লাইফস্টাইল: ডাঃ হামজা ভাইয়ের বিয়ে || সপ্তম পর্ব

in আমার বাংলা ব্লগ20 days ago


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম আমাদের প্রিয় খালাতো ডাক্তার ভাইয়ের বিবাহ উপলক্ষে আমার অনুভূতিমূলক পোস্ট। আমি বেশ কিছু পর্বে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভাইয়ার বিবাহর বিস্তারিত অনুভূতি শেয়ার করার জন্য। ঠিক তেমনি আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকে আমি হামজা ভাইয়ের বিয়ের পাগড়ী কেনার অনুভূতি শেয়ার করব।

IMG_20240828_170757_072.jpg

photography device: Infinix Hot 11s

[What 3 word's location](https://w3w.co/halves.controls.reactors)


হামজা ভাইয়ার বিয়ে উপলক্ষে শাড়ি থেকে শুরু করে বেশ কিছু জিনিস কেনাকাটা হলো। এরপর যখন বিয়ের শেরওয়ানি ও নাগরা জুতা কেনা হলো ঠিক ঐ মুহূর্তে হামজা ভাইয়া বলেন বিয়ের টুপি বাহ পাগলি তো কেনা হয়নি এখনো। তখন আমাদেরও মনে ছিল না এ বিষয়টা। আসলে সবকিছু কেনা হয়েছে আর যদি পাগড়ে না কেনা হয় তাহলে আর এসব কেনার মানে হয় কি। তখন আবারো দোকানের সেই ছেলেটাকে বলা হল কোন ঘরে পাগড়ী রয়েছে। তখন ছেলেটা বলল পাশের একটি কসমেটিক্স এর দোকানে পাগড়ী পাওয়া যায়। আমরা যেন টেনশন না করি খুব শীঘ্রই সে ম্যানেজ করে দিবে। আমরা ভেবেছিলাম বিয়ের পাগড়ি হয়তো জামা কাপড়ের অর্থাৎ পোশাকের দোকানে পাওয়া যায় কিন্তু যখন শুনলাম কসমেটিক্সের দোকানে পাওয়া যায় তখন একটু কেমন জানি মনে হল। নাগড়া জুতা কিনলাম স্যান্ডেলের দোকান থেকে। শেরওয়ানি কিনলাম কাপড়ের দোকান থেকে। এখন যদি পাগড়ি কিনতে হয় কসমেটিকসের দোকান থেকে। এখনো তো অনেক কিছু কেনাকাটা বাকি রয়েছে, না জানি সে সমস্ত জিনিসগুলো কোথা থেকে কোথা থেকে ম্যানেজ করতে হবে। যাইহোক অন্যান্য শাড়ি কাপড় গুলো গুছাতে গোছাতে দোকানের সেই ছেলেটা আমাদের সাথে নিয়ে চলে গেলেন পাশের একটি কসমেটিকসের দোকানে।

IMG_20240903_143755_666.jpg

IMG_20240828_153916_8.jpg

IMG_20240828_154421_2.jpg


কসমেটিকসের দোকানে গিয়ে আমরা উপস্থিত হয়ে দেখতে পারলাম বেশ অনেক রকমের ফ্রেশওয়াশ ক্রিম সনু থেকে শুরু করে দেশে-বিদেশি অনেক পণ্য রয়েছে। এছাড়াও রয়েছে কানের দুল হাতের চুরি গলার হার সহ অন্যান্য সামগ্রী। এই সমস্ত জিনিস গুলো দেখে আমি বেশ মুগ্ধ হলাম। কত সুন্দর সুন্দর লোশন রয়েছে এখানে। মুখের দাগ দূর করার জন্য অনেক রকমের প্রোডাক্ট লক্ষ্য করলাম। এছাড়া মুখের তেলতেলে ভাব দূর করতে এবং উজ্জ্বলতা আনতে বেশ অনেক পর্যায়ের কসমেটিক সামগ্রী চোখে বাধলো এবং সে সম্পর্কে দাম জানলাম। যাইহোক এরপর এদিকে সেদিকে তাকিয়ে লক্ষ্য করে দেখলাম অনেক সুন্দর সুন্দর ব্যাক রয়েছে যেগুলো এক হাজার থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত দাম। আর তারই পাশে একটি লাইনে রয়েছে বিয়ের পাগড়ী।

