রেনডম ফুল ফটোগ্রাফি
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই স্কুলের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
রেনডম ফটোগ্রাফি
শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দুপুর মনি ফুল। এই ফুলটা দুপুর বেলায় ফুটে থাকে। হয়তো এর জন্য এর নাম হয়েছে দুপুর মনে ফুল। দুপুর থেকে বিকেল পর্যন্ত খুব সুন্দরভাবে ফুটে থাকতে দেখা যায়। এমনকি রাতেও ফুটে থাকে। তবে সকাল হতে ঝরে যায়। এই ফুলগুলো দেখতে গোলাপী বর্ণের হাওয়ায় অনেক ভালো লাগে।
এবার আপনারা দেখতে পাচ্ছেন মাধবীলতা ফুল। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, মাধবীলতা ফুল দুই রকমের হয়ে থাকে একই শীষে। কিছুটা সাদা আকৃতির আবার কিছুটা গোলাপি আকৃতির। একটা শিশির আগায় অসংখ্য ফুল হাওয়ায় এর সৌন্দর্য অনেক বেশি। এই ফুল গাছটা লতা জাতীয়তায় লতার আগায় আগায় ফুটে থাকে এমন সুন্দর ফুল।
এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি কাশফুলের ফটোগ্রাফি। ফসলের মাঠ ঘেসে পুকুরপাড়। আর এ পুকুর পাড়ে বেশ অসংখ্য জায়গায় এমন কাশফুল ফুটেছিল। এবার শরৎকালে আমি অনেক সুন্দর গল্প করেছি কাশফুল এবং আকাশের মেঘগুলোর। শাকসবজি উত্তোলন করতে মাছ ধরতে মাছ ধরা দেখতে বিভিন্ন সময় পুকুর পাড়ে গেছি। পুকুরপাড় বাড়ি থেকে তিন থেকে চার মিনিটের রাস্তা। এইজন্য কাশফুলের সৌন্দর্য উপকরণটা আমার জন্য ছিল সহজ।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা মনি ফুল। ফুলগুলো আবার সন্ধ্যার সময় ফুটে থাকে। আসলে সৌন্দর্য আবার ব্যতিক্রম। গাছের উপর অংশে অসংখ্য কুশি হয়। আর সে সমস্ত খুশির উপরে অনেকগুলো ফুল হয়ে থাকে। সম্ভব হলে স্কুল আবার দুই রকমের হয়ে থাকেন। গোলাপি আকৃতির যেমন হয়, তেমনি ভাবে হলুদ আকৃতির হয়ে থাকে। এছাড়া আলাদা ধরনের আছে কিনা সেটা আমার জানা নেই। তবে এই সমস্ত ফুলগুলো বাড়ি সৌন্দর্য বৃদ্ধি করে।
এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাল শাকের ফুল। লাল শাকের যখন বয়স হয়ে যায়, তখন গাছের আগায় এমন ভাবে সুন্দর ফুল ফুটে থাকে। আর এই ফুলের মধ্যেই এক সময় লাল শাকের বীজ হয়।
এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়স ফুল। এই ফুলগুলো আমার কাছে অনেকটা ভালো লাগে। গাছের এক জায়গায় ফল ধরে থাকে, আরেক জায়গায় ফুল ফোটে আবার আরেক জায়গায় ছোট ছোট ফুলের কুড়ি দেখা যায়। তবে গাছের গায়ে অনেক হুল থাকায় ফুলগুলো সেভাবে ফটোগ্রাফি ধারণ করা সম্ভব হয় না।
এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি লাউএর ফুল। লাউ গাছের ফুলগুলো সাদা সাদা হয়ে থাকে। তবে এই ফুলের গায়ে অসংখ্য লোম মতো থেকে থাকে। এই ফুলগুলো ক্ষণস্থায়ী। বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করে না। সবুজ পাতার ফাঁকে ফাঁকে সাদা ফুল গুলো দেখতে ভালো লাগে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন ঝিঙে ফুল। সবজির ফুলগুলোর মধ্যে ঝিঙে ফুলটা আমার কাছে বেশি ভালো লাগে। সবজির বানে জায়গায় জায়গায় এমন ভাবে অসংখ্য ঝিঙে ফুল ফুটে থাকে দেখে যেন অন্যরকম ভালোলাগা খুঁজে পাওয়া যায় সেখানে। এরপর যখন প্রজাপতিরা ফুলের বুকে উড়াউড়ি করে, তখন আরো বেশি সুন্দর্য বৃদ্ধি পায়।
ডিভাইস | Huawei P30 Pro-40mp |
---|---|
বিষয় | ফুলের ফটোগ্রাফি |
লোকেশন | গাংনী- মেহেরপুর |
ক্রেডিট | @jannatul01 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
আজকের কাজ সম্পন্ন
খুবই খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। রেন্ডম এই ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।
ভালো লেগেছে জেনে খুশি হলাম
চমৎকার সব ফুলের ছবি শেয়ার করেছেন। দুপুর মণি ফুলটা প্রথম দেখলাম। মাধবীলতা গাছ আমার আছে কিন্তু কিচ্ছুতেই ফুল আসছে না কেন কি জানি৷
ঝিঙে লাউ আর ঢ্যাঁড়স ফুলগুলোর ছবিও খুব সুন্দর দেখতে হয়েছে আপু৷
আমাদের তো ছোট ছোট মাধবীলতা গাছে ফুল ফোটে।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি আমার কাছে এমনিতেও ভালো লাগে। বেশ কয়েকটি আলাদা আলাদা সবজির ফটোগ্রাফি করেছেন। সবচেয়ে বেশি ফটোগ্রাফির বর্ণনা গুলো অনেক ভালো লাগলো। পরবর্তীতে আরো ভালো কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবেন।
আশা করব পাশে থাকবেন তাহলে দেখতে পারবেন
আপনার আজকের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন সবজি ফুলের ফটোগ্রাফি করেছেন । এই ধরনের ফটোগ্রাফি গুলো আমিও করতে পছন্দ করি। বিশেষ করে সবজির বাগানে গিয়ে এই ধরনের ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
আমারও অনেক ভালো লাগে ভাইয়া
সবকটি ফুলের ছবি এক কথায় অসাধারণ তুলেছেন। কাশফুল থেকে শুরু করে মাধবীলতা ফুল, অথবা দুপুর মনি, সবকটি ফুলের ছবি দুর্দান্ত লাগছে। ফুল কে না ভালোবাসে। সেদিক থেকে দেখতে গেলে এমন সুন্দর একটি পোষ্ট যেখানে এতগুলি সুন্দর ফুলের ছবি, এক কথায় অসাধারণ।
প্রশংসা করার জন্য ধন্যবাদ ভাইয়া
X-promotion
দুপুর মনি ফুল গুলো আগে কখনো দেখিনি। ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর। আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ঢেঁড়স এবং ঢেঁড়স এর ফুলের ফটোগ্রাফি আরো বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনাকে ধন্যবাদ আপু দারুন এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
এখন থেকে আমার ব্লগে দেখতে পারবেন
খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। বিশেষ করে সবজির ফুল এবং অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। গ্রাম বাংলার বৈচিত্র ভরা এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে মুগ্ধ হয়ে যায় আমি। অসংখ্য ধন্যবাদ আপু রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু,আমারও ভালো লাগে।
আপনি দেখছি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফুলের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা মাধবীলতা ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে। আপনি প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর করে ধারণ করেছেন।
মাধবীলতা ফুল আরো সুন্দর হয় যদি ক্যামেরা ভাল হয়