বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 months ago


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ফটোগুলো দেখে আসি।

img_1720279601910.jpg

Photo Editing by mobile gallery


আলোকচিত্র: ১


প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জবা ফুলের ফটোগ্রাফি। এর জবা ফুল টা আমার কাছে খুবই ভালো লাগে। আমি এমনিতে ফুল খুবই পছন্দ করে থাকি। মাঝেমধ্যে চোখের সামনে যদি এ জাতীয় ফুলগুলো বেধে যায় কখনো, তাহলে তখনই আমি মোবাইল ফোনে ধারণা করার চেষ্টা করি। কারণ ফুল আমি এতটাই পছন্দ করি আর ফুল প্রিয় মানুষ আমি। তবে এই জবা ফুলের কলিটা এতটাই সুন্দরভাবে গাছের বাইরের অংশে ঝুলে ছিল, আমি দেখামাত্র মোবাইলের ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি।

IMG_20240526_143055_597.jpg


আলোকচিত্র: ২


এটা হচ্ছে নাগবল্লি ফুল। এছাড়াও আরো অন্যান্য নাম রয়েছে এ ফুলের। যাইহোক এই ফুলটা খুবই ভালো লাগে আমার দেখতে। এই ফুলের কালার টা কিছুটা গোলাপী আকৃতির হওয়ায় সৌন্দর্য যেন বেশি বৃদ্ধি পায়। এই ফুল দূর থেকে দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যখন ফুলের ফটো ধারণ করেছিলাম তখন সত্যিই খুবই ভালো লাগছিল এত সুন্দর গাছ আর ফুল দেখে।

IMG_20240526_151334_6.jpg


আলোকচিত্র: ৩


রঙ্গন ফুলটা আমাদের এলাকায় বেশ পরিচিত। প্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পার্ক বাসা বাড়ির ছাদে লক্ষ্য করা যায়। তবে ইদানিং খুব একটা বেশি লক্ষ্য করছি যখনই বাইরের দিকে কোন কারনে কেনাকাটার উদ্দেশ্যে যায় তখনই। রঙ্গন ফুল বেশ কয়েকটা কালারের হয়ে থাকে। তবে প্রত্যেকটা কালারের ফুলগুলোই দারুন লাগে।

IMG_20240526_143516_248.jpg


আলোকচিত্র: ৪


এটা কচুরি ফুল। মাঠে-ঘাটে বিলে বিভিন্ন জায়গায় এই ফুলগুলো লক্ষ্য করা যায় বর্ষার সময়। আমাদের পুকুরপাড়ে বিভিন্ন কোনায় এই গাছ হয়ে বেশ ফুল ফুটে রয়েছে দেখলাম। এই ফুলের সৌন্দর্য অনেক বেশি কিন্তু মানুষ এগুলো উত্তোলন করতে চায় না একটি কারণ আছে, তা হচ্ছে এ ফুলগুলো তুললে এর কষ্ট যেখানেই থাকে সেই জায়গায় প্রচন্ড চুলকাতে থাকে। তবে বলতে গেলে যেখান কর ফুল সেখানে বেশি সুন্দর দেখায়।

IMG_20240501_091646_798.jpg


আলোকচিত্র: ৫


এটা সন্ধ্যা মনি ফুল। এই কালারের সন্ধ্যামণি ফুল আমি খুবই পছন্দ করি। এছাড়াও হলুদ কালারের সন্ধ্যামানি ফুল হয়ে থাকে। এ ফুলগুলো সন্ধ্যার সময় ফোটে। আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই জাতীয় ফুলগুলো। তবে এখন খুবই কম দেখা যায় আমাদের এলাকায়।

IMG_20240528_184132_467.jpg


আলোকচিত্র: ৬


এটা সাদা মৌচন্ডা ফুল। এই ফুলের তেমন একটা সুবাস আমি লক্ষ্য করি নাই। তবে এই ফুলের সৌন্দর্যটা অনেক বেশি। দূর থেকে দেখতে খুবই ভালো লাগে। তাই পাশ থেকেও বেশ অনেকগুলো ফটো ধারণ করেছিলাম। এ ফুলগুলো খুবই কম দেখতে পাওয়া যায়। বিশেষ বিশেষ প্রতিষ্ঠানে ও পার্কে ছাড়া তেমন একটা বেশি চোখে বাধেনা।