IMG_20240828_170857_0.jpg

IMG_20240828_170821_7.jpg

IMG_20240828_170828_2.jpg


প্রথমে হামজা ভাইয়া আর আমরা সবাই মিলে পাগড়িগুলো দেখলাম পাশাপাশি পাত্রীর জন্য ব্যাগ থাকলাম। এই মুহূর্তে হামজা ভাইয়া বলল এখন পাত্রীর জন্য ব্যাগ কেনার কোন প্রয়োজন নেই আমার। আগে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো কিনে নিয়ে কসমেটিকসের জিনিস গুলো আগামীকাল কিনলে হবে। তখন হামজা ভাইয়ের কথায় আমরা শুনে ব্যাগের দিকে আর তাকালাম না শুধুমাত্র একটু দেখেই ফিরে আসলাম পাগড়ীর দিকে। এরপর দোকানের ছেলেটা পাগড়ি একের পর এক বের করতে থাকলো এবং হামজা ভাইয়ার হাতে দিতে থাকলো কোনটা তার ভালো মানায় দেখতে বলল এবং মাথার সাইজ অনুসারে ঠিক আছে কোনটা দেখতে বললেন।

IMG_20240828_170836_1.jpg

IMG_20240828_170830_8.jpg

IMG_20240828_170831_4.jpg

IMG_20240828_170728_717.jpg

IMG_20240828_170919_1.jpg


হামজা ভাইয়া একের পর এক পাগড়ি হাতে নিলেন এবং মাথায় দিয়ে পরীক্ষা করে দেখতে থাকলেন। এরপর এই কসমেটিকসের দোকানের মানুষটা প্রশ্ন করলেন আমাদের শেরওয়ানি কেনা হয়ে গেছে কিনা। যখন বলা হলো হ্যাঁ শেরওয়ানি কেনা হয়ে গেছে তখন বলল সে রনি যেমন কালারের ঠিক তেমন কালার ঠিক রেখে পাগড়ী নিন তাহলে ভালো মানাবে। তখন বিষয়টা আমাদের মাথায় আসলো তা তো ঠিক বললেন উনি। তখন হামজা ভাইয়া কালার অনুসারে পাগড়ি বের করতে বললেন এবং এই কালারের পাগড়িটা তার বেশ পছন্দ হলো। তখন আমাদের বললেন ফটোগ্রাফি করে দেখাতে ফটোতে কেমন দেখাচ্ছে তার সেটা দেখতে চাইলেন। সাথে সাথে আমরা বেশ কয়েকটা তার ফটো ধারণ করলাম এবং তার সামনে ধরলাম তখন উনি এটা পছন্দ করলেন যে এই পাগড়ীটা তার ভালো মানাচ্ছে, এটা তার পছন্দ। তারপর আর আমরা কোন কথা না বাড়িয়ে দ্রুত পাগড়ীটা নিয়ে আগের দোকানে ফেরত দেওয়ার চেষ্টা করলাম, কারণ এখনো অনেক কিছু কেনাকাটার বাকি রয়েছে। এদিকে বিকেল তো শেষ হয়ে আসছে। আর এভাবে হামজা ভাইয়ার বিয়ে উপলক্ষে পাগড়ী কেনাকাটা সম্পন্ন হলো।

IMG_20240828_170918_5.jpg

IMG_20240828_170827_3.jpg

IMG_20240828_170750_972.jpg

IMG_20240828_170756_129.jpg


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif


পোস্ট এর বিবরণ


বিষয়হামজা ভাইয়ের বিয়ে
What3words LocationGangni-Meherpur
মোবাইলInfinix Hot 11s
ক্রেডিট@jannatul01
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyVUVUB9zP9fbbwhZZLcosDYcEa83Lt5D27DhnwTLHze5DsSthwKddRsCb82xptNjNWzhSvhyp3ShNvja...Z6ARuWwfY6J6xct8hSEYrP54kRaGFBTsKrnqmn4Bx9zAsp58P6TFXf47sNUHFQ6BeHqhYuwsDUtfJ8zzg455YueE9KAteNbQKJpmJwhafJ26xMsnBZwqjCBTw4.png


আমার পরিচয়


আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর নার্সিং কোর্স করে বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 20 days ago 

আবারো আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আমজাদ ভাইয়ার বিবাহের জন্য কেনাকাটার আর একটা অনুভূতি। যেখানে মাথার টুপি বা পাগড়ি কেনার অনুভূতিটা প্রকাশ করেছেন। আসলে ওই দিনটা আমাদের সকলের জন্য ছিল বেশ আনন্দদায়ক। আমিও বেশি ইনজয় করেছিলাম ওই দিনে।

 19 days ago 

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75969.36
ETH 2843.76
USDT 1.00
SBD 2.56