কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি সবুজ ফসলের মাঠের সুন্দর ভিডিও। যেখানে গ্রাম বাংলার ধান গাছ চমৎকারভাবে মোবাইলে ধারণ করেছি।
Photography device: Infinix Hot 11s-50mp
অপরূপ সৌন্দর্য ঘেরা আমাদের এই জন্মভূমি। সারা বছর জুড়ে আমাদের দেশে কম বেশি বিভিন্ন প্রকার ফসল হতে থাকে। আর এই সুন্দর ফসলের মাঠগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। ঈদ উপলক্ষে মানুষ যেমন পার্কের দিকে ছুটে যায় ফুলের সৌন্দর্য দেখতে। তেমন আমি কখনো সুযোগ পেলে ফসলের মাঠ দেখার চেষ্টা করি। মন ছুটে যায় সবুজ ফসলের দিকে। কারন আমার জন্ম গ্রামে। গ্রামে বেড়ে ওঠা। তাই ফসলের মাঠের দিকে আমার টান সৃষ্টি হয়েছিল পরিবার থেকে। আমি যখন কুষ্টিয়া ম্যাচে থাকতাম। ছুটি পেলে বা সুযোগ পেলে বাসায় যখন উপস্থিত হতাম,ছোট ভাইবোনদের সাথে করে ঠিকই আমার আব্বুর ফসলের মাঠে উপস্থিত হয়ে যেতাম খাবার দেওয়ার ছলে। আমার আব্বুর এক দাগে ১৫ বিঘা ফসলের জমি। আর এছাড়াও আশেপাশে অন্যান্য ফসল ওহ ফলের বাগান মিলে টোটালি 30 বিঘার উপরে ফসলের জমি রয়েছে। তবে তার মধ্য থেকে এমন সবুজ ফসলের মাঠগুলো আমার খুব ভালো লাগে।
Photography device: Infinix Hot 11s-50mp
জমিদারি বংশের পরম্পরায় আমার আব্বার ৪ ভাই ৩০ বিঘা করে জমি ভাগ পেয়েছিলেন। এরপর আরো জমি জায়গা কিনেছেন ওনারা। আর তাই ছোট থেকে দেখে আসছি এভাবে ফসল ফলান। আর সেই থেকে আমার ফসলের প্রতি বেশি টান। আগে তো অনলাইনে কাজ করতাম না। তাই সেভাবে ফটো ধারণ করে আপনাদের মাঝে দেখাবো বলে রাখা হয়নি। তবে এখন বাইরের পরিবেশে যখনই যাই তখনই এই সমস্ত সুন্দর সবুজ শ্যামল চিত্রগুলো ক্যামেরাবন্দি করতে ভালো লাগে। কিছুদিন আগে বাড়ি ফিরতে রাস্তার পাশে অবস্থান করেছিলাম। আর তখন এই ফসলের মাঠের চিত্র ধারণ করেছিলাম। আর বারবার স্মরণ হচ্ছিল আমাদের ফসলের কথা।
আপু আপনার ক্যাপচার করা কৃষকের ধান ক্ষেতের ভিডিওগ্রাফি দেখে আমার তো একটি গান মনে পড়ে যাচ্ছে, এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। সত্যিই তাই আপু, চারিদিক শুধু সবুজ আর সবুজ দেখতে ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে ধান ক্ষেত নয়, বরং সবুজের গালিচা বিছিয়ে রেখেছে। যাইহোক আপু, কৃষকের ধান ক্ষেতের খুব সুন্দর ভিডিওগ্রাফি উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এই গানটা কিন্তু আমার খুব পছন্দের
ধানক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবুজ ধান ক্ষেতের এই সৌন্দর্য আমাকে যেমন মুগ্ধ করে তেমনি ধান পেকে যখন সোনালী বর্ণ ধারণ করে তখনকার ধানক্ষেতের সৌন্দর্য অন্যরকম। আপনি চমৎকারভাবে কৃষকের ধান ক্ষেতের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এখন ফসলের মাছ দেখতে খুব ভালো লাগে ধানের শীষ বের হয়েছে তো
আপু আপনি মাঠে গিয়ে ধান ক্ষেতের দারুন ভিডিওগ্রাফি করেছেন। ধান গাছে যখন এরকম শিশ বের হয় তখন দেখতে খুবই ভালো লাগে। আপনি যখন ভিডিওটি ধারণ করেছিলেন তখন হালকা বাতাস ও পরিবেশটা বেশ দারুন ছিল। আপু আপনার ভিডিওগ্রাফি দেখে ভালো লাগলো ধন্যবাদ।
হ্যাঁ হয়তো সবাই সুন্দর একটা পরিবেশ ছিল
আসলে আপু কি আর বলবো মাঠে যখন যায় তখন এটি ধান গাছগুলো অর্থাৎ সবুজ শ্যামলে ভরা পুরো মাঠের ধান গাছ গুলো দেখতে পেয়ে বেশ ভালো লাগে।। আপনিও দেখছি এই ধান গাছ দেখেছেন এবং মাঠে ভ্রমণ করে সেখানে খুব সুন্দর করে ধান গাছের খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
রাস্তার পাশ থেকে ফসল এর ভিডিও ধারণ করেছিলাম
গ্রামের ফসলের মাঠের দৃশ্য গুলো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আসলে গ্রামের এই কৃষকের মাঠের সবুজ ফসলের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। গ্রামের প্রকৃতির জন্য এক অন্যরকম মুহূর্ত এখন ফুটিয়ে তুলেছে। এই সবুজ প্রকৃতির গুলো দেখে খুবই ভালো লাগলো। আপনার ভিডিওগ্রাফি অসাধারণ হয়েছে।
চেষ্টা করেছি ভাইয়া সুন্দর ভিডিও ধারণ করতে।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফসল দেখলে মনের ভেতর ভীষণ ভালো লাগা কাজ করে। কৃষকের ধান ক্ষেতের ভিডিওগ্রাফিটি আপনি বেশ চমৎকারভাবে তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগতেছে। শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনার ভালো লেগেছে যেন খুশি হয়েছি
প্রাণটা ভরে গেল সবুজ ধান ক্ষেতের ভিডিওগ্রাফিটি দেখে। আসলে এরকম সবুজ ধানের ক্ষেত যতই মনোযোগ দিয়ে দেখা যাবে ততই অপূর্ব সৌন্দর্য উপভোগ করা সম্ভব হবে। কৃষকের কঠিন পরিশ্রমের মাধ্যমে তৈরি করা সবুজ ধান ক্ষেতের চমৎকার একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ধানক্ষেত আমার খুবই ভালো লাগে
আমাদের দেশের প্রধান ফসল হলো ধান। আপনি আজকে কৃষকের ধান ক্ষেতের ভিডিওগ্রাফি করেছেন। সবুজ সমরাহের এই ভিডিওগ্রাফি টা দেখতে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন ভাইয়া। আপনাকেও জানাই ধন্যবাদ।