IMG_20240526_151051_9.jpg


আলোকচিত্র: ৭


এখানে দেখতে পাচ্ছেন বরবটির ফুল। বরবটির ফুল গুলো দেখতে কিছু শিমের ফুলের মত। তবে আমি ফটো ধারণ করার মুহূর্তে বেশ লক্ষ্য করে দেখেছি শিমের ফুলের চেয়ে এর সৌন্দর্য একটু বেশি এবং ক্যামেরায় ভালো ফ্রেশ ভাবে ধরা পড়ে। যাইহোক আমাদের পুকুরপাড়ের বরবটি গাছ থেকেই ধারণ করেছিলাম এই ফুলের ফটোগ্রাফি।

IMG_20240501_091102_723.jpg


আলোকচিত্র: ৮


এ পর্যায়ে আপনারা দেখতে পারছেন লাউ ফুলের ফটোগ্রাফি। লাউ ফুল সব সময় সবার নজর কেড়ে থাকে। বিশেষ করে সারা বছর কম বেশি আমাদের এলাকায় এই সবজিটা লক্ষ্যণীয়। এজন্যই লাউ ফুলটাও যখন তখন দেখতে পাওয়া যায়। তবে আমি খেয়াল করে দেখেছি একবার এইমাত্র ফুলটা দু-একদিনের জন্য ফুটে নষ্ট হয়ে যায়। তাই এক কথায় বলতে গেলে এই ফুলের সময়কাল খুবই সীমিত।

IMG_20240306_181046_163.jpg


2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


পোস্ট বিবরণী


ডিভাইসInfinix Hot 11s
বিষয়রেনডম ফুলের ফটোগ্রাফি
লোকেশনজুগীরগোফা,গাংনী-মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 4 months ago 

বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছেন দেখে খুশি হলাম। সবজি এবং অন্যান্য ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। সবজির ফুলের ফটোগ্রাফি গুলো বেশি সুন্দর লাগলো। সবজির ফুল গুলো গ্রামের দিকে অনেক দেখা যায়।

 4 months ago 

হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন।

 4 months ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজেও ফুলের ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। আপনার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

জেনে খুবই ভালো লাগলো।

 4 months ago 

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আপনি শেয়ার করলেন আমাদেরকে দেখার সুযোগ করে দিলেন। রঙ্গন ফুলের ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর হয়েছে। তাছাড়াও জবা ফুলের ফটোগ্রাফি অসাধারণ দেখাচ্ছে। বেশ ভালো লাগলো প্রতিটি ফটোগ্রাফি দেখে।

 4 months ago 

চেষ্টা করব আগামীতে আরও সুন্দর সুন্দর ফুল শেয়ার করতে।

 4 months ago 

খুবই ভালো লাগলো আপনার সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। অসাধারণ ভাবে সব ফুলের ফটো ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটো খুবই সুন্দর হয়েছে। আশা করবে আমার সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে আবারও আপনি আমাদের মাঝে উপস্থিত হবেন।

 4 months ago 

হ্যাঁ আবারো এমন ফটো ধারণ করে শেয়ার করব।

 4 months ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি থেকে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

ফুল মানেই সৌন্দর্যের প্রতীক। আর যখন সেই সৌন্দর্যকে একসাথে উপভোগ করা যায় তখন খুবই ভালো লাগে। আজ আপনি দারুন কয়েকটি ফুলে ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।আপনার তোলার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে দুর্দান্ত লেগেছে। খুবই চমৎকার ভাবে ফটোগ্রাফির সাথে বর্ণনা তুলে ধরেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।

 4 months ago 

খুবই চমৎকার একটি রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফিটি দেখেই আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফির এঙ্গেল দারুণভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

বেশ দারুন মন্তব্য করেছেন।

 4 months ago 

বাহ আপু আপনি তো অসাধারণ অসাধারণ ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের সৌন্দর্য সবাই উপভোগ করতে চাই। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। আমার কাছে অসম্ভব ভালো লাগলো আপনার ফুলের ফটোগ্রাফির মধ্যে নাগবল্লি ফুলের ফটোগ্রাফি ও কচুর ফুলের ফটোগ্রাফি। এবং অন্যান্য ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।

 4 months ago 

নাগবলি আর কচুরি ফুল আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81728.21
ETH 3198.83
USDT 1.00
SBD 2.82