু ফটো ধারণ করতে।


IMG_20240511_101513.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni



এরপর চেষ্টা করলাম পুকুর পাড়ের একটি আম গাছ থেকে জুম করে আমের ফটো ধারণ করতে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আটটা আম গাছে কম বেশি করে আম ধরেছে। অর্থাৎ এই আমগুলোতে আমাদের পরিবারের সবার জন্য ভাল রকমের খাবার আম হয়ে যাবে। আমগুলো বিভিন্ন জাতের। তাই বলতে গেলে আমপাকা থেকে শুরু করে দীর্ঘদিন পর্যন্ত আম থাকে আমাদের বাড়িতে।


IMG_20240511_101547.jpg

IMG_20240511_101601.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni



এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশের একটি গাছে অনেকগুলো ডালিম। অবশ্যই এই গাছটা এখানে কাজ করেন সেই তুহিন ভাইদের। দেখলাম শুধু আমাদের ফল গাছের ফলের ফটোগ্রাফি আপনাদের দেখালে কেমন হয় পাশে থাকা গাছের সুন্দর ফলগুলোর ফটো ধারণ করি। অর্থাৎ হালকা হালকা বৃষ্টি পড়ছিল এই মুহূর্তে ফটো ধারণ করতেও যেন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। শুধু মোবাইলের গ্লাসে পানি পড়ে একটু ডিস্টার্ব করছিল।


IMG_20240511_101722.jpg

IMG_20240511_101719.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni



এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেবু গাছের বৃষ্টি ভেজা লেবুর ফটো ধারণ করেছি । এই গাছটাতে এবারই প্রথম অনেকগুলো লেবু ধরেছে। এই লেবু গাছটা সুমন ভাইয়া কলম করে তৈরি করেছিল। বেশি ভালো লাগে তার এই সমস্ত সুন্দর দক্ষতার পরিচয় গুলো। তিনি বলেছেন এই গাছ থেকে নাকি আরো কলম করে নতুন নতুন গাছ তৈরি করবেন।


IMG_20240511_101734_1.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni



এরপর জোরে জোরে বৃষ্টি নেমে পরল। আমি ও দ্রুত ঘরে চলে আসলাম। কারণ সকাল সকাল বৃষ্টির পানিতে বেশি ভিজে যদি সর্দি লাগে তাহলে আরো সমস্যা সৃষ্টি হয়ে যাবে। এমনিতে বাড়িতে সব মানুষের কমবেশি সর্দি কাশি লেগেই রয়েছে। তবে যাই হোক প্রায় ১০ মিনিট বৃষ্টি হলো আজকের সকালে। আর সেই বৃষ্টির পূর্বে সুযোগ করে এ সমস্ত ফটোগুলো ধারণ করেছিলাম।


IMG_20240511_102007.jpg

IMG_20240511_102048.jpg

IMG_20240511_102145.jpg

IMG_20240511_102230.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni


99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsppmXccekHQtuRnvumd4YXJL6tgu3HeQ9kVdaMY7Ztny91Kmy6WbCfuPPL5AaxDjDtXQqm2QqLmK5DNCPD34-1.png


ডিভাইসHuawei P30 Pro-40mp
বিষয়রেনডম ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@jannatul01


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 months ago 

আপনি দেখছি অনেক সুন্দর করে বিভিন্ন রকম ফলের ফটোগ্রাফি করেছেন। বৃষ্টির সময় এই ফটোগ্রাফি গুলো করার কারণে দেখতে সুন্দর লাগতেছে। বৃষ্টির মুহূর্তটা উপভোগ করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর এ সময় ফটোগ্রাফি করলে দেখতে আরো অনেক বেশি সুন্দর হয়। আপনাদের বাড়িতে কিন্তু অনেক রকমের ফল গাছ আছে বিষয়টা অনেক ভালো লেগেছে দেখে। কাঁচা আমের ফটোগ্রাফি দেখে তো কাঁচা আম খেতে ইচ্ছে করতেছে আমার। কাঁচা আম কিন্তু এখন খেতে খুব ভালোই লাগবে।

 2 months ago 

এই মুহূর্তটা খুবই আনন্দঘন ছিল আপু, অনেকদিন পর বৃষ্টি এসেছে।

 2 months ago 

বৃষ্টি শুরু হওয়ার আগ মুহূর্তের দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। বর্তমান আম কাঁঠাল লিচু ডালিম সহ বেশ কিছু ধরনের ফল দেখতে পারবো আমরা এগুলো সিজনে শুধুমাত্র একবারই দেখা যায়। সেরকম কিছু ফলে ফটোগ্রাফি আপনি তুলে ধরেছেন আমাদের মাঝে। ডালিম গাছগুলো আসলেই চিকন হলেও ফলগুলো কিন্তু তরতাজে হয়। ফলমূল নিয়ে সুন্দর ফটোগ্রাফি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

হ্যাঁ এখন ফলের সময়।

 2 months ago 

বৃষ্টির মুহূর্তে ধারণকৃত ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে। আপনি তো দেখছি আমার গাছের ডালিমের ফটোগ্রাফি করেছেন। আসলে বৃষ্টির সময় প্রকৃতি তার নতুন রূপে সাজে। এই সময় ফটোগ্রাফি গুলো বেশ দারুন লাগে। ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনাও করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

খুব সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া।

 2 months ago 

আপনার ধারণ করা ফলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভাল লেগেছে। একেবারে বাড়িতে যে সমস্ত ফলগুলো রয়েছে একের পর এক সবি ফটোগ্রাফি করেছেন দেখছি। এত সুন্দর একটি ব্লগ সাজানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

বৃষ্টি শুরু হওয়ার পরের মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাতে আপনি দ্রুত লিচুগুলো করার চেষ্টা করেছেন এটা ভালো করেছেন। প্রতিটি ফলের ফটোগ্রাফি বেশ দারুন লাগছে দেখতে। বৃষ্টির পরে পরিবেশটা আরো বেশি সুন্দর লাগে

 2 months ago 

আপনি কিন্তু একদম ঠিক বলেছেন।

 2 months ago 

আপু আপনি বৃষ্টি আসার মুহূর্তে দারুন কিছু ফলের ফটোগ্রাফি করেছেন। আর সব গুলো ফলই মৌসুমি ফল। আম,কাঠাল, ডালিম,লেবু সব গুলোই আমার খুবই পছন্দ। আর নিজের গাছের এমন ফল পেলে আর কিছু লাগে না। পরিবেশটাও দারুন লাগছে। ধন্যবাদ।

 2 months ago 

ওই মুহূর্তের ফটো ধারণ করতে খুবই ভালো লেগেছিল আমার

 2 months ago 

এই কয়েকদিন আবহাওয়া মোটামুটি শীতল রয়েছে। আর বেশিরভাগ সময়ে আকাশ মেঘলা থাকে। আজ সারাদিনই মোটামুটি আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল। আর আপনি আজকে যে ফটোগ্রাফি গুলো করছেন সেগুলো অসম্ভব সুন্দর লাগছে। ডালিম গাছের ডালিম গুলো বেশি ভালো লাগছিল দেখতে।

 2 months ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

সুন্দর ফোটোগ্রাফি করেছেন আপু। সব গুলো ফলই ফোটোগ্রাফিতে সুন্দর দেখাচ্ছে । আর সব গুলোই মৌসুমী ফল , সবুজে ঘেরা প্রাকৃতিক ফলের ছবি হওয়ায় আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে।

 2 months ago 

অনেক ভালো লাগলো আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66976.31
ETH 3509.07
USDT 1.00
SBD 2.